07/10/2025
আসসালামু আলাইকুম স্যার, আপনার কিছু ভুল দৃষ্টিভঙ্গি ও রুকইয়াহ সম্পর্কে অজ্ঞতার দরুন এধরনের চিন্তা আপনার মনে এসেছে। সংক্ষেপে বলছি-
1️⃣ উচ্চশব্দে রুকইয়াহ শুনলে ভয় আসা, বমি হওয়া, ব্যথা হওয়া, ঘুম আসা বা শারীরিক মানসিক কোনো প্রতিক্রিয়া হওয়া ইত্যাদি মূলত আক্রান্ত ব্যক্তি প্যারানরমাল সমস্যায় আক্রান্ত হওয়ার দরুন হয়ে থাকে।
সাধারণ তিলাওয়াতে এই প্রতিক্রিয়া হয় না, কিন্তু রুকইয়াহতে এই প্রতিক্রিয়া হওয়ার কারণ প্রধানত তিনটি।
🔸ক) উচ্চ শব্দের ফলে নার্ভের গভীরে রুকইয়াহর প্রভাব পৌঁছানো। যাদু/ নজরের প্রভাব মূলত নার্ভে প্রভাব বিস্তার করে ফলে রোগী বিভিন্ন সমস্যায় ভুগলেও সাধারণ মেডিকেল টেস্টে তার কিছুই আসে না। যার দরুন আক্রান্ত ব্যক্তির অসুস্থতা নার্ভের যত গভীরে পৌঁছায় রুকইয়াহ সেখানে প্রভাব বিস্তার করা মাত্রই রোগীর প্রতিক্রিয়া শুরু হয়। এটা শুধু শব্দ নয় বরং নার্ভকে প্রভাবিত করে এমন যেকোনো পদ্ধতির সাথে রুকইয়াহর সমন্বয় ঘটলে রোগীর সমস্যায় প্রতিক্রিয়া ঘটতে পারে। যেমন ঠান্ডা পানি, গরম পরিবেশ, আক্রান্ত স্থানে ম্যাসাজ করা বা স্পর্শ করে রুকইয়াহ করা, টক বা ঝালযুক্ত স্বাদ, বিভিন্ন ধরনের সুর বা ধমক যা অন্তরে প্রভাব বিস্তার করে ইত্যাদি।
🔸খ) প্রতিক্রিয়া হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে, সমস্যার সঠিক ডায়গ্নোসিস অনুযায়ী সমস্যায় আঘাত করতে পারা। আক্রান্ত ব্যক্তি বিভিন্ন ধরনের যাদু, নজর, হাসাদ বা জ্বীনকেন্দ্রীক অসুস্থতায় আক্রান্ত হয়ে থাকেন৷ "বিসমিল্লাহ"র দ্বারা আল্লাহর নামে সেগুলো উল্লেখ করে নষ্ট হওয়ার জন্য দু'আর মাধ্যমে রুকইয়াহ করলে সমস্যাগুলো সাথে সাথে নষ্ট হতে শুরু হয় এবং এর ফলে রোগী বিভিন্ন প্রতিক্রিয়া অনুভব করেন।
🔸গ) প্রতিক্রিয়া হওয়ার তৃতীয় কারণ হচ্ছে, নিয়্যাত। সাধারণ তিলাওয়াতে অনেক সময় প্রতিক্রিয়া হয় না, কিন্তু রুকইয়াহতে প্রতিক্রিয়া হয়। কারণ এখানে রাক্বী ও রোগী উভয়ের নিয়্যাত নির্দিষ্ট থাকে।
✅ কারো প্রতিক্রিয়া হওয়া মূলত তার জ্বীনকেন্দ্রীক অসুস্থতায় আক্রান্ত হওয়ার লক্ষণ। আর কোনো জ্বীন শয়তান এক্সপোজড হওয়ার ভয়ে রোগীকে বিভিন্ন ধরণের ওয়াসওয়াসা দিয়ে থাকে, যাতে রোগী সুস্থ হওয়ার প্রক্রিয়া থেকে দূরে সরে যান।
2️⃣ আপনার এই রিভিউটি বাদে পেজের সবগুলো রিভিউই আমাদের সত্যিকার পেশেন্টদের রিভিউ। এমনকি আমরা নিজেরা উনাদেরকে রিভিউ দিতেও বলি নি৷ এখন পর্যন্ত আমরা আমাদের অফলাইন পেশেন্টদের থেকে সেধে রিভিউ নেওয়ার চেষ্টা করি নি। পরবর্তীতে এই পলিসিতে আমরা পরিবর্তন করতে পারি।
বাস্তবতা হচ্ছে, আপনি রিভিউ দিয়েছেন অথচ আমরা আমাদের পেশেন্ট লিস্ট চেক করে দেখছি, আপনি আমাদের পেশেন্টই নন। কখনো সেবা গ্রহণই করেননি আমাদের থেকে। অথচ যে কেউ আপনার মিথ্যা রিভিউ পড়ে ভ্রমের স্বীকার হবে।
3️⃣ "রুকইয়াহ কুরআনের মাধ্যমে ইবাদত"– এটা আংশিক সত্য৷ রুকইয়াহ প্রথমত অন্যান্য চিকিৎসার ন্যায় পারিশ্রমিকযোগ্য/ বিনিময়যোগ্য চিকিৎসা। এরপর এটি ইবাদত, যেমনটি অন্যান্য যেকোনো চিকিৎসা সেবাই ইবাদত। রুকইয়াহতে কুরআন তিলাওয়াত একটি আংশিক প্রক্রিয়া মাত্র। রুকইয়াহ মূলত সমস্যাভিত্তিক ডায়গ্নোসিস ধরে কুরআন ও বৈধ বাক্যের সমন্বয়, ইস্তিফরাগ, আ'শাব, তাবখির, তাদমির, হিজামা সহ আরো বিভিন্ন সেবার সমন্বয়।
আশা করি আপনার অজ্ঞতা দূর হয়েছে স্যার। যে কাউকে পরবর্তীতে "ট্যাগ" দেওয়ার পূর্বে, সেবিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে এরপর সিদ্ধান্তে আসার অনুরোধ রইলো।
©