11/03/2025
জোরপূর্বক ধ*র্ষ*নে পুরুষের ভূমিকা মূখ্য।
পরকীয়ায়,প্রতারণায় উভয়ের ভূমিকা মূখ্য।
জোরপূর্বক যৌনাচারে পোষাক,মাহরাম এগুলো অক্সিলারি,তবে এগুলো কিছু ক্ষেত্রে উদ্দীপক হিসেবে কাজ করে।তাই এগুলোও গুরুত্বপূর্ণ।
বর্তমানে সোস্যাল মিডিয়া যে কয়টা ঘটনায় তোলপাড়, এগুলো ধ*র্ষ*নের পাশাপাশি বিকৃত যৌনাচার তথা ব্রুটালিটি।
এসব ধ*র্ষ*নে কেবল এবং কেবলমাত্র দায়ী পুরুষ।সংশ্লিষ্ট নারীর এতে কোন দোষ বা ভূমিকা নেই।তবে নারীদের অসাবধানতা,শিশুদের ক্ষেত্রে অভিভাবকের অসাবধানতা এসব ক্ষেত্রে বিপদের শংকা বাড়ায়।
(ভাইয়েরা আমার,পৃথিবীর সব এক্সিডেন্টই ব্রেইক ফেল করে হয়না।মুখোমুখি সংঘর্ষ, টায়ার ফেটে গিয়ে,ড্রাইভার নেশা পানি করে ঘুমিয়ে গেলেও হয়।তাই সব অঘনের প্রেক্ষাপট একই ফ্রেমে সাজাতে চাওয়াটা বোকামি।)
শুধু জ্ঞান দিয়ে, নীতি কথা শুনিয়ে পৃথিবীর ১০০% চো*র,বা*ট*পা*র,ডা*কা*ত,গু*ন্ডা*দে*র সংশোধন যেমন সম্ভব নয়,তাইতো ঘরের দরজায় তালা এবং সিকিউরিটি বাড়ানো জরুরী।তেমনি এসব দিয়ে সব সব পুরুষদেরও শতভাগ সভ্য করা সম্ভব নয়,তাইতো নারীদের একটু সতর্কতা(নিজেকে একটু আড়াল রাখা/পর্দা,প্রয়োজনে বিশ্বস্ত কাউকে সাথে রাখা/মাহরাম)জরুরী।আর সব অন্যায়ের ক্ষেত্রেই দেশের আইন ব্যাবস্থা শক্ত হওয়া বাধ্যতামূলক।
এই সামান্য জিনিসটাই দেখতেছি অনেক জ্ঞানীদেরও বুঝতে সমস্যা হচ্ছে।
Dr.A N M Wahiduzzaman