A N M Wahiduzzaman

A N M Wahiduzzaman মধ্যম মানব

31/05/2025
07/05/2025

বাচ্চাদের ক্লে দিয়ে খেলতে দেয়া

04/05/2025
16/04/2025

কাল এই আ*ত্ন*হ*ত্যা*র ভিডিওটি দেখার পর যতটা অস্বস্তি অনুভব করেছি,এতটা অস্বস্তি সচরাচর মৃ*ত্যু গুলোতে আমার লাগেনা।
এই বয়সী একজন বৃদ্ধ,যিনি কিনা বলতে গেলে এখন ৮০% পরনির্ভরশীল।
এই বয়সে মানুষ নিজের সাথে অন্যের মতের অমিলের জন্য এই পথ বেছে নেয়না,রাগে কিংবা ক্ষোভে বেছে নেয়না।কেবল তার হয়ে মতামত দেয়ার,তার দায়ীত্ব নেবার মত আর কাউকে পাশে খুজে না পেলেই এই পথ বেছে নেয়।কতটা একাকী আর অসহায়ত্ব তাকে ঘিরে ধরেছিল!কতটা অভিমান তার বুকের পাজর গুলো ভেংগে দিচ্ছিল!তা ভাবতেই বুকের ভেতরটা হুহু করে ওঠে।
বাবাদের আমরা বুঝে উঠিনা।বাবাদের বুঝার চেস্টাও আমরা করিনা কখনও।বাবারা এভাবেই চলে যায়।

11/03/2025

জোরপূর্বক ধ*র্ষ*নে পুরুষের ভূমিকা মূখ্য।
পরকীয়ায়,প্রতারণায় উভয়ের ভূমিকা মূখ্য।
জোরপূর্বক যৌনাচারে পোষাক,মাহরাম এগুলো অক্সিলারি,তবে এগুলো কিছু ক্ষেত্রে উদ্দীপক হিসেবে কাজ করে।তাই এগুলোও গুরুত্বপূর্ণ।
বর্তমানে সোস্যাল মিডিয়া যে কয়টা ঘটনায় তোলপাড়, এগুলো ধ*র্ষ*নের পাশাপাশি বিকৃত যৌনাচার তথা ব্রুটালিটি।
এসব ধ*র্ষ*নে কেবল এবং কেবলমাত্র দায়ী পুরুষ।সংশ্লিষ্ট নারীর এতে কোন দোষ বা ভূমিকা নেই।তবে নারীদের অসাবধানতা,শিশুদের ক্ষেত্রে অভিভাবকের অসাবধানতা এসব ক্ষেত্রে বিপদের শংকা বাড়ায়।

(ভাইয়েরা আমার,পৃথিবীর সব এক্সিডেন্টই ব্রেইক ফেল করে হয়না।মুখোমুখি সংঘর্ষ, টায়ার ফেটে গিয়ে,ড্রাইভার নেশা পানি করে ঘুমিয়ে গেলেও হয়।তাই সব অঘনের প্রেক্ষাপট একই ফ্রেমে সাজাতে চাওয়াটা বোকামি।)

শুধু জ্ঞান দিয়ে, নীতি কথা শুনিয়ে পৃথিবীর ১০০% চো*র,বা*ট*পা*র,ডা*কা*ত,গু*ন্ডা*দে*র সংশোধন যেমন সম্ভব নয়,তাইতো ঘরের দরজায় তালা এবং সিকিউরিটি বাড়ানো জরুরী।তেমনি এসব দিয়ে সব সব পুরুষদেরও শতভাগ সভ্য করা সম্ভব নয়,তাইতো নারীদের একটু সতর্কতা(নিজেকে একটু আড়াল রাখা/পর্দা,প্রয়োজনে বিশ্বস্ত কাউকে সাথে রাখা/মাহরাম)জরুরী।আর সব অন্যায়ের ক্ষেত্রেই দেশের আইন ব্যাবস্থা শক্ত হওয়া বাধ্যতামূলক।

এই সামান্য জিনিসটাই দেখতেছি অনেক জ্ঞানীদেরও বুঝতে সমস্যা হচ্ছে।

Dr.A N M Wahiduzzaman

আহ শান্তি!!...চলে এসেছে ❤️❤️❤️❤️❤️
30/01/2025

আহ শান্তি!!...চলে এসেছে ❤️❤️❤️❤️❤️

15/10/2024

যে দেশের জনসাধারণই হইলো আসল মুরগী, এরা আবার ডিমের দামের হিসাব করে 🤣।
তগো শখ শেষ হইবো কবেরে ভাউ!!

ডাঃএ এন এম ওয়াহিদুজ্জামান

10/10/2024

নাহ,বাইক কেনার প্ল্যান টা বদলেই ফেললাম অবশেষে।সেইম দামে হেলিকপ্টার ই কিনে নিবনে কয়দিন পর।🥰🥰

10/10/2024

🤣🤣🤣

07/10/2024

বেশ কয়েকবছর আগে,এক হাসপাতালে জব করতাম।মেডিসিন বিভাগের প্রধান ছিলেন "ডাঃকাহফুল ওয়ারা" স্যার।খুব ভালো মানুষ ছিলেন।স্যার তার নামের স্বাক্ষর করতেন "কে.ওয়ারা"।
তো একদিন এক রোগী এসে আমার কাছে জিজ্ঞাস করতেছিল "ক্যাওড়া স্যার কোন রুমে বসেন?"
রোগীর সামনে কোনভাবে দম বন্ধ করে হাসি চেপে গেলেও সেই থেকে আজ,মনে পড়লেই দম ফাটাই হাসি।🤣🤣

04/10/2024

❤️🤎

Address

Road 4
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when A N M Wahiduzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram