Rapid Consultancy

Rapid Consultancy Rapid Consultancy is a reputed company that focuses on multiple disciplines of services related to Bangladesh and Turkey.

তুরস্কে  নাগরিকত্ব লাভের পাঁচটি বিকল্পের একটির হচ্ছে বিনিয়োগের মাধ্যমে:১ রিয়েল এস্টেট / আবাসন   আবেদনকারীরা পরিবেশ ও ন...
01/10/2024

তুরস্কে নাগরিকত্ব লাভের পাঁচটি বিকল্পের একটির হচ্ছে বিনিয়োগের মাধ্যমে:

১ রিয়েল এস্টেট / আবাসন
আবেদনকারীরা পরিবেশ ও নগরায়ন মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ৪,০০,০০০ ডলার মূল্যের সম্পত্তি ক্রয় করতে পারে। সফল আবেদনকারীরা সর্বাধিক ন্যূনতম তিন বছরের জন্য সেই সম্পত্তিটি ধরে রাখে।
২. তুরস্কে ব্যাঙ্ক ডিপোজিট
আবেদনকারীরা একটি তুর্কি ব্যাঙ্কে US$500,000 জমা করতে পারেন যা কাউন্সিল অফ ব্যাঙ্ক অডিট অ্যান্ড রেগুলেশন দ্বারা স্বীকৃত৷ সফল আবেদনকারীদের অবশ্যই তিন বছরের জন্য আমানত রাখতে হবে।
৩. সরকারি বন্ড
আবেদনকারীরা ট্রেজারি এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত US$500,000 মূল্যের সরকারি বন্ড কিনতে পারেন। সফল আবেদনকারীদের তিন বছরের জন্য বন্ড ধরে রাখতে হবে।

৪. ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট
আবেদনকারীরা ফিক্সড ডিপোজিটে US$500,000 বিনিয়োগ করতে পারেন, যা শিল্প ও প্রযুক্তি মন্ত্রনালয় দ্বারা স্বীকৃত।

৫. চাকরি সৃষ্টি
আবেদনকারীরা তুরস্কে ৫০ টি চাকরি তৈরি করতে হবে, যা পরিবার, শ্রম এবং সামাজিক নিরাপত্তা মন্ত্রনালয় হতে অবশ্যই স্বীকৃত হতে হবে।

তুরস্কের নাগরিকত্ব আপনাকে সারাজীবনের জন্য দেশে বসবাস এবং কাজ করার অধিকার দিচ্ছে, পাশাপাশি ভোটদান, বিনামূল্যে স্বাস্থ্যসে...
01/10/2024

তুরস্কের নাগরিকত্ব আপনাকে সারাজীবনের জন্য দেশে বসবাস এবং কাজ করার অধিকার দিচ্ছে, পাশাপাশি ভোটদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং তুর্কি পাসপোর্ট রাখার অধিকারের মতো নাগরিক অধিকার।

👉 দ্বৈত নাগরিকত্বের আইনগত অধিকার:
অন্যান্য দেশের মত, তুরস্কের দ্বৈত নাগরিকত্বের উপর কোন নিষেধাজ্ঞা নেই। ফলস্বরূপ, তুরস্কের নাগরিক হওয়ার জন্য আপনাকে আপনার আসল জাতীয়তা ত্যাগ করতে হবে না।

👉 নাগরিকত্ব পাস করার ক্ষমতা:
তুরস্কের একজন নাগরিক হিসেবে, আপনি আপনার নাগরিকত্বের অধিকার আপনার বংশধরদের কাছেও দিতে পারবেন। এটি তাদের সকল সুবিধা উপভোগ করতে দিবে এবং এর ফলে আপনার পরিবারের ভবিষ্যত সুরক্ষিত রাখতে পারবেন।

Turkey Visa-free Travel 2022 Update (Asia)Over the past number of years, Turkey and the European Union have been holding...
25/08/2022

Turkey Visa-free Travel 2022 Update (Asia)

Over the past number of years, Turkey and the European Union have been holding talks which may in the future culminate in Turkey joining the EU and the Schengen Area. This would grant Turkish passport holders visa-free access to a host of new countries within Europe and beyond.

Earlier this year, Turkey announced it would grant visa-free entry to citizens of six European nations, including Austria, Belgium, the Netherlands, Spain, Poland and Great Britain. No doubt, the Turkish government is thus boosting the tourism industry while also hoping that European partners may reciprocate.

Turkey Visa-free Travel 2022 Update (America)Over the past number of years, Turkey and the European Union have been hold...
25/08/2022

Turkey Visa-free Travel 2022 Update (America)

Over the past number of years, Turkey and the European Union have been holding talks which may in the future culminate in Turkey joining the EU and the Schengen Area. This would grant Turkish passport holders visa-free access to a host of new countries within Europe and beyond.

Earlier this year, Turkey announced it would grant visa-free entry to citizens of six European nations, including Austria, Belgium, the Netherlands, Spain, Poland and Great Britain. No doubt, the Turkish government is thus boosting the tourism industry while also hoping that European partners may reciprocate.

Part: 1 (Europe)Turkey Visa-free Travel 2022 Update:Over the past number of years, Turkey and the European Union have be...
25/08/2022

Part: 1 (Europe)
Turkey Visa-free Travel 2022 Update:

Over the past number of years, Turkey and the European Union have been holding talks which may in the future culminate in Turkey joining the EU and the Schengen Area. This would grant Turkish passport holders visa-free access to a host of new countries within Europe and beyond.

Earlier this year, Turkey announced it would grant visa-free entry to citizens of six European nations, including Austria, Belgium, the Netherlands, Spain, Poland and Great Britain. No doubt, the Turkish government is thus boosting the tourism industry while also hoping that European partners may reciprocate.

তুরস্ক ভ্রমণের আগে যা জেনে নিতে পারেনপার্ট -১ বিশ্বে পর্যটনে বরাবরই সবার পছন্দের শীর্ষে তুরস্ক। যেখানে প্রাচ্য ও পাশ্চাত...
07/08/2022

তুরস্ক ভ্রমণের আগে যা জেনে নিতে পারেন

পার্ট -১

বিশ্বে পর্যটনে বরাবরই সবার পছন্দের শীর্ষে তুরস্ক। যেখানে প্রাচ্য ও পাশ্চাত্যের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতি একসঙ্গে মিশে আছে। প্রকৃতি যেন পাহাড়-পর্বত, সমুদ্র, হ্রদ, জলপ্রপাত, নদীতে তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। ফলে দেশটিতে বাংলাদেশি ভ্রমণপিপাসুদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় চমৎকার এবং বহুমাত্রিকও বটে। উভয় দেশই পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে। দুই দেশে খুব সহজেই মিলছে ভ্রমণ ভিসা। সীমিত বাজেটে তুরস্ক ঘুরে আসতে পারেন আপনিও। এজন্য দরকার একটি ট্যুর পরিকল্পনা।

অনেকেই তুরস্ক ভ্রমণ সম্পর্কে জানতে চেয়েছেন। বিশেষ করে তুরস্কের ভিসার আবেদন, ভ্রমণের উপযুক্ত সময়, বিমান, হোটেল, রেস্টুরেন্ট বা বাঙালি খাবার (ভাত-মাছ) এবং দর্শনীয় স্থানগুলো সম্পর্কে সবার জানার আগ্রহ বেশি।

ভিসা
তুরস্ক মূলত একটি পর্বতবেষ্টিত উচ্চ মালভূমি। দক্ষিণ-পশ্চিম এশিয়ার আনাতোলিয়া উপদ্বীপের সম্পূর্ণ অংশ এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তের অংশবিশেষ নিয়ে গঠিত দেশটি। ফলে ভৌগোলিকভাবে দেশটি একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত।

দেশটিতে ভ্রমণে প্রথম কাজ ট্যুরিস্ট ভিসার আবেদন করা। রাজধানীর বনানী ১১, নম্বর রোডে তুরস্ক ভিসা সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। এজন্য নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি দিতে হবে। ভিসা পেতে গড়ে ১৪ দিন পর্যন্ত সময় লাগে। তবে বাংলাদেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের তুরস্কে ভ্রমণের জন্য কোনো ভিসা নেওয়ার প্রয়োজন নেই। তারা ৯০ দিনের অন অ্যারাইভাল ভিসা বিমানবন্দর থেকেই পাবেন।

ভ্রমণের সময় নির্ধারণ
সাধারণত ভ্রমণ ভিসায় তিন মাস পর্যন্ত সময় থাকে। এ সময়ের মধ্যে ঘোরাঘুরির জন্য উত্তম সময়টি বের করতে হবে। যেমন- ২৪ ফেব্রুয়ারি তুরস্কে প্রচণ্ড তুষারপাত হয়েছে। ওই সময় তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি পর্যন্ত চলে গিয়েছিল। এতে ইস্তাম্বুল বিমানবন্দরের কার্গো টার্মিনালের ছাদ ধসে পড়ে। তখন দুদিন বিমান ওঠানামা বন্ধ ছিল। এভাবে পুরো তুরস্ক বরফে ঢেকে গিয়েছিল। এ কয়েকদিন লোকজন ছিল ঘরবন্দি।

আবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় যখন ইস্তাম্বুল বিমানবন্দরে নামি তখন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই তাপমাত্রা ২ ডিগ্রিতে চলে যায়। পরদিন সকাল ৬টায় তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রিতে। বাইরে কনকনে ঠান্ডা বাতাস। ফলে সকাল ৮টা পর্যন্ত বাইরে লোকজন তেমন দেখা যায়নি।

১৯ ডিসেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় তাপমাত্রা ছিল আরও ভয়াবহ। ওই দিন সকালে তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি। সন্ধ্যা ৬টায় পাহাড়ি উঁচুনিচু সড়কে শুরু হয় তুষারপাত। টানা তিন ঘণ্টার তুষারপাতে পাহাড়ের গাছপালা সাদা আবরণে ঢেকে যায়। সড়কে যান চলাচলেও সমস্যা হয়।

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আবুল বাসার জাগো নিউজকে বলেন, বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তুরস্ক ভ্রমণের সবচেয়ে ভালো সময়। এই সময় তুরস্কে শীত কম থাকে। ঘোরাঘুরি করে আনন্দ বেশি হয়। কিন্তু অন্যান্য মাসে শীত অনেক বেশি থাকে। মোটা জামাকাপড় পরেও শীত নিয়ন্ত্রণে রাখা যায় না। তবে পর্যটকদের অনেকেই তুষারপাতে ঘুরতে পছন্দ করেন। তাদের জন্য জানুয়ারি-ফেব্রুয়ারি উত্তম।

বিমান ভাড়া ও যাতায়াত

বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ১২টি সরাসরি ফ্লাইট পরিচালনা করে টার্কিশ এয়ার। এর বাইরে কাতার, এমিরেটস, কুয়েত এয়ারে (কাতার ও কুয়েত ট্রানজিট) ইস্তাম্বুল ভ্রমণ করা যায়। সবক্ষেত্রে বিমান ভাড়া প্রায় সমান। তবে যাদের সঙ্গে শিশু থাকবে তারা শিশুদের টিকিটের বিষয়টি যাচাই করে নিলে ভালো। সাধারণভাবে যেকোনো এয়ারলাইন্স দুই বছরের কম বয়সী শিশুদের জন্য নামমাত্র টিকিট চার্জ করে, যার পরিমাণ এডাল্ট টিকিটের ১০ ভাগের একভাগ। শিশুর বয়স দুই বছরের বেশি এবং ১২ বছরের কম হলে তাদের জন্য শতকরা ৭৫ ভাগ।

এখন ৭৫ থেকে ৯০ হাজার টাকার মধ্যে ইস্তাম্বুল যাওয়া যাচ্ছে। যারা জরুরি যেতে চান তাদের ভাড়া ১ লাখ ৩০ হাজার পর্যন্ত গিয়ে পৌঁছে।

হোটেল

ভ্রমণে বের হওয়ার আগেই অর্থাৎ ভিসা আবেদন করার আগে হোটেল বুকিং দিতে হয়। অনেকে আবার সেই বুকিং বাতিল করে তুরস্কে গিয়ে হোটেল ভাড়া করেন। হোটেলের ধরন এবং অবস্থান অনুযায়ী ভাড়া কম বেশি হয়। তবে যে পর্যটন কেন্দ্রে যাবেন, তার আশপাশে হোটেল নিলে ভালো হয়।

বিশেষ করে আয়া সোফিয়ার আশপাশে হোটেল নিলে হেঁটেই ইস্তাম্বুলের সবচেয়ে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। আয়া সোফিয়া ও ব্লু মস্কে নামাজ পড়তে পারবেন। হেঁটেই গ্র্যান্ড বাজারে কেনাকাটা করা সহজ হবে।

তুরস্কের মুদ্রার নাম টার্কিশ লিরা। এখন আমেরিকান ডলারের সঙ্গে লিরার এক্সচেঞ্জ রেট প্রায় ১৪ লিরা। সাধারণত টু স্টার বা এর চেয়ে ভালোমানের হোটেলগুলোতে রুম ভাড়ার সঙ্গে সকালের নাস্তা থাকে। রুমে চা-কফি এবং মিনারেল ওয়াটারও থাকে।

Collected...

The Advantages of Turkish Passport1- Passport and nationality are processed and delivered in a relatively short period o...
05/08/2022

The Advantages of Turkish Passport

1- Passport and nationality are processed and delivered in a relatively short period of time, within 3 months.

2- You can enter 117 countries without a visa, in addition to easier entry to 26 countries of the Schengen area.

3- No minimum stay.

4- Full medical rights.

5- The owners get to benefit from the retirement program as a Turkish citizen.

6- Provides free education and payment plans for the university.

7- Dual citizenship is allowed for those who hold Turkish passports. The Turkish passport has a validity of 10 years and renewable for life

তুরস্কের পাসপোর্টের সুবিধা সমুহঃ1- অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যে (3 মাসের মধ্যে বিতরণ করা হয়) তুরস্কের পাসপোর্ট এবং জাতী...
06/05/2022

তুরস্কের পাসপোর্টের সুবিধা সমুহঃ

1- অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যে (3 মাসের মধ্যে বিতরণ করা হয়) তুরস্কের পাসপোর্ট এবং জাতীয়তা প্রক্রিয়া করা হয়।

2- আপনি শেনজেন এলাকার ২৬ টি দেশে সহজে প্রবেশের পাশাপাশি ভিসা ছাড়াই ১১৭ টি দেশে প্রবেশ করতে পারেন।

3- তুরস্কে ন্যূনতম থাকার কোনো শর্ত নেই।

4- তুরস্কের সরকার প্রদত্ত সকল চিকিৎসা সুবিধা পাবেন।

5- মালিকরা তুর্কি নাগরিক হিসাবে অবসর গ্রহণের প্রোগ্রাম থেকে সুবিধা পাবেন৷

6- বিশ্ববিদ্যালয়ের জন্য বিনামূল্যে শিক্ষা এবং অর্থপ্রদানের পরিকল্পনা প্রদান করে।

7- যাদের তুর্কি পাসপোর্ট রয়েছে তাদের জন্য দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত। তুর্কি পাসপোর্টের মেয়াদ ১০ বছর এবং সারাজীবনের জন্য নবায়নযোগ্য।

Buy Property for 400.000$ become a Turkish Citizen with your family.Apartment | Condominium | House | Office | Shop | Vi...
06/05/2022

Buy Property for 400.000$ become a Turkish Citizen with your family.

Apartment | Condominium | House | Office | Shop | Villa

তুরস্কে বিনিয়োগ ও নাগরিকত্ব পাওয়ার সুবর্ণ সুযোগ...
06/05/2022

তুরস্কে বিনিয়োগ ও নাগরিকত্ব পাওয়ার সুবর্ণ সুযোগ...

অত্যাধুনিক চিকিৎসা সুবিধার জন্য তুরস্ক বর্তমানে একটি আদর্শ গন্তব্য হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে চিকিৎসা পর্...
06/05/2022

অত্যাধুনিক চিকিৎসা সুবিধার জন্য তুরস্ক বর্তমানে একটি আদর্শ গন্তব্য হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে চিকিৎসা পর্যটনে তুরস্কের অন্যতম সেবা সমূহগুলো হল চক্ষু সার্জারি, ব্যারিয়াট্রিক এবং মেটাবলিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, ট্রান্সপ্লান্টেশন এবং অনকোলজি চিকিৎসা। বিশ্ব স্বীকৃত হাসপাতাল ও কম খরচে, উচ্চ মানের চিকিৎসা সেবার জন্য তুরস্ক বর্তমানে জগত বিখ্যাত।

Address

House 5, Road 5, Gate 5, Monipuri Para, Shangshad Avenue, Dhaka
Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801930700080

Alerts

Be the first to know and let us send you an email when Rapid Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rapid Consultancy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram