United Hearing System - UHS

United Hearing System  - UHS Online Hearing Aid Sell & Service

আপনি কি কানে কম শুনছেন,, তাহলে আর দেরি না করে আজই কানের পরীক্ষা করে উপযুক্ত কানে শুনার যন্ত্র ব্যবহার করুন, সুস্থ থাকুন,...
18/08/2024

আপনি কি কানে কম শুনছেন,, তাহলে আর দেরি না করে আজই কানের পরীক্ষা করে উপযুক্ত কানে শুনার যন্ত্র ব্যবহার করুন, সুস্থ থাকুন,
কানে শুনার যন্ত্র পেতে যোগাযোগ করুন,,,
United Hearing System
Tangail Palza,, khilkhet Dhaka,,
01715283957
01811480055

18/08/2024
Hearing AidsHearing battery Phone : 01715283957
27/02/2022

Hearing Aids
Hearing battery
Phone : 01715283957

 #হিয়ারিং_এইড_কিনতে_যাচ্ছেন? বর্তমানে প্রযুক্তি অনেক বেশি উন্নত হয়েছে। হিয়ারিং এইড বলতে এখন একই মানের কোনো যন্ত্রকে বোঝা...
13/11/2020

#হিয়ারিং_এইড_কিনতে_যাচ্ছেন?

বর্তমানে প্রযুক্তি অনেক বেশি উন্নত হয়েছে। হিয়ারিং এইড বলতে এখন একই মানের কোনো যন্ত্রকে বোঝায় না। বরং, ব্যক্তিভেদে কানে পরার এই যন্ত্রটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ইচ্ছে করলেই কারও বিশেষ প্রয়োজন অনুসারে হিয়ারিং এইডকে ঠিকঠাক করে নেওয়া যায়। আপনিও কি হিয়ারিং এইড ব্যবহার করেন? তাহলে জেনে নিন সঠিক হিয়ারিং এইড কেনার কৌশল।

#আপনি_কতটা_কানে_শোনেন_না?

একেকজন ব্যক্তি কিন্তু একেকরকম কানে শোনেন না। তাই সবার জন্য একই হিয়ারিং এইড ব্যবহার করাটা ক্ষতিকর। তাই কার্যকরী ফলাফলের জন্য প্রথমে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করুন। জানুন যে, আপনার সমস্যাটি কোন পর্যায়ের। এর ওপরে নির্ভর করে সঠিক হিয়ারিং এইড কিনে নিন।

#আপনার_কানের_আকৃতি_কেমন?

প্রত্যেকটি মানুষের কান কিন্তু ভিন্ন হয়। কারোটা ছোট, কারোটা বড়। বেশিরভাগ ক্ষেত্রেই হিয়ারিং এইডকে জায়গা করে দেওয়ার জন্য কানের ভেতরে যথেষ্ট জায়গা থাকে। তবে, যেসব ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় সেখানে কানের পেছনে হেয়ার এইড পরতে হয়।

#কেমন_হিয়ারিং_এইড_চান?

প্রযুক্তি হিয়ারিং এইডকে নানা মানের হিসেবে তৈরি করেছে। অবশ্যই বেশি খরচ করলে আপনি বেশি উন্নত হিয়ারিং এইড পাবেন। আপনি যদি ভিন্ন ভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং অনেক ভিড়ের ভেতরে থাকেন, সেক্ষেত্রে আপনার এমন একটি হিয়ারিং এইড প্রয়োজন যেটি বাদবাকি শব্দকে কমিয়ে দিয়ে যেসব শব্দ আপনার জন্য প্রয়োজন সেটাই শোনাবে। যেখানে পরিষ্কারভাবে সবকিছু শুনতে পারবেন আপনি।

অন্যদিকে, কেউ যদি ঘরে হিয়ারিং এইড ব্যবহার করেন, তার জন্য সাধারণ যন্ত্রই যথেষ্ট। বর্তমানে এমন অনেক হিয়ারিং এইড আছে যেগুলোর সাথে মোবাইল ও অন্যান্য যন্ত্র সংযুক্ত থাকে। আপনি ইচ্ছে করলে এমন কোনো একটি হিয়ারিং এইডও বেছে নিতে পারেন।

#খেলাধুলা_করতে_ভালোবাসেন?

সেক্ষেত্রে, আপনি কোন রকমের খেলাধুলা করে থাকেন তা ভেবে দেখুন। যদি আপনার খেলাধুলার সময় অনেক বেশি ধুলোবালির সংস্পর্শে যেতে হয় সেক্ষেত্রে ধুলোবালি প্রতিরোধক হিয়ারিং এইড নিন। আর সাঁতার বা পানির সাথে যুক্ত কোনো খেলাধুলায় অংশ নিলে পানিরোধক হিয়ারিং এইড ব্যবহার করতে পারেন।

#হিয়ারিং_এইড_ব্যবহার_করাটা_কি_কঠিন?

কিছুক্ষেত্রে আপনার কাছে ব্যাপারটিকে একটু কঠিন মনে হতেই পারে। এই যেমন, আপনার হিয়ারিং এইড যদি খুব ছোট হয় সেক্ষেত্রে সেটার ব্যাটারিও ছোট হবে। আর ব্যাটারি বদলানোর ব্যাপারটি হয়ে পড়বে কঠিন। বিশেষ করে, বয়স্কদের ক্ষেত্রে ছোট এই ব্যাটারি বদলানো অনেক বেশি সমস্যার হয়ে যায়।

#হিয়ারিং_এইড_ইমপ্ল্যান্ট_কি_ভালো?

অনেকের ক্ষেত্রে শারীরিক নানা সমস্যার কারণে হিয়ারিং এইড ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে তাদের হিয়ারিং এইড ইমপ্ল্যান্ট করতে হয়। এক্ষেত্রে, মিডল এয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কানে হিয়ারিং এইড প্রতিস্থাপন করা হয়।

এছাড়াও খুব বেশি সমস্যায় ভুগছেন এমন কারও জন্য সরাসরি কানে শোনার জন্য যে স্নায়ুগুলো কাজ করে সেগুলোকে ইমপ্ল্যান্টের মাধ্যমে প্রভাবিত করাটাও কার্যকরী হতে পারে।

বর্তমানে সময় অনেক বদলে গিয়েছে। সবার জন্য একই সুবিধা এখনো আছে। তবে সেটাকে প্রভাবিত করে নিজের পছন্দসই সুবিধাটি পাওয়ার পদ্ধতিও তৈরি হয়েছে। আর সেটা অন্যান্য ক্ষেত্রে যেমন সত্যি, তেমনি সত্যি হিয়ারিং এইডের ক্ষেত্রেও।

আপনি কানে কতটা শোনেন না, কেমন সমস্যা বোধ করছেন- এই সবকিছু ভালো করে জেনে নিয়ে নিজের পছন্দসই এবং অবশ্যই আপনার প্রয়োজনীয় হিয়ারিং এইডটি তাই এবার বেছে নিতেই পারেন।

#মোঃ_মাহাদি_হাসান
copy

04/11/2020
04/11/2020

হিয়ারিং এইড বা কানে শোনার যন্ত্র ব্যবহার

জনাব সাইফুল ইসলাম বয়স ৬০ বছর, হঠাৎ তার শ্রবণশক্তি লোপ পাওয়ার কারনে আমাদের কাছে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষ করে দেখি তিনি ভাইরাসজনিত কারণে দুই কানে শতকরা ৬০ ডেসিবল শ্রবণশক্তি হারিয়েছেন। তাকে আমরা কানে হিয়ারিং এইড ব্যবহারে পরামর্শ দেই। তিনি হিয়ারিং এইড ব্যবহারর করে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন এবং দৈনন্দিন কাজকর্ম করতে পারেন। হিয়ারিং এইড ব্যবহারে লজ্জার কিছু নেই। আমরা চোখে যেমন চশমা ব্যবহার করি, সেরকম কানে কম শোনার চিকিৎসা হলো হিয়ারিং এইড ব্যবহার করা।

শ্রবণশক্তি হারানো :
আমাদের সামাজিক পারিপার্শ্বিক ও যোগাযোগের ক্ষেত্রে শ্রবণশক্তিঅনেক গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন ঘরে-বাইরে আমাদের অনেক মানুষের সম্মুখীন হতে হয়, এর মধ্যে কম মানুষ শ্রবণ সুরক্ষাকারী যন্ত্র পরে অথবা শ্রবণ বিশেষজ্ঞের কাছে যায়। শ্রবণশক্তি হারানো যে কোনো বয়সেই হতে পারে। বয়স বাড়লে আমাদের শরীরবৃত্তীয় অনেক কিছু পরিবর্তন হয়, তার মধ্যে শ্রবণশক্তি অন্যতম। শ্রবণশক্তি হারানো মানে শুধু উচ্চ শব্দ শুনতে না পারা নয়। এর অর্থ হলো কোনো কিছু বোঝা এবং বিভিন্ন কথার শব্দকে পার্থক্য করতে না পারা। যদি শ্রবণশক্তি হারানো চিকিৎসা না করা হয় অথবা দেরি হয় তাহলে শিশুদের কোনা কিচু জানার ক্ষমতা , ভাষা দক্ষতা এবং বিকাশ করার ক্ষমতা কমে যায়। শ্রবণশক্তি হারানো মানুষকে বিচ্ছিন্ন, দুর্বল, একাকিত্ব করে দিতে পারে। কানে শোনার ক্ষমতা কমে যাওয়ার কারণে ভাব প্রকাশ করার ক্ষমতা কমে যেতে থাকে এবং সাথে বু্িদ্ধ ও মানসিক ত্রুটি দেখা যায়, যার জন্য শিশুদের স্কুলে অথবা যেকোনো বয়সের মানুষের কর্মস্থল ও সামাজিক কার্যকলাপে সমস্যার সম্মুখীন হতে হয। শ্রবণশক্তি হারানো মানুষের জীবনে অনেক প্রভাব বিস্তার করে।


শ্রবণশক্তি হারানোর গুরুত্বপূর্ণ কারণগুলো হলো –
• বয়োঃপ্রাপ্তি
• ব্যাকটেরিয়া অথবা ভাইরাস সংক্রমণ
• দীর্ঘদিন উচ্চ শব্দে থাকা
• কানে ময়লা জমা হয়ে কান বন্ধ হয়ে যাওয়া
• কানে ফাঙ্গাল ইনফেকশন
অন্যান্য কারণ –
• জন্মগত ত্রুটি
• কানে আঘাত
• বংশগত কারণ
• কানে ক্ষতিকর কিছু ওসুধ
• কনে বা ব্রেনের টিউমার
• অন্যান্য আরও কারণ

হিয়ারিং এইড বলতে কি বুঝায় ?
হিয়ারি এইডের সাধারন সংজ্ঞা হলো এখানে একটা মিনি মাইক্রোফোনসহ একটা লাউড স্পিকার থাকবে এবং একটা রিসিভার থাকবে। এটার কাজ হলো আমাদের কানে শব্দ এনটিনসিফাই এবং এমপ্লিফাই করা। মাইক্রোফোনের কাজ হলো শব্দতরঙ্গকে ইলেক্ট্রনিক সিগন্যালে পরিনত করা। এমপ্লিফিটারের কাজ হলো এই ইলেক্ট্রনিক সিগন্যালকে এমপ্লিফাই করা। এই এমপ্লিফাই ভলিভল কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা যায়। রিসিভার এমপ্লিফাইড ইলেক্ট্রনিক সিগন্যালকে শব্দে রুপান্তরিত করে। ইয়ার মোল্ড কানের ভেতরে থাকে আর এটা এমন ভাবে ব্যবহারকারীর কানে প্রতিস্থাপন করা হয় যাতে শব্দ ঠিকমতো কানে পৌছে।

কখন হিয়ারিং এই দরকার ?
যদি কারো প্রতিদন সংযোগ রক্ষা করা অথবা সমস্যা হয় তখন হিয়ারিং এইড দরকার হয়। অনেক সময় ভুক্তভোগীরা বুঝতে পারে না তার শ্রবণ এইড দরকার । পরিবরের লোকেরা এবং সহকর্মীরা তার সথে সংযোগ রক্ষ করতে পারে না। যদি আপনি অথবা আপনর কাছের লোক মনে করে আপনার শ্রবণশক্তি কমে গেছে, তহারে আপনি একজন নাক-কান-গলা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে নেবেন।

কী ধরনের হিয়ারিং এইড দরকার ?
কী ধরনের শ্রবণশক্তি হারিয়েছে তার ওপর নির্ভর করে শ্রবণ এইড কিনতে হয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কী ধরনের যোগাযোগ রক্ষা করা রোগীর দরকার । একজনের একটা অথবা দুটো হিয়ারিং এইড ব্যবহার করা দারকার হতে পারে।

মস্তিস্কের সাথে দুই কানেরই যোগাযোগ :
অ্যাকাডেমিক লিটারেচারের সাপোর্ট করে দুই কানের এমপ্লিফিকেশন যখন আপনি দুই কানে হিয়ারিং এইড ব্যবহার করবেন। তখন আপনার কম পাওয়ার লাগবে। রোগী ভারো বুঝতে পারবেন বিশেষ করে উচ্চ শব্দের সময় । হিয়ারিং এইড ব্যবহার কারী ভালো পারসেপশন পাবেন্। আপনি নিরাপদ থাকবেন কারণ আপনি বুঝতে পারবেন কোথা থেকে শব্দ আসছে। আপনি ভালো শব্দের গুণাগুণ পাবেন । চূড়ান্তভাবে বলতে হয় আপনার কতটা এবং কী টাইপের শ্রবণক্ষমসতা হারিয়েছে এবং কী ধরনের সংযোগ করা দরকার।

হিয়ারিং এইড কি সাধারণ শ্রবণশক্তি ফিরিয়ে দেয় ?
না হিয়ারিং এইড সাধারন শ্রবণশক্তি ফিরাতে পারে না এবং সব ধরনের শ্রবণ বিশেষ করে শব্দের ব্যাকগ্রাউন্ড এবং দূরের শব্দের ক্ষেত্রে হিয়ারিং এইড হলো একটা কমপেনসেশন।

হিয়ারিং এইড লাগানোর পরে ফলোআপ দরকার আছে কি না অথবা দরকার থাকলে কত দিন পর পর দরকার ?
হ্যাঁ, পলোআপের দরকার আছে । কারণ শ্রবণ পরিবর্তন হতে পারে এবং শ্রবণক্ষমতা কম-বেশি হতে পারে, এগুলো যত তাড়তাড়ি সম্ভব করতে হবে যাতে শ্রবণশক্তি হারানো প্রতিরোধ করা যায়। যখন আপনি হিয়ারিং এইড নেবেন আপনাকে একটা পূর্নমূল্যায়ন করতে হবে নিয়মিতভাবে। আপনার হিয়ারিং এই ও পরীক্ষা করতে হবে। আপনার এই চেকআপ প্রতি বছর করতে হবে আপনার শ্রবণ বিশেষজ্ঞ অথবা ডাক্তারের পরামর্শ অনুসারে।

কপি পেস্ট

28/10/2020

United Hearing System
Online Hearing Aid
সেল করার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান

Address

United Hearing System, (UHS). Tangail Plaza 1st Floor. Khilkhet Dhaka. Phone : 01811480055, 01715283957
Dhaka

Telephone

+8801811480055

Website

Alerts

Be the first to know and let us send you an email when United Hearing System - UHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to United Hearing System - UHS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram