Md Sakil

Md Sakil Nothing to say.

21/12/2025

The best food for lower cholesterol.

ছোট বাচ্চারা অতিরিক্ত ঘামলে সরাসরি ঠান্ডা বা নিউমোনিয়া হয়?? এক কথায় উত্তর - না।১) ঘাম নিজে রোগ তৈরি করে না — ঘাম হলো শরী...
28/11/2025

ছোট বাচ্চারা অতিরিক্ত ঘামলে সরাসরি ঠান্ডা বা নিউমোনিয়া হয়??
এক কথায় উত্তর - না।

১) ঘাম নিজে রোগ তৈরি করে না —

ঘাম হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক উপায়।
গবেষণা অনুযায়ী (AAP – American Academy of Pediatrics), ঘাম হওয়া কোনো ইনফেকশনের ঝুঁকি বাড়ায় না।

✅ ২) কিন্তু ঘামে ভেজা কাপড়ে ঠান্ডা লাগা → Upper respiratory illness-এর ঝুঁকি বাড়তে পারে

রিসার্চ (NIH – National Institutes of Health) দেখায়:

লম্বা সময় ভেজা কাপড় পরে থাকলে Upper Respiratory Infection (URI) হওয়ার রোগ না করলেও ইমিউন সিস্টেম দুর্বল করতে পারে।

এগুলো ভাইরাসকে সহজে আক্রমণের সুযোগ দেয়—
কিন্তু একাই নিউমোনিয়া করে না।

✅ ৩) নিউমোনিয়া সবসময় ভাইরাস/ব্যাকটেরিয়া দ্বারা হয়

WHO ও CDC অনুযায়ী—
নিউমোনিয়ার মূল কারণ:

RSV

Influenza

Adenovirus

Pneumococcus

H. influenzae, এই সব জীবাণু।

ঘাম = নিউমোনিয়া — এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

✅ ৪) অনেক সময় ছোট বাচ্চাকে বেশি কাপড় পরানো হয়, এতে বেশি ঘাম হয়।

এটি ইমিউন সিস্টেম কমিয়ে ঠান্ডা-কাশি হওয়ার সম্ভাবনা কিছুটা বাড়ায়
— কিন্তু এটিও সরাসরি নিউমোনিয়া নয়।

ঘাম → ঠান্ডা/নিউমোনিয়া ❌ নেই
শুধুই ঘাম রোগ করে না।
নিউমোনিয়া সবসময় জীবাণু দ্বারা হয়

# # কখন চিন্তার কারণ?

বাচ্চা সবসময় অতিরিক্ত ঘামে

ঘুমের সময় খুব ঘামে

ওজন কমছে

শ্বাসকষ্ট।

সুতরাং বাচ্চাদের ঘাম নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বাচ্চাদের খেলতে দিন, তবে বেশি ঘামলে মাঝে মাঝে মুছে নিন।

ডা. এ এইচ এম আতাউল গনি
এম.ডি (শিশু) - শিশু বিশেষজ্ঞ ।

27/11/2025

26/11/2025
কোথায় আছি আমরা
24/11/2025

কোথায় আছি আমরা

10/11/2025

#ভালোবাসা Sharmin Sakil

10/11/2025
পেটে এসিড তৈরি হয় গ্যাস্ট্রিক পারিয়েটাল সেল নামের বিশেষ কোষ থেকে।এই কোষের ভেতরে থাকে একটি গুরুত্বপূর্ণ এনজাইম, নাম H⁺/...
04/11/2025

পেটে এসিড তৈরি হয় গ্যাস্ট্রিক পারিয়েটাল সেল নামের বিশেষ কোষ থেকে।
এই কোষের ভেতরে থাকে একটি গুরুত্বপূর্ণ এনজাইম, নাম H⁺/K⁺ ATPase — একে আমরা বলি “Proton Pump”।

---

⚙️ Proton Pump কী করে

এই পাম্পটা পেটের ভেতরে কাজ করে এভাবে 👇

এটি হাইড্রোজেন আয়ন (H⁺) কে কোষের ভেতর থেকে পেটের গহ্বরে (stomach lumen) পাঠিয়ে দেয়।

একইসাথে পটাশিয়াম (K⁺) আয়ন ভেতরে টেনে আনে।

এই বিনিময়ের মাধ্যমেই পেটে তৈরি হয় Hydrochloric acid (HCl) — যেটা খাবার হজমে সাহায্য করে।

অর্থাৎ —

> Proton Pump = এসিড তৈরি করার শেষ ধাপের মূল যন্ত্র।

---

💊 Proton Pump Inhibitor (PPI) কীভাবে কাজ করে

যখন কেউ PPI (যেমন: Omeprazole, Pantoprazole) খায় —
ওষুধটি গিয়ে ওই H⁺/K⁺ ATPase পাম্পকে “স্থায়ীভাবে বন্ধ” করে দেয়।

ফলাফল👇

হাইড্রোজেন আয়ন বের হতে পারে না

তাই Hydrochloric acid তৈরি বন্ধ হয়ে যায়

ফলে পেটের এসিড কমে → অম্বল, গ্যাস, আলসার, GERD এর সমস্যা কমে যায়

---

🧩 একে “Proton Pump ব্লক করা” বলা হয় কারণ:

এই পাম্পই প্রোটন (H⁺) বের করে এসিড তৈরি করে

আর PPI সেই পাম্পের কাজ বাধা (block) দেয়
👉 তাই এর নাম হয়েছে Proton Pump Inhibitor

---

📊 উদাহরণ:

ওষুধ কাজ ফলাফল

Omeprazole Proton pump ব্লক করে এসিড উৎপাদন কমে
Pantoprazole একইভাবে কাজ করে অম্বল ও আলসার কমে

03/11/2025

Address

Dhaka

Telephone

+8801757610853

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md Sakil:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram