29/11/2025
খাদিজা যখন হসপিটালে আসে তখন ওর বয়স ছিল ৮ বছর। ও তখন বসতে পারতো আর হামাগুড়ি দিয়ে চলতে পারতো। ওরা দুই ভাই বোন। বড় ভাইটারও একই সমস্যা। খাদিজার মা যখন ফিরোজা বারি প্রতিবন্ধী শিশু হাসপাতালের কথা জানতে পারেন তখন আর দেরি না করে এক বুক স্বপ্ন নিয়ে চলে আসেন সূদুর লালমনিরহাট থেকে। এক বছর চিকিৎসা করার পরে খাদিজার মায়ের স্বপ্ন পূরন হয়। খাদিজা হেঁটে বাড়ি ফিরে যায়।