Health Service BD

Health Service BD Health tips

৯০ বছরেও আপনি থাকবেন তাগড়া শ-রীরের চা-মড়া ঢি-লে হবে না যৌ-ব-ন ধরে রাখবে গিটারের পা-ত-লা পানি ঘন করবে চুল পড়া বন্ধ হবে...
28/09/2025

৯০ বছরেও আপনি থাকবেন তাগড়া শ-রীরের চা-মড়া ঢি-লে হবে না যৌ-ব-ন ধরে রাখবে গিটারের পা-ত-লা পানি ঘন করবে চুল পড়া বন্ধ হবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবে
০+০+১...৩ মাস

যাদের IBS এর সমস্যা আছে অথবা পেটে কা-মড় দিয়ে দিয়ে টয়-লেট হয়। টয়-লেট এক ট্যা'বলেট ক্লি'য়ার করবে ম্যা'জিক এর মত। কো...
28/09/2025

যাদের IBS এর সমস্যা আছে অথবা পেটে কা-মড় দিয়ে দিয়ে টয়-লেট হয়। টয়-লেট এক ট্যা'বলেট ক্লি'য়ার করবে ম্যা'জিক এর মত। কোন খাবার খেলে পেটের মোচড় দিয়ে টয়-লেট যেতে হয়.দুই বেলা খেতে হয় ওষুধ খাওয়ার পরে হালকা কুসুম কুসুম গরম পানি খেলে আরো কার্যকারিতা বেশি হয়।
যে কোন ওষুধ খাবার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।

কিড--নিতে পা-থর হলে বের করে প্র-সাবে জ্বা-লা-পো-ড়া দুর্গন্ধ দূর করে
28/09/2025

কিড--নিতে পা-থর হলে বের করে প্র-সাবে জ্বা-লা-পো-ড়া দুর্গন্ধ দূর করে

ওমেগা-৩ (OMG-3) এর কাজ হলো শরীরকে সুস্থ রাখা, বিশেষ করে হৃৎপিণ্ড ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা, প্রদাহ কমানো এবং মানস...
27/09/2025

ওমেগা-৩ (OMG-3) এর কাজ হলো শরীরকে সুস্থ রাখা, বিশেষ করে হৃৎপিণ্ড ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা, প্রদাহ কমানো এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো। এটি ভালো কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

ওমেগা-৩ এর প্রধান কাজ:
হৃৎপিণ্ডের স্বাস্থ্য: এটি ট্রাইগ্লিসারাইড কমাতে এবং ভালো (HDL) ও খারাপ (LDL) কোলেস্টেরলের মধ্যে ভারসাম্য রাখতে সাহায্য করে, যা কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ।

মস্তিষ্কের স্বাস্থ্য: ওমেগা-৩ মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে। এটি বিষণ্ণতা ও উদ্বেগের লক্ষণ কমাতে পারে।

প্রদাহ কমানো: এর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত অবস্থার চিকিৎসায়

অনেকেই ল-জ্জা-য় কাউকে বলতে চায় না, অতি-রিক্ত ক্ষ-য় সা-দা স্রা-ব নিমিষেই দূর করে মে-য়ে-দে-র।
26/09/2025

অনেকেই ল-জ্জা-য় কাউকে বলতে চায় না, অতি-রিক্ত ক্ষ-য় সা-দা স্রা-ব নিমিষেই দূর করে মে-য়ে-দে-র।

ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূর্ণ করে দেবে,হাড় ক্ষয়,হাড় ফেটে যাওয়া,হাড়ের দুর্বলতা, পেশীব্যাথা,অনিদ্রা, কাজে ক্লান্...
26/09/2025

ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূর্ণ করে দেবে,
হাড় ক্ষয়,হাড় ফেটে যাওয়া,হাড়ের দুর্বলতা, পেশীব্যাথা,অনিদ্রা, কাজে ক্লান্তি,অলসতা, পিঠে ব্যথা,মানুষিক অবসাদ, চুল পড়া নিরাময় করে এবং হাড় মজবুত ও শক্তিশালী করে।
দুপুর ১ টা করে ভরা পেটে,,,৩মাস খাবেন।

Vertinor 8 mg হলো Betahistine নামক একটি ওষুধের ব্র্যান্ড, যা সাধারণত Meniere’s disease এবং কানসংক্রান্ত সমস্যায় ব্যবহার ...
25/09/2025

Vertinor 8 mg হলো Betahistine নামক একটি ওষুধের ব্র্যান্ড, যা সাধারণত Meniere’s disease এবং কানসংক্রান্ত সমস্যায় ব্যবহার করা হয়।

সহজ ভাষায় ওষুধের কার্যকারিতা: কানে কম শোনা কানে ভোঁ ভোঁ শব্দ শো শো শব্দ ঝিমঝিম শব্দ বমি বমি ভাব মাথা ঘুরানো বন্ধ করে। আঘাতের ফলে কানে কম শোনা কানে রক্ত চলাচল স্বাভাবিক করে দেবে।

মেডিকেলের ভাষায় ওষুধের কার্যকারিতা:
Vertinor 8 mg (Betahistine) এর কাজ:
মাথা ঘোরা (Vertigo) কমাতে সাহায্য করে
কানে বাজা (Tinnitus) উপশম করে
কানে চাপ বা ভারি লাগা কমায়
কানে রক্ত সঞ্চালন বাড়ায়
শ্রবণশক্তি ধীরে ধীরে উন্নত করতে সহায়তা করে
কোন রোগে ব্যবহার হয়:
Meniere’s disease
Labyrinthine vertigo (কান সংক্রান্ত ভারসাম্য সমস্যা)
মাথা ঘোরা, কানে আওয়াজ ও বধিরতার প্রাথমিক চিকিৎসায়
সতর্কতা:
অ্যাজমা রোগীর ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হয়
গ্যাস্ট্রিক/আলসার থাকলে সতর্কতা প্রয়োজন
গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয়
👉 যেকোনো ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

খাবারের ডোজ: রোজ দুই বেলা।

👉 আর্টিকেলটি শুধুমাত্র তথ্যমূলক এরকম নতুন নতুন আর্টিকেল পেতে এবং নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে একটি ফলো করে সাথে থাকুন একটু হলে ভালো লাগলে শেয়ার করবেন।

খাওয়ার ঝামেলা নেই গিটারে লাগিয়ে গিটার বাজান।
24/09/2025

খাওয়ার ঝামেলা নেই গিটারে লাগিয়ে গিটার বাজান।

Indever 40 mg মূলত Propranolol Hydrochloride নামের একটি ওষুধ। এটি Beta-blocker গ্রুপের অন্তর্ভুক্ত। 👉 সংক্ষেপে বলার চেষ্...
24/09/2025

Indever 40 mg মূলত Propranolol Hydrochloride নামের একটি ওষুধ। এটি Beta-blocker গ্রুপের অন্তর্ভুক্ত।
👉 সংক্ষেপে বলার চেষ্টা করলাম:অল্প কা-জ করলে হাঁ-পিয়ে ওঠা।
👉 বুক ধ-রফ-র করা বুক কু-টনি ক-লিজা কু-টুনি অস্থিরতা টেনশন।
👉সিঁড়ি দিয়ে উঠানামা করলে অল্পতেই হাঁ-পিয়ে ওঠা অল্প হাঁটাহাঁটি ও দৌড়াদৌড়ি করলে অল্পতেই হাঁ-পিয়ে ওঠেন।

👉 মেডিকেলের ভাষায় বিস্তারিত:
উ--চ্চ রক্ত--চাপ (Hypertension) নিয়ন্ত্রণে সাহায্য করে।
হার্টবিট বেশি হওয়া (Tachycardia, Palpitation) কমায়।
হার্টের রোগ যেমন Angina pectoris (বুকে ব্যথা) চিকিৎসায় ব্যবহৃত হয়।
মাইগ্রেন প্রতিরোধে কার্যকর।
Anxiety বা মানসিক উৎকণ্ঠা কমাতে সাহায্য করে।
থাইরয়েড হরমোন বেড়ে গেলে (Hyperthyroidism) এর উপসর্গ নিয়ন্ত্রণে কাজে লাগে।
হার্ট অ্যাটাকের পর (Myocardial infarction) হার্ট রক্ষা করতে ব্যবহার করা হয়।
⚠️ সতর্কতা:
যেকোন ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না।
হাঁপানি (Asthma), ডায়াবেটিস বা লো প্রেসার থাকলে সাবধানে ব্যবহার করতে হয়।
হঠাৎ বন্ধ করলে সমস্যা হতে পারে, তাই ধীরে ধীরে বন্ধ করতে হয়।
👉 প্রতিনিয়ত এরকম আর নতুন নতুন আর্টিকেল পেতে এবং ওষধ সম্পর্কিত যেকোনো তথ্য পেতে পেজটি ফলো করে সাথে থাকুন যা আপনার ভবিষ্যতে অনেক কাজে দেবে। যদি প্রয়োজন হয় অবশ্যই শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে।

Flagyl 400 mg(Metronidazole)ডায়রিয়া পাতলা পায়খানা বা আমাশয় হলে। দাঁতের ইনফেকশন হলে। কাটা ছেঁড়া ক্ষতস্থান শুকাতে। এন্...
24/09/2025

Flagyl 400 mg(Metronidazole)
ডায়রিয়া পাতলা পায়খানা বা আমাশয় হলে। দাঁতের ইনফেকশন হলে। কাটা ছেঁড়া ক্ষতস্থান শুকাতে। এন্টিবায়োটিকের সাথে কিছু ব্যাকটেরিয়া মা/রা/র ক্ষেত্রে ব্যবহৃত হয়।
এছাড়া মূত্র জনিত সংক্রমণ। যৌ/নবাহিত রোগ। গ্যাস্ট্রিক আলসারের থেরাপিতেও ব্যবহৃত হয়।
অনেকেই আছেন যারা এই ওষুধ টিকে শুধুমাত্র ডায়রিয়া বা পাতলা পায়খানার হিসেবেই চিনে থাকেন।

তাই অন্যান্য সমস্যা যেমন সিজার পরবর্তী সময়ে এই ঔষধ লিখলে আপনি খেতে চান না। বলেন আমার তো পায়খানার সমস্যা নেই।
আসলে একটা ওষুধের বিভিন্ন ধরনের কার্যকারিতা থাকে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল উদ্দেশ্য।
ঔষধ এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য গুলো জানার আগ্রহ থাকলে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। ইনশাল্লাহ উপকৃত হবেন।

মাত্র ৪৫টাকা করে,চোখের নিচে কালো দাগ, ব্রনের কালো দাগ, মেছতার দাগ, স্পর্ট, মুখের কালচে ভাব দূর হয়।প্রতি রাতে ঘুমানোর আগে...
23/09/2025

মাত্র ৪৫টাকা করে,চোখের নিচে কালো দাগ, ব্রনের কালো দাগ, মেছতার দাগ, স্পর্ট, মুখের কালচে ভাব দূর হয়।প্রতি রাতে ঘুমানোর আগে লাগাতে হবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Health Service BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram