Health Service BD

Health Service BD Health tips

♦️ এটা সংক্রমণ নয়—এটা চোখের ভেতরের অ্যালার্জি রিঅ্যাকশন।✅ এই রোগের নাম Vernal Keratoconjunctivitis (VKC)। এটি এক ধরনের ম...
31/10/2025

♦️ এটা সংক্রমণ নয়—এটা চোখের ভেতরের অ্যালার্জি রিঅ্যাকশন।

✅ এই রোগের নাম Vernal Keratoconjunctivitis (VKC)। এটি এক ধরনের মারাত্মক অ্যালার্জিজনিত চোখের সমস্যা, যা সাধারণত শিশু ও কিশোরদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে ছেলেদের মধ্যে। গরম, ধুলাবালি বা পরাগে ভরা মৌসুমে এ রোগ বেশি হয়।

চোখের পাতার নিচে যে আঙুরের মতো ফোলা ফোলা দানা দেখা যায়, সেগুলোকেই বলে Giant Papillae। এগুলো আসলে চোখের ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়া, যা দীর্ঘদিনের প্রদাহের কারণে তৈরি হয়।

✅ লক্ষণগুলো হলো::

চোখে লাগাতার চুলকানি বা জ্বালা।

আলোতে তাকাতে কষ্ট হওয়া।

ঘন, সাদা বা আঠালো ধরনের মিউকাস বের হওয়া।

চোখে সবসময় কিছু আছে মনে হওয়া।

যদি চিকিৎসা না করা হয়, এই প্রদাহ কর্নিয়াকে (চোখের কালো অংশ) ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, এমনকি দৃষ্টিশক্তিও ঝুঁকির মুখে পড়ে।

✅ চিকিৎসা::

ঠান্ডা পানির সেঁক দেওয়া।

অ্যালার্জি ওষুধ বা স্টেরয়েড ড্রপ ব্যবহার।

চোখ চুলকানো বা ঘষা এড়িয়ে চলা।

গুরুতর ক্ষেত্রে বিশেষ ইমিউন থেরাপি প্রয়োজন হতে পারে।

শেয়ার করুন, বাড়ান জনসচেতনতা।

Dr-Abdur Rahman

মাথা ঘো*রা মা'থা ঝি"ঝি করে ব্য'থা য'ন্ত্র'ণা করে মা'ই'গ্রে'ন জনিত মা'থা ব্য'থা প্রে'সা''র জনিত স''ম::স্যা দূর করতে গুরুত...
28/10/2025

মাথা ঘো*রা মা'থা ঝি"ঝি করে ব্য'থা য'ন্ত্র'ণা করে মা'ই'গ্রে'ন জনিত মা'থা ব্য'থা প্রে'সা''র জনিত স''ম::স্যা দূর করতে গুরুত্বপূর্ণ এই

উজ্জ্বলতা বৃদ্ধি করে, চেহারার কালচে ভাব দূর করে, চেহারার লাবণ্যময় করে,চুল পড়া বন্ধ করে চুলের গোড়া শ-ক্ত করে, টাই--মিং...
28/10/2025

উজ্জ্বলতা বৃদ্ধি করে, চেহারার কালচে ভাব দূর করে, চেহারার লাবণ্যময় করে,চুল পড়া বন্ধ করে চুলের গোড়া শ-ক্ত করে, টাই--মিং বৃদ্ধি করে

দীর্ঘদিনের পুরনো দাগ আর থাকবে না! দাগ মুছবে স্মৃতির মতো!সার্জারির কাটাছেড়ার দাগপুড়ে যাওয়া জায়গার দাগপুরোনো ব্রণের দাগএমন...
26/10/2025

দীর্ঘদিনের পুরনো দাগ আর থাকবে না! দাগ মুছবে স্মৃতির মতো!
সার্জারির কাটাছেড়ার দাগ
পুড়ে যাওয়া জায়গার দাগ
পুরোনো ব্রণের দাগ
এমনকি অনেক পুরনো ৫০ বছরের দাগও ধীরে ধীরে হালকা করে ফেলতে সাহায্য করে এই জেল।

ব্যবহারবিধি:
পরিষ্কার ও শুকনো ত্বকে
দিনে ১-২ বার
দাগের উপর হালকাভাবে লাগিয়ে দিতে হবে।।

বিবাহিতদের রাতের খাবার ❤️
26/10/2025

বিবাহিতদের রাতের খাবার ❤️

√√ বছরের পর বছর গিটার ভালো থাকবে বড় থাকবে..!√√ ২-৩ ইঞ্চি হয়ে থাকে চামড়া কুচিয়ে গেছে ঠিক হবে..! √√ গিটারে হাত ব্যবহার ...
25/10/2025

√√ বছরের পর বছর গিটার ভালো থাকবে বড় থাকবে..!

√√ ২-৩ ইঞ্চি হয়ে থাকে চামড়া কুচিয়ে গেছে ঠিক হবে..!

√√ গিটারে হাত ব্যবহার করে আঁকাবাঁকা চিকন, নরম, নিস্তেজ, রগ ঢিলা বা লুজ সমাধান হবে গ্যারান্টি ....?

শুকনো কা’শি সর ভা’ঙ্গা কা’শী গলায় আটকে থাকা কা’শি না’ক ব’ন্ধ স”ম”স্যা দূর করতে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী
24/10/2025

শুকনো কা’শি সর ভা’ঙ্গা কা’শী গলায় আটকে থাকা কা’শি না’ক ব’ন্ধ স”ম”স্যা দূর করতে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী

17/10/2025
বাচ্চাদের নাকের ময়লা ২মিনিটে পরি-ষ্কার হবে,স-র্দি, হাচ্ছি, নাক দিয়ে পানি পড়া ক-মাতে, বাচ্চা দুধ খেতে ক-ষ্ট হয়, কান্না ক...
14/10/2025

বাচ্চাদের নাকের ময়লা ২মিনিটে পরি-ষ্কার হবে,স-র্দি, হাচ্ছি, নাক দিয়ে পানি পড়া ক-মাতে, বাচ্চা দুধ খেতে ক-ষ্ট হয়, কান্না করে এমনটা হলে বাচ্চাকে দু-ধ খাওয়ানো পূর্বে অবশ্যই ড্রপটি দু নাকে দিয়ে দিবেন দৈনিক তিনবার দিতে পারবেন ..?

**ঢাকায় ব্লাড ক্যানসার চিকিৎসার জন্য শ্রেষ্ঠ ১০টি হাসপাতাল! আপনাদের এই বিষয় নিয়ে অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন এতে সব...
13/10/2025

**ঢাকায় ব্লাড ক্যানসার চিকিৎসার জন্য শ্রেষ্ঠ ১০টি হাসপাতাল! আপনাদের এই বিষয় নিয়ে অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন এতে সবার উপকার হবে।

যারা ব্লাড ক্যানসার বা হেমাটোলজি বিষয়ক চিকিৎসা খুঁজছেন, তাদের জন্য ঢাকা শহরে অবস্থিত সেরা ১০টি হাসপাতালের তালিকা ও বিস্তারিত নিচে দেওয়া হলো:

1. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH) – মহাখালী
ওয়েব: www.nicrh.gov.bd | ফোন: 02-7913975

2. আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল – উত্তরা
ওয়েব: www.amcghbd.org | ফোন: 09678016391

3. ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল – গ্রীন রোড
ওয়েব: www.labaidcancer.com | ফোন: 09666-710001

4. স্কয়ার হাসপাতাল – পান্থপথ
ওয়েব: www.squarehospital.com | ফোন: 10616

5. ডেল্টা হাসপাতাল – মিরপুর-১
ওয়েব: www.deltahospital.com.bd | ফোন: 02-8017151

6. ঢাকা ক্যান্সার ও জেনারেল হাসপাতাল – ধানমন্ডি
ওয়েব: www.dhakacancer.com | ফোন: 01797619959

7. বিএসএমএমইউ – শাহবাগ
ওয়েব: www.bsmmu.edu.bd | ফোন: 02-55165760

8. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল – শাহবাগ
ওয়েব: www.dmc.gov.bd | ফোন: 02-55165088

9. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ – শেরেবাংলা নগর
ওয়েব: www.shsmch.gov.bd | ফোন: 02-9130800

10. পার্কওয়ে ক্যান্সার সেন্টার – গুলশান
ওয়েব: www.parkwaycancercentre.com | ফোন: 01977-770777

বিশেষজ্ঞ ডাক্তার:
ডা. এ. জুবায়ের খান
বিশেষজ্ঞ: হেমাটোলজি (ব্লাড ক্যানসার)
চেম্বার: আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, উত্তরা
সিরিয়াল: 10617

শেয়ার করে রাখুন – প্রয়োজনে আপনার বা পরিচিত কারও কাজে লাগতে পারে।

#বাংলাদেশ #ক্যানসারচিকিৎসা**

❌সতর্ক হোন। বেশি খোচালে, বধীর হবেন।💯💯আমরা ভাবি, কটন বাড কান পরিষ্কার করে। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক এর উল্টোটা! এটি কানের ...
13/10/2025

❌সতর্ক হোন। বেশি খোচালে, বধীর হবেন।💯💯

আমরা ভাবি, কটন বাড কান পরিষ্কার করে। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক এর উল্টোটা! এটি কানের ময়লাকে ঠেলে কানের পর্দার আরও কাছে নিয়ে যায়, যা সাধারণ প্রক্রিয়ায় আর বেরিয়ে আসতে পারে না। ফলাফল? 🥲

১. ময়লা জমতে জমতে কানের ভেতরে শক্ত জট (Impacted Wax) তৈরি হয়, যা আপনার শোনার ক্ষমতা কমিয়ে দেয় এবং কানে তীব্র ব্যথা হতে পারে।

২. কানের ভেতরের ত্বক অত্যন্ত সংবেদনশীল। কটন বাডের সামান্য আঘাতেও সেখানে ঘা হতে পারে। এই ক্ষত থেকে রক্তপাত, চুলকানি এবং মারাত্মক ইনফেকশন (Otitis Externa) হওয়ার ঝুঁকি থাকে।

৩. অসাবধানতাবশত সামান্য জোরে খোঁচা লাগলেই কানের পর্দা ফেটে যেতে পারে। মারাত্মক ক্ষেত্রে, এটি কানের ভেতরের সূক্ষ্ম হাড়গুলোকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে, যা আপনাকে সাময়িক বা এমনকি স্থায়ীভাবে বধির করে দেওয়ার জন্য যথেষ্ট!

বিশেষজ্ঞদের মতে, আমাদের কানের ময়লা বা খোল (Earwax) আসলে কানের সুরক্ষা কবচ। এটি বাইরে থেকে ময়লা ও ব্যাকটেরিয়াকে ভেতরে ঢুকতে বাধা দেয়। কান প্রাকৃতিক নিয়মেই নিজে থেকে পরিষ্কার হয়ে যায়, তাই আলাদা করে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই।

এরপরও কানে বেশি অস্বস্তি হলে বা কম শুনলে, নিজে চিকিৎসা না করে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দা*-উদ চু*-লকানি এক-*জি*মা চিরতরে আপনার শরীর থেকে চলে যাবে। সকালে ও রাতে মালিশ করবেন।
10/10/2025

দা*-উদ চু*-লকানি এক-*জি*মা চিরতরে আপনার শরীর থেকে চলে যাবে। সকালে ও রাতে মালিশ করবেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Health Service BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram