২০২০ সালের ১৮ই মার্চ যাত্রা শুরু করে Health Care & Health Treatment মূলত আমাদের লক্ষ্য ছিল Health রিলেটেড ইনফরমেশন সবার মধ্যে পোছে দেওয়া, কিন্তু করোনাভাইরাস এর জন্যে দেশের অবস্থা দিন দিন খারাপ হওয়াতে আমারা এর পর থেকেই ত্রান-সাহায্য দেওয়া শুরু করি, এর মধ্যে দিয়েই আমাদের Health Care & Health Treatment ফাউন্ডেশন এর যাত্রা শুরু করে।
মুলত আমাদের প্রধান লক্ষ্য সকল মানুষকে পরিপূর্ণ স্বাস্থ্য বিষয়ক সাহায্য-তথ্য-সমাধান প্রদান করা। শুরুটা ছোটো দিয়ে কিন্তু লক্ষ্যটা অনেক বড়। বিশেষ করে দেশের দুর্যোগপূর্ণ সময়ে সাধারণ মানুষে পাশে দাঁড়ান, হয়তো খাবার প্রদানের মাধ্যমে অথবা আর্থিকভাবে। সকল প্রকারের সামাজিক সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি।
আমাদের পরবর্তী কার্যক্রম হবে পথশিশুদের নিয়ে কিছু একটা করা। গরিব অনাহারে থাকা পথশিশুদের একবেলার খাবারের ব্যবস্থা এবং পরবর্তীতে তাদের শিক্ষাদান করে দেশের জন্য কাজ করার উৎসাহ প্রদান। আপনাদের সকলের সাহায্য একান্ত বাঞ্ছনীয়।
কার্যক্রম :-
🌀 সকল শেণির মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সতর্কিকরণ।
🌀 সঠিক তথ্য সঠিক সময়ে মানুষের নিকট পৌছে দেয়া এবং ভুল ও ভুয়া তথ্য সনাক্তকরণ।
🌀 বিপদে মানুষের প্রতি সাহায্য ও সহানুভূতির হাত বারিয়ে দেয়া এবং সর্বদা মানুষের পাশে থাকা।
🌀 পথশিশুদের শিক্ষা, ক্ষুধা নিবারন, ঈদের কাপড় এবং শীতবস্ত্র প্রদান।
🌀 অসহায়-অনাহারে থাকা মানুষদের ত্রান-আর্থিক সাহায্য।
🌀 দূর্যোগ, দূর্ভীক্ষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভলেন্টিয়ারি সহযোগিতা।
🌀 ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সাহসিকতা ও কঠোর পরিশ্রমের প্রতি সর্বাত্বক শ্রদ্ধা, একাত্বতা,
সহানুভূতি ও আন্তরিক শুভকামনা।
🌀 সকলের মানসিক প্রশান্তি বৃদ্ধি ও মেন্টাল সহযোগিতা প্রদান।
প্রোজেক্ট ও কার্যক্রম :-
আমাদের কাছে ছিল মাত্র ২০ টি প্যাকেট, এইজন্যে অনেকই তারাহুরো করে প্যাকেট গুলো নেওয়ার জন্যে আর আমাদের লোকজনও কম ছিল তাই আমারা সামাজিক দূরত্ব মেইন্টেইন করতে পারিনি
https://www.facebook.com/groups/875872196186208/permalink/886151101824984/
আমাদের সর্বমোট টাকা উঠেছিল ২৫ হাজার। আমাদের টার্গেট ছিল ১০০ পরিবারের মধ্যে দৈনন্দিন খাদ্য দ্রব্যাদি পৌছে দিব কিন্তু আপনাদের সহোযোগিতায় আমরা ১৬৫ পরিবারের মাঝে আজ খাবার বিতরন করতে পেরেছি। ধন্যবাদ সকলকে যারা আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন। ধন্যবাদ জানাই বিভিন্ন মেডিকেল কলেজ এবং ভার্সিটির ছাত্রছাত্রীদের কারন অধিকাংশ ডোনেশনটা তাদের থেকে পেয়েছিলাম আমরা,ধন্যবাদ জানাই আমাদের ব্যাচমেট, সিনিয়র,জুনিয়র দের যারা এই সময় আমাদের পাশে ছিল।
https://www.facebook.com/groups/875872196186208/permalink/889027981537296/
করোনা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও অসহায় মানুষদের যতটুকু সম্ভব সহযোগিতা, আমাদের "হেলথ কেয়ার ও হেলথ ট্রিটমেন্ট" পরিবারের পক্ষ থেকে প্রদান করার সর্বাত্বক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।
বর্তমানে -
আমাদের টার্গেট ছিল ৩০০ পরিবারের মধ্যে ত্রান-সাহায্য (রমজান মাসের উপহার) পৌছে দেওয়া।
আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় এইবারও আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট এর জন্যে, আমরা ঢাকা ও ঢাকার বাইরে ৩০৫ জন পরিবারের মাঝে ত্রান-সাহায্য দিয়ে, সাফল্যের সাথে প্রোগ্রামটি সম্পুর্ন করতে পেরেছি।
আমাদের কাছে এখনো কিছু টাকা আছে যা আমরা পরবর্তী প্রোগ্রামে কাজে লাগাবো।
আমাদের গ্রুপটির মুল উদ্দেশ্য, সবাইকে সচেতন করা এবং গুজব না ছড়িয়ে সকলের কাছে সঠিক তথ্য পৌছে দেয়া।
সকলের কাছে আমাদের ফাউন্ডেশনের একটাই রিকুয়েষ্ট আমাদের এই দরিদ্র দেশ ভাইরাসে মরার আগে যেন ক্ষুধায় না মরে।
তাই আসুন সাহায্য হাত বাড়িয়ে দেই এবং দেশকে গড়ে তুলি ভালোবাসার অন্যতম সুন্দরতম স্থান হিসেবে।
দুঃখিত , অনেকই তারাহুরো করে প্যাকেট গুলো নেওয়ার জন্যে আমারা সামাজিক দূরত্ব মেইন্টেইন করতে পারিনি)
https://www.facebook.com/sadman.evan.1/posts/2946506892123923
Muhurta Mohaimin
Raunak Jahan Rimi
Fahmida Afroz Sharna
JUDGES
Dr.Hasan Ibna Showkat Shamim (CMC) BDS Batch -19 PGT(DDC) FCPS Final part(OMS) Oral and maxillofacial Surgery
Dr.Susmit Shovon rohit (AFMC-16)
Dr.Maruf Ansari (Szrmc-12-13)
Dr.Mashroor Mazhar (AFMC-17)
Dr. Sneha Afrin (AMCB 01)
Dr. Sajid Hasan Riyadh (AMCC 01)
Dr.smaran kar (AMCC 01)
Dr. Imran Ahmed (Health)
Dr. Mohammad Mosharraf Hossain (Dermatology)
Dr. Arup Kumar Saha (Dental)
Assalamualaikum
We're very glad to announce that our 'Health Care and Health Treatment" is going to recruit new Ambassadors from different Medical Colleges, Dental Colleges and Universities. We will be conducting our recruitment session from 16th June to 21th June. Any of you can join us to work for the sake of mankind. Our new ambassadors are our future Doctors and Role-models. We hope this will be a great opportunity for all of us to work for a better society📷
*You must have to comment your designated Medical or University to be a part of the Ambassador Recruitment program.*
If you face any difficulty or have any questions in your mind, feel free to ask in the comment section or you can contact through message too!
#hchtambassadorrecruitment2020vol1
কথায় আছে-
'মানুষ-মানুষের জন্য'।
দেশের এই ক্রান্তিকালে সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যগত দুঃশ্চিন্তা ও এই প্রাদুর্ভাব থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে তারই পরামর্শ দিতে এ জাতির তরুণ প্রজন্ম শিক্ষার্থীরা চালু করেছে "হেলথ্কেয়ার ও হেলথ্ট্রিটমেন্ট" নামে একটি ফাউন্ডেশন।
ভিন্ন চিন্তাধারার ২টি উদ্দেশ্য নিয়ে আমাদের এই পথচলা-
প্রথমতঃ সাধারণ মানুষের কাছে ডাক্তারদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পৌছেঁ দেয়া।
দ্বিতীয়তঃ দেশের নিন্ম আয়ের মানুষদের পাশে দাড়ানো উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে ।
বর্তমান সরকারের ক্ষুধা মুক্ত দারিদ্র্য মুক্ত দেশ গড়ার সারথি হিসেবে আমরা ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫৭০টি পরিবারকে উপহার সামগ্রী দিতে সক্ষম হয়েছি এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে দেশের যেকোনো পরিস্থিতিতে- আপনাদের সহায়তায় যাতে করে আরও বৃহৎ পরিসরে প্রতিটি জেলায় মানুষের দোরগোড়ায় সেবা পৌছেঁ দিতে পারি ।
দেশ আমার ❤
দায়িত্ব আমার 💚
https://www.facebook.com/HCHT20/videos/2307605892878356/UzpfSTEwMDAwMjkzOTI0NjExODoyOTU4MzczMzY0MjcwNjA5/