Sayeeb Mahir

Sayeeb Mahir passionate for learning and sharing knowledge. Sprade happiness!

12/11/2025

শরীরের ওজন ১ কেজি বেড়ে গেলেই আমরা দুশ্চিন্তা করি, শরীরের মতো মনের ওজন ও যে বেড়ে আমাদের ভার করে দিচ্ছে তা কি ভেবেছি?

কত চেষ্টার পরেও কোনো কাজ সফল হলো না। হতে হতেও হলো না। আমার সাথেই কেন এমন হয়? এরকম অসংখ্য প্রশ্নের একটাই উত্তর। তা হলো ভয়...
25/10/2025

কত চেষ্টার পরেও কোনো কাজ সফল হলো না। হতে হতেও হলো না।
আমার সাথেই কেন এমন হয়? এরকম অসংখ্য প্রশ্নের একটাই উত্তর। তা হলো ভয়াবহ কোনো গোপন কবিরা গুনাহ।
জমীনে এমন কোনো বিপদ নেই যা আমাদের গুনাহের কারনে আসে না। অর্থাৎ সমস্ত সংকীর্ণতা বা রিজিক কমে যাওয়া, সংসারে অশান্তি সরাসরি গুনাহের সাথে জড়িত।
মিলিয়ে দেখুন,
১. আজ আপনি অন্য মেয়ের সাথে ফ্লার্ট করে বাসায় আসলেন, বা নিজের চোখের হেফাজত করলেন না। নিজের নফস এর নিয়ন্ত্রণ হারিয়ে কবীরা গুনাহ করে বসলেন।
আর বাসায় এসেই আপনার বউ আপনার সাথে সামান্য ব্যাপারে ঝগড়া শুরু করলো। যেটা কোনো ভাবেই হওয়া পসিবল না সেটাই হইলো।
২. কারো নামে পিছনে বসে কথা বললেন। ভাবলেন আমি তো কারো ক্ষতি করলাম না। বাট পরীক্ষার আগে এমন কিছু হলো যে কোনোভাবেই ভালো করতে পারলেন না।
৩. আল্লাহর হক অর্থাৎ সালাত ছেড়ে দিলেন, দেখলেন সময় বাচাতে গিয়ে আরো জ্যামে বসে গরমে কষ্টে পড়লেন। যে উদ্দেশ্যে সালাত পড়তে পারলেন না সেই কাজটিও হলো না।
এমন ভাবে আমরা ছোট বড় শিরক এর সাথেও জড়িত। বাহ্যিক কোনো গুনাহ না করেও শুধু ভূল ভাবনার জন্যেও রিযিক কমে যায়।
আমরা ভাবি, চাকুরী না পেলে ভালো খেতে পারবো না, তাহলে আসলেই হয়তো ভালো খেতে পাই না। কারন আমরা আল্লাহর উপর ভরসা না করে চাকুরীর উপর ভরসা করেছি৷ আল্লাহর ব্যাপারে যার ধারনা যেমন, আল্লাহ সেই বান্দার প্রতি তেমন আচরণ ই করেন।
তাহলে এখন কী করবো?
🎋💞উত্তর:
১.একান্ত নিবেদিত তাওবা ও গোপন গুনাহ থেকে বাচার ১০০ ভাগ চেষ্টা ও দুয়া করা
২. হারাম কথা কাজ থেকে বাচা
৩. আল্লাহর ব্যাপারে ইলম অর্জন করা। যেভাবে ভয় করার ও তাওয়াক্কুল বা ভরসা করার দরকার সেভাবে করা।
৪. দুনিয়া আখিরাত এর সব কিছুর জন্য আল্লাহকেই যথেষ্ট মনে করা।

যে আল্লাহ আমি না চাইতেও আমাকে এই দূষিত দুনিয়ায় পবিত্র করে বাচিঁয়ে রাখেন, সেই আল্লাহই আসলে আমাদের একমাত্র অবলম্বন। আমাদের শুরু শেষ, আমাদের জীবন আমাদের রবের জন্যই।
আসুন প্রিয় ভাই আমার,
একটা একটা গুনাহের জন্য ধরে ধরে, মনে করে করে, কেদে কেদে তাওবা করি। ইনশাআল্লাহ দ্রুতই আমরা বলবো আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি।

22/08/2025

কেন ক্লিনার শেষ বয়সে ধনী হলেন, আর উচ্চশিক্ষিত হয়ে গেলেন গরীব?

21/08/2025

সময় কীভাবে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার কাজ শেষ হয় না। একটার পর একটা কাজ জমে থাকে, তাহলে
১. আপনার প্রতিদিন এর করা কাজ গুলো লিখতে শুরু করুন
২. ফোন এর ডিজিটাল ওয়েলবিং বা Parental Control থেকে কোন এপ্স এ কত সময় ব্যয় হচ্ছে দেখুন। এই অপশন পাবেন সেটিংস এ।
৩. সকাল বেলা বা রাতে ঘুমানোর আগেই আগামী দিনের কাজ গুলো নিয়ে লক্ষ্য নির্ধারণ করুন।
৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি দিনের শুরুতেই করে ফেলার চেষ্টা করুন। এতে আপনার এনার্জি ফুল থাকতেই আসল কাজটি শেষ হয়ে যাবে। আর সারাদিন থাকবেন চিন্তামুক্ত৷

সাঈব মাহির
২১, আগস্ট ২০২৫

অভাব, অশান্তি বা সব কিছুতে ব্যর্থতার মূল কারন, যা মানুষ খুব কম ই বুঝতে পারে। সমস্ত সমস্যার সমাধান রাব্বুল আলামিনের পক্ষ ...
06/05/2025

অভাব, অশান্তি বা সব কিছুতে ব্যর্থতার মূল কারন, যা মানুষ খুব কম ই বুঝতে পারে।
সমস্ত সমস্যার সমাধান রাব্বুল আলামিনের পক্ষ থেকেই সম্ভব। আল্লাহ আমাদের আন্তরিক তওবা কবুল করুক।

15/02/2024

পড়ন্ত বিকেলে অসম্ভব সুন্দর সূর্যাস্তের সাক্ষী হয়েছিলাম, বিশাল নীল-সবুজ জলরাশির কাপ্তাই লেকে। প্রতিটা মুহুর্ত ছিল আত্মার খোরাক।
মনরোম এই দৃশ্য দেখার আমন্ত্রন রইলো।❤️

19/01/2024

চাইলেই কি অনেক জমজম পানি নিয়ে আসা সম্ভব? জেদ্দা এয়ারপোর্টে জমজম পানির দাম, কীভাবে কিনবেন বিস্তারিত জানতে সম্পুর্ণ ভিডিও দেখুন।
যারা উমরা করতে যাচ্ছে তাদের সাথে শেয়ার করুন।

16/01/2024
28/05/2023

যার জন্য চুরি করি সেই বলে চোর,
সবার জন্য এতো করে কী রইলো মোর?

উত্তরটা কথা শেষ হওয়ার আগেই পেয়ে যাবেন।

27/05/2023

Everything has it's own beauty, but not everyone can see it.
-Confucious

Every child is born with a hidden talent. We should give time to grow and nurish the creativity that has among all of us.
(Inspired by Md Saddam Hossain,
Director,
Imperial International School.)

17/04/2023

A surprise for our brother, the Super Star
An evening to be remembered. ❤️
Special thanks to Barsha apu and Ananta Jalil vaia for your valuable time.



15/04/2023

Discovered something from the glass of coke...🤔🍷

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayeeb Mahir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sayeeb Mahir:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram