02/11/2025
জীবনের সবথেকে বড় সৌন্দর্য্য কি, জানেন?........স্থির থাকা।
স্থির থাকলে জীবনের whisper (জীবন যেটা ফিসফিস করে কানের কাছে বলে )গুলো বুঝা সহজ হয়।অস্থির থাকলে মানুষ অনেক কিছু মিস করে যায়।জীবন অনেক দিন whisper করতে করতে ক্লান্ত হয়ে shout (চিৎকার )করা শুরু করে । তখন আপনার কাছে মনে হয়, হঠাৎ জীবনে কষ্ট, দুঃখ, দুর্দশা নেমে আসছে।
অথচ, whisper ছিল, আপনি টের পান নাই।
ভুল মানুষ, ভুল সম্পর্ক, ঠকে যাওয়া, বিশ্বাসঘাতকতা, একদিনে হয় না।সবকিছুই আপনাকে red flag দেখায়, সিগন্যাল দেয়।
আপনি শুধু স্থির না বলে, সিগন্যাল ধরতে পারেন না।
টিপস : প্রতিদিন অন্তত ৩০ মিনিট একা একা চুপচাপ কোথায় ও বসে জীবনের সব ব্যাপারে whisper শোনার চেষ্টা করুন।
🖊️ Joya Islam