12/12/2023
মন শিক্ষা Mind Education
সাফল্য এবং অর্জনগুলো খুব সহজেই দেখা যায় শোনা যায়, কিন্তু হৃদয়ের মনের বেদনা দুঃখ কষ্টগুলো দেখা যায়না। আবার যে মানুষটি সাফল্য অর্জন করেছেন তার মনের ভিতরেও থাকে নানা কষ্ট বেদনা। পৃথিবীতে প্রতিটি মানুষই একেকটি ব্যতিক্রম সৃষ্টি। হাজারো সফলাতার সুযোগ থাকে এই পৃথিবীতে। অনেকে নানা অসুবিধার মধ্যেও আশা, বিশ্বাস এবং কৃতজ্ঞতা উপভোগ করেন। আসলে সবকিছুর পার্থক্য হলো হৃদয়ে বা মনে। আপানর মনের মানচিত্র যদি না চিনে থাকেন, তাহলে মন কে আপনি চিনতে পারবেননা্ তাই মহান দার্শনিক সক্রেটিস বলেছেন- নিজেকে জানো। মনে চাহিদা মনকে তৈরী, মনের সুস্থ্যতা নিয়ে গবেষণা করেছেন বিশ্ববিখ্যাত শিক্ষাবিদ ডাঃ ওক সো পার্ক। ৯০টিরও বেশি দেশের মানুষের মন এবং উন্নয়ন নিয়ে গবেষণা করেছেন। তিনি মন শিক্ষা নিয়ে অসাধারণ সব কাজ করেছেন। মন কে চিনতে তাই প্রয়োজন মনের মানচিত্রকে পূর্ণাঙ্গরুপে জানা। মন ভালো নেইতো কাজে মন নেই, মনের কারনে মানুষ মানুষের সাথে ভালো বা মন্দ ব্যবহার করে। মন এর কারনেই মানুষ নিজেকে উত্তেজিত করে, ঘৃনার তৈরী হয়। কোথায় কিভাবে এই মন কেমন রুপ ধারণ করতে পারে, সেই মানচিত্র বোঝা দরকার প্রতিটি মানুষের। আমাদের দেশে মন শিক্ষার গুরুত্ব নেই বলে আজ নানা সমস্যা গুলো তৈরী হচ্ছে সমাজে দেশে। তাই আসুন মন মানচিত্র কে জানি। মাইন্ড বিডির সাথেই থাকুন। জানুন মনের মানচিত্র সম্পর্কে।
মানুষ তার নিজের মনের ভাষা যখন নিজেই বোঝেনা, নিজের মনের মানচিত্র জানেনা, তখনেই ঘটে নানা অজানা সব বিষয়। মন কে জানলে, মনের মানচিত্র বুঝলো আপনার আত্ননিয়ন্ত্রণ, গভীর চিন্তাভাবনা, সংযোগ বেড়ে যাবে এবং সবখানে সর্বত্র আপনার ভালো লাগবে। এটা একটা শিক্ষা। মন শিক্ষা।
#মন
Mind.bd.com