Miraculous Quran

Miraculous Quran Prophetic Healing Center

আশিক জ্বীন 🔥🔥আশিক্ব জিন পুরুষদের মতই মেয়েদের আওরাহ; লজ্জাস্থান কে পছন্দ করে, সেখানে থাকে। ব্যভিচারীমূলক কাজ করে। ওভারিতে...
30/12/2025

আশিক জ্বীন 🔥🔥

আশিক্ব জিন পুরুষদের মতই মেয়েদের আওরাহ; লজ্জাস্থান কে পছন্দ করে, সেখানে থাকে। ব্যভিচারীমূলক কাজ করে। ওভারিতে থাকায় সেখানে প্রচুর হাসাদ, হুসুনের গিট সৃষ্টি হয় যেকারণে হরমোনাল ইমব্যালেন্স হয়৷ সিহর ও থাকে আল্লাহু আ'লাম।

এসব কারণে মুড সুইং, এক্সেসিভ হেয়ার গ্রোথ(চেহারা, হাতে, শরীরে), ইরেগুলার পিরিয়ড, মিসক্যারেজ, লিউকোরিয়া, কন্সিভ না করা, ওভারিয়ান সিস্ট ইত্যাদি ইত্যাদি নানান মেয়েলি রোগের সূত্রপাত হয়।

যারা হরমোনাল ইম্ব্যালেন্স এর মেডিসিন নিচ্ছেন এর পাশাপাশি সরাসরি রুক্বইয়াহ সেশন নিন অথবা নিম্নোক্ত সেল্ফ রুক্বইয়াটি ফলো করুন।
আশ্বিক জ্বিন যাদুকে বারবার এক্টিভ করে ফিজিক্যালি হ্যারেজমেন্ট এর মাধ্যমে।
যেভাবে আশিক জ্বিনের হ্যারেজমেন্ট বন্ধ করাবেন:

১. প্রতিদিন রাতে ঘুমানোর আগে যিকরসমূহ করে ঘুমাবেন। ‘হিসনুল মুসলিম ’ এপস এ বিস্তারিত রয়েছে যিকরসমূহ।

২. একটা কড়া ঘ্রাণের আতর নেবেন। কস্তুরি হলে ভাল। এরপর তাতে সূরা সফফাতের প্রথম ১০ আয়াত, সূরা বুরুজের ১০ নং আয়াত, বানী ইসরাঈল, আয়াত নং ৩২, সূরা ইউসুফ এর আয়াত নং ২৩ এবং ৩০ নং আয়াত, প্রতিটা আয়াত ৭ বার পড়ে আতরে থুতু মিশ্রিত ফু দিন। অত:পর প্রতিদিন ঘুমানোর আগে আপনি যেখানে ঘুমান, সেই স্থানে চাদরে অথবা আপনি যদি ঘর থেকে না বের হোন তবে আপনার পায়জামার কোন অংশে সামান্য লাগিয়ে ঘুমাবেন৷ নিয়ত হলো জ্বিন যাতে ফিজিক্যালি হ্যারেজ করতে না পারে।এই পদ্ধতি আমাদের অসংখ্য পেশেন্টদের উপর আমরা এপ্লাই করেছি এবং আলহামদুলিল্লাহ ৯৯% কেইসে সফলতা পেয়েছি।

✍️ Prophetic Healing

সরাসরি রুকইয়্যাহ করতে ইনবক্সে নক দিন অথবা 01932-738884 WhatsApp এ

পায়ের ব্যথা: উপসর্গ, কারণ ও পূর্ণাঙ্গ রুকইয়্যাহ শারইয়্যাহ চিকিৎসা। 💥অনেকেই দীর্ঘদিন ধরে পায়ের নানা সমস্যায় ভুগছেন—ডাক্তা...
29/12/2025

পায়ের ব্যথা: উপসর্গ, কারণ ও পূর্ণাঙ্গ রুকইয়্যাহ শারইয়্যাহ চিকিৎসা। 💥

অনেকেই দীর্ঘদিন ধরে পায়ের নানা সমস্যায় ভুগছেন—ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত উপকার পাচ্ছেন না। অথচ সমস্যার মূল অনেক সময় শারীরিকের পাশাপাশি রুকইয়্যাহজনিতও হতে পারে।

আজ আমরা পায়ের ব্যথার কিছু সাধারণ উপসর্গ, সম্ভাব্য কারণ এবং কুরআন-সুন্নাহভিত্তিক চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করবো—ইনশাআল্লাহ।

♦️ পায়ের ব্যথার সাধারণ লক্ষণসমূহ
আপনার বা পরিবারের কারো যদি নিচের লক্ষণগুলো থাকে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন— জরুরি

▪️ পা সব সময় ভারী ভারী লাগা

▪️ পায়ে অস্বাভাবিক গরম ভাব / জ্বালাপোড়া করা

▪️ হঠাৎ হঠাৎ টান ধরা বা খিঁচুনি

▪️ পা ফুলে যাওয়া

▪️অকারণে শ্বাসকষ্ট হওয়া /বুকে চাপ দেয়া

▪️রিজিকের জন্য বাসা থেকে বের হলে পায়ে বিভিন্ন সমস্যা অনুভব হওয়া

▪️ বেশি সময় দাঁড়িয়ে থাকতে না পারা

▪️বাসায় প্রবেশ অথবা বের হলে পায়ে ব্যথা হওয়া / অবশ হয়ে যাওয়া

▪️ হাঁটার সময় পায়ের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া

▪️ হাঁটুতে তীব্র ব্যথা
▪️স্বপ্নে কবরস্থান মৃত ব্যাক্তি,বিভিন্ন প্রাণী এবং ভয়ংকর স্বপ্ন দেখা ইত্যাদি

▪️ উরু, পিণ্ডলি বা অন্যান্য মাংসপেশিতে ধুকপুক বা স্পন্দন অনুভব হওয়া

অনেক ক্ষেত্রে এসব সমস্যা রাতে বেশি বেড়ে যায় বা জীবনের ভালো উদ্দেশ্য নিয়ে বের হলে (রিজিক কেন্দ্রীক) অন্যান্য সময়ও হতে পারে।

⚠️ পায়ের সমস্যার কারণ
অভিজ্ঞতা অনুযায়ী, পায়ের এসব সমস্যা বেশি দেখা যায়—

🔹سحر المرشوش ছিটানো জাদু
(মাটিতে, রাস্তায়, দরজার সামনে বা চলার পথে ছিটানো যাদু)

🔹 سحر المدفون পুঁতে রাখা জাদু
(মাটির নিচে, বাড়ির আশেপাশে বা চলাচলের স্থানে পুতে রাখা যাদু)

🔹 বদনজর ও হিংসা
কারণ পা মানুষের চলাফেরা, রিজিক ও অগ্রগতির সাথে সরাসরি সম্পর্কিত

♦️ এজন্য অনেক সময় দেখা যায়—
হাঁটতে গেলেই সমস্যা বাড়ে, বাইরে গেলে কষ্ট হয়, কাজে যেতে মন চায় না বা শরীর সাড়া দেয় না।

চিকিৎসা ও পরামর্শ (ইনশাআল্লাহ উপকারী)

১। পা ডুবানো
একটি বড় পাত্রে নিচের উপকরণগুলো মিশিয়ে নিন—

🔸 রুকইয়্যাহ করা পড়া পানি
🔸 লবণ
🔸 বড়ই পাতা
🔸 কস্ত্ররি আতর
🔸 গোলাপজল

প্রতিদিন ৭-১০ দিন নিয়মিত ২০–৩০ মিনিট পা ডুবিয়ে রাখুন বালতির নিচে

পা ডুবানো অবস্থায় রুকইয়্যাহ শরইয়্যাহ শোনা উত্তম। যে বিষয় আক্রান্ত সে বিষয় অডিও শোনা

২। মেহেদি পাতা ব্যবহার

পুরুষ ও নারী—উভয়ের জন্যই উপকারী, বিশেষ করে পায়ের তালু, আঙুল ও টাখনুতে এবং মাথাসহ।

হাদিস থেকে প্রমাণিত—
নবী ﷺ–এর কাছে যখন কেউ পায়ের ব্যথার অভিযোগ করত, তিনি তাকে মেহেদি ব্যবহারের পরামর্শ দিতেন।

🔹 এটি ব্যথা, জ্বালাপোড়া ও যাদুজনিত সমস্যা চাপ কমাতে সাহায্য করে।

৩। হিজামা (শিঙ্গা)
হিজামা করানো অন্তত কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি। আমাদের অভিজ্ঞতায় দেখতে পাই, পায়ের যাদু,নজর-হাসাদ এবং গীট ধংসের ও শারীরিক বিভিন্ন ব্যথার জন্য হিজামা খুব কার্যকর।

৪। খালি পায়ে হাঁটা

প্রাকৃতিক মাটিতে হাঁটা :
▪️ বালি
▪️ চাষের জমি
▪️ কাঁচা মাটিতে / ভোরে হাটা
নজর-হাসাদ এবং যাদু বাহির করতে সাহায্য করে। ডিপ্রেশন কমায়

নবী ﷺ সাহাবিকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন, কারণ এটি শরীরের সাথে প্রাকৃতিক ও স্বাভাবিক সংযোগ তৈরি করে। এতে শরীরের নেতিবাচক প্রভাব ধীরে ধীরে বের হতে সাহায্য করে।

অসংখ্য রিভিউ আছে ছিটানো যাদু ধংসের এই পদ্ধতির। আলহামদুলিল্লাহ সবাই পজিটিভ রিভিউ দিয়েছেন..

✍️ Miraculous Quran

সরাসরি রুকইয়্যাহ করতে ইনবক্সে টেক্সট দিন অথবা 01932-738884 WhatsApp এ।

27/12/2025

মাথাব্যথার জন্য মেহেদী দেয়া কার্যকরী।
রাসুল ﷺ বলেছেন মাথাব্যথায় মেহেদী ব্যবহার করতে।

26/12/2025

আশিক জ্বীন 🔥

আমরা যদি আবেগে না ভেসে
একটু বুদ্ধি খাটাই,
আর বাস্তব কেসগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করি,তাহলে একটি গুরুত্বপূর্ণ সত্য পরিষ্কার হয়ে যায়।

🔸 আশিক জ্বিন কোনো আলাদা রোগ নয়
🔸 এটি মূলত যাদুর একটি লক্ষণ (Symptom)
হ্যাঁ, বাস্তবতা এটাই।

আশিক জ্বিন সাধারণত কখন আসে?
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়—
🔹 বিয়ে বন্ধের যাদু (سحر التعطيل)
•যাদুকে আরও শক্তিশালী করতে
•যাদুকর আশিকের জন্য আলাদা গিঁট বাঁধে
• ফলে বিয়ে, সম্পর্ক, রিজিক—সব কিছু আরও ভয়াবহভাবে বন্ধ হয়ে যায়।

🔹 বিচ্ছেদের যাদু (سحر التفريق)
• স্বামী-স্ত্রীর মাঝে ঘৃণা, ঝগড়া, অকারণ রাগ
• সম্পর্ক ভাঙাকে স্থায়ী করতে আশিক যুক্ত করা হয়
• ফলে ভালোবাসা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।

এভাবেই আশিক জ্বিন
যাদুর একটি অংশ হিসেবে কাজ করে,
একাই নয়—বরং যাদুর “সহযোগী শক্তি” হিসেবে।

সঠিক ডায়াগনোসিস করলে বোঝা যায়:

"আশিক কীভাবে এসেছে?

▪️ খাওয়ার যাদুর মাধ্যমে?
▪️ পান করার যাদুর মাধ্যমে?
▪️ বিচ্ছেদের উদ্দেশ্যে?
▪️ বশ/জলবের উদ্দেশ্যে?
▪️ নাকি একাধিক যাদুর সম্মিলিত ফল?
▪️ বংশপরম্পরায় (মাউরুস) এও আসতে পারে আশিক জ্বীন।
▪️অনেক সময় একাও আসতে পারে সেটা রেয়ার।

🔹 যখন সঠিক উৎস ধরা পড়ে, তখন পুরো যাদুর সিস্টেম ভেঙে দেওয়া সম্ভব। সবচেয়ে শক্তিশালী চিকিৎসা কী?
অনেকে অবাক হবে শুনলে..

🔺 তাবিজ নয় শিরক অথবা কুফরি কোনো পন্থা নয়।
🔺 ভয় নয়, নীরবতাও নয়!

সবচেয়ে শক্তিশালী চিকিৎসা হলো—

আশিকের বিরুদ্ধে দোয়া করা, কেন আশিকের বিরুদ্ধে দোয়া জরুরি?

এর দুটি বড় কারণ আছে—
১। প্রথম কারণ
তার বিরুদ্ধে দোয়া করলে সে দুর্বল হয়,মানসিকভাবে ক্লান্ত হয়,তার নিয়ন্ত্রণ ভেঙে যেতে শুরু করে
২। দ্বিতীয় কারণ (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
দোয়ার মাধ্যমে আপনি তার কাজ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেন
কারণ জানেন কি তাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে কী?

আপনার চুপ থাকা
চুপ থাকা মানে—
▪️ হয় আপনি রাজি
▪️ নয়তো আত্মসমর্পণ করেছেন
কিন্তু যখন আপনি দোয়া করেন!

তখন তার সাথে আপনার সব বন্ধন, একে একে ধ্বংস হতে থাকে।

দোয়া: হাসবিয়াল্লাহ

حَسْبِيَ اللَّهُ عَلَىٰ كُلِّ سَاحِرٍ عَاشِقٍ تَسَلَّطَ عَلَىٰ جَسَدِي

বাংলা অর্থ:
যে কোনো আশিক যাদুকর আমার শরীরের উপর কর্তৃত্ব করেছে—
তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট।

দোয়া: আল্লাহু আকবার

اللَّهُ أَكْبَرُ عَلَىٰ كُلِّ سَاحِرٍ عَاشِقٍ تَسَلَّطَ عَلَىٰ جَسَدِي

বাংলা অর্থ:
আমার শরীরের উপর যে কোনো আশিক যাদুকর কর্তৃত্ব করেছে—
তার উপর আল্লাহ মহান।

দুয়া তাকবির (১৫ মিনিট বারবার)

اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ

বাংলা অর্থ:
আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

বিয়ে বন্ধকারী আশিকের বিরুদ্ধে

দোয়া:
حَسْبِيَ اللَّهُ عَلَىٰ كُلِّ عَاشِقٍ عَطَّلَ زِوَاجِي

বাংলা অর্থ:
যে কোনো আশিক আমার বিয়ে বন্ধ করেছে—
তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট।

বিচ্ছেদ ঘটানো আশিকের বিরুদ্ধে দোয়া

حَسْبِيَ اللَّهُ عَلَىٰ كُلِّ عَاشِقٍ فَرَّقَ بَيْنِي وَبَيْنَ زَوْجِي

বাংলা অর্থ:
যে কোনো আশিক আমার ও আমার স্বামীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছে—
তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট।

অসুস্থকারী আশিকের বিরুদ্ধে দোয়া

حَسْبِيَ اللَّهُ عَلَىٰ كُلِّ عَاشِقٍ أَمْرَضَنِي

বাংলা অর্থ:
যে কোনো আশিক আমাকে অসুস্থ করেছে—
তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট।

কষ্টদানকারী আশিকের বিরুদ্ধে দোয়া

حَسْبِيَ اللَّهُ عَلَىٰ كُلِّ عَاشِقٍ أَتْعَبَنِي

বাংলা অর্থ:
যে কোনো আশিক আমাকে কষ্ট ও ক্লান্তিতে ফেলেছে—তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট।

একগুঁয়ে আশিকের বিরুদ্ধে দোয়া

حَسْبِيَ اللَّهُ عَلَىٰ كُلِّ عَاشِقٍ عَنِيدٍ مُتَمَسِّكٍ بِالْجَسَدِ

বাংলা অর্থ:
যে কোনো একগুঁয়ে আশিক
যে শরীরের সঙ্গে জেদ করে লেগে আছে—
তার বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট।

লেখা আরবি থেকে বাংলা করেছেন: Miraculous Quran

সরাসরি রুকইয়্যাহ করতে ইনবক্সে নক দিন অথবা 01932-738884 WhatsApp


♦️ যাদুগ্রস্থ ব্যক্তির জন্য• সূরা আরাফ : ১১৭-১২২•সূরা ইউনুস : ৮১-৮২•সূরা ত্বহা : ৬৯ • সূরা বাকারা: ১০২ ♦️ বদনজরে আক্রান্...
25/12/2025

♦️ যাদুগ্রস্থ ব্যক্তির জন্য

• সূরা আরাফ : ১১৭-১২২
•সূরা ইউনুস : ৮১-৮২
•সূরা ত্বহা : ৬৯
• সূরা বাকারা: ১০২

♦️ বদনজরে আক্রান্ত ব্যক্তির জন্য

•সূরা ইউসুফ : ৬৭
•সূরা কাহাফ: ২৯
•সূরা কালামের : শেষ ২ আয়াত
• সূরা ফালাক ও নাস

♦️ জ্বীন-আক্রান্ত ব্যক্তির জন্য

•সূরা বাকারা : ১০২
•সূরা সফফাত : ১-১০
•সূরা জিন : ১-৯

পানি তেল, আতর, লবণ,আজওয়া খেজুর এগুলোর উপর ফু দিবেন আয়াত পড়ে হালকা থুথুসহ।এবং লাগারার ব্যবহার করবেন।

✍️ Miraculous Quran

সরাসরি রুকইয়্যাহ করতে ইনবক্সে নক দিন অথবা 01932-738884 WhatsApp

25/12/2025

অসুস্থ / হত্যার যাদুতে আক্রান্ত হলে সবচেয়ে বেশি রক্তজনিত রোগবালাই হয়। অন্যান্য একের পর এক রোগ হতেই থাকে..

24/12/2025

হোম সার্ভিস |

বাস্তব একটি ভয়ংকর ও হৃদয়বিদারক কেস অনেকে মনে করেন—
যাদু, জ্বিন, নজর-হাসাদ সমস্যা শুধু অশিক্ষিত বা গরিব পরিবারে হয়।
কিন্তু বাস্তবতা হলো— সবচেয়ে বেশি ভয়ংকর ঘটনাগুলো ঘটে এলিট, শিক্ষিত ও ধনসম্পদশালী পরিবারেই।

গত সপ্তাহে এমনই একটি হোম সার্ভিস কেস নিয়ে গিয়েছিলাম রাজধানীর একটি এলিট এলাকায়।

ঘটনাগুলো

🔸 সম্পদের লোভ
🔸নিজের সন্তানের হাতেই মায়ের সর্বনাশ
🔸 দীর্ঘদিনের যাদু
🔸 সক্রিয় জ্বিন
🔸 আর এক অসহায় মায়ের নিঃশব্দ আর্তনাদ

পরিবার পরিচিতি
ভদ্রমহিলা অত্যন্ত উচ্চশিক্ষিত।
তার সন্তানরা সবাই সমাজে প্রতিষ্ঠিত ও সেটেল। স্বামী ছিলেন একজন ইঞ্জিনিয়ার।
এক সময় চট্টগ্রামে নিজেদের বিলাসবহুল বাংলোতে বসবাস করতেন।
ধন-সম্পদ, সম্মান, শিক্ষা—সবই ছিল।
কিন্তু তবুও শান্তি ছিল না।

♦️

ভয়ংকর পারিবারিক ষড়যন্ত্র
ভদ্রমহিলার মেজো ছেলের বয়স ৪২+, এখনো বিয়ে হয়নি।

এই ছেলের শরীরে রয়েছে সক্রিয় জ্বিন, যা দীর্ঘদিন ধরে তাকে নিয়ন্ত্রণ করছে।

সবচেয়ে মর্মান্তিক সত্য হলো—
নিজের বড় ছেলে ও তার স্ত্রী একসাথে মিলে মায়ের উপর বারবার যাদু করেছে।

উদ্দেশ্য একটাই—
মাকে সরিয়ে দিয়ে সব সম্পদের মালিক হওয়া।
🔸 একবার নয়, বহুবার যাদু করা হয়েছে
🔸 বহুবার জোর করে কাগজে সই নেওয়ার চেষ্টা হয়েছে
🔸 মানসিক ও আধ্যাত্মিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চলেছে বছরের পর বছর
পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে যে, ভদ্রমহিলা বাধ্য হয়ে চট্টগ্রামের নিজের বাংলো ছেড়ে ঢাকায় চলে আসেন।

কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি…
ঢাকা এসেও রেহাই নেই
ঢাকায় এসেও
♦️ যাদু-টোনা বন্ধ হয়নি
♦️ আক্রমণ থামেনি
বরং লক্ষ্য আরও পরিষ্কার হয়ে যায়— হত্যা করে টাকা-পয়সা দখল।
এই যাদু শুধু শারীরিক ক্ষতি নয়,
এটা ধীরে ধীরে একজন মানুষকে
মানসিকভাবে ভেঙে, আত্মহত্যার দিকে ঠেলে দেয়। ভদ্রমহিলার ভয়ংকর সমস্যাগুলো
ভদ্রমহিলার যেসব সমস্যাগুলো সামনে এসেছে

১️। রাতে একেবারেই ঘুম হয় না
২️। সকালে ঘুম থেকে উঠেই নিজের অজান্তে কান্নাকাটি শুরু হয়
৩️। সারা শরীরে প্রচণ্ড ব্যথা (দীর্ঘদিন মেডিকেল ট্রিটমেন্ট নিয়েও কোনো উন্নতি নেই)
৪️। বাসার ভেতরে থাকতে পারেন না, বাইরে গেলে কিছুটা হালকা লাগে
৫️। সারাক্ষণ বলেন— আমি মারা যাব, আমি আত্মহত্যা করে ফেলব!
৬️। ভয়ংকর ও আতঙ্কজনক স্বপ্ন দেখা
৭️। বুক ধড়ফড়, অকারণ ভয়, অস্থিরতা

আরও অনেক জটিল সমস্যা রয়েছে যা পোস্টে বলা অনেক সময় প্রয়োজন।

রুকইয়্যাহ চলাকালীন রিয়েকশন
রুকইয়্যাহ শুরু হতেই:
তীব্র কান্নাকাটিশরীর শক্ত হয়ে যাওয়া অস্বাভাবিক প্রতিক্রিয়া অজ্ঞান হওয়ার উপক্রম
সবকিছু মিলিয়ে স্পষ্ট হয়ে যায় মারাত্মকভাবে যাদুতে আক্রান্ত..

বাস্তবতা যা আমাদের মানতে হবে

🔸 সব শত্রু বাইরে থাকে না
🔸 সব রোগ রিপোর্টে ধরা পড়ে না
🔸 আর সব সন্তান যে বাবা-মায়ের জন্য রহমত নয়!

✍️ Miraculous Quran

রুকইয়্যাহ বিষয় জানতে ইনবক্সে নক দিন।

24/12/2025

ঐদিন গিয়েছিলাম রুকইয়্যাহ হোম সার্ভিসে খিলক্ষেত।

উনারা ফুল ফ্যামিলি মারাত্মক যাদুতে আক্রান্ত

سحر الانتقام প্রতিশোধ নেয়ার যাদু
سحر المرض والقاتله অসুস্থ এবং হত্যার যাদু

রুকইয়্যাহ শুরু করতেই রিয়েকশন শুরু হয় প্রচুর।

যখন হালকা দর্ব(চাপ) দেই শরীরে সাথে সাথে জ্বীন একটিভ হয়ে যায়। জ্বীনের কণ্ঠ শুনতে পাবেন ভিডিওতে..

ভদ্রলোকের রানিং বয়স ৪২+ বিবাহ হয়না, বিবাহ আসলে কোনো কারণ ছাড়াই ভেঙ্গে যায়।

রিজিকে বাধা।

বাসায় জ্বীনের উপস্থিতি বুঝতে পারেন অনেক সমস্যা উনাদের।

✍️ Miraculous Quran

সরাসরি রুকইয়্যাহ করতে ইনবক্সে নক দিন অথবা 01932-738884 WhatsApp এ

নিজের জন্য যেভাবে রুকইয়্যাহ করবেন। জিন যাদু, নজর-হাসাদ শারীরিক ও মানসিক সমস্যার জন্য রুকইয়্যাহ করতে পারবেন নিচের নিয়মে। ...
23/12/2025

নিজের জন্য যেভাবে রুকইয়্যাহ করবেন।

জিন যাদু, নজর-হাসাদ শারীরিক ও মানসিক সমস্যার জন্য রুকইয়্যাহ করতে পারবেন নিচের নিয়মে।

মেডিকেল জনিত রোগের সমস্যার জন্যও রুকইয়্যাহ করা যায়। অর্থাৎ একথায় যেকোনো সমস্যার জন্য রুকইয়্যাহ অত্যান্ত কার্যকরী

আক্রান্ত ব্যক্তিকে যিনি রুকইয়্যাহ করবেন তার সামনে বসাবে এবং নিচের আয়াতগুলো শিফার নিয়তে তেলওয়াত করবে। একাধারে ৩০-৪৫ মিনিট।

পবিত্র / ফ্রেশ ১০ লিটার পানি নিবেন।

🔸

দুরুদে ইব্রাহিম
সুরা ফাতেহা
সুরা বাকারা ১-৫ আয়াত
সুরা বাকারা শেষ দুই আয়াত
আয়াতুল কুরসি

আয়াতুশ শিফা অর্থাৎ শিফা শব্দ এসেছে এমন আয়াত নিচের দেয়া হলো ৬ টি

সুরা তাওবাহ ১৪
সুরা ইউনুস ৫৭
সুরা নাহল ৬৯
সুরা বনী ইসরাইল ৮২
সুরা শু'আরা ৮০
সুরা হা-মীম সাজদা ৪৪

যাদু বিষয় কিছু আয়াত দেয়া হলো নিচে, যাদু নষ্টের নিয়তে তেলওয়াত করবে।

সুরা আ'রাফ ১১৭-১২২
সুরা ইউনুস ৮১-৮২
সুরা ত্বহা ৬৯
সুরা সুরা বাকারা ১০২

সবগুলো আয়াত তেলওয়াত করবে এবং পানিতে ফু (হালকা থুথু মিশ্রিত) দিবে।

যেকোনো পানি খাবে সবাই এখান থেকেই পানি খাবে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এবং ফজরের পর পানি খাবে।

ছোট থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই সাজেশন ফলো করতে পারেন।

বাচ্চাদের বিভিন্ন সমস্যা
বড়দের বিভিন্ন সমস্যা
যাদু-টোনা, জীনের সমস্যা
মানসিক সমস্যা
অসুস্থতা
এভ্রিথিং ইনশাআল্লাহ

সমস্যা বেশি হলে প্রতিদিন এভাবে রুকইয়্যাহ করবে এবং পানিতে ফু দিবে ব্যবহার করবে।

৭-১০ দিন করবে অথবা ১৫-২৫ দিন টানা করবে। ইনশাআল্লাহ

পাশাপাশি রুকইয়্যাহর গোসল করলে আরও বেশি ইফেক্টিভ হবে। কমেন্ট এ লিংক দেয়া হলো বড়ই পাতার গোসলের..

✍️ Miraculous Quran

সরাসরি রুকইয়্যাহ করতে ইনবক্সে নক দিন অথবা 01932-738884 WhatsApp এ ম্যাসেজ দিন।


22/12/2025

স্বপ্নে খাবার খাওয়া এবং বিভিন্ন আকৃতির সাপ দেখা যাদুতে আক্রান্ত।

রুকইয়্যাহ হোম সার্ভিস এ আসলাম আজকে বাঞ্চারামপুর, ব্রাক্ষণবাড়িয়া। আল্লাহ তায়ালা সহজ করুন বরকত দান করুন।আশেপাশে কেউ রুকইয়্...
22/12/2025

রুকইয়্যাহ হোম সার্ভিস এ আসলাম আজকে বাঞ্চারামপুর, ব্রাক্ষণবাড়িয়া।

আল্লাহ তায়ালা সহজ করুন বরকত দান করুন।

আশেপাশে কেউ রুকইয়্যাহ করাতে চাইলে নক দিতে পারেন। আমরা কোনো এলাকায় সফরে গেলে ছাড় দিয়ে রুকইয়্যাহ করে থাকি।

21/12/2025

আল্লাহর কসম, ৩ টি কাজ যে করবে তাকে কোন জিন জাদু আক্রান্ত করতে পারবেনা:

১. সর্বদা অজু অবস্থায় থাকা
২. নিজের কাছে মিসওয়াক রাখা
৩. বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু.... এই দুয়া সর্বদা সকাল সন্ধ্যা আমল করা।

--- মাওলানা মানযুর মেংগল হাফিযাহুল্লাহ

Address

Narsingdi
1600

Telephone

+8801932738884

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miraculous Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram