27/10/2025
বিয়ে বন্ধের/বাধা যাদু!
কত শত বোন আজও বিয়ের বয়স পার করে ফেলেছে…
চেষ্টা করছে, দোয়া করছে, পরিবার চেষ্টা করছে, তবুও যেন কিছু একটা অদৃশ্য বাঁধা সবকিছু ভেঙে দেয়। বারবার..
অজানা কারণে প্রস্তাব এলেও শেষ মুহূর্তে তা নষ্ট হয়ে যায়। অনবরত হচ্ছে..
রুকইয়্যাহ ডায়াগনোসিস করলে দেখা যায় — বিয়ে বন্ধের যাদু (سحر تعطيل الزواج) অথবা আশিক জ্বিনের আক্রান্ত ভিক্টিম। এই যাদু এমন এক ধরনের সিহর যা মানুষের বিবাহের পথে অদৃশ্য দেয়াল তৈরি করে।
যত ভালো প্রস্তাবই আসুক না কেন, মন পরিবর্তন হয়ে যায়, ভয় ধরে যায়, অথবা বিষয়টা অজানা কারণে ভেস্তে যায়।ইত্যাদি ইত্যাদি..
বিয়ে বন্ধের যাদুর কিছু সাধারণ লক্ষণ :
🔸 বিয়ের প্রসঙ্গ উঠলেই ভেতরটা অস্থির হয়ে যায় বা ভয় লাগে,মনে হয় বিয়ে করলে কিছু একটা হবে!
🔸 আগে বিয়ের ইচ্ছা থাকলেও এখন অজানা কারণে মন বিয়ের প্রতি বিরূপ হয়ে গেছে।
🔸 প্রস্তাব এলে মাথা ব্যথা, বমি বমি ভাব বা মানসিক চাপ অনুভব হয়।
🔸 বিয়ের ব্যাপারে বারবার মত পরিবর্তন হয়, মন স্থির হয় না। দু টানায় থাকে..
🔹 স্বপ্নে বারবার দেখা যায় বিয়েতে বাধা, অন্ধকার, বিয়ে হচ্ছে দেখা, মারামারি / ঝামেলা বা ভয়ের কিছু দৃশ্য।
🔸 ভালো প্রস্তাব এলেও শেষ মুহূর্তে কোনো না কোনো অজুহাতে বাতিল হয়ে যায়।
🔸 অপর পক্ষ আগ্রহী থাকলেও হঠাৎ মন পরিবর্তন করে ফেলে। অজানা অকারণে..
🔸 আত্মীয় বা বন্ধুরা সাহায্য করতে চায় না, এমনকি কেউ অজান্তেই বাধা দেয় কাজিনদের মধ্য থেকে..
🔸 একই সমস্যা বা ভুল বারবার ঘটে, যেন কেউ ইচ্ছা করে থামিয়ে দিচ্ছে।
♦️
ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখা
কেউ বিয়ে ভাঙছে
কনের পোশাক ছিঁড়ে যাচ্ছে
কালো সাপ, বিড়াল, কুকুর দেখা পশুপাখি দেখ
অন্ধকারে হারিয়ে যাওয়া,
ঘুমে কেউ চেপে ধরে বা শরীর ভারী মনে হয়।
চেহারায় অজানা মলিনতা, সৌন্দর্য কমে যাওয়া, সবসময় মন খারাপ। অস্থিরতা অতিরিক্ত
চুল পড়া, মুখে দাগ বা ব্রণ বেড়ে যাওয়া, বিশেষ করে হঠাৎ করেই।
রুকইয়্যাহ করার সময় বিভিন্ন রিয়েকশন হয়।
পরামর্শ :
সরাসরি ডায়াগনোসিস রুকইয়্যাহ করানো এবং গাইডলাইন ফলো করা।
✍️ Miraculous Quran
সরাসরি রুকইয়্যাহ করতে যোগাযোগ করুন :
01932-738884