RDB GOAL

RDB GOAL সকল প্রকার ঔষধ ও মহিলাদের নিত্য নতুন ?

আমাদের শপটিতে ডক্টরস প্রেসক্রিপশনের ঔষধ , টেলিমেডিসিন , প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ , দেশি/ বিদেশী ঔষধ , মহিলাদের সকল প্রকার নিত্য নতুন আকর্ষনীয় দেশী বিদেশী পোশাক, প্রসাধনী সামগ্রী, জুতা , হাতের তৈরী ব্যাগ ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায় । সাথে আপনি আরও পাচ্ছেন Online Order এবং Home Delivery সুবিধা ।

"ঈদ মোবারক "সকলের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা কাম্য।
09/07/2022

"ঈদ মোবারক "
সকলের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা কাম্য।

অভিনন্দন বাংলাদেশ ।
25/06/2022

অভিনন্দন বাংলাদেশ ।

পরম করুণাময় সৃষ্টিকর্তা পৃথিবীর সকলকেই সুস্থ জীবন যাপনের সামর্থ দান করুক।
05/06/2022

পরম করুণাময় সৃষ্টিকর্তা পৃথিবীর সকলকেই সুস্থ জীবন যাপনের সামর্থ দান করুক।

03/05/2022

লতা মঙ্গেশকরের শেষ কথা
"মৃত্যুর চেয়ে পরম সত্য পৃথিবীতে আর কিছুই নেই।
পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি আমার গ্যারেজে পার্ক করা আছে। কিন্তু আমাকে হুইলচেয়ারে লাগানো হয়েছে! পৃথিবীতে সব ডিজাইনের দামি কাপড়,দামি জুতা,দামি জিনিস সবই আমার ঘরে। কিন্তু হাসপাতালে আমার জন্য শর্ট গাউন সরবরাহ করা হয়েছে! আমার ব্যাংক একাউন্টে অনেক টাকা আছে কিন্তু আমার কোন কাজে আসে না। আমার বাড়ি আমার কাছে রাজপ্রাসাদের মত অথচ আমি হাসপাতালে ছোট বিছানায় শুয়ে আছি। পৃথিবীর পাঁচ তারকা হোটেল গুলোতে ঘুরে বেড়লাম। কিন্তু এখন আমাকে হাসপাতালের এক ল্যাব থেকে অন্য ল্যাবে পাঠানো হচ্ছে! একটা সময় ছিল যখন প্রতিদিন ৩ জন হেয়ারস্টাইলিস্ট আমার চুল ঠিক করত। কিন্তু আজ আমার মাথায় কোন চুল নেই। বিশ্বের বিভিন্ন ৩ তারকা হোটেলে খাচ্ছিলাম। কিন্তু আজ দিনে দুই বড়ি আর রাতে এক ফোঁটা লবণ আমার খাদ্য। আমি বিভিন্ন প্লেনে করে সারা পৃথিবী ঘুরছিলাম। কিন্তু আজ দুজন মানুষ আমাকে হাসপাতালের বারান্দায় যেতে সাহায্য করছে। কোন সুযোগ-সুবিধা আমাকে সাহায্য করেনি। কোনভাবেই শিথিলতা নেই। কিন্তু কিছু ভালোবাসার মানুষের মুখ, তাদের আশীর্বাদ, প্রার্থনা আমাকে বাঁচিয়ে রাখে। এই তো জীবন। আপনার যত সম্পদ থাকুক না কেন, অবশেষে আপনি খালি হাতে চলে যাবেন।এটাই পরম সত্য।
দয়ালু হোন, যারা পারেন তারা মানবিক সৎকার্যে সাহায্য করুন। অর্থ ও ক্ষমতার জন্য মানুষকে গুরুত্ব দেওয়া থেকে বিরত থাকুন। ভাল মানুষকে ভালবাসুন, আপনার জন্য যারা পাশে আছেন তাদের কদর করুন, কাউকে কষ্ট দেবেন না, ভাল থাকুন, ভাল কর্ম করুন, কারণ এটাই আপনার সাথে যাবে। "😌

পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, লোভ-লালসা, অহংকার-পাপ-অন্যায়।
অক্ষয় তৃতীয়ার পূণ্য-পাবনে সবাইকে শুভেচ্ছা জানাই।

সংগৃহীত

03/05/2022
31/12/2021

“যাঁ হতে বাহিরে ছড়ায়ে পড়িছে পৃথিবী আকাশ তারা ,
যাঁ হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা ধারা—
তাঁরি পূজনীয় অসীম শক্তি ধ্যান করি আমি লইয়া ভক্তি”।
- রবীন্দ্রনাথ ঠাকুর

শুদ্ধ কর্ম পরিবেশে অসম প্রন্তার সকল প্রকার দৈত্য দানবের বিনাশ করে সম্প্রীতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক ।১৬ই ডিসেম্বর বিজয়...
16/12/2021

শুদ্ধ কর্ম পরিবেশে অসম প্রন্তার সকল প্রকার দৈত্য দানবের বিনাশ করে সম্প্রীতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক ।
১৬ই ডিসেম্বর বিজয় দিবস অমর হোক।

মানুষ সবসময়ই মানুষের কথা বলে এবং মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করার চেষ্টা করেন  । এরই ধারাবাহিক প্রচেষ্টায় আরডিবি গো...
16/10/2021

মানুষ সবসময়ই মানুষের কথা বলে এবং মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করার চেষ্টা করেন । এরই ধারাবাহিক প্রচেষ্টায় আরডিবি গোল ।

Address

Ka-133/A, Joar Sahara Bazar, Vatara, Dhaka
Dhaka
1219

Telephone

+8801886080290

Website

Alerts

Be the first to know and let us send you an email when RDB GOAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RDB GOAL:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram