03/05/2022
লতা মঙ্গেশকরের শেষ কথা
"মৃত্যুর চেয়ে পরম সত্য পৃথিবীতে আর কিছুই নেই।
পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি আমার গ্যারেজে পার্ক করা আছে। কিন্তু আমাকে হুইলচেয়ারে লাগানো হয়েছে! পৃথিবীতে সব ডিজাইনের দামি কাপড়,দামি জুতা,দামি জিনিস সবই আমার ঘরে। কিন্তু হাসপাতালে আমার জন্য শর্ট গাউন সরবরাহ করা হয়েছে! আমার ব্যাংক একাউন্টে অনেক টাকা আছে কিন্তু আমার কোন কাজে আসে না। আমার বাড়ি আমার কাছে রাজপ্রাসাদের মত অথচ আমি হাসপাতালে ছোট বিছানায় শুয়ে আছি। পৃথিবীর পাঁচ তারকা হোটেল গুলোতে ঘুরে বেড়লাম। কিন্তু এখন আমাকে হাসপাতালের এক ল্যাব থেকে অন্য ল্যাবে পাঠানো হচ্ছে! একটা সময় ছিল যখন প্রতিদিন ৩ জন হেয়ারস্টাইলিস্ট আমার চুল ঠিক করত। কিন্তু আজ আমার মাথায় কোন চুল নেই। বিশ্বের বিভিন্ন ৩ তারকা হোটেলে খাচ্ছিলাম। কিন্তু আজ দিনে দুই বড়ি আর রাতে এক ফোঁটা লবণ আমার খাদ্য। আমি বিভিন্ন প্লেনে করে সারা পৃথিবী ঘুরছিলাম। কিন্তু আজ দুজন মানুষ আমাকে হাসপাতালের বারান্দায় যেতে সাহায্য করছে। কোন সুযোগ-সুবিধা আমাকে সাহায্য করেনি। কোনভাবেই শিথিলতা নেই। কিন্তু কিছু ভালোবাসার মানুষের মুখ, তাদের আশীর্বাদ, প্রার্থনা আমাকে বাঁচিয়ে রাখে। এই তো জীবন। আপনার যত সম্পদ থাকুক না কেন, অবশেষে আপনি খালি হাতে চলে যাবেন।এটাই পরম সত্য।
দয়ালু হোন, যারা পারেন তারা মানবিক সৎকার্যে সাহায্য করুন। অর্থ ও ক্ষমতার জন্য মানুষকে গুরুত্ব দেওয়া থেকে বিরত থাকুন। ভাল মানুষকে ভালবাসুন, আপনার জন্য যারা পাশে আছেন তাদের কদর করুন, কাউকে কষ্ট দেবেন না, ভাল থাকুন, ভাল কর্ম করুন, কারণ এটাই আপনার সাথে যাবে। "😌
পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, লোভ-লালসা, অহংকার-পাপ-অন্যায়।
অক্ষয় তৃতীয়ার পূণ্য-পাবনে সবাইকে শুভেচ্ছা জানাই।
সংগৃহীত