12/08/2025
"ভালোবাসা,যত্ন ও দায়িত্বের গল্প" – ইঞ্জিনিয়ার এ.কে. রশীদ উদ্দিন আহমেদ-
৭৬ বছর বয়সী ইঞ্জিনিয়ার এ.কে. রশীদ উদ্দিন আহমেদ, দীর্ঘ সময় চট্টগ্রাম পোর্টে দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন।
বয়সের সাথে সাথে তিনি ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন—যা স্মৃতিশক্তি দুর্বল করে দেয়, কথার ধারাবাহিকতা নষ্ট করে এবং দৈনন্দিন জীবনে একা চলাফেরা কঠিন করে তোলে।
⏳ পরিবারের বাস্তবতা:
ডিমেনশিয়ায় আক্রান্ত একজন প্রিয়জনের দেখাশোনা শুধু সময় নয়—চায় ধৈর্য, দক্ষতা ও অবিরাম উপস্থিতি। পরিবার যতই যত্নবান হোক, সার্বক্ষণিক পেশাদার সহায়তা ছাড়া রোগীর নিরাপত্তা ও সুস্থতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
💙 আমাদের কেয়ারগিভারের ভূমিকা:
গত ৩ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রশিক্ষিত কেয়ারগিভার তার সাথে আছেন—
সময়মতো ওষুধ খাওয়ানো ও ভাইটাল সাইন চেক করা
টয়লেটে সহায়তা ও ডায়পার পরিবর্তন
ব্যক্তিগত পরিচর্যা ও চুল আচড়ে দেয়া
নিয়মিত এক্সারসাইজ ও হাঁটাহাঁটি করানো
রাতে জেগে ওঠার সময় পাশে থাকা
সর্বোপরি—নিরাপত্তা, সহানুভূতি ও ভালোবাসা দিয়ে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া
📞 ঢাকা ও সারাদেশে পেশাদার কেয়ারগিভার সার্ভিসের জন্য যোগাযোগ করুন:
০১৯৭২২০৩৮১৭ | ০১৩১৬১০১১৭৩ | ০১৮১৭৫৬৬৬০২