Family Shop

Family Shop আপনজন কেয়ার সার্ভিসেস

12/08/2025

"ভালোবাসা,যত্ন ও দায়িত্বের গল্প" – ইঞ্জিনিয়ার এ.কে. রশীদ উদ্দিন আহমেদ-

৭৬ বছর বয়সী ইঞ্জিনিয়ার এ.কে. রশীদ উদ্দিন আহমেদ, দীর্ঘ সময় চট্টগ্রাম পোর্টে দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন।
বয়সের সাথে সাথে তিনি ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন—যা স্মৃতিশক্তি দুর্বল করে দেয়, কথার ধারাবাহিকতা নষ্ট করে এবং দৈনন্দিন জীবনে একা চলাফেরা কঠিন করে তোলে।

⏳ পরিবারের বাস্তবতা:
ডিমেনশিয়ায় আক্রান্ত একজন প্রিয়জনের দেখাশোনা শুধু সময় নয়—চায় ধৈর্য, দক্ষতা ও অবিরাম উপস্থিতি। পরিবার যতই যত্নবান হোক, সার্বক্ষণিক পেশাদার সহায়তা ছাড়া রোগীর নিরাপত্তা ও সুস্থতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

💙 আমাদের কেয়ারগিভারের ভূমিকা:
গত ৩ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রশিক্ষিত কেয়ারগিভার তার সাথে আছেন—

সময়মতো ওষুধ খাওয়ানো ও ভাইটাল সাইন চেক করা

টয়লেটে সহায়তা ও ডায়পার পরিবর্তন

ব্যক্তিগত পরিচর্যা ও চুল আচড়ে দেয়া

নিয়মিত এক্সারসাইজ ও হাঁটাহাঁটি করানো

রাতে জেগে ওঠার সময় পাশে থাকা

সর্বোপরি—নিরাপত্তা, সহানুভূতি ও ভালোবাসা দিয়ে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া

📞 ঢাকা ও সারাদেশে পেশাদার কেয়ারগিভার সার্ভিসের জন্য যোগাযোগ করুন:
০১৯৭২২০৩৮১৭ | ০১৩১৬১০১১৭৩ | ০১৮১৭৫৬৬৬০২

12/07/2025

ডিমেনশিয়া রোগীর জন্য প্রয়োজন বিশেষ যত্ন – আপনার আপনজনের জন্য নিশ্চিত করুন পেশাদার কেয়ার সার্ভিস!

ডিমেনশিয়া রোগীরা বিশেষ মনোযোগ ও সহানুভূতিশীল পরিচর্যার দাবিদার। এজন্য প্রয়োজন প্রশিক্ষিত কেয়ারগিভার, যারা নিচের বিষয়গুলো নিশ্চিত করেন:

🔹 নিয়মিত ওষুধ ও ডায়েট অনুসরণ
🔹 মানসিক ও আবেগগত সাপোর্ট
🔹 স্মৃতিভ্রষ্টতার কারণে নিরাপত্তার বিষয়গুলোতে সতর্ক নজর
🔹 দৈনন্দিন কাজ যেমন খাওয়া, গোসল, পোশাক পরানোতে সহায়তা
🔹 পরিবারকে সময়মত আপডেট ও পর্যবেক্ষণ রিপোর্ট প্রদান।

ঢাকা সহ সারাদেশে কেয়ারগিভার সার্ভিস পেতে আজই
যোগাযোগ করুন - +৮৮০১৮১৭-৫৬৬৬০২,০১৯৭২-২০৩৮১৭,০১৩১৬-১০১১৭৩ নম্বরে।
www.aponjoncare24.com

#আপনজন

30/05/2025
19/05/2025

আপনার আপনজনের যত্নে আমরা আছি পাশে
অসুস্থ ব্যক্তি, বয়স্ক অভিভাবক বা গর্ভবতী নারীর সেবায় অভিজ্ঞ কেয়ারগিভার অত্যাবশ্যক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর যত্ন, ওষুধ ও দৈনন্দিন প্রয়োজনীয়তা নিশ্চিতে দক্ষ কেয়ারগিভার নিরলসভাবে কাজ করেন।

আপনজন কেয়ার সার্ভিসেস
ঢাকা সহ সারা দেশে নির্ভরযোগ্য কেয়ারগিভার, নার্স ও বেবিকেয়ার সার্ভিস এখন হাতের মুঠোয়।

📞 01817-566602 | 01972-203817 | 01316-101173
🌐 www.aponjoncare24.com

25/12/2024
06/11/2024

Address

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন অনলাইনে খুব সহজেই, ডাক্তার এখন হাতের নাগালেই
Dhaka

Telephone

+8801886506050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Family Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Family Shop:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram