22/01/2025
দিনাজপুর মেডিকেল কলেজে ভাসকুলার সার্জারি সেমিনার
গত মাসের ১৫ তারিখে আমন্ত্রিত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজে গিয়েছিলাম চিকিৎসকদের সঙ্গে রক্তনালির রোগ অর্থাৎ ভাসকুলার ডিজিজ সম্পর্কে মতবিনিময় করতে। রক্তনালির একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং রক্তনালি বিশেষজ্ঞদের সংগঠন বাংলাদেশ ভাস্কুলার সোসাইটির সভাপতি হিসেবে রক্তনালির রোগ সম্পর্কে সবাইকে অবহিত করা আমার অন্যতম দায়িত্ব। সঙ্গতকারণেই আমাদের এই অবহিতকরণ প্রচেষ্টার অন্যতম লক্ষ্য চিকিৎসকসমাজ। রক্তনালির রোগীরা একজন ভাসকুলার সার্জন খুঁজে পাবার অনেক আগে খুঁজে পান একজন সাধারণ চিকিৎসককে। আগেও কয়েকটি মেডিকেল কলেজে এ ধরনের আয়োজনে অংশ নিয়েছি। অধ্যাপক ডা আবুল কালাম আজাদের আমন্ত্রণে ময়মনসিংহ মেডিকেল কলেজের আয়োজনটির কথা আজও মনে পড়ে।
এবার দিনাজপুর মেডিকেল কলেজের আয়োজনটিও ছিলো অসাধারণ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মো সাদেক আলী ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা আব্দুস সালাম সাহেবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চমৎকার একটি সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে দুই শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। আমি ‘Vascular Surgery in Bangladesh Today: What to Expect’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করি। প্রায় ৩৫ মিনিট দীর্ঘ এই বক্তৃতা সবাই অত্যন্ত আগ্রহ নিয়ে শুনেছেন, বক্তৃতা শেষে প্রশ্ন করেছেন, আলোচনায় অংশ নিয়েছেন। সেমিনারে আরো বক্তৃতা দিয়েছিলেন বাংলাদেশ ভাস্কুলার সোসাইটির সাধারণ সম্পাদক ডা সাকলায়েন রাসেল, কোষাধ্যক্ষ ডা শামীম রেজাসহ আরো অনেকে। প্রায় দুই ঘন্টা ধরে চলা এই সেমিনার থেকে কাউকে উঠে যেতে দেখিনি, সৌজন্য ও শৃঙ্খলার ব্যত্যয়ও কিছু ঘটেনি।
কলেজ ক্যাম্পাসে প্রবেশের মুহূর্ত থেকে বিদায় নেয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে চমৎকার আতিথেয়তার নিদর্শন রেখেছেন অধ্যক্ষ সাদেক ভাইসহ সকল শিক্ষক ও চিকিৎসকবৃন্দ। আমার ঢাকা মেডিকেল কলেজের বন্ধু অধ্যাপক ডা সাকি মোহাম্মদ জাকিউল আলম (বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ) দীর্ঘ ১১ বছর দিনাজপুর মেডিকেল কলেজে চাকরি করেছে। জাকি অধ্যক্ষ সাদেক সাহেবকে আমার কথা বলে রেখেছিলো। সাদেক ভাইও আমাদের সমসাময়িক। মানুষ হিসেবে এমন অমায়িক যে আমি বুঝলাম জাকির সুপারিশের প্রয়োজনই ছিলো না। কলেজের সামনে চমৎকার একটি বাগান। সবাই মিলে সেই বাগানের সাথে ছবি তুলে বিদায় নেবার পর থেকে চমৎকার অতিথিবৎসল এই মানুষগুলোর জন্য মনের জমিনে অন্যরকম একটা আর্দ্রতা বোধ করছি। উত্তর বঙ্গের মানুষদের ব্যাপারে আগে থেকেই উচ্চ ধারণা পোষণ করি। এরা অত্যন্ত সহজ সরল ও অতিথিপরায়ণ হয়ে থাকেন। দিনাজপুর আমার সেই ধারণাকে আরো অনেক উঁচুতে নিয়ে গেছে।
ধন্যবাদ দিনাজপুর মেডিকেল কলেজ!
দিনাজপুর
ডিসেম্বর ১৫, ২০২৪