Fahad Media 99

Fahad Media 99 This Page is for mental happiness and my youtube channel is for physical wellness. my YouTube chann

স্বপ্ন পূরণের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন চুয়াডাঙ্গার দর্শনার এক তরুণ উদ্ভাবক। সম্প্রতি মালয়েশিয়ার কু...
06/10/2025

স্বপ্ন পূরণের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন চুয়াডাঙ্গার দর্শনার এক তরুণ উদ্ভাবক। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (ওয়াইস) ২০২৫-এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের ‘হেক্সাগার্ড রোভার’।

এ রোবটটির উদ্ভাবক হলেন জাহিদ হাসান জিহাদ, তিনি দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা।

চার দিনব্যাপী এ বৈশ্বিক আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় দুই শতাধিক দল অংশ নেয়। প্রতিযোগিতার আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে বিচারকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে জিহাদের রোভারটি। কঠোর প্রতিযোগিতার শেষে স্বর্ণপদক ছিনিয়ে আনে বাংলাদেশ, যা দেশের জন্য এক বিশাল অর্জন।

জিহাদের তৈরি ‘হেক্সাগার্ড রোভার’ একটি বহুমুখী সমাধান নিয়ে এসেছে। রোবটটি মূলত তৈরি হয়েছে জরুরি পরিস্থিতি, দুর্যোগ মোকাবিলা এবং সামরিক নিরাপত্তার কথা মাথায় রেখে।

জিহাদ বলেন, অগ্নিকাণ্ডে উদ্ধার থেকে সামরিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ রোভার। এর রয়েছে ১ হাজার ৩০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করার ক্ষমতা ও স্টেইনলেস স্টিল বডি। ধোঁয়া ভেদকারী ক্যামেরা ও গ্যাস সেন্সর যুক্ত থাকায় এটি ফায়ার সার্ভিসের সদস্যরা যেখানে পৌঁছাতে অক্ষম, সেখানে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারবে।

তিনি আরও বলেন, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে বোমা নিষ্ক্রিয়করণ, ৬-ডিওএফ মেকানিক্যাল আর্ম, মেটাল ডিটেকশন এবং সিগন্যাল জ্যামিং সিস্টেমের মাধ্যমে বিপদজনক বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করতে এটি সক্ষম। সীমান্ত নজরদারিতে নাইট ভিশন ক্যামেরা, সেন্সর ও লাইভ ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরবচ্ছিন্ন নজরদারি করতে পারে।

তরুণ এ উদ্ভাবক বলেন, এ ছাড়া শিল্প কারখানায় বিষাক্ত গ্যাস শনাক্ত করা, বন্যপ্রাণী নিয়ন্ত্রণ করা এবং যুদ্ধ বা দুর্যোগ এলাকায় খাদ্য ও ওষুধ পৌঁছে দিয়ে ভয়েস কমিউনিকেশনের মাধ্যমে মানুষকে আশ্বস্ত করার মতো মানবিক কাজও করবে এ রোবট।

জানা গেছে, জাহিদ হাসান জিহাদ প্রায় এক বছর ধরে তার নিজস্ব ক্লাব চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবে নিরলস পরিশ্রম করে এ রোভার তৈরি করেছেন। এ উদ্ভাবনী কাজে তাকে সহযোগিতা করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোহা বিন আসাদ দীপ।

ক্লাবের সভাপতি শরিফুল আলম মিল্টন বলেন, খুলনা বিভাগ থেকে প্রথমবারের মতো এ বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিয়েই আমরা স্বর্ণপদক পেলাম। এটি জিহাদের উপস্থাপনা ও রোবটটির আধুনিক প্রযুক্তির ফল।

জিহাদের এই আন্তর্জাতিক সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। এর আগে তিনি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন, ওয়াইস বাংলাদেশ রাউন্ড-এ সিলভার মেডেল এবং মর্যাদাপূর্ণ ড্রিমস অব বাংলাদেশ স্পেশাল অ্যাওয়ার্ড লাভ করেন। তার উদ্ভাবিত ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ গত বছর জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছিল।

জিহাদের পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই রোবটিক্সের প্রতি কৌতূহল ছিল জিহাদের। বহু বাধা পেরিয়ে সে তার স্বপ্ন বাস্তবায়ন করেছে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান তরুণ উদ্ভাবক জিহাদকে ‘রত্ন’ হিসেবে উল্লেখ করে বলেন, তার এ উদ্ভাবনী প্রকল্প দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। জিহাদ নিঃসন্দেহে নতুন প্রজন্মের কাছে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার এক বিশাল অনুপ্রেরণা।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জিহাদের এ অর্জনে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে। আমরা তার সর্বাত্মক সাফল্য কামনা করি।

01/10/2025

পেটের বিভিন্ন পীড়া, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, ইত্যাদির জন্য জনপ্রিয় একটা হারবাল ট্যাবলেট। এতে আছে #হরিতকি #আমলকি #যষ্টিমধু #পিপুল #মেথি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান যা হজমে সহায়ক এবং উপকারী পাচক রস বৃদ্ধিকারক
#গ্যাস্ট্রিক #কোষ্ঠকাঠিন্য #বদহজম

আলু নিত্য প্রয়োজনীয় একটা খাবার, অথচ এই আলুকে স্টক করার ধান্দায় কতটা আলু পঁচে গেছে। এটা কি অপচয় নয়? যারা এ ধরণের ব্যবসা ক...
10/08/2025

আলু নিত্য প্রয়োজনীয় একটা খাবার, অথচ এই আলুকে স্টক করার ধান্দায় কতটা আলু পঁচে গেছে। এটা কি অপচয় নয়? যারা এ ধরণের ব্যবসা করেন তারা মুলত হারাম ব্যবসা করেন। সবকিছুর জন্য আল্লাহর কাছে হিসেব দিতে হবে। এরাই কিছুদিন পর বিরাট লস খায় এবং সবকিছু হারায়।

আপনার মস্তিষ্ক নিয়ে কিছু তত্ত্ব জেনে নিন :-----------------------------------------------------------------------১.মানবম...
24/07/2025

আপনার মস্তিষ্ক নিয়ে কিছু তত্ত্ব জেনে নিন :
-----------------------------------------------------------------------
১.মানবমস্তিষ্ক প্রায় ২০ ওয়াট শক্তিতে চলে। ২০ ওয়াট শক্তি একটি লাইটবাল্ব চালানোর জন্য যথেষ্ট!

২. স্পাইনাল কর্ড মস্তিষ্ক ও শরীরের মধ্যে যোগাযোগের প্রধান উৎস। অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস রোগে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের নিউরন মারা যায়, ফলে পেশি চলাচল হয়ে পড়ে অনিয়ন্ত্রিত।

৩. তোমার মস্তিষ্কের মাত্র ১০ শতাংশ ব্যবহৃত হয়, এটি একটি মিথ। আসলে তুমি পুরো মস্তিষ্কই ব্যবহার করো। এমনকি ঘুমের সময়ও মস্তিষ্ক সক্রিয় থাকে।

সবার কপালে হিদায়েত জুটেনা,২৫০ বছর আগে একই সত্য  কথা হোমিওপ্যাথি বলে আসলেও শুধুমাত্র বানিজ্যিক ফায়দার লোভে তারা মানব দেহে...
24/07/2025

সবার কপালে হিদায়েত জুটেনা,২৫০ বছর আগে একই সত্য কথা হোমিওপ্যাথি বলে আসলেও শুধুমাত্র বানিজ্যিক ফায়দার লোভে তারা মানব দেহের উপর অযথা অত্যাচার করেই যাচ্ছে। আমরা মুখে মুখে পশ্চিমাদের ঘৃণা করলেও তাদের সবকিছুই অন্ধের মতো গ্রহণ করি!
নিম্নের কলাম একজন এলোপ্যাথ নিউরোসার্জন এর:

***আমি যতই গভীরভাবে হেলথকেয়ার সেক্টরে প্রবেশ করছি, ততই উপলব্ধি করছি—বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থাটি টিকসই নয়।

একটা শরীর, কিন্তু ৫০টা অঙ্গের জন্য ৫০ জন বিশেষজ্ঞ—এটা কোনো অর্জন না, এটা আমাদের সিস্টেমের একটা ত্রুটি। এই বিচ্ছিন্ন ও খণ্ডিত স্বাস্থ্যব্যবস্থাই দিনকে দিন খরচ বাড়াচ্ছে এবং দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে অনেক সময় বিপর্যয় ডেকে আনছে (PMID 36622952)।

একটা সাধারণ উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে—

ধরা যাক আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে গেলেন। কিছু আর্টেরিয়াল প্লাক ধরা পড়ল, ক্যালসিয়াম স্কোর বেশি—উনি আপনাকে রক্ত পাতলা করার ওষুধ, স্ট্যাটিন, এবং হয়তো বিটা ব্লকার দিলেন।

সমস্যা সমাধান হলো মনে হচ্ছে।

কিন্তু কিছু মাস পর আপনার রক্তচাপ বেড়ে গেল, কিডনির কার্যকারিতা (eGFR) কমে গেল।

এবার আপনি গেলেন একজন নেফ্রোলজিস্টের কাছে। উনি কেবল কিডনির দিকটাই দেখলেন, হৃদপিণ্ড নয়। আরও কিছু ওষুধ যোগ হলো—ধরা যাক ACE ইনহিবিটার আর ডাইউরেটিক।

রক্তচাপ ঠিক হলো—সব ঠিকঠাক মনে হচ্ছে।

কিন্তু কিছুদিন পর আবার মস্তিষ্কে ঝিমঝিম ভাব, ঘুমের সমস্যা, অবসাদ শুরু হলো।

এবার আপনি গেলেন নিউরোলজিস্টের কাছে। আরও নতুন ওষুধের প্যাকেট হাতে পেলেন—মুড ঠিক রাখতে, ঘুম বাড়াতে, অবসাদ দূর করতে।

এইভাবেই চলতে থাকে…

আজকাল একজন মানুষকে খুঁজে পাওয়া যায় না যে মাত্র একটা ওষুধ খাচ্ছে।

পলিফার্মাসি এখন এক ভয়াবহ বাস্তবতা। ভারতে প্রতিদিন ~৫-৭% রোগী শুধুমাত্র ওষুধজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হচ্ছেন (প্রায় ৪৫–৬০ লাখ রোগী প্রতি বছর) এবং প্রতি বছর আনুমানিক ~১–৪ লাখ মানুষ এই কারণেই মারা যাচ্ছেন। বিশ্বজুড়ে এই সংখ্যাটা মিলিয়ন ছাড়িয়ে গেছে।

একটা অঙ্গের সমস্যা কীভাবে বহু অঙ্গের সমস্যা হয়ে দাঁড়াল? ভেবে দেখুন একবার।

আমার সবচেয়ে বেশি বিস্ময় লাগে—আমরা এত বড় সমস্যাটাকে (polypharmacy) নিয়েই তেমন কোনো আলোচনা করি না। অথচ এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় স্বাস্থ্যসংকটের একটি রূপ নিচ্ছে।

আমাদের এখনই silo-based system থেকে বেরিয়ে পুরো দেহকে একটা সমন্বিত ইউনিট হিসেবে দেখা দরকার।

আগে একজন চিকিৎসকের পক্ষে সবকিছুর উপর দক্ষতা অর্জন করা সম্ভব ছিল না, কিন্তু এখন আর সেই সীমাবদ্ধতা নেই। আমাদের উচিত এখনই শক্তিশালী, বহুমাত্রিক এআই সিস্টেমে বিনিয়োগ করা, যা এই বিচ্ছিন্ন স্বাস্থ্যব্যবস্থার জায়গায় একটি সমন্বিত, মানব-কেন্দ্রিক সমাধান দিতে পারে।

মানবদেহ একটি সংগঠিত, পরস্পর-সম্পর্কিত ইউনিট। আমাদের চিকিৎসাও তেমনই হওয়া উচিত—সম্পূর্ণ দেহ ও মনের সমন্বিত দেখভাল, খণ্ডিত দৃষ্টিভঙ্গি নয়।

-জয়পুরহাটের কৃতি সন্তান ডা.গওছুল আজম
সহকারী অধ্যাপক,নিউরোসার্জারি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

২৫ বছর বয়সের আগে মস্তিষ্কের সম্পূর্ণ ফাংশন গুলো পরিপূর্ণভাবে  গঠন হয়না।  যদিও মস্তিষ্কের কিছু অংশ, যেমন প্রিফ্রন্টাল কর...
23/07/2025

২৫ বছর বয়সের আগে মস্তিষ্কের সম্পূর্ণ ফাংশন গুলো পরিপূর্ণভাবে গঠন হয়না। যদিও মস্তিষ্কের কিছু অংশ, যেমন প্রিফ্রন্টাল কর্টেক্স, ২৫ বছর বয়স পর্যন্ত পরিপক্ক হতে থাকে, তবে মস্তিষ্কের বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। শৈশবকাল থেকেই মস্তিষ্কের গঠন শুরু হয় এবং জীবনের বিভিন্ন পর্যায়ে এটি বিকশিত হতে থাকে।
এজন্যই বয়সের সাথে সাথে মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়।

06/06/2025

আসুন প্লীহা সম্পর্কে জানি, কারণ এটা আমাদের দেহের
খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ।

আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ ডাক্তার সোহানা ইয়াসমিন উনার এক রোগীর একটি জটিল রোগের কার্যকরী ঔষধ কম্বিনেশন উদ্ভাবনে  সফল হয়েছ...
26/05/2025

আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ ডাক্তার সোহানা ইয়াসমিন উনার এক রোগীর একটি জটিল রোগের কার্যকরী ঔষধ কম্বিনেশন উদ্ভাবনে সফল হয়েছেন। এই রোগ মহিলাদের ক্ষেত্রে খুব কমই দেখা যায় আর এটার চিকিৎসা অপারেশন ছাড়া প্রায় সম্ভব হয়না।
রোগের নাম Molar pregnancy (মোলার প্রেগন্যান্সি),
এটা হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণুর একটা অপরিপূর্ণ অবস্থা।

অর্থাৎ যখন একটি নিষিক্ত ডিম্বাণুতে সমস্যা হয়, যার অর্থ হল গর্ভধারণের পর শিশু এবং প্লাসেন্টা যথারীতি বিকশিত হয় না । মোলার প্রেগন্যান্সি কখনো টিকে থাকতে পারবে না। এটি দুর্ঘটনাক্রমে ঘটে এবং এটা বিরল ক্ষেত্রে হয়ে থাকে। এটা ক্রমে টিউমার বা সিস্টে পরিণত হয়।

তবে এটার লক্ষণ ও সমস্যা গুলো রোগীকে খুবই পীড়া দেয়। এটা অনেকাংশে টিউমার নন মেলিগন্যান্ট হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে এটা মেলিগন্যান্ট বা ক্যান্সারে রুপ নেয়।

যাই হোক, এটার বিষয়ে বিস্তারিত কমেন্টে দেয়া আছে।
আলহামদুলিল্লাহ রোগীর প্রস্রাবের সাথে এর পিন্ডটি বের হয়েছে যা ছবিতে দৃশ্যমান।
অপারেশন ছাড়া রোগী খুবই সুস্থ আছেন এখন ছুম্মা আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ডাক্তার সাহেবার জন্য কারণ তিনি আমার অনুরোধে অন্য পেশায় না গিয়ে
এই পেশায় এসেছিলেন।

তিনি উদ্ভিদ বিজ্ঞানে অনার্স মাস্টার্স ফার্স্টক্লাস পাওয়া ছাত্রী তবুও আমার কষ্ট হবে বলে অন্য কোনো জব পেয়েও করেননি। আমার অনুরোধে তিনি হোমিও ডিপ্লোমা করেছেন।
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অসংখ্য মহিলা রোগী আল্লাহর ফজলে উনার ওয়াসিলায় জটিল রোগের নিরাময় পাচ্ছেন। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন হাসিখুশি থাকুন।
আমিন।

ডা. ফাহাদ আহমদ।

কিডনি বাঁচাতে, ক্রিয়েটিনাইন কমাতে হিজামা খুবই উপকারী তবে পয়েন্ট গুলো দক্ষ হাতে জেনে বুঝে দিতে হবে :---------------------...
21/05/2025

কিডনি বাঁচাতে, ক্রিয়েটিনাইন কমাতে হিজামা খুবই উপকারী তবে পয়েন্ট গুলো দক্ষ হাতে জেনে বুঝে দিতে হবে :
------------------------------------------------------------------
হিজামা কিডনির ড্যামেজ প্রতিরোধে সাহায্য করে এবং অতিরিক্ত ক্রিয়েটিনাইন লেভেল কমায়।
যাদের ক্রিয়েটিনাইন বেড়ে যায় তাদের উচিৎ মাসে ১/২ বার হিজামা করা। কেননা হিজামার মাধ্যমে পেশীতে ক্রিয়েটিনাইন ফসফেটের প্রোডাকশনকে প্রতিহত করে এবং যার মাধ্যমে কিডনি তার স্বাভাবিক কাজ করতে পারে।তবে কিডনির জন্য দেহের কোন স্থানে কোন পয়েন্ট লাগাতে হয় এটা বিস্তর আলোচনা।
আপনার কিডনির স্বাস্থ্যের জন্য সুস্থ থাকতে হিজামা করুন।

©ডা. ফাহাদ আহমদ।

হিজামার জন্য যোগাযোগ করতে পারেন।
01748901411.

আমরা মোবাইলের অনেক ফাংশন চিনি কিন্তু নিজের  শরীরের অনেক অঙ্গকে চিনিনা। আপনি জানেন কি এই অঙ্গ দূর্বল হলে ব্লাড ক্যান্সার ...
19/05/2025

আমরা মোবাইলের অনেক ফাংশন চিনি কিন্তু নিজের শরীরের অনেক অঙ্গকে চিনিনা।
আপনি জানেন কি এই অঙ্গ দূর্বল হলে ব্লাড ক্যান্সার হতে পারে।
খুব শিগগিরই একটা ভিডিও দিচ্ছি এটা নিয়ে।
বলেন তো এই অঙ্গের নাম কি? দেখতে লাগছে কিডনির মত কিন্তু এটা কিডনি নয়।

ডা. ফাহাদ আহমদ।

রাসুল (সা:) সান্ডা খাওয়াকে কেন অপছন্দ করেছেন : বৈজ্ঞানিক ব্যাখ্যা। Spiny taile Lizard নামের এই প্রাণী খাদ্য হিসেবে দেখতে...
17/05/2025

রাসুল (সা:) সান্ডা খাওয়াকে কেন অপছন্দ করেছেন : বৈজ্ঞানিক ব্যাখ্যা।

Spiny taile Lizard নামের এই প্রাণী খাদ্য হিসেবে দেখতে যেমন অরুচিকর তেমনভাবে এটার মাংসের কিছু ক্ষতিকারক দিক রয়েছে।

সান্ডার মাংসের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি:

খাদ্যজনিত অসুস্থতা:

অন্যান্য সরীসৃপের মতো সান্ডাও সালমোনেলা, ই কোলি এবং অন্যান্য ব্যাকটিরিয়া বহন করতে পারে যা খাদ্য বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

পরজীবী:

কিছু সান্ডার স্পিরোমেট্রা এসপিপি -র মতো পরজীবীগুলি বহন করতে পারে, যা কাঁচা বা কম রান্না করা হলে মানুষের মধ্যে স্পারগোনোসিস হতে পারে।

অন্যান্য উদ্বেগ:

কিছু সান্ডার মাংসের উচ্চ কোলেস্টেরল এবং প্রোটিন সামগ্রী কিছু ব্যক্তির জন্য উদ্বেগ হতে পারে এবং সান্ডার কিছু প্রজাতি বিষাক্ততা বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ বহন করে।

রাসুল (সা:) এটা খাওয়া হারাম বা নিষেধ করেননি কারণ মরুভুমিতে খাদ্যের অভাবে অনেকেই এটা ধরে খেতো প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু তিনি নিজের জন্য এটা অপছন্দ করেছেন। প্রশ্ন হলো দুনিয়ায় এতো খাদ্য থাকতে এটা কেন খাবো যেটা আমাদের নবীজি (সা:) অপছন্দ করেছেন।
বাত ব্যাধি সহ বিভিন্ন স্নায়ুরোগে এই প্রাণীর তেল আহরণ করা হয় যেমনভাবে অন্যান্য অসংখ্য প্রাণীর তেল আহরণ করে মালিশ করা হয়।
এটাতে আহামরি এমন কিছু নেই যেভাবে গুজব রটানো হয়। তাই এই প্রাণী থেকে সাবধানতা অবলম্বন করবেন। জীববৈচিত্র রক্ষায় এই প্রাণীগুলোর অবদান খুব বেশী তাই এগুলোকে হত্যা করবেননা।

ডা. ফাহাদ আহমদ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Media 99 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fahad Media 99:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category