03/01/2026
❓ “আপনার বাচ্চা কি আপনাকে দেখেও ডাকলে সাড়া দেয় না, নিজের মতো থাকে, অথবা অন্য বাচ্চাদের সাথে মিশতে চায় না?”
অনেক সময় আমরা ভাবি “ও ছোট তো, নিজে নিজেই ঠিক হয়ে যাবে।”
কিন্তু যদি বাচ্চা আসলে কিছু বলতে চাইছে… শব্দ ছাড়া?
কিছু বাচ্চা কথা বলতে পারে না বলে নয়
তারা ঠিকভাবে communicate করতে পারছে না বলে ভেতরে ভেতরে কষ্ট পায়।
✔ চোখে চোখ রেখে কথা বলে না
✔ নাম ধরে ডাকলে respond করে না
✔ ইশারা, শব্দ বা কান্নার মাধ্যমে বোঝাতে চায়
✔ অন্য বাচ্চাদের খেলায় আগ্রহ কম
✔ একা থাকতে বেশি পছন্দ করে
এগুলো অনেক সময় Social Communication Disorder (SCD)-এর লক্ষণ হতে পারে।
SCD মানে আপনার বাচ্চা কম বুদ্ধিমান নয়।
এর মানে
তার ভাব প্রকাশ, social understanding আর interaction-এর জায়গায় support দরকার।
ঠিক সময়ে সঠিক থেরাপি পেলে
✨ বাচ্চা communicate করতে শেখে
✨ নিজের আবেগ বোঝাতে পারে
✨ অন্যদের সাথে connect করতে পারে
✨ আত্মবিশ্বাস ফিরে পায়
🔗 Visit: www.incrediblecarebd.com
📱 Call: 01922-002267