Tamanna Pharmacy Zigatala

Tamanna Pharmacy Zigatala Tamanna Pharmacy is a leading Model Pharmacy Brand in Bangladesh who serving the nation since 1980

আলহামদুলিল্লাহ।  আমরা সরাসরি ঔষধ কোম্পানি থেকে ক্রয় করা ১০০% নির্ভেজাল ও মেয়াদ যুক্ত ঔষধ বিক্রি করে থাকি। সম্মানিত গ্র...
28/11/2025

আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি ঔষধ কোম্পানি থেকে ক্রয় করা ১০০% নির্ভেজাল ও মেয়াদ যুক্ত ঔষধ বিক্রি করে থাকি। সম্মানিত গ্রাহক, কিছু ডিসকাউন্টের আশায় ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ কিনে প্রতারিত হবেন না।

🔴 যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশঃআমরা প্রায়ই শু...
24/09/2025

🔴 যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশঃ
আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সম্পর্কিত ফর্মুলাটি নিজে মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন।

©

জেনে নিন কোন ব্যাথায় কোন ধরণের স্যাঁকা দিতে হয়।
22/09/2025

জেনে নিন কোন ব্যাথায় কোন ধরণের স্যাঁকা দিতে হয়।

এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে! চুইংগাম দু রকমের হয়। প্রাকৃতিক ও সিনথেটিক। আমরা শিশুদের যে ...
21/09/2025

এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে!

চুইংগাম দু রকমের হয়। প্রাকৃতিক ও সিনথেটিক। আমরা শিশুদের যে চুইংগাম কিনে দিই, সেগুলো সিনথেটিক। তবে প্রাকৃতিক হোক বা সিনথেটিক— সব ধরণের চুইংগামেই রয়েছে মাইক্রোপ্লাস্টিক। এক টাকার একটি চুইংগামে প্রায় ১-৩ হাজার প্লাস্টিক কণা থাকতে পারে।

সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটি সম্মেলনে বিজ্ঞানীরা এই গবেষণাটি তুলে ধরেন।

তারা জানান, চুইংগামে মূলত পলিইথিলিন ও পলিস্টাইরিনের মতো প্লাস্টিকের কণিকা থাকে। এগুলো কী তা বোঝার সুবিধার্থে বলা যায়— পলিইথিলিন পলিথিন ব্যাগ, পানির বোতল এবং পলিস্টাইরিন ওয়ান-টাইম কাপ, সিডি-ডিভিডি ইত্যাদিতে ব্যবহার করা হয়।

এই প্লাস্টিক কণাগুলো দেহ হজম করতে পারে না, যার ফলে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে দেহে। সে প্রভাবগুলো সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে এ ধরণের পণ্য থেকে দূরে থাকাই উত্তম। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

তথ্যসূত্র: আমেরিকান কেমিক্যাল সোসাইটি

04/09/2025

ফার্মাসি সেলস এ কাজের সুযোগ !!!
পোস্ট: সেলস এক্সিকিউটিভ।
যোগ্যতা: যে কোন মডেল ফার্মেসিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সংস্থা: তামান্না ফার্মেসী।
আপনার জীবনবৃত্তান্তটি এখানে পাঠান: [tamannapharmacyzigatola@gmail.com]
অবস্থান: জিগাতলা, ঢাকা।
বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র অভিজ্ঞতাসম্পন্ন, সৎ, পরিশ্রমী এবং শৃঙ্খলা পরায়ণ প্রার্থীগণ আবেদন করুন।

গোসলে ভিজলে আঙুল কুঁচকে যাওয়ার আসল কারণ বিজ্ঞানীরা প্রকাশ করেছেনএটি এমন একটি ঘটনা যার সাথে আমরা সকলেই পরিচিত।আপনি সাঁতার...
24/08/2025

গোসলে ভিজলে আঙুল কুঁচকে যাওয়ার আসল কারণ বিজ্ঞানীরা প্রকাশ করেছেন

এটি এমন একটি ঘটনা যার সাথে আমরা সকলেই পরিচিত।

আপনি সাঁতার কাটতে যান, অথবা স্নানে আরাম করে ভিজতে উপভোগ করেন, এবং শীঘ্রই আপনার হাত এবং পায়ের আঙ্গুল কুঁচকে যায়।

কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন এটি ঘটে?

একটি সাধারণ ভুল ধারণা হল যে জল শোষণের ফলে আমাদের আঙ্গুলগুলি ফোলাভাবের কারণে কুঁচকে যায়।

এখন, বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এটি এমন নয় - বরং, এটি আমাদের রক্তনালীগুলির উপর নির্ভর করে।

নিউ ইয়র্কের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক গাই জার্মান, তিনজন স্বেচ্ছাসেবককে 30 মিনিটের জন্য তাদের আঙ্গুল ভিজিয়ে রাখার জন্য নিয়োগ করেছিলেন।

তার দল ভেজা ত্বকে তৈরি লুপযুক্ত শিখর এবং উপত্যকার ধরণগুলি টীকাবদ্ধ করেছিল।

তারা আবিষ্কার করেছিল যে 24 ঘন্টা পরে আবার ভিজিয়ে রাখার সময় এই ধরণগুলি বেশিরভাগ ক্ষেত্রেই পুনরাবৃত্তি হয়েছিল।

"প্রায়শই মানুষ ধরে নেয় যে ত্বক জল শোষণ করে, যার ফলে ত্বক ফুলে ওঠে এবং আঠালো হয়ে যায়," তিনি দ্য কনভার্সেশনকে বলেন।

'সত্যি বলতে, আমিও অনেক দিন ধরে এটি করেছি।'

তবে দেখা যাচ্ছে যে এটি আসলে আমাদের স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের কাজ।

এটি আমাদের অনিচ্ছাকৃত নড়াচড়া যেমন শ্বাস-প্রশ্বাস, চোখের পলক ফেলা এবং আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে - সেইসাথে আমাদের রক্তনালীগুলি কীভাবে সংকুচিত হয় এবং শিথিল হয় তাও নিয়ন্ত্রণ করে।

সাধারণত তাপমাত্রা, ওষুধ এবং আমরা কী খাই এবং পান করি তা তাদের আচরণকে প্রভাবিত করতে পারে।

‘আপনার রক্তনালীর এই সংকোচনের ফলে দীর্ঘ সময় ধরে সাঁতার কাটার পরে ত্বকে কুঁচকে যাওয়াও হয়,’ ডাঃ জার্মান বলেন।

‘যখন আপনার হাত ও পা কয়েক মিনিটের বেশি সময় ধরে পানির সংস্পর্শে আসে, তখন আপনার ত্বকের ঘামের নালীগুলি খুলে যায়, যার ফলে ত্বকের টিস্যুতে পানি প্রবাহিত হতে পারে।

‘এই অতিরিক্ত জল ত্বকের ভিতরে লবণের অনুপাত হ্রাস করে।

‘স্নায়ু তন্তু আপনার মস্তিষ্কে লবণের মাত্রা কম থাকার বার্তা পাঠায় এবং স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র রক্তনালীগুলিকে সংকুচিত করে সাড়া দেয়।

‘রক্তনালীগুলি সংকুচিত হওয়ার ফলে ত্বকের সামগ্রিক আয়তন হ্রাস পায়, ত্বকে এই স্বতন্ত্র বলিরেখার ধরণ তৈরি হয়।

এটা ঠিক যেন একটা শুকনো আঙুর কুঁচকে যাওয়া কিশমিশে পরিণত হয় - এর আয়তন পৃষ্ঠের ক্ষেত্রফলের চেয়ে বেশি কমে যায়।’

তিনি ব্যাখ্যা করেছেন যে ডুবে থাকা আঙুলগুলি সাধারণত একই কুঁচকে যাওয়া প্যাটার্ন তৈরি করে কারণ রক্তনালীগুলি ‘তাদের অবস্থান খুব বেশি পরিবর্তন করে না’।

জার্নাল অফ দ্য মেকানিক্যাল বিহেভিয়ার অফ বায়োমেডিকেল ম্যাটেরিয়ালস-এ প্রকাশিত পরীক্ষাগুলি আরেকটি তত্ত্বকেও নিশ্চিত করেছে - যে যাদের আঙুলে স্নায়ু ক্ষতি হয় তাদের মধ্যে কুঁচকে যায় না।

ডঃ জার্মান কুঁচকে যাওয়া আঙুল এবং পায়ের আঙ্গুলের আরেকটি সুবিধাও প্রকাশ করেছেন - গ্রিপ।

গবেষকরা দেখেছেন যে কুঁচকে যাওয়া ত্বক কুঁচকে না থাকা, মসৃণ ত্বকের তুলনায় পানির নিচে বেশি গ্রিপ প্রদান করতে পারে।

এটি পানির নিচে হাঁটা সহজ করে তুলতে পারে, পিছলে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

 #স্বাস্থ্য_কথন_🧠 স্ট্রোক (Stroke): মস্তিষ্কের উপর নীরব আঘাত⏩⏭️✨স্ট্রোক, যা "সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্ট (CVA)" নামেও ...
23/08/2025

#স্বাস্থ্য_কথন_

🧠 স্ট্রোক (Stroke): মস্তিষ্কের উপর নীরব আঘাত⏩⏭️✨
স্ট্রোক, যা "সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্ট (CVA)" নামেও পরিচিত, হলো একটি মারাত্মক স্নায়বিক অবস্থা যেখানে মস্তিষ্কে রক্ত সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমাদের মস্তিষ্কের কোষগুলো বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং পুষ্টির জন্য রক্তের উপর নির্ভরশীল। যখন এই রক্ত সরবরাহ ব্যাহত হয়, তখন মস্তিষ্কের কোষগুলো দ্রুত মারা যেতে শুরু করে, যার ফলে মস্তিষ্কের সেই অংশের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। স্ট্রোক একটি জরুরি চিকিৎসা পরিস্থিতি, এবং দ্রুত চিকিৎসা না পেলে এটি স্থায়ী অক্ষমতা বা এমনকি মৃত্যুর কারণ হতে পারে।

👥🩸 স্ট্রোকের প্রকারভেদ এবং কারণ⏩
স্ট্রোক প্রধানত দুই ধরনের হয়:
🚫 ইস্কেমিক স্ট্রোক (Ischemic Stroke): এটি সবচেয়ে সাধারণ ধরনের স্ট্রোক (প্রায় ৮০% ক্ষেত্রে ঘটে)। এই ধরনের স্ট্রোকে মস্তিষ্কের রক্তনালীতে কোনো ধরনের ব্লকেজ বা জমাট বাঁধা (clot) তৈরি হয়, যা মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে রক্ত সরবরাহ বন্ধ করে দেয়। এই জমাট বাঁধা সাধারণত হৃদপিণ্ড বা ঘাড়ের ধমনী থেকে এসে মস্তিষ্কের ছোট রক্তনালীতে আটকে যায়।
💥 হেমোরেজিক স্ট্রোক (Hemorrhagic Stroke): এই ধরনের স্ট্রোক মস্তিষ্কের রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ ঘটলে হয়। এই রক্ত মস্তিষ্কের টিস্যুতে চাপ সৃষ্টি করে কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে। হেমোরেজিক স্ট্রোকের দুটি প্রধান কারণ হলো:
ইনট্রাসেরিব্রাল হেমোরেজ: মস্তিষ্কের ভিতরে রক্তনালী ফেটে যাওয়া।
সাবঅ্যারাকনয়েড হেমোরেজ: মস্তিষ্ক এবং এর চারপাশের পাতলা টিস্যুর মধ্যে রক্তক্ষরণ।

👥⚠️ স্ট্রোকের লক্ষণসমূহ: ফাস্ট (FAST) পরীক্ষা⏩
স্ট্রোকের লক্ষণগুলো হঠাৎ করে দেখা যায় এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। লক্ষণগুলো মনে রাখার জন্য FAST নামক একটি সহজ পরীক্ষা ব্যবহার করা হয়:
F - 😖 Face Drooping (মুখের এক পাশ ঝুলে যাওয়া): রোগীকে হাসতে বললে মুখের এক পাশ অসাড় বা ঝুলে যেতে পারে।
A - 🖐️ Arm Weakness (একটি হাত দুর্বল হয়ে যাওয়া): রোগীকে দু'হাত উপরে তুলতে বললে একটি হাত দুর্বল হয়ে নিচে নেমে যেতে পারে।
S - 💬 Speech Difficulty (কথা বলতে অসুবিধা): রোগীর কথা অস্পষ্ট বা জড়ানো মনে হতে পারে। সহজ বাক্য পুনরাবৃত্তি করতে বললে সে তা নাও পারতে পারে।
T - 📞 Time to call Emergency (জরুরি পরিষেবা কল করার সময়): উপরের যেকোনো একটি লক্ষণ দেখা গেলে দেরি না করে দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নেওয়া উচিত।
এছাড়াও অন্যান্য লক্ষণগুলো হতে পারে:
হঠাৎ করে শরীরের একপাশে অসাড়তা বা দুর্বলতা।
দৃষ্টিশক্তির সমস্যা, যেমন এক বা উভয় চোখে ঝাপসা দেখা বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানো।
তীব্র মাথাব্যথা, যা হঠাৎ করে শুরু হয় এবং কোনো কারণ ছাড়া।
ভারসাম্য বা সমন্বয়হীনতা, হঠাৎ করে পড়ে যাওয়া।
বিভ্রান্তি বা ঘোর লাগা।

👥🛡️ স্ট্রোকের ঝুঁকিপূর্ণ কারণ এবং প্রতিরোধ⏩
কিছু কারণ স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, যার মধ্যে কিছু নিয়ন্ত্রণযোগ্য এবং কিছু অনিয়ন্ত্রণযোগ্য।

নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকির কারণ:
▶️উচ্চ রক্তচাপ: এটি স্ট্রোকের সবচেয়ে বড় ঝুঁকির কারণ।
🩸 ডায়াবেটিস: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ না থাকলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
🍔 উচ্চ কোলেস্টেরল: এটি রক্তনালীতে চর্বি জমিয়ে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত করতে পারে।
🚬 ধূমপান: ধূমপান রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়।
⚖️ স্থূলতা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: স্থূলতা এবং অতিরিক্ত লবণ, চর্বি ও কোলেস্টেরলযুক্ত খাবার স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
🛋️ শারীরিক নিষ্ক্রিয়তা: নিয়মিত ব্যায়ামের অভাব।

অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকির কারণ:
👴 বয়স: বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
👨‍👩‍👧 পারিবারিক ইতিহাস: পরিবারে যদি স্ট্রোকের ইতিহাস থাকে, তবে ঝুঁকি বেশি হতে পারে।
👫 লিঙ্গ: পুরুষদের স্ট্রোকের ঝুঁকি বেশি, তবে নারীদের মধ্যে স্ট্রোক থেকে মৃত্যুর সম্ভাবনা বেশি।

প্রতিরোধ:
একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করে স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। যেমন:
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা।
নিয়মিত ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা।
ধূমপান ত্যাগ করা এবং অ্যালকোহল সেবন সীমিত করা।
স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য গ্রহণ করা।

👥💉 স্ট্রোকের চিকিৎসা এবং পুনর্বাসন⏩
স্ট্রোকের চিকিৎসা রোগীর ধরনের উপর নির্ভর করে।

⏭️ইস্কেমিক স্ট্রোকের চিকিৎসা:
টিপিএ (tPA) ওষুধ: এটি একটি শক্তিশালী ওষুধ যা রক্ত জমাট বাঁধাকে ভেঙে দেয়। লক্ষণ দেখা দেওয়ার প্রথম ৩-৪.৫ ঘণ্টার মধ্যে এটি ব্যবহার করা হলে কার্যকর হতে পারে।
মেকানিক্যাল থ্রম্বেক্টমি: একটি বিশেষ ক্যাথেটারের সাহায্যে মস্তিষ্কের রক্তনালী থেকে জমাট বাঁধা অপসারণ করা হয়।
হেমোরেজিক স্ট্রোকের চিকিৎসা:
এক্ষেত্রে মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করার জন্য সার্জারির প্রয়োজন হতে পারে।

পুনর্বাসন:
স্ট্রোকের পর পুনর্বাসন একটি দীর্ঘ প্রক্রিয়া। এটি মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত কার্যকারিতা পুনরুদ্ধারে সাহায্য করে। এর মধ্যে থাকে:
🚶‍♀️ ফিজিওথেরাপি: পেশীর শক্তি, নড়াচড়া এবং ভারসাম্য উন্নত করার জন্য।
🗣️ স্পিচ থেরাপি: কথা বলা এবং গিলতে সমস্যা হলে সাহায্য করে।
🎨 অকুপেশনাল থেরাপি: দৈনন্দিন কাজ যেমন পোশাক পরা, খাবার খাওয়া ইত্যাদি পুনরায় শিখতে সাহায্য করে।

স্ট্রোক একটি জীবন পরিবর্তনকারী ঘটনা হতে পারে, তবে সচেতনতা, দ্রুত পদক্ষেপ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এর প্রভাব কমানো সম্ভব। স্ট্রোকের লক্ষণগুলো সম্পর্কে জ্ঞান রাখা জরুরি, কারণ প্রতিটি সেকেন্ড এখানে মূল্যবান।

©️ গবেষণা ও তথ্য সংকলনে-
Muhammad Nasim Hossain

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬প্রাথমিক ভাবে ধারণা করা হয় 🔹 জ্বর বা ইনফেক...
21/08/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

 #স্বাস্থ্য_কথন_ আমরা ঘুমকে প্রায়ই অবহেলা করি। ভাবি, একটু কম ঘুম হলে তেমন কিছু হবে না।কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ঘুম...
20/08/2025

#স্বাস্থ্য_কথন_

আমরা ঘুমকে প্রায়ই অবহেলা করি। ভাবি, একটু কম ঘুম হলে তেমন কিছু হবে না।
কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ঘুম শুধু বিশ্রামের সময় নয়, এটি আমাদের মস্তিষ্কের পরিচ্ছন্নতা ও পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পর্ব। যখন আমরা ঘুমাই, তখন মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে, ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে এবং স্মৃতিকে সংগঠিত করে। কিন্তু ঘুমের অভাবে এই প্রক্রিয়াগুলো ব্যাহত হয়, এমনকি ভয়ঙ্করভাবে উল্টেও যেতে পারে। গবেষণা বলছে, পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের কোষগুলো এতটাই সক্রিয় হয়ে ওঠে যে তারা নিজেদেরই ক্ষতি করতে শুরু করে, নিজের কাঠামো ধ্বংস করে ফেলে।

- ভালো ঘুমে মস্তিষ্কের কোষগুলো বিষাক্ত পদার্থ সরিয়ে ফেলে।

- ঘুম কম হলে, এই কোষগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে নিজেদেরই ক্ষতি করে।

- অ্যাস্ট্রোসাইট কোষ "স্নায়ু সংযোগ" খেয়ে ফেলতে পারে—মনে রাখার ক্ষমতা কমে।

- মাইক্রোগ্লিয়াল কোষের অতিরিক্ত কাজ অ্যালঝাইমারের ঝুঁকি বাড়ায়।

- পর্যাপ্ত ঘুম না হলে, মস্তিষ্ক ধীরে ধীরে নিজের কাঠামো নষ্ট করতে শুরু করে!

17/08/2025
11/08/2025

আসুন এন্টিবায়োটিক বাচাই, এন্টিবায়োটিকও আমাদের বাঁচাবে!!

 #স্বাস্থ্য_কথন_👨‍⚕️ জাম্বুরা তে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে যা শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট 👨‍⚕️ জাম্বুরার ভিটামিন সি ...
10/08/2025

#স্বাস্থ্য_কথন_

👨‍⚕️ জাম্বুরা তে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে যা শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট
👨‍⚕️ জাম্বুরার ভিটামিন সি বাচ্চার ঘনঘন জ্বর ও সর্দি-কাশি লাগা প্রতিরোধ করে
👨‍⚕️এটি মুখের ঘা সারাতে সাহায্য করে
👨‍⚕️ বাচ্চার মুখের রুচি ফেরাতে জাম্বুরা ফল অত্যন্ত কার্যকর

Address

25, Zigatala Puraton Kacha Bazar, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 08:30 - 00:00
Tuesday 08:30 - 00:00
Wednesday 08:30 - 00:00
Thursday 08:30 - 00:00
Friday 08:30 - 00:00
Saturday 08:30 - 00:00
Sunday 08:30 - 00:00

Telephone

+8801319996000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna Pharmacy Zigatala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tamanna Pharmacy Zigatala:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram