29/11/2025
সিসমোফোবিয়া কী?
এটি একটি Anxiety Disorder, যেখানে ভূমিকম্প সম্পর্কিত ভাবনা, শব্দ, ভিডিও, বা সামান্য কম্পন অনুভূত হলেই শরীর-মন অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। অনেক সময় আসল ভূমিকম্প না থাকলেও শরীরে কম্পনের মতো অনুভূতি তৈরি হতে পারে।
🔶 লক্ষণ (Symptoms):
* হঠাৎ তীব্র আতঙ্ক বা প্যানিক অ্যাটাক
* মাথা ঘোরা বা দুলে যাওয়ার অনুভূতি
* বুক ধড়ফড়, শ্বাস নিতে কষ্ট
* ঘুমের সমস্যা বা বারবার দুঃস্বপ্ন দেখা
* শব্দ বা খবর শুনেই ভয় পাওয়া
* হাত-পা ঠাণ্ডা হয়ে যাওয়া বা ঘাম হওয়া
* সবসময় খারাপ কিছু ঘটবে মনে হওয়া
* মনোযোগ কমে যাওয়া
🔶 সম্ভাব্য কারণ (Causes ):
* অতীতের ভয়াবহ বা ট্রমাটিক ভূমিকম্প অভিজ্ঞতা
* আশেপাশের মানুষের আতঙ্ক দেখে প্রভাবিত হওয়া
* অতিরিক্ত নিউজ/ভিডিও দেখে ভয় বৃদ্ধি
* উদ্বেগজনিত মানসিক সমস্যা
* জেনেটিক/পারিবারিক উদ্বেগ প্রবণতা
🔶 সম্ভাব্য ঝুঁকি (Risks):
* দৈনন্দিন কাজে ব্যাঘাত
* অফিস/স্কুলে মনোযোগ কমে যাওয়া
* সামাজিক মেলামেশায় সমস্যা
* ঘুমের অভাব ও শারীরিক দুর্বলতা
* দীর্ঘমেয়াদী স্ট্রেস ও মানসিক ক্লান্তি
💡 করণীয় ও উপায়
* নিজের অনুভূতি কাউকে জানান
* অতিরিক্ত সংবাদ/ভিডিও দেখা কমিয়ে দিন
* গভীর শ্বাসের ব্যায়াম (Deep breathing)
* মেডিটেশন বা রিল্যাক্সেশন প্র্যাকটিস
* পর্যাপ্ত ঘুম ও নিয়মিত রুটিন
* Panic হলে—ধীরে শ্বাস নিন, নিরাপদ জায়গায় বসুন
🏥 কখন ডাক্তার দেখাবেন ?
* উপসর্গগুলো দীর্ঘদিন ধরে চলছে
* ভয় এত বেশি যে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে
* ঘুম, মনোযোগ বা খাওয়ার অভ্যাসে প্রভাব পড়ছে
* শরীরে কাঁপুনি/ঘাম/বুকে চাপ বারবার হচ্ছে
বিশেষজ্ঞের পরামর্শে সিসমোফোবিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই অবহেলা না করে বিশেষজ্ঞ সাইকোলজিস্ট এর পরামর্শ নিন.
বিস্তারিত জানতে,
কল করুন : 01969908181
অথবা ভিজিট করুন: https://healthxbd.com/find-doctors