ThyroScience Bangladesh Limited

ThyroScience Bangladesh Limited DOCTOR + MEDICINE + HEALTH CHECK-UP '' Thyro Science Bangladesh Limited '' is the worl most trusted Diagnostic Lab.

Here samples are collected for all types of blood and urine tests and Reports are delivered at home/office and via email. Our reports are internationally accepted all over the world.

হৃদরোগের লক্ষণগুলি কীভাবে চিনবেন?হৃদরোগ প্রায়শই চুপচাপ হামলা করে। অনেক সময় এর কোনো লক্ষণই নাও থাকতে পারে। তবে কিছু সাধ...
06/10/2024

হৃদরোগের লক্ষণগুলি কীভাবে চিনবেন?

হৃদরোগ প্রায়শই চুপচাপ হামলা করে। অনেক সময় এর কোনো লক্ষণই নাও থাকতে পারে। তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যা হৃদরোগের ইঙ্গিত দিতে পারে।

সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে:
১. বুকে ব্যথা বা অস্বস্তি: এটি চাপ, জ্বালা বা চাপা ভাবের ৷ মতো অনুভূত হতে পারে।

২. শ্বাসকষ্ট: কম পরিশ্রমেও শ্বাসকষ্ট হওয়া হৃদরোগের একটি সাধারণ লক্ষণ।

৩. দুর্বলতা: হাতে-পায়ে দুর্বলতা, ক্লান্তি এবং মাথা ঘোরা অনুভূতি হতে পারে।

৪. হৃদস্পন্দন বা অস্বাভাবিক হৃদস্পন্দন: হৃদয় ধড়ফড় বা অতিরিক্ত দ্রুত বা ধীর গতিতে ধড়ফড় করা।

৫. পায়ে ফোলা: বিশেষ করে গোড়ালি এবং পায়ের নিচের অংশে ফোলা।

৬. শ্বাসকষ্ট হয়ে রাতে ঘুম থেকে উঠা: শ্বাস নিতে অসুবিধা হওয়ায় ঘুম থেকে উঠে বসে থাকা।

৭. চোয়াল, ঘাড় বা বাহুতে ব্যথা: হৃদরোগের ব্যথা কখনও কখনও বুক থেকে শুরু হয়ে চোয়াল, ঘাড় বা বাহুতে ছড়িয়ে পড়তে পারে।

ফ্রী মেডিকেল ক্যাম্পডাঃজাবিদ উল কাদির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মরিচা গার্ডেন,, ফার্মগেট
08/03/2024

ফ্রী মেডিকেল ক্যাম্প
ডাঃজাবিদ উল কাদির
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
মরিচা গার্ডেন,, ফার্মগেট

সমগ্র জাতির কাছে একটাই প্রশ্ন... কেন ? বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট জাতি আজ রাজপথে? রোগ নির্ণেয় যারা প্রথম সারির সৈনিক, য...
15/09/2023

সমগ্র জাতির কাছে একটাই প্রশ্ন... কেন ? বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট জাতি আজ রাজপথে? রোগ নির্ণেয় যারা প্রথম সারির সৈনিক, যারা উন্নত চিকিৎসার কর্ণধার, যাদেরকে ছাড়া আধুনিক চিকিৎসা কখনো কল্পনাই করা যায় না, যাদের থাকার কথা অত্যাধুনিক ল্যাবে তারা আজ নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য রাজপথে ভিক্ষা করছে??? জানি এই প্রশ্নের উত্তর কারো জানা নাই!!!!!

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ🔴CBC যে যে রোগে করা হয়ঃ"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"⏩জ্বর হলে কি কারণে হচ...
24/08/2023

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা
🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।
🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)
🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।
🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।
🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।
🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।
🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।
🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।
🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।
🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।
🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
🔴ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।

ডেঙ্গু জ্বর হলে বাড়িতে কী করবেন আর কি করবেন না! পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে।- প্রচুর তরলজাতীয় খাবার গ্রহণ করতে হবে। ডাবে...
13/07/2023

ডেঙ্গু জ্বর হলে বাড়িতে কী করবেন আর কি করবেন না!

পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে।-
প্রচুর তরলজাতীয় খাবার গ্রহণ করতে হবে। ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন পান করুন একটু পরপর।

ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ আটটি প্যারাসিটামল খেতে পারবে। কিন্তু কোনো ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি–সংক্রান্ত জটিলতা থাকে, তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন–জাতীয় ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এ–জাতীয় ওষুধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে।

যা করবেন না -
ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লাটিলেট এখন আর মূল বিষয় নয়। প্লাটিলেট হিসাব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই।

প্লাটিলেট কাউন্ট ১০ হাজারের নিচে নামলে বা শরীরের কোনো জায়গা থেকে রক্তপাত হলে প্রয়োজন বোধে প্লাটিলেট বা ফ্রেশ রক্ত দেওয়া যেতে পারে। এ ধরনের পরিস্থিতি খুবই কম দেখা যায়।

অনেকে বলেন, পেঁপেপাতার জুস ইত্যাদি খেলে প্লাটিলেট বাড়ে। আসলে এসবের কোনো ভূমিকা নেই। জ্বর কমে যাওয়ার পর সংকটকাল পেরিয়ে গেলে আপনা থেকেই প্লাটিলেট বাড়তে শুরু করে।

জ্বরের শেষের দিকে রক্তচাপ কমে যেতে পারে অথবা মাড়ি, নাক, মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে। এ রকম হলে প্রয়োজনে শিরাপথে স্যালাইন দেওয়া লাগতে পারে। এসব ক্ষেত্রে তাই হাসপাতালে ভর্তি হতে হবে।

12/07/2023

ডেঙ্গু জ্বরের প্রকৃতি:
চিকিৎসকদের মতে দুই ধরনের ডেঙ্গু জ্বর হয়ে থাকে। এই ধরন দুটি হলো-
ডেঙ্গু ক্যাসিকাল: এই জ্বরে উচ্চ শারীরিক তাপমাত্রা এবং সেই সাথে মাংসপেশী ব্যাথা, শরীরের গিঁটে ব্যাথা, চোখের পেছনে ও মাথায় ব্যাথা, শারীরিক অবসাদ, বমি ইত্যাদি দেখা যায়। এছাড়া শরীরের কিছু অংশে, বিশেষত চামড়ার নিচে রক্ত জমাট বাঁধা- এ লক্ষণগুলো দেখা যায়। ক্যাসিকাল জ্বরে সাধারণত ৫-৭ দিন থাকে। তারপর ধীরে ধীরে রোগীর অবস্থার উন্নতি হতে থাকে।
ডেঙ্গু হেমোরেজিক: এই জ্বরে রোগীর অবস্থা খুব শোচনীয় হয়। কারণ এক্ষেত্রে ক্যাসিকাল জ্বরের লক্ষণগুলোর সাথে সাথে আরও বাড়তি কিছু উপসর্গ দেখা যায়। যেমন- নাক, কান, দাঁতের মাড়ি, খাদ্যনালি দিয়ে, মলমূত্রের সাথে, এমনকি হাত বা পায়ের চামড়া ফেটেও রক্ত বের হতে পারে। শরীরের রক্তচাপ অনেক কমে যায়। তখন এ অবস্থাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। মূলত রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়াতেই এই রক্ত ক্ষরণ হয়।

Address

18/2 East Rajabazar
Dhaka
1215

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801788844744

Alerts

Be the first to know and let us send you an email when ThyroScience Bangladesh Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ThyroScience Bangladesh Limited:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category