Comprehensive licensing Exam Training

Comprehensive licensing Exam Training Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Comprehensive licensing Exam Training, Medical and health, Sector/13, Dhaka.

Nine pulse point
23/08/2025

Nine pulse point

22/08/2025

's Nursing Licence Exam Coaching
Free class : 01
Important question for co.prehensive exam
Teacher: Nursing Instructor(In a renowned nursing Institute)
Anmuna Nusrat Onty
B.Sc. MPh



02/06/2025

1. Which hormone is mostly responsible for pernicious vomiting?
a. hCG
b. Prolaction
c. Estrogen
d. FSH

2. If the fetus is dead and remain inside the uterine cavity is called:
a. Complete abortion
b. Missed abortion
c. Septic abortion
d. Incomplete abortion

01/06/2025
বাংলাদেশে NCLEX-RN পরীক্ষার কেন্দ্র স্থাপনের সম্ভাবনা ও প্রয়োজনীয়তাআমরা গত দুই বছরেরও বেশি সময় ধরেবাংলাদেশি নার্সদের যুক...
19/03/2025

বাংলাদেশে NCLEX-RN পরীক্ষার কেন্দ্র স্থাপনের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা

আমরা গত দুই বছরেরও বেশি সময় ধরেবাংলাদেশি নার্সদের যুক্তরাষ্ট্রে নার্সিং চাকরির সুযোগ তৈরি করতে কাজ করে যাচ্ছি। ২০২৩ সালের জুলাই মাসে, আমরা সাশ্রয়ী খরচে আন্তর্জাতিক মানের NCLEX-RN প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করেছি, যেখানে রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞ NCLEX টিউটর, সর্বোত্তম স্টাডি কনটেন্ট এবং প্রতিদিন অনুশীলনের জন্য অনলাইন QBank অ্যাক্সেস—যা বাংলাদেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে। আমাদের প্রশিক্ষিত কয়েকজন বাংলাদেশী নার্স ইতিমধ্যেই NCLEX-RN Exam পাস করেছেন।

বাংলাদেশের নার্সদের NCLEX-RN পরীক্ষায় অংশগ্রহণের বর্তমান অবস্থা

NCSBN-এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে মাত্র ৫ জন নার্স NCLEX-RN পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যেখানে একই সময়ে নেপাল থেকে প্রায় ২৩০০ জন নার্স পাস করেছেন। উল্লেখ্য, নেপালে এখনো কোনো NCLEX-RN পরীক্ষার কেন্দ্র নেই। তবে, গত দুই বছরে বাংলাদেশি নার্সদের মধ্যে NCLEX-RN পরীক্ষার প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, এবং ২০২৫ সালে পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি নার্সদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এশিয়া NCLEX-RN পরীক্ষার কেন্দ্র কোথায় রয়েছে?

National Council of State Boards of Nursing (NCSBN) হলো সংস্থা যারা Pearson VUE টেস্ট সেন্টারের মাধ্যমে সারা বিশ্বে NCLEX-RN পরীক্ষা পরিচালনা করে। বর্তমানে এশিয়ার মাত্র ৯টি দেশে Pearson VUE টেস্ট সেন্টারের মাধ্যমে NCLEX-RN পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে:

✅ জাপান, ফিলিপাইন, হংকং, তাইওয়ান, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক এবং ইসরায়েল।

বাংলাদেশে NCLEX-RN পরীক্ষার কেন্দ্র না থাকার ফলে কী সমস্যা হচ্ছে?

আমাদের NCLEX-RN প্রশিক্ষণ প্রোগ্রামের অভিজ্ঞতা থেকে, আমরা দেখছি যে বাংলাদেশি নার্সদের মধ্যে পরীক্ষায় অংশ নেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু বাংলাদেশে NCLEX-RN পরীক্ষার কেন্দ্র না থাকায়, পরীক্ষার্থীদের বিদেশে ভ্রমণের জন্য বিশাল খরচ বহন করতে হয়, যা অনেকের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশে NCLEX-RN পরীক্ষার কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় অনুমোদন

কোনো দেশে NCLEX-RN পরীক্ষার জন্য অনুমোদিত টেস্ট সেন্টার স্থাপন করতে হলে দুটি প্রতিষ্ঠানের অনুমোদন প্রয়োজন:

১। NCSBN (National Council of State Boards of Nursing) – প্রথম ধাপে বাংলাদেশে ইতিমধ্যেই স্থাপিত Authorized Pearson VUE test center দের NCSBN-এর কাছে বাংলাদেশে পরীক্ষার কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা তুলে ধরতে হবে, যেমন:

বাংলাদেশে প্রচুর সংখ্যক যোগ্য নার্সিং প্রার্থী রয়েছে।

বিদেশে ভ্রমণ ব্যয় অনেকের জন্য পরীক্ষায় অংশগ্রহণ কঠিন করে তুলছে।

2. Pearson VUE অনুমোদন – পরবর্তী ধাপে, বাংলাদেশে ইতিমধ্যে অনুমোদিত Pearson VUE টেস্ট সেন্টার গুলোর Pearson VUE এর কাছ থেকে অনুমোদন নিতে হবে। এর জন্য:

Pearson VUE-এর ট্রেনিং ও সার্টিফিকেশন সম্পন্ন করতে হবে।

টেস্ট সেন্টারে NCLEX-RN পরীক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করতে হবে, যেমন:

বায়োমেট্রিক ভেরিফিকেশন

কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থা

ডাটা এনক্রিপশন

বাংলাদেশে NCLEX-RN টেস্ট সেন্টার অনুমোদনের বর্তমান চ্যালেঞ্জ

বর্তমানে, বাংলাদেশি NCLEX-RN পরীক্ষার্থীর সংখ্যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম, যার ফলে এ মুহূর্তে শুধুমাত্র ভ্রমণ খরচ কমানোর যুক্তি দিয়েই অনুমোদন চাওয়ার চেষ্টা করতে পারে। তবে, NCLEX-RN পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশি নার্সদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশে অনুমোদিত Pearson VUE টেস্ট সেন্টারসমূহ

বাংলাদেশে বর্তমানে কয়েকটি অনুমোদিত Pearson VUE টেস্ট সেন্টার রয়েছে যেমন:

📍 PEC-Education (ঢাকা)

📍 LCBS Dhaka (ঢাকা)

📍 NVIT (চট্টগ্রাম)

এই অনুমোদিত টেস্ট সেন্টারগুলোর উদ্যোগ নেওয়া উচিত, যাতে তারা NCSBN-এর অনুমোদন নিয়ে বাংলাদেশে NCLEX-RN পরীক্ষার জন্য অনুমোদিত কেন্দ্র স্থাপন করতে পারে।

📌 যদি কোনো নতুন প্রতিষ্ঠান NCLEX-RN পরীক্ষার জন্য টেস্ট সেন্টার স্থাপন করতে চায়, তাহলে প্রথমে তাদের Pearson VUE-এর অনুমোদিত টেস্ট সেন্টার হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে এবং পাশাপাশি NCSBN-এর অনুমোদন নিতে হবে।

উপসংহার

বাংলাদেশে NCLEX-RN পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হলে, এটি নার্সদের ভ্রমণ ব্যয় কমাবে এবং তাদের যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনের নার্সিং চাকরি পাওয়ার সুযোগ বাড়াবে। এজন্য বিদ্যমান Pearson VUE টেস্ট সেন্টারগুলোর এগিয়ে আসা প্রয়োজন, যাতে তারা NCSBN-এর অনুমোদন নিয়ে বাংলাদেশে NCLEX-RN পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ পরীক্ষার কেন্দ্র চালু করতে পারে।

©️ M. Zainul Abedin

24/02/2024

Witnessing our healthcare professionals flourish and embrace the American dream is a testament to the positive impact of our collective efforts. ADEX takes immense pride and joy in being an integral part of each nurse's journey, having been there since day one and consistently offering unwavering support throughout their entire process. We proudly extend our congratulations to all of our nurses for exemplifying greatness in their profession and trusting us to assist them in advancing their careers 🇺🇸🇺🇸

Join our healthcare team! Whether you're a nurse or a medical technologist, apply today: https://adexmedical.com/apply-fborg/

01/08/2023

#ডেঙ্গু অবহেলা নয় । #ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার।
#ডেঙ্গুর যেসব উপসর্গ দেখলে দেরি না করে হাসপাতালে যাবেন
https://youtu.be/w7H6aXIe5hY

১. দীর্ঘমেয়াদি ডায়রিয়া: তিন দিন বা চার দিন ধরে ডায়রিয়ায় ভুগছেন কিন্তু সেটি ভাল হচ্ছে না। এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে #ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। বর্তমানে ডেঙ্গুর নতুন যেসব উপসর্গ দেখা যাচ্ছে তার মধ্যে এটাই বেশ উল্লেখযোগ্য। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর যে ডায়ারিয়া হয় তার সাথে সাধারণ ডায়রিয়ার কোন মৌলিক পার্থক্য নেই। যে কারণে ডায়রিয়া দীর্ঘস্থায়ী হলেই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
২. জ্বর না থাকা: মোহাম্মদ নিয়াতুজ্জামান বলেন, হাসপাতালে এমন সব ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন যারা এ মৌসুমে জ্বরে আক্রান্তই হননি। অর্থাৎ জ্বর না হলেও পরীক্ষার পর তারা ডেঙ্গু আক্রান্ত বলে জানা গেছে। এছাড়া গরমের কারণে অনেকে হয়তো দুয়েক দিন হালকা জ্বরে ভুগেছেন কিন্তু সেটি পাত্তা দেননি। কিন্তু পরে সেটি মারাত্মক ডেঙ্গুতে পরিণত হয়েছে।
তিনি বলেন, তার হাসপাতালে এই মৌসুমের শুরুতে যেসব রোগী #ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় ভর্তি হয়েছিল তাদের মধ্যে অন্তত দুই জনের কোন জ্বর ছিল না। তারা দীর্ঘমেয়াদি ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে পরীক্ষা করে তাদের মধ্যে ডেঙ্গু ধরা পড়ে।
৩. স্থায়ী বমি: কয়েক দিন জ্বর হওয়ার পর বমি শুরু হয় এবং এক বার বমি শুরু হলে সেটি আর কমে না।
৪. প্রচণ্ড মস্তিস্কে প্রদাহ: এই লক্ষণ অনেকটা মেনিনজাইটিস এর সমস্যার মতোই। এতে প্রচণ্ড মাথা ব্যথা দেখা দেয়। চিকিৎসক মি. নিয়াতুজ্জামান বলেন, অল্প জ্বরের পর কারো যদি প্রচণ্ড মাথাব্যথা থাকে, ঘাড় শক্ত হয়ে যায়, হাত-পা শক্ত হয়ে যায় কিংবা প্রচণ্ড খিঁচুনি দেখা দেয় - তাহলে দেরি না করে #ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। এছাড়া যেকোন ধরণের মাথার প্রদাহ হলেই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত বলেও মনে করেন তিনি।
৫. হাত-পা ফুলে যাওয়া।
৬. শরীরের বিভিন্ন জায়গায় - বিশেষ করে বুকে এবং পেটে যদি পানি জমে যায় - তাহলে দেরি না করে হাসপাতাল কিংবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই লক্ষণটি এবার #ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে দেখা যাচ্ছে।
৭. অসহ্য রকমের পেট ব্যথা।

আমাদের কাছে পাবেন  ২৪ ঘন্টা নার্সিংহোম সার্ভিস। বৃদ্ধ অসুস্থ পিতা-মাতা দেখাশোনা করার জন্য আমাদের কাছ থেকে পাবেন ২৪ ঘন্টা...
13/06/2023

আমাদের কাছে পাবেন ২৪ ঘন্টা নার্সিংহোম সার্ভিস। বৃদ্ধ অসুস্থ পিতা-মাতা দেখাশোনা করার জন্য আমাদের কাছ থেকে পাবেন ২৪ ঘন্টা সার্ভিস। ভালো মানের নার্সিং সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
01827930898
*আমাদের সার্ভিস সমূহঃ
©নার্সিং হোম কেয়ার।
©পেশেন্ট কেয়ার/কেয়ার গিভিং।
©আইসিইউ রোগীর সেবা।
©নিউরো রোগীর সেবা।
©স্ট্রোক এবং প্যারালাইসিস রিহ্যাব।
©ইনজিটিউব(NG)।
©ট্রাকষ্টোমি রোগীর সেবা।
©ডিমেনশিয়া কেয়ার।
©বৃদ্ধ -বৃদ্ধাদের নার্সিং সেবা।
©ক্যানুলা/ক্যাথিটার/ইনসুলিন পুশিং।
©বেবি কেয়ার।
©গর্ভবতী নারীর সেবা প্রদান।
©ফিজিওথেরাপি।

*অন্যান্য সার্ভিস সমূহঃ
# স্যালাইন পুশিং
# সার্জিক্যাল ড্রেসিং
# আইভি ক্যানুলা
# বাথিং/টয়লেটিং/গ্রয়োমিং
# এনজি টিউব
# ক্যাথাটার
# ইঞ্জেকশন পুশিং (IV/IM)
# নেবুলাইজেশন
# প্রেসার ও ডায়াবেটিস মাপা
# বয়স্ক এবং বৃদ্ধদের সার্বক্ষনিক যত্ন
আর আপনাকে একটা ইঞ্জেকশন, স্যালাইন বা প্লাস্টার দেয়ার জন্য কষ্ট করে হাসপাতালে আসতে হবে না। আপনার প্রয়োজনে যেকোন সময় ফোন দিলেই আপনার বাসায় চলে যাবে আমাদের অভিজ্ঞ টিম।
শর্ত প্রযোজ্য:
সেবার দান সময় 24/7 ঘন্টা ।
সেবা অর্ডার করার ২/৩ ঘন্টায় বাসায় কেয়ারগিভার / নার্স হাজির হবে।
মহিলাদের জন্য মহিলা ও পুরুষদের জন্য পুরুষ কেয়ারগিভার/নার্স দেয়া হবে।

02/06/2023

যাদের আর্থিক সমস্যা আছে, বেসরকারির মধ্যে তুলনামূলক কম খরচে স্ট্যান্ডার্ড একটা কলেজ খুজতেছেন, তারা এই কলেজ গুলো দেখতে পারেন৷ মনে রাখবেন, নার্সিং পাশ করার পর চাকরির ক্ষেত্রে সরকারি/বেসরকারি সবার মান সমান।

★ঢাকা :
ডিপ্লোমা(মেয়ে) কোর্স ফি ১ লাখ ৪০ হাজার টাকা!
ডিপ্লোমা(ছেলে) কোর্স ফি ১ লাখ ৬০ হাজার টাকা!
বিএসসি মেয়ে ২ লাখ ৫০ হাজার টাকা
মিডওয়াইফারি কোর্স ফি:১,৫০,০০০/-

★টাঙ্গাইল :
ডিপ্লোমা(মেয়ে) কোর্স ফি ১ লাখ ২০ হাজার টাকা!
ডিপ্লোমা(ছেলে) কোর্স ফি ২ লাখ ১০ হাজার টাকা!
মিডওয়াইফারি ৭০ হাজার টাকা।
বিএসসি মেয়ে ১ লাখ ৭০ হাজার টাকা!

★রাজশাহী :
ডিপ্লোমা (মেয়ে) কোর্স ফি ১,৬০,০০০ টাকা।
বিএসসি (মেয়ে) কোর্স ফি ২,৩০,০০০/-টাকা।

★সিরাজগঞ্জ :
ডিপ্লোমা(মেয়ে) কোর্স ফি ১ লাখ ৩০ হাজার টাকা!
ডিপ্লোমা(ছেলে) কোর্স ফি ১ লাখ ৯০ হাজার টাকা!
বিএসসি মেয়ে ২ লাখ ২০ হাজার টাকা।

★বগুড়া :
ডিপ্লোমা(মেয়ে) কোর্স ফি ১ লাখ ৪০ হাজার টাকা!
ডিপ্লোমা(ছেলে) কোর্স ফি ১ লাখ ৬০ হাজার টাকা!

★পাবনা :
ডিপ্লোমা(মেয়ে) কোর্স ফি ১ লাখ ৪০ হাজার টাকা!
ডিপ্লোমা(ছেলে) কোর্স ফি ২ লাখ ৫০ হাজার টাকা!
বিএসসি মেয়ে ২ লাখ টাকা।

★রংপুর : ডিপ্লোমা (মেয়ে) কোর্স ফি ১,৬০,০০০/-
বিএসসি (মেয়ে) কোর্স ফি ২,৩০,০০০/-

(ঢাকা, টাংগাইল, পাবনা, রংপুরে কম খরচে মিডওয়াইফারি তে ভর্তি প্রযোজ্য)
( শুধু মাত্র পাশ মার্ক ৪০+ প্রাপ্ত দের জন্য প্রযোজ্য)
বি:দ্র: বিস্তারিত জানতে সরাসরি কল করুন!
01862433120

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি
26/04/2023

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Address

Sector/13
Dhaka

Telephone

+8801827930898

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comprehensive licensing Exam Training posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram