Osudplus

Osudplus Online medicines and more.

10/07/2025

খাবার নিরাপদ রাখার নিয়মাবলি না মানলে খাবারে টক্সিন বা বিষ তৈরি হয়। খাবারে সৃষ্ট অনেক টক্সিন-এর কোন স্বাদ বা গন্ধ থাকে না, রান্না করার পরও নষ্ট হয় না। খাবার নিরাপদ রাখার নিয়ামাবলি মেনে চলুন ।

Happy New Year 2023.
31/12/2022

Happy New Year 2023.

Benefits of Peanut. চিনাবাদামের উপকারিতা।
28/09/2022

Benefits of Peanut. চিনাবাদামের উপকারিতা।

Symptoms of dengue fever. ডেঙ্গু জ্বরের লক্ষণ।أعراض حمى الضنك.  ڈینگی بخار کی علامات.
22/09/2022

Symptoms of dengue fever. ডেঙ্গু জ্বরের লক্ষণ।
أعراض حمى الضنك. ڈینگی بخار کی علامات.

প্রাথমিক স্বাস্থ্যসেবায় বহুল ব্যবহৃত ২০টি জেনেরিকের ৫৩টি ব্র্যান্ডের ওষুধের দাম বাড়ানো হয়েছে।১. প্যারাসিটামল ৫০০ এমজি ট্...
18/09/2022

প্রাথমিক স্বাস্থ্যসেবায় বহুল ব্যবহৃত ২০টি জেনেরিকের ৫৩টি ব্র্যান্ডের ওষুধের দাম বাড়ানো হয়েছে।

১. প্যারাসিটামল ৫০০ এমজি ট্যাবলেট এর দাম করা হয়েছে এক টাকা ২০ পয়সা, আগে ছিল ৭০ পয়সা।
২. প্যারাসিটামল ৫০০ এমজি ট্যাবলেট (র‌্যাপিড) এর দাম করা হয়েছে এক টাকা ৩০ পয়সা, আগে ছিল ৭০ পয়সা।
৩. প্যারাসিটামল ৬৫০ এমজি ট্যাবলেট (এক্সআর) এর দাম করা হয়েছে দুই টাকা, আগে ছিল এক টাকা ৩১ পয়সা।
৪. প্যারাসিটামল ১০০০ এমজি ট্যাবলেটের দাম করা হয়েছে দুই টাকা ২৫ পয়সা, আগে ছিল এক টাকা ৪ পয়সা।
৫. প্যারাসিটামল ৮০ এমজি ড্রাপস ১৫ এমএল বোতলের দাম করা হয়েছে ২০ টাকা, আগের দাম ১২ টাকা ৮৮ পয়সা।
৬. প্যারাসিটামল ৮০ এমজি ড্রাপস ৩০ এমএল বোতলের দাম হয়েছে ৩০ টাকা, আগের দাম ১৮ টাকা। ৭. প্যারাসিটামল ১২০ এমজি/৫ এমএল সাসপেনশন (৬০ এমএল) বোতলের দাম হয়েছে ৩৫ টাকা, আগের দাম ১৮ টাকা।
৮. প্যারাসিটামল ১২০ এমজি/৫ এমএল সাসপেনশন ১০০ এমএল বোতলের দাম হয়েছে ৫০ টাকা, আগের দাম ৩০ টাকা ৮ পয়সা।
৯. প্যারাসিটামল ১২০ এমজি/৫ এমএল সিরাপ (৬০ এমএল) বোতল দাম ৩৫ টাকা, আগের মূল্য ১৮ টাকা। ১০. প্যারাসিটামল ১২০ এমজি/৫ এমএল সিরাপ (১০০ এমএল) বোতলের দাম করা হয়েছে ৫০ টাকা, আগের মূল্য ২৭ টাকা ৭২ পয়সা।
১১. মেট্রোনিডাজল ২০০ এমজি ট্যাবলেট কোটেড আগের মুল্য ৬০ পয়সা, বর্তমান মূল্য এক টাকা।
১২. মেট্রোনিডাজল ২৫০ এমজি ট্যাবলেট কোটেড’ আগের মুল্য ৯২ পয়সা, বর্তমান মূল্য এক টাকা ২৫ পয়সা।
১৩. মেট্রোনিডাজল ৪০০ এমজি ট্যাবলেট কোটেড আগের মুল্য এক টাকা ৩৭ পয়সা, বর্তমান মূল্য এক টাকা ৭০ পয়সা।
১৪. মেট্রোনিডাজল ৫০০ এমজি ট্যাবলেট কোটেড আগের মুল্য এক টাকা ৬৬ পয়সা, বর্তমান মূল্য দুই টাকা।
১৫. মেট্রোনিডাজল ২০০এমজি/৫এমএল সাসপেনশন ৬০ এমএল বোতলের আগের মুল্য ২৬ টাকা, বর্তমান মূল্য ৩৫ টাকা।
১৬. মেট্রোনিডাজল ২০০এমজি/৫এমএল সাসপেনশন ১০০ এমএল বোতলের আগের মুল্য ৩৪ টাকা ৯২ পয়সা, বর্তমান মূল্য ৪৫ টাকা।
১৭. মেট্রোনিডাজল ৫০০এমজি/১০০ এমএল ইনফিউশন, ১০০ এমএল বোতলের আগের মুল্য ৭৪ টাকা ৩৫ পয়সা, বর্তমান মূল্য ৮৫ টাকা।
১৮. এমোক্সিসিলিন বিপি ১২৫ এমজি/১.২৫ এমএল সাসপেনশন ১৫ মিলি বোতলের আগের ২৬ টাকা ৩৪ পয়সা, বেড়ে হয়েছে ৩৫ টাকা।
১৯. এমোক্সিসিলিন বিপি ১২৫ এমজি/৫ এমএল সাসপেনশন ১০০ মিলি বোতলের আগের ৪১ টাকা ৪০ পয়সা, বেড়ে হয়েছে ৭০ টাকা।
২০. এমোক্সিসিলিন বিপি ২৫০ এমজি/৫ এমএল সাসপেনশন-ডিএস ১৫ মিলি বোতলের আগের ৬৭ টাকা ৯৪ পয়সা, বেড়ে হয়েছে ১০০ টাকা।
২১. এমোক্সিসিলিন বিপি ২৫০ এমজি ক্যাপসুল, আগের ৩টাকা ১৫ পয়সা, বেড়ে হয়েছে ৪ টাকা।
২২. এমোক্সিসিলিন বিপি ৫০০ এমজি ক্যাপসুল, আগের ৫ টাকা ৯০ পয়সা, বেড়ে হয়েছে ৭ টাকা ৫ পয়সা।
২৩. এমোক্সিসিলিন বিপি ৫০০ এমজি ইনজেকশন, আগের দাম ২৪ টাকা ১০ পয়সা, বেড়ে হয়েছে ৫৫ টাকা।
২৪. জাইলোমেট্রোজালিন এইচসিআই ০.০৫% নাসাল ড্রাপ ১৫ এমএল এর আগের দাম ৯ টাকা ৬০ পয়সা, বেড়ে হয়েছে ১৮ টাকা।
২৫. জাইলোমেট্রোজালিন এইচসিআই ০.১% নাসাল ড্রাপ ১৫ এমএল এর আগের দাম ১০ টাকা ৪ পয়সা, বেড়ে হয়েছে ২০ টাকা।
২৬. প্রোকলেপেরাজিন ৫এমজি ট্যাবলেট, আগের দাম ৪০ পয়সা, বেড়ে হয়েছে ৬৫ পয়সা।
২৭. প্রোকলেপেরাজিন ১২.৫ এমজি ইনজেকশন, আগের দাম ৪ টাকা ৩৬ পয়সা, বেড়ে হয়েছে ৯ টাকা।
২৮. ডায়াজেপাম ১০এমজি/২এমএল ইনজেকশন আগে ছিল ৩টাকা ২২ পয়সা, বেড়ে হয়েছে ৭টাকা।
২৯. মিথাইলডোপা ২৫০ এমজি ট্যাবলেটের আগের দাম এক টাকা ৫০ পয়সা, এটি ১৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৩টাকা ৪৮ পয়সা।
৩০. মিথাইলডোপা ৫০০ এমজি ট্যাবলেটের আগের দাম ছিল ৫ টাকা ১৩ পয়সা, এটি বেড়ে হয়েছে ৬ টাকা ৯ পয়সা।
৩১. ফ্রুসেমাইড ২০ এমজি/২এমএল ইনজেকশনের দাম আগে ছিল ৫ টাকা ৯৯ পয়সা, বেড়ে হয়েছে ৯ টাকা।
৩২. ফ্রুসেমাইড ৪০ এমজি ট্যাবলেট আগে ছিল ৫৬ পয়সা, বেড়ে হয়েছে এক টাকা।
৩৩. ফেনোবারাবিটাল ৩০ এমজি ট্যাবলেটের আগের দাম ছিল ৬৮ পয়সা, বেড়ে হয়েছে এক টাকা।
৩৪. ফেনোবারাবিটাল ৬০ এমজি ট্যাবলেটের আগের দাম ছিল এক টাকা, বেড়ে হয়েছে এক টাকা ৫০ পয়সা।
৩৫. ফেনোবারাবিটাল ৫০ এমএল এলিক্সির ২০এমজি৫ এমএল বোতলের আগের দাম ছিল ২১ টাকা ৭৮ পয়সা, বেড়ে হয়েছে ৪৩ টাকা।
৩৬. ফেনোবারাবিটাল ১০০ এমএল এলিক্সির ২০ এমজি/৫ এমএল বোতলের আগের দাম ছিল ৫০ টাকা, বেড়ে হয়েছে ৭০ টাকা।
৩৭. ওআরএস ৫০০ এমএল স্যাটেস এর আগের দাম ছিল ৪ টাকা ৩৫ পয়সা, বেড়ে হয়েছে ৬টাকা।
৩৮. ওআরএস ফ্রুটি ২৫০ এমএল স্যাটেস এর আগের দাম ছিল ৪ টাকা ৪০ পয়সা, বেড়ে হয়েছে ৬ টাকা।
৩৯. লিডোকেইন ১% ডব্লিউভি, ২০ এমজি/২এমএল ইনজেকশন এর আগের দাম ছিল ৩টাকা ৬ পয়সা, ৯৯ শতাংশ বেড়ে ওষধুটির দাম হয়েছে ৭ টাকা।
৪০. লিডোকেইন ১% ডব্লিউভি, ৫০ এমএল ইনজেকশন এর আগের দাম ছিল ২০ টাকা, বেড়ে ওষধুটির দাম হয়েছে ৩৫ টাকা।
৪১. লিডোকেইন ২% ডব্লিউভি, ৫০ এমএল ইনজেকশন এর আগের দাম ছিল ২৫ টাকা, বেড়ে ওষধুটির দাম হয়েছে ৪০ টাকা।
৪২. ফলিক এডিস ০.০৫ এমজি/১০০এমএল ওরাল সলিউশন (১০০ এমএল বোতল) এর দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
৪৩. ক্লোরফেনিরামিন ২এমজি/৫এমএল সিরাপ (৬০ এমএল বোতল) এর আগের দাম ছিল ১৩ টাকা, বেড়ে হয়েছে ২০ টাকা।
৪৪. বেনজাথিন বেনজিলপেনিসিলিন ১২ লাখ ইউনিট/ভায়ল ইনজেকশন এর আগের দাম ১৫ টাকা ৬০ পয়সা, প্রায় ৯৯ শতাংশা বেড়ে দাম হয়েছে ৩০ টাকা।
৪৫. এ্যসপিরিন ৭৫ এমজি ট্যাবলেটের আগের দাম ছিল ৫৫ পয়সা, বেড়ে হয়েছে ৮০ পয়সা।
৪৬. এ্যসপিরিন ৩০০ এমজি ট্যাবলেটের আগের দাম ছিল দেড় টাকা, বেড়ে হয়েছে ২টাকা।
৪৭. ফেনোক্সিমিথাইল পেনিসিলিন ২৫০ এমজি ট্যাবলেটের আগের দাম ছিল দুই টাকা, বেড়ে হয়েছে ২ টাকা ৮০ পয়সা।
৪৮. ফেনোক্সিমিথাইল পেনিসিলিন ৫০০ এমজি ট্যাবলেটের আগের দাম ছিল ৩ টাকা ৮৬ পয়সা, বেড়ে হয়েছে ৫ টাকা ৫০ পয়সা।
৪৯. ফেনোক্সিমিথাইল পেনিসিলিন ২৫০ এমজি/৫এমএল সিরাপ (৫০ এমএল বোতল) এর আগের দাম ছিল ২১ টাকা ৫০ পয়সা, বেড়ে হয়েছে ৩৫ টাকা।
৫০. প্রোমেথাজিন ৫এমজি/৫এমএল এলিক্সির (১০০ এমএল বোতল) আগের দাম ছিল ২১ টাকা ৩৫ পয়সা, বেড়ে হয়েছে ৩৫ পয়সা।
৫১. প্রোমেথাজিন ২৫এমজি/এমএল ইনজেকশনের আগের দাম ছিল ৩টাকা, বেড়ে হয়েছে ৭টাকা।
৫২. নরগেস্টেরেল ০.৩০ এমজি+ইথাইনিলিস্ট্রাডল ০.০৩এমজি ট্যাবলেটের দাম আগে ছিল একটা ৫০ পয়সা, বেড়ে হয়েছে দুই টাকা।
৫৩. ফেরোস ফেুমেরেট ৭৫ এমজি ট্যাবলেলেটর আগের দাম ছিল ৩৮ পয়সা, বেড়ে হয়েছে ৫০ পয়সা।

Collected from Medex

রসুনের উপকারিতা .. Garlic Benefits
16/09/2022

রসুনের উপকারিতা .. Garlic Benefits

11/09/2022
জরুরি হটলাইন..
21/08/2022

জরুরি হটলাইন..

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°🔴 CBC যে যে রোগে করা হয়ঃ"""''''''''""""""""""""""'"'...
19/08/2022

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴 CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""''''''''''''''''''''''''''''''''''''"
⏩ জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য অনেক সময় blood culture করতে হয়।
⏩ শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩ রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩ শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩ রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩ রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔵 Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''"""""""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"""""""""
👉 ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉 ডায়াবেটিস আছে কিনা
👉 প্রোটিন যায় কিনা
👉 রক্ত যায় কিনা
👉 কিডনীতে পাথর আছে কিনা

🔴 RBS-Random Blood Sugar:
'''’'''''''’''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।

🔵 Serum Creatinine:
’''’'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)

🔴 Lipid Profile:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।

🔵 Serum Bilirubin:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।

🔴 SGPT/SGOT:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।

🔵 Serum Electrolyte:
''''''''''''''’''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।

🔴 HBsAG:
'''''''''''''''''''''''''''''''''''''''
জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।

🔵 HBA1c:
''''''''''''''''''''''''''''''''''''''
ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।

🔵 LFT:
'''''''''''''''''''''''''''
লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।

🔴 TSH:
'''''''''''''''''''''''''''''
Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।

🔵 EcG:
''''''''''''''''''''''''''''
হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।

🔴 ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।

18/08/2022

Welcome to our
page.

Stay tuned for updates of our upcoming events & special offers!!

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Osudplus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Osudplus:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram