ক্যান্সার এটুজেড Cancer AtoZ

ক্যান্সার এটুজেড Cancer AtoZ Fight Together

21/11/2025

ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি মহিলা:পুরুষ=
১০০:১

21/11/2025

যাদের পারিবারিক ইতিহাস আছে ব্রেস্ট ক্যান্সার এর
তাহলে নিচের স্ক্রিনিংগুলো প্রয়োজন:
(According to NCCN guideline)

১. নিয়মিত ক্লিনিকাল চেকআপ
• প্রতি ৬–১২ মাসে একবার
• ব্রেস্ট বিশেষজ্ঞ/জেনেটিক কাউন্সেলরের সাথে পরামর্শ প্রয়োজন হতে পারে



২. বার্ষিক স্ক্রিনিং ম্যামোগ্রাম
• টোমোসিন্থেসিস (3D mammogram) সহ
• শুরু করতে হবে ৪০ বছর বয়সে

অথবা

• পরিবারের যিনি আগে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তার বয়সের ১০ বছর আগে, তবে ৩০ বছরের কম নয়।



৩. বার্ষিক ব্রেস্ট MRI (with & without contrast)
• শুরু করতে হবে ৪০ বছর বয়স থেকে,

অথবা

পরিবারের সবচেয়ে কম বয়সে আক্রান্ত ব্যক্তির বয়সের ১০ বছর আগে, তবে ২৫ বছরের কম নয়।





Sugar!!!! white poison
14/11/2025

Sugar!!!!
white poison

World Diabetes Day
14/11/2025

World Diabetes Day

Hopeful!
13/11/2025

Hopeful!

Oral cavity cancer awareness post!পান সুপারি খাবেন ,নাকি খাবেন নাসিদ্ধান্ত আপনার!Photo collected from Oral and Maxillofa...
03/10/2025

Oral cavity cancer awareness post!

পান সুপারি খাবেন ,নাকি খাবেন না
সিদ্ধান্ত আপনার!

Photo collected from Oral and Maxillofacial Surgery Department,NICRH.

Sugar 👉 a white poison!
03/10/2025

Sugar 👉 a white poison!

02/10/2025
01/10/2025

মা, বোন,খালা এর স্তন ক্যান্সার থাকলে জেনেটিক টেস্টিং(BRCA1&BRCA2) এর মাধ্যমে নিজের স্তন ক্যান্সার প্রতিরোধ করা যায়।

🌸নিজে নিজে স্তন পরীক্ষা 🌸💥কখন করবেন: মাসিক শেষের ৫–৭ দিন পরে। মাসিক নেই বা অনিয়মিত হলে প্রতি মাসে একই দিন (যেমন মাসের ১...
01/10/2025

🌸নিজে নিজে স্তন পরীক্ষা 🌸

💥কখন করবেন: মাসিক শেষের ৫–৭ দিন পরে। মাসিক নেই বা অনিয়মিত হলে প্রতি মাসে একই দিন (যেমন মাসের ১লা) নির্দিষ্ট করে করুন।💥

🔴ধাপ ১ — আয়নার সামনে লক্ষ্য করুন 👀

👉ঊভয় হাত নিচে রেখে আয়নায় দাঁড়ান — স্তনের আকৃতি, আকার, ত্বকের ভাঁজ/চামড়া ফোলা, লালচে বা দাগ আছে কিনা দেখুন।
🤏নিপল (areola)–এ কোনো ঢোকার লক্ষণ বা অসমতা আছে কিনা লক্ষ্য করুন।

🔴ধাপ ২ — শুয়ে পরীক্ষা করবেন (বিশেষভাবে গুরুত্বপূর্ণ) 🛏️

🍀এক হাত মাথার পিছনে, আরেক হাতের আঙ্গুলের পাল্প দিয়ে ( মাথা দিয়ে না) পুরো স্তন এবং বগল টা চক্রাকারে চেক করে দেখবেন কোন চাকা লাগে কিনা।

🔴ধাপ ৩ — গোসলের সময় 🚿
হাত ভেজা বা সাবানযুক্ত রেখে একই কৌশল (চক্রাকারে বা উপরে-নিচে) দিয়ে প্রতিটি স্তন ও বগল পরীক্ষা করুন।

🔴ধাপ ৪ — নিপল ও তরল পরীক্ষা 🩺
দুই হাতের মধ্যে নিপল নরমভাবে চেপে দেখুন কোন অস্বাভাবিক তরল বের হয় কিনা।

🔴ধাপ ৫ — কী দেখে সতর্ক হবেন (রেড ফ্ল্যাগ) 🚨

🔹স্তনের আকার/আকৃতিতে হঠাৎ পরিবর্তন
🔹ত্বকে ভাঁজ বা “অরেঞ্জ পিল”–জাতীয় ধরন (peau d’orange)
🔹নিপল ভিতর দিকে চেপে যাওয়া (retraction)
🔹অস্বাভাবিক নিপল থেকে রক্তমিশ্র বা দুধসদৃশ তরল বের হওয়া
🔹বগলে নতুন চাকা বা ফুলে যাওয়া

যদি উপরের যেকোনো লক্ষণ দেখেন — সার্জন বা ক্যান্সার সার্জনের সাথে যোগাযোগ করুন।




01/10/2025

মা, খালা, বোনের স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে দ্রুত নিজে সচেতন হোন এবং নিয়মিত স্ক্রিনিং করুন।

01/10/2025

মা, বোন, খালা এর স্তন ক্যান্সার থাকলে ঝুঁকি ১.৫ থেকে ৩ গুন বেড়ে যায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্যান্সার এটুজেড Cancer AtoZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category