Homeo Zone

Homeo Zone ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথির এক নির্ভরযোগ্য চিকিৎসালয়।
রাজবাড়ী সদর,রাজবাড়ী।

ডিএইচএমএস পরীক্ষা ২০২৫ এর পুনর্নিধারিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।ফলো → Homeo Zone
01/01/2026

ডিএইচএমএস পরীক্ষা ২০২৫ এর পুনর্নিধারিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
ফলো → Homeo Zone

✅লাইপোমার হোমিও ঔষধ :✅Lipoma হলো চর্বিযুক্ত টিউমার— ত্বকের নিচে থাকা নরম, মসৃণ, ধীরে বাড়ে এমন গাঁট বা চাকা, যা সাধারণত ন...
14/12/2025

✅লাইপোমার হোমিও ঔষধ :

✅Lipoma হলো চর্বিযুক্ত টিউমার— ত্বকের নিচে থাকা নরম, মসৃণ, ধীরে বাড়ে এমন গাঁট বা চাকা, যা সাধারণত নির্দোষ (benign) এবং ব্যথাহীন হয়।

♈*হোমিওপ্যাথিক ওষুধ:*

1. *Calcarea Fluor* – খুব শক্ত এবং ধীরে বাড়ে এমন টিউমার বা লাইপোমা।

2. *Thuja Occidentalis* – চর্বি জাতীয় টিউমার,নরম তুলতুলে টিউমার একাধিক হলে উপকারী।শরীরে যেখানে সেখানে আঁচিল থাকে। টিকা নেওয়ার পর যদি লাইপোমা দেখা দেয়।

3. *Baryta Carbonica* – মোটা, অলস লোকের, বুদ্ধির খর্বতা।মাথার চুল পড়ে যায়। শারীরিক এবং মানসিকভাবে বৃদ্ধি কম । খুব সহজে সর্দি কাশি লাগে।

4. *Sulphur* – চর্মরোগ ও টিউমার প্রবণতায় উপকারী।নোংরা প্রকৃতির। অতিরিক্ত পন্ডিত। সামনের দিকে ঝুকে হাঁটে।

5. *Belladonna* – যদি টিউমার ফোলা বা লাল হয়ে ব্যথা হয়।✅

★★এছাড়া লক্ষণ অনুসারে যে মেডিসিন আসবে সেই মেডিসিন এপ্লাই করতে হবে।

ডিএইচএমএস পরীক্ষা ২০২৫ এর পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।ফলো → Homeo Zone
26/11/2025

ডিএইচএমএস পরীক্ষা ২০২৫ এর পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
ফলো → Homeo Zone

ম!র্মান্তিক এক ঘটনা ঘটেছে মিশরে। মাত্র ১৩ বছর বয়সী এক কিশোর তিন প্যাকেট কাঁচা ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার পর মৃ!ত্যুবরণ করে...
24/11/2025

ম!র্মান্তিক এক ঘটনা ঘটেছে মিশরে। মাত্র ১৩ বছর বয়সী এক কিশোর তিন প্যাকেট কাঁচা ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার পর মৃ!ত্যুবরণ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাপক স্বাস্থ্যঝুঁ!কির আশঙ্কা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে, আর চিকিৎসকরা সতর্ক করে বলেছেন অতিরিক্ত পরিমাণে কাঁচা নুডলস খাওয়া হজমের জটিলতা তৈরি করে যা প্রাণঘা!তীও হতে পারে।ম!র্মান্তিক এক ঘটনা ঘটেছে মিশরে। মাত্র ১৩ বছর বয়সী এক কিশোর তিন প্যাকেট কাঁচা ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার পর মৃ!ত্যুবরণ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাপক স্বাস্থ্যঝুঁ!কির আশঙ্কা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে, আর চিকিৎসকরা সতর্ক করে বলেছেন অতিরিক্ত পরিমাণে কাঁচা নুডলস খাওয়া হজমের জটিলতা তৈরি করে যা প্রাণঘা!তীও হতে পারে।

যুক্তরাজ্যে এক ৩০ বছর বয়সী ব্যক্তি গাড়ি চালানোর সময় হাঁচি আটকাতে গিয়ে নিজের শ্বাসনালিতেই ছিদ্র করে ফেলেন!  ফিভারে ভোগার ...
17/11/2025

যুক্তরাজ্যে এক ৩০ বছর বয়সী ব্যক্তি গাড়ি চালানোর সময় হাঁচি আটকাতে গিয়ে নিজের শ্বাসনালিতেই ছিদ্র করে ফেলেন! ফিভারে ভোগার সময় তিনি হাঁচি আটকাতে একসাথে নাক চেপে ধরেন ও মুখ বন্ধ করেন। এরপর থেকেই গলা ব্যথা শুরু হয়।
চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান, তার গলায় অস্বাভাবিক "ক্র্যাক্লিং" শব্দ হচ্ছে। এক্স-রে ও সিটি স্ক্যানে ধরা পড়ে, গলার চামড়ার নিচে বাতাস আটকে আছে এবং তার শ্বাসনালিতে (ট্রাকিয়াতে) ২x২ মিমি আয়তনের একটি ছিদ্র হয়ে গেছে!
ভাগ্য ভালো, তার শ্বাস বা কথাবার্তায় সমস্যা ছিল না। চিকিৎসকরা পেইন কিলার ও হে ফিভারের ওষুধ দিয়ে দুই দিন হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করেন। কোনো সার্জারি ছাড়াই পাঁচ সপ্তাহের মধ্যে পুরোপুরি সেরে ওঠেন তিনি।
চিকিৎসকদের মতে, হাঁচি আটকে রাখার ফলে শরীরের ভেতরে অস্বাভাবিক চাপ তৈরি হয়, যা এমন ভয়াবহ জটিলতা ডেকে আনতে পারে। ইতিহাসে এই প্রথমবার কারও শ্বাসনালিতে এমনভাবে ছিদ্র হওয়ার ঘটনা প্রত্যক্ষ করলেন চিকিৎসকরা।
তাই মনে রাখবেন — একটি হাঁচি মুক্ত করাই হতে পারে জীবনের নিরাপদ সিদ্ধান্ত। হাঁচি চেপে নয়, হাঁচি ছাড়ুন নিরাপদে।

#হাঁচি_থামাবেন_না
- হোমিওপ্যাথি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান

_ন্যাট্রাম মিউর ব্যবহার করার আগে মাঝে মাঝে ইগ্নেশিয়া ব্যবহার করা হয়। _ ন্যাট্রাম মিউর মানসিক কষ্টের জন্য সবচেয়ে ভালো ...
06/11/2025

_ন্যাট্রাম মিউর ব্যবহার করার আগে মাঝে মাঝে ইগ্নেশিয়া ব্যবহার করা হয়।
_ ন্যাট্রাম মিউর মানসিক কষ্টের জন্য সবচেয়ে ভালো ঔষধ।
_ধাতুগত বৈশিষ্ট্য:- ঠোঁটের উপর মোঁচ দেখা দেয়, মুখমণ্ডল অত্যন্ত তেলতেলে, দেখতে ঘাড় সরু, লম্বা, চিকনা টাইপের।
_অপাত্রে প্রেম নিবেদন করে(যেমন বসের বউয়ের সাথে প্রেম)!
_তিতা এবং অত্যধিক লবণ পছন্দ করে(++++++)
_মরনিং এগ্ৰাভেশন(১১/১২টা) ++++++
_এবরশন টু ব্রেড(অর্থাৎ রুটি অপছন্দ)
_কনিস্টিপেশন(কোষ্ঠকাঠিন্য)
_এবরশন টু কোয়েশন( যৌনমিলনে অনিহা) ++++++
_ঠোঁটের মাঝ বরাবর ফাঁটা+++
_কাশিতে কাশিতে অসাড়ে প্রস্রাব(+++++++++++)
_ডিজায়ার ফর ফিস(মাছ পছন্দ)
_ডিজায়ার ফর সুইটস(++++)
_ফেয়ার অফ ঠান্ডা স্ট্রম(বিদ্যুৎ চমকালে ভয়) ++++++
_এবরশন টু কম্পানি(অনেক মানুষ কাছে থাকুক পছন্দ করে না, একা থাকতে পছন্দ)++++++++++++
_ঘাম হলে সকল কষ্ট রিলিফ হয়(++++++++++)
_ঘাম বেশি, পিপাসা বেশি(++++++++)
_রাগ বেশি
_ ডিজায়ার ফর বাথ(গোসল করতে ভালোবাসে)

বিঃদ্রঃ- যেগুলো স্টার বেশি দেওয়া সেগুলো গুরুত্বপূর্ণ সিমটম।

হোমিওপ্যাথি ও এলোপ্যাথি অর্থ কী?......('আপনি কেন হোমিওপ্যাথিক ঔষধ খাবেন ' নামক আমার লেখা বইয়ের অংশবিশেষ) ★হোমিওপ্যাথি- '...
03/11/2025

হোমিওপ্যাথি ও এলোপ্যাথি অর্থ কী?......
('আপনি কেন হোমিওপ্যাথিক ঔষধ খাবেন ' নামক আমার লেখা বইয়ের অংশবিশেষ)
★হোমিওপ্যাথি- 'হোমিও' অর্থ 'সদৃশ'। 'প্যাথি' অর্থ দুর্ভোগ বা ভোগান্তি।' দুইয়ে মিলে হোমিওপ্যাথি।
★এ্যালোপ্যাথি- ‘অ্যালো’ অর্থ অন্য। ‘প্যাথি’ কথাটা এসেছে ভোগান্তি (Suffering) বা রোগ অর্থে। দুইয়ে মিলে এলোপ্যাথি।

হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে 'রোগীর চিকিৎসা করা।' হোমিওপ্যাথিতে রোগের নামে চিকিৎসা করা যায় না। Homoeopathy treat the patient not the disease, not the name of the disease. এ্যালোপ্যাথিক চিকিৎসা হচ্ছে 'রোগের চিকিৎসা করা বা রোগের নামে চিকিৎসা করা।' Aloepathy treat the disease, treat the name of the disease, not the patient.

এ্যালোপ্যাথির নামকরণ করেছিলেন জার্মানির এমডি ডিগ্রীধারী এ্যালোপ্যাথী চিকিৎসক যিনি পরবর্তীতে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আবিস্কার করেছিলেন। তিনিই হোমিওপ্যাথির জনক ডক্টর শ্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান!

হোমিওপ্যাথিক ঔষধ সাধারণত প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন যৌগ থেকে ডাইলুশন করে পটেনটাইজড পদ্ধতিতে তৈরি ঔষধসমূহ। এতে সাধারণত রোগের লক্ষণ থেকে রোগ নির্নয় করা হয় এবং সেই স্বরূপ চিকিৎসা করা হয়।

অ্যালোপ্যাথি হল - প্রাথমিকভাবে লক্ষন বুঝে চিকিৎসা ছাড়াও, রোগের বিস্তারিত Diagnosis এর জন্য বিভিন্ন পরীক্ষা করা (Blood Test, USG, CT Scan, Imaging etc.) এবং কোন রোগ শল্যচিকিৎসা বা সার্জারী দ্বারা নির্মূল করা গেলে তা শল্যচিকিৎসা বা সার্জারী করা হয়। আর সার্জারিযোগ্য আঁচিল টিউমার হোমিও ঔষধে ভালো হয়ে যায়

হোমিওপ্যাথিতে একই রোগে আক্রান্ত সকলকে একই ঔষধ দেয়া হয় না, দেওয়া যায় না, আলাদা আলাদা ঔষধ দেয়া হয়। যেমন শ্বাসকষ্টের জন্য হোমিওপ্যাথি কোন ঔষধ ভালো? শ্বাসকষ্টের জন্য প্রচুর হোমিও ঔষধ আছে। হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করা হয় ব্যক্তি স্বতন্ত্রতার উপর। মানে ১০ জন ব্যক্তির যদি শ্বাসকষ্ট হয় তবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঔষধ নির্বাচন হয়ে থাকে।

কোন চিকিৎসা পদ্ধতি ভালো, অ্যালোপ্যাথি নাকি হোমিওপ্যাথি? অ্যালোপ্যাথি হলো বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি এবং এটি বৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি।
হোমিওপ্যাথি হলো একটি ঔষধ প্রয়োগ পদ্ধতি যা 'লাইক নিরাময় মত' নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। হোমিওপ্যাথিক চিকিৎসা Magnetic theory এর সাথে মিলে। Magnetic Theory হলো 'Similar repels, dissimilar attracts.' হোমিওপ্যাথিক চিকিৎসায় Similar Symptoms repels by applying a similar symptom remedy.

দুই ধরনের চিকিৎসা নিজের নিজের ফিল্ডে ভালো। কিন্তু কোন চিকিৎসা আপনার জন্য ভালো সেটা আপনাকে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। যদি কেউ চায় তার রোগ বিনা অপারেশনে, বিনা কষ্টে, নিরুপদ্রবে ভালো হউক তবে তিনি যেন হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহন করেন।

অ্যালোপ্যাথি, যা প্রচলিত ঔষধ হিসাবেও পরিচিত, বৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করে। অ্যালোপ্যাথিক ঔষধগুলি রোগের অন্তর্নিহিত কারণগুলিকে মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে। যাইহোক, অ্যালোপ্যাথিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে, বিশেষ করে যখন দীর্ঘমেয়াদী বা উচ্চমাত্রায় ঔষধ দেওয়া হয়। কিন্তু হোমিওপ্যাথিক ঔষধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে ভুল প্রয়োগ বা নির্ধারিত মাত্রার অতিরিক্ত প্রয়োগ করা হলে ঔষধজ বৃদ্ধি ঘটে।

হোমিওপ্যাথি হলো একটি পরিপূরক এবং বিকল্প ঔষধ পদ্ধতি যা 'লাইক কিউর লাইক' নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

কয়েক ঘন্টা ব্যাবধানে বা পাশাপাশি অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি ঔষধ সেবন করলে উভয় ঔষধ কি কাজ করবে? উত্তর হলো -- কাজ করবে। ৩৫ বছরের চিকিৎসা অভিজ্ঞতায় দেখেছি কাজ করে লোন সমস্যা হয় না।

প্রতিটি হোমিওপ্যাথিক ঔষধ দেহ ও মনের ওপর কাজ করে কিন্তু অ্যালোপ্যাথী ঔষধ কেবল দেহের ওপর কাজ করে।

✍️ Dr-Ahmed Moqbul.

For those who say Homeopathy doesn't work.Tuberculinum Bovinum 1M.Eruptions all over the body, especially on the back.Al...
02/11/2025

For those who say Homeopathy doesn't work.
Tuberculinum Bovinum 1M.
Eruptions all over the body, especially on the back.
Allergic constitution.
Tendency to catch cold easily. Sneezing, HIT
Emaciation despite normal appetite.
Irritable children.

23/10/2025

সিন্থেসিস সফটওয়্যার ব্যবহারের নিয়ম।
আলোচক: ডা. নাসির উদ্দীন
চেয়ারম্যান, হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট।

রোগের নয়, রোগীর চিকিৎসা করুন! কেন..??? একটি যুবতী মেয়ের সারা মুখে ব্রনের তীব্র আক্রমন। ব্রন দেখা দেয়, পাকে, পুঁজ হয়,...
05/10/2025

রোগের নয়, রোগীর চিকিৎসা করুন! কেন..???

একটি যুবতী মেয়ের সারা মুখে ব্রনের তীব্র আক্রমন। ব্রন দেখা দেয়, পাকে, পুঁজ হয়, ব্যথা করে, খুব চুলকায়। দীর্ঘ দিনের সমস্যা। বুঝতেই পারছেন, গালের কি অবস্থা।
একেতো মেয়ে মানুষ, তা-ও আবার শিক্ষিত সৌখিন। এই অশান্তি থেকে বাঁচতে চেষ্টা কি আর কম করেছেন! বড় বড় হাসপাতাল, ডাক্তার সব দেখানো হয়ে গেছে। শেষে হোমিওপ্যাথিক ডাক্তার‌ও দেখিয়েছেন, ব্রনের চিকিৎসায় সাধারণত যেসব হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহৃত হয়, সেগুলো খেয়েছেন‌ও। কিন্তু ফলাফল হল সামান্য কিছুটা কমে, আবার যেই-সেই!

কেন এমন হলো? এর মূল কারণ হলো, সবাই রোগের চিকিৎসা করেছেন, রোগীর চিকিৎসা কেউ করেন নাই। সবাই ব্রন নিয়ে চিন্তা করেছেন, কীভাবে এগুলোকে গাল থেকে সরানো যায়, কীভাবে এগুলোকে দূর করা যায়। কেউ চিন্তা করে নাই, যে মানুষটি ব্রনে আক্রান্ত, তার কী খবর। সে কেমন আছে ? সে যদি সুস্থ হয় তাহলেই কেবল তার সমস্যার স্থায়ী সমাধান হবে।

তার ব্রনের কথা শুনার পর আমি তার খবর জানতে চাইলাম। আসুন আমরা তার মুখ থেকেই শুনি, সে কেমন আছে -
স্যার, আমার গরম সহ্য হয় না। রোদে আমার খুব কষ্ট হয়। আমি রোদে যেতে পারি না। আমার হাতের ও পায়ের তালু সারাক্ষণ জ্বলে। আর আমার সারা শরীর সবসময় খুব গরম থাকে। কেউ স্পর্শ করলে চমকে উঠে- জিজ্ঞেস করে আমার জ্বর নাকি। আবার রাতে রাতে আমার জ্বর আসে। আমার শরীরে এলার্জি খুব বেশি। মাথার চুল মনে হয় সব পড়ে গেছে। মেজাজ খুব কড়া, অল্পতেই রেগে যাই।

এইবার বলেন, ব্রন রোগের চিকিৎসা করবেন, নাকি ব্রনে আক্রান্ত এই সালফার রোগীর চিকিৎসা করবেন ? বাস্তব কথা হলো, যতদিন পর্যন্ত সূক্ষমাত্রায় শক্তিকৃত সালফার প্রয়োগ করা না হবে, ততদিন পর্যন্ত সে সুস্থ হবেনা, তাঁর ব্রন‌ও স্থায়ীভাবে দূর হবে না।
- হোমিওপ্যাথি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান

🎍"ছন্দে ছন্দে ৩০টি হোমিও ঔষধ।🎶ভয় পেলে আঁতকে ওঠে Aconite ভাই,তাড়াহুড়ো ভ্রমণের আগে ArgNitricum তাই।উদ্বেগে ভরপুর থাকে Arse...
02/10/2025

🎍"ছন্দে ছন্দে ৩০টি হোমিও ঔষধ।🎶

ভয় পেলে আঁতকে ওঠে Aconite ভাই,
তাড়াহুড়ো ভ্রমণের আগে ArgNitricum তাই।

উদ্বেগে ভরপুর থাকে ArsenicAlbum,
দুঃখে আত্মহানির চিন্তা করে Aurum।

হঠাৎ রাগে লাল চোখ Belladonna যায়,
চুপ থাকতে ভালোবাসে Bryonia দায়।

ভবিষ্যতের চিন্তায় কাঁপে CalcareaCarb,
ন্যায়বোধে আবেগী Causticum ভার।

খিটখিটে কাঁদো কাঁদো Chamomilla রে,
পরীক্ষার ভয়ে কাঁপে Gelsemium যে।

শোক চাপা কষ্টে কাঁদে Ignatia মন,
পড়াশোনায় ক্লান্ত হয় KaliPhos জন।

ঈর্ষা-সন্দেহে বাচাল Lachesis রে,
ঘরে সাহসী, বাইরে ভীরু Lycopodium কে।

পুরোনো দুঃখ চাপা থাকে NatrumMur
খিটখিটে জেদি মন NuxVomica ঘরে।

বন্ধুবৎসল ভীতু মনের Phosphorus প্রাণ,
অহংকারে ভরা থাকে Platina মহান।

লাজুক কাঁদো কাঁদো Pulsatilla মেয়ে,
উদাসীন সংসারে Sepia দেয় ঠাঁই।

দ্বৈত মানসিকতা, রাগী Anacardium,
খিটখিটে ঈর্ষাপরায়ণ ApisMellcium।

অপরিণত লাজুক বালক BarytaCarb ভাই,
একাকী বিষণ্ণ থাকে Conium তাই।

প্রতিহিংসায় ভরা রাগী HeparSulph মন,
সন্দেহ উন্মাদ হাসি Hyoscyamus জন।

অস্থির কাজ ছাড়া থাকতে পারে না Iodium,
দ্বিধা-দ্বন্দ্ব ভয়ে ভরা MercSoltium।

খুঁতখুঁতে শত্রু ধরে NitricAcid রয়,
আনন্দময় দুঃখহীন O***m কয়।

30/09/2025

হোমিওপ্যাথিক ডক্টরস' পয়েন্ট আয়োজিত সকালের ক্লাস৷
সময় : প্রতিদিন সকাল ৬.৩০- ৭.৩০ ( শুক্রবার ব্যতিত)
আলোচক : ডা. নাসির উদ্দীন।
আলোচ্য বিষয় : Group Study On The Homeopathic Repertory Of The Materia Medica (Part-6)
প্রতিদিনের জয়েন লিংক : https://meet.google.com/qfu-tsit-jfq

Address

Dhaka

Telephone

+8801872127128

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeo Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Homeo Zone:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram