HCureKits

HCureKits The Hcurekits online beauty discovery platform connects you to the top beauty brands that are creating new products, innovations, and launches today.

From moisturizers to cleansers, anti-aging treatments to sunscreens, there's something for everyone.

13/11/2021

শীতে ত্বক ফাটা নিয়ে ভাবছেন? শীতে স্ক্রিনের পারফেক্ট সবাধান অ্যালোভেরার মশ্চারাইজিং ক্রিম, সাথে থাকছে ৩০ দিনের আনকন্ডিশনাল মানিব্যাক গ্যারান্টি।

Aloe Moisturizing Lotion
Manufactured in USA.

এটি বাজারের একমাত্র লোশন যা খুব চমৎকার ভাবে ত্বক শোষণ করে। সঙ্গত কারণে মেকআপ করার জন্য ফাউন্ডেশন হিসাবে ব্যবহার করা যায়।

উপকারিতাঃ-
1/ ত্বককে মসৃণ করার প্রাকৃতিক নির্যাস সমৃদ্ধ,
2/ স্ট্রেচ মার্কস সারাতে কার্যকর,
3/ ত্বকের হারানো ময়েশ্চারাইজার ফিরিয়ে আনে,
4/মুখ, হাত ও শরীরকে ময়েশ্চারাইজ করে,
5/ কলাজেন ও ইলাস্টিন বিদ্যমান থাকায় আপনার ত্বককে রাখে মসৃণ, নরম কোমল।
6/ ময়েশ্চারাইজার ক্রিম ব্যাবহারের পর মেকাপ প্রসাধনী ব্যবহার করতে পারেন,
7/ মুখমন্ডল ও শরীরকে আর্দ্র রাখার জন্য প্রয়োজন
8/ ড্রাই স্কিনকে সুস্থ এবং প্রানবন্ত করে তোলে9/
9/ এটি আ্যলো ভেরা, জোজোবা অয়েল, কোলাজেন, ঈলাস্টিন, ভিটামিন-ই সমৃদ্ধ...

Ingredients :

Alkyl Benzoate- উউদ্ভিজ্জ তেল।
Stearic Asid-জোজেবা তেল,সিরামাইড,স্কোলেইন অন্তর্ভুক্ত।
Glyceryl Stearate- ত্বকের কন্ডিশনার এজেন্ট হিসেবে কাজ করে।
Hydrogenated Polysibutene- সিনথেটিক তরল যা খনিজ এবং সিলিকন তেল-গুলি ফর্মুলেশনে প্রতিস্থাপন করতে ব্যবহৃত হয়।
Methyl Gluceth20- ইমোলিটিনেট এবং হিউমেযাকট্যান্ট যা গ্লুকোজ।
Sorbitol- হাইড্রেটিং এবং ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে।
Prunus Armenica (Apricot)kernel Oil- কন্ডিশনিং ও সান্দ্রতা বৃদ্ধিকারী এজেন্ট হিসেবে কাজ করে।
Cetyle Alcohol- ত্বক ও চুলকে নরম করতে এবং নিরাময় এর জন্য কার্যকর।
Soluble Collagen- ত্বককে মসৃণ,নঅরম,সাস্থ্যকর জমিন আনতে সহায়তা করে।
Hydrolyzed Elastin-এটি প্রাকৃতিক প্রোটিন।
Simmondsia Chinensis (Jojoba) Seed Oil- এটি ভিটামিন ই,জিংক,আয়োডিন এবং অন্যান্য পুষ্টিকর অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ও এটি হিউম্যাক্ট্যান্টের মতো কাজ করে।
Tocopherol- এটি অ্যান্টিঅক্সিডেন্ট সুপার হিরো হিসেবে পরিচিত।
Sodium Hyaluronate- ত্বকের আদ্রতা ফিরিয়ে আনতে এবং রিংকেল সরাতে সাহায্য করে।
Sodium PCA- ক্ষতিগ্রস্ত চুলের গঠনকে উন্নত করে।

ব্যবহার বিধিঃ
ত্বক পরিষ্কার করে হাত, মুখমন্ডল ও শরীরে লোশন মিলিয়ে যাওয়া পর্যন্ত আলতো ভাবে ম্যাসেজ করুন। মেকআপ করার পূর্বে ফাউন্ডেশন হিসেবে ব্যবহারের জন্য ত্বকের উপর পাতলা আবরণ তৈরি করে।

[Home Delivery available ]

Aloe Moisturizing Lotion is emollient and hydrating to the skin. Collagen and Elastin ensure skin’s smooth, supple feel ...
12/11/2021

Aloe Moisturizing Lotion is emollient and hydrating to the skin.

Collagen and Elastin ensure skin’s smooth, supple feel with a natural pH balance.

It is ideal for replenishing lost moisture and restoring skin’s soft, silky feel. Use after every shower, after every effort at handwashing, and after rubbing sponges across rough-textured skins.

Aloe Moisturizing Lotion is excellent for the face, hands and body, helping counteract the effects of pollution and the environment.

Once the lotion has been smoothed on and absorbed into the skin, makeup can apply as usual.

Moisturizer for face and body
Excellent for hands
Does not contain Lanolin
Rich in texture

অ্যালো ভেরা এবং জোজবা অয়েল এর সমন্বয়ে তৈরী ক্ষুদ্র ক্ষুদ্র দানা এর মিশ্রণ, ত্বকে প্রতিদিন ব্যবহারে মৃতকোষ সরিয়ে ত্বককে ক...
12/10/2021

অ্যালো ভেরা এবং জোজবা অয়েল এর সমন্বয়ে তৈরী ক্ষুদ্র ক্ষুদ্র দানা এর মিশ্রণ, ত্বকে প্রতিদিন ব্যবহারে মৃতকোষ সরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করে। লোমকূপ খুলে যাওয়া ও পরিষ্কারের মাধ্যমে ত্বকের নিজস্ব পুনর্গঠন প্রক্রিয়া সচল রাখে এবং ত্বক হয় দীপ্তিময় ও সুন্দর।

বিশেষ উপকারিতাঃ
১/ব্লাক হেড দূর করতে সাহায্য করে।
২/ত্বককে ময়েশ্চারাইজিং এর জন্য তৈরী করে।
৩/ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে মসৃণ করে।
৪/ত্বকের নিজস্ব পূর্ণ গঠন প্রক্রিয়াকে সচল করে।
৫/লোমকূপের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে।
৬/ক্ষতিগ্রস্থ ও শুষ্ক ত্বকের জন্য বিশেষ উপযোগী।
৭/যন্ত্রণা ছাড়া মসৃণ ও কোমল অনুভুতিরে মুখমন্ডল পরিষ্কারের প্রাকৃতিক নির্যাস।

এই কার্যকরী ত্বক পরিষ্কার করার দ্রব্য প্রতিদিন ব্যবহারে ত্বকের গভীর থেকে ময়লা দূর করে এবং ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে মসৃণ করে। অ্যালোভেরা জেল এবং জোজবা তৈল এই দুটি প্রাকৃতিক উপাদানের সমস্বয় ত্বককে পরিষ্কার করার মাধ্যমে ত্বকের নিজস্ব পূর্ণ গঠন প্রক্রিয়াকে সচল করে। Synthetic Cleansers ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্থ ও শুস্ক ত্বকের জন্য চমৎকার ভাবে উপকারী।

Aichun Beauty Beard Growth Oil New, beard repair growth solution. Prevents itching and flaking due to new hair growth. W...
27/09/2021

Aichun Beauty Beard Growth Oil

New, beard repair growth solution. Prevents itching and flaking due to new hair growth. Working as a softener and conditioner at the same time, this great beard oil offers deep moisturizing, curing your brittle, weak and scratchy beard. This oil is enriched with multiple natural nourishing ingredients that infiltrate into the hair follicle roots, repair and activate the dormant hair follicles, increase nutrient absorption and accelerate hair growth.

Product details of Beard Growth Oil - 30ml
Product type: Beard Oil
Capacity: 30ml
* Variety of nutrients absorbed by cells
* Repair and activates the dormant hair follicles
* Increase nutrient absorption and accelerate hair growth
* Enriched with multiple natural nourishing ingredients

Available in Bangladesh.ফরএভার সুপার গ্রীন্স ২০ টি ফল ও সবজির সমন্বয়ে তৈরি। যথা- আপেল, টমেটো, ডালিম, আঙ্গুর, স্ট্রবেরী, ...
12/09/2021

Available in Bangladesh.
ফরএভার সুপার গ্রীন্স ২০ টি ফল ও সবজির সমন্বয়ে তৈরি। যথা- আপেল, টমেটো, ডালিম, আঙ্গুর, স্ট্রবেরী, ক্র্যানবেরী, ব্লুবেরী, মিষ্টি কুমড়া, ব্রকোলি, বাধাকপি, পাতাকপি, অ্যাচাই, ম্যাঙ্গুস্টিন, বীটরোট, সুগারবীটস, গাজর, পেঁয়াজ, পালংশাক, লাল মরিচ, গজী, এবং বার্লি ঘাস।

ফরএভার সুপার গ্রীন্স সুগার সুগার ফ্রী এবং গ্লুটন ফ্রী।
খাবারের পর এক প্যাকেট সুপার গ্রীন্স আপনার দেহে দিবে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস। যা আপনার অঙ্গ -প্রত্যঙ্গকে পরিচালনা করতে সাহায্য করবে।

● এনার্জি বুস্ট করে।
● ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
● রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
● সুস্থ পরিপাকতন্ত্র বজায় রাখতে সাহায্য করেছে
● কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
● মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।
● শরীরের বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে।
● ইনসুলিন উৎপাদনে সহায়তা করে।
● মাংসপেশি উন্নত রাখে।
● হাড় ও দাঁত মজবুত করে।
● নার্ভাস সিস্টেমকে উন্নত করে।
● ব্রেইনের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
● শরীরের কোষ ভাল রাখে।
● ত্বক ভালো রাখতে সাহায্য করে।

ব্যবহার বিধিঃ প্রতিদিন সকালে খাবার পর এক প্যাকেট ২৪০ মিঃ লিঃ পানিতে মিশিয়ে পান করতে হয়।

মূল উপকরণঃ
পালং শাক
ব্রকলি
বার্লি ঘাসের গুঁড়া

বিঃদ্রঃ আমাদের প্রিপেইড কাস্টমার প্ল্যান এর আওতাভুক্ত সকল কাস্টমারদের ফ্রী হোম ডেলিভারি সার্ভিস ও ৩০ দিন এর প্রোডাক্ট রিটার্ন গ্যারান্টি।

*** আপনার প্রিপেইড কাস্টমার একাউন্ট থেকে সর্বচ্চ ২৪,৫০০/- টাকা পরিমান অর্ডার সম্পন্ন করলে, পরবর্তি যেকোন প্রডাক্ট অর্ডার এ ৩৫% ডিস্কাউন্ট ও আমাদের FBO Agent Member plan এ অংশগ্রহন করতে পারবেন।***

সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে, কল করুনঃ ০১৮৫৬৩২৭৭৬২
ই-মেইলঃ support@hcurekits.com

Know More About : https://amzn.to/3E9aWnl

Aloe Heat Lotion কর্মব্যস্ত সারাদিনের ক্লান্তি যন্ত্রণা ও মাংস পেশীর ব্যথাসহ যে কোনো ব্যথার জন্য নিমিষে সারিয়ে আপনি অ্য...
11/09/2021

Aloe Heat Lotion

কর্মব্যস্ত সারাদিনের ক্লান্তি যন্ত্রণা ও মাংস পেশীর ব্যথাসহ যে কোনো ব্যথার জন্য নিমিষে সারিয়ে আপনি অ্যালো হিট লোশনের উপর নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন।

অ্যালো ভেরা সমৃদ্ধ PH-balanced সমৃদ্ধ চমৎকার এই emollient (ত্বক কোমল করে এমন পদার্থ) লোশন ত্বকের গভীরে ঢুকে পেশী, জয়েন্ট, মাথা, পিট ও কোমরের ব্যথায় মালিশ হিসেবে ব্যবহারের তাৎক্ষণিক আরাম দেয়।

অ্যালো ভেরা ত্বকের গভীরে প্রবেশ করে খেলাধুলা ও কঠিন পরিশ্রমের পর আপনার পেশী সমূহে আরাম দিতে পারে।

এক নজরে উপকারিতা:

★ খেলোয়াড়দের খেলাধুলা জনিত আঘাত দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে
★ Rich, emollient formula
★ মালিশের জন্য চমৎকার
★ ব্যথা পেশী প্রশমিত করতে সাহায্য করে
★ ত্বকে পুষ্টি জোগায়
★ মেন্থল এবং ইউক্যালিপটাস সুবাস
★ নিরামিষ বান্ধব
★ ভেগান ফ্রেন্ডলি
★ আঠামুক্ত

পরিমাণ : 4fl. Oz. (১১৮ মি.লি.)

উপকরনঃ

অ্যালো বার্বাডেনসিস পাতার রস (স্থিতিশীল* অ্যালোভেরা জেল), জল (অ্যাকোয়া), মিথাইল স্যালিসাইলেট, প্রোপেনডিওল, গ্লিসারাইল স্টিয়ারেট, সিটিল অ্যালকোহল, আর্জিনিন, গ্লিসারিল ওলিয়েট সাইট্রেট, মেনথল, ক্যাপ্রিলিক/ক্যাপ্রিক ট্রাইগ্লিসারাইড, ইউক্যালিপটাস অ্যারুক্যালাস অ্যালুকুলাস গ্লুকুলাস ) কার্নেল তেল, সিসামাম ইন্ডিকাম (তিল) বীজের তেল, সিটিল ইথিলহেক্সোনেট, কার্বোমার, অ্যালান্টোইন, অ্যাসকরবিক এসিড, ইথাইলহেক্সিলগ্লিসারিন, হেক্সিলিন গ্লাইকোল, ফেনোক্সাইথানল, ক্যাপ্রিলাইল গ্লাইকোল

ব্যবহারবিধি : প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। চোখের সংস্পর্শ থেকে দূরে রাখুন। যদি অসাবধানতা বশতঃ চোখে লেগে যায় তবে বারবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বিঃদ্রঃ আমাদের প্রিপেইড কাস্টমার প্ল্যান এর আওতাভুক্ত সকল কাস্টমারদের ফ্রী হোম ডেলিভারি সার্ভিস ও ৩০ দিন এর প্রোডাক্ট রিটার্ন গ্যারান্টি।

*** আপনার প্রিপেইড কাস্টমার একাউন্ট থেকে সর্বচ্চ ২৪,৫০০/- টাকা পরিমান অর্ডার সম্পন্ন করলে, পরবর্তি যেকোন প্রডাক্ট অর্ডার এ ৩৫% ডিস্কাউন্ট ও আমাদের FBO Agent Member plan এ অংশগ্রহন করতে পারবেন।***

সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে, কল করুনঃ ০১৮৫৬৩২৭৭৬২
ই-মেইলঃ support@hcurekits.com

Amazon Top Reviews : https://amzn.to/38WHrqo

Forever Aloe Ever Shield Deodorant Stick.সারাদিন তাজা অনুভূতি বজায় রাখুন, এমনকি যখন তাপমাত্রা বৃদ্ধি পায় এবং কাজের চাপ...
11/09/2021

Forever Aloe Ever Shield Deodorant Stick.

সারাদিন তাজা অনুভূতি বজায় রাখুন, এমনকি যখন তাপমাত্রা বৃদ্ধি পায় এবং কাজের চাপ থাকে। অ্যালো এভার-শিল্ড ব্যবহারে আত্মবিশ্বাসের সাথে দিনটি মোকাবেলা করুন আপনাকে সতেজ ও পরিষ্কার রাখার জন্য।

গরমে শরীরের ঘামের দূর্গন্ধ থেকে আপনাকে দিবে শুরুতে সুরক্ষিত আত্মবিশ্বাসের সতেজ অনুভূতি।উত্তপ্ত আবহাওয়ায় ফুরফুরে অনুভূতির প্রতিশ্রুতি অ্যালো এভার শীল্ড ষ্টীক।

সুস্থিত অ্যালো ভেরা এর মূল উপাদান এতে আন্ডার ঘাম কমানো বা শূণ্য করার জন্য ব্যবহৃত ক্ষতিকর উপাদান এবং নেই।

কিন্তু বাজারে প্রাপ্ত অধিকাংশ ডিওডোরেন্টে এই ক্ষতিকর উপাদান পাওয়া যায়।

উপকারিতা :

১. এলুমিনিয়াম সল্ট নেই।
২. ত্বকের মসৃণতা বাড়ায়।
৩. Alcohol নেই।
৪. পা ফাটা রোধ করে।
৫. স্কিন এলার্জিতে অত্যন্ত কার্যকর।
৬. ব্যবহারে কাপরে দাগ লাগে না।
৭. বগলে বডি স্প্রে এর বিকল্পে ব্যবহার করা যায়।
৮. মহিলাদের মাতৃত্ব জনিত দাগ দূর করে।
৯. ত্বকের ক্ষত ও জ্বালা পোড়া প্রশমন করে।
১০.মোটা মানুষের গায়ের ফাটা দাগ দূর করে।
১১.পায়ে ব্যবহারে মোজার গন্ধ দূর করে এবং পা ঘামে না।
১২. আন্ডার আর্মের গন্ধের বিরুদ্ধে আপনাকে দেয় সুরক্ষা।
১৩.ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কার্যকর যেহেতু এতে মেথিলেটেড স্পিরিট নেই।

৬ মাস ১টি ডিওডোরেন্ট স্টিক ব্যবহার করতে পারবেন।

উপকরণ তালিকা

প্রোপিলিন গ্লাইকোল, পানি (অ্যাকোয়া), সোডিয়াম স্টিয়ারেট, অ্যালো বার্বাডেনসিস পাতার রস (স্থিতিশীল অ্যালোভেরা জেল), সুগন্ধি (পারফাম), ট্রাইক্লোসান।

প্যাকেজ মাত্রাঃ 5.28 x 2.2 x 1.18 ইঞ্চি; 4.16 আউন্স
আইটেম ওজনঃ 4.2 আউন্স

বিঃদ্রঃ আমাদের প্রিপেইড কাস্টমার প্ল্যান এর আওতাভুক্ত সকল কাস্টমারদের ফ্রী হোম ডেলিভারি সার্ভিস ও ৩০ দিন এর প্রোডাক্ট রিটার্ন গ্যারান্টি।

*** আপনার প্রিপেইড কাস্টমার একাউন্ট থেকে সর্বচ্চ ২৪,৫০০/- টাকা পরিমান অর্ডার সম্পন্ন করলে, পরবর্তি যেকোন প্রডাক্ট অর্ডার এ ৩৫% ডিস্কাউন্ট ও আমাদের FBO Agent Member plan এ অংশগ্রহন করতে পারবেন।***

সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে, কল করুনঃ ০১৮৫৬৩২৭৭৬২
ই-মেইলঃ support@hcurekits.com

Amazon Top Reviews: https://www.amazon.com/Forever-Living-Shield-Deodorant-Stain/dp/B00D36WSOE

Forever ARGI+ প্রোডাক্টি আমারা ফ্রী হোম ডেলিভারি দিচ্ছি।(30 days satisfaction guranty)Call For Order: ০১৮৫৬৩২৭৭৬২Chat: h...
11/09/2021

Forever ARGI+ প্রোডাক্টি আমারা ফ্রী হোম ডেলিভারি দিচ্ছি।
(30 days satisfaction guranty)

Call For Order: ০১৮৫৬৩২৭৭৬২

Chat: https://wa.me/message/477UZZ2FU2X6J1

✌✌ 🍓ফরএভার আরজি প্লাস (Argi Plus) : বিভিন্ন জাতীয় বেরীফল - ব্লাকবেরি, ব্লুবেরি, এল্ডার বেরি, রাস্পবেরি, ডালিম, বিভিন্ন ধরনের আঙ্গুর, ডালিম ও চেরি ফল দিয়ে তৈরি, এবং এর সাথে আছে L-Arginine এর সমস্ত শক্তি। L-Arginine হচ্ছে একটি অ্যামিনো এসিড যেটি এতটাই শক্তিশালী যে বিজ্ঞানীরা এটাকে " অলৌকিক অনূ(Miracle Molecule) হিসেবে আখ্যায়িত করেছেন।

এর বিশেষ গুনের কারনে আমাদের শরীর L-Arginine কে Nitric Oxide এ রুপান্তর করে রক্তনালি কে প্রশস্ত ও খুলে দেওয়ার মাধ্যমে বাধাগ্রস্ত রক্ত চলাচল সুগম করে। এতে আছে আছেঃ- ভিটামিন সি, ভিটামিন ডি ৩, ভিটামিন বি-৬, বি-১২, ভিটামিন কে ২, ফলিক এসিড।

এক নজরে প্রধান উপকারীতাঃ

💎 কোলেস্টেরল কমায়।
💎 স্বাভাবিকভাবে হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
💎 মাত্রানুযায়ী রক্ত সঞ্চালন করে।
💎 সুস্থ ও স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে।
💎 রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
💎 পেশী শক্তিশালী ও ক্রমবৃদ্ধি করে।
💎 অ্যান্টি-এইজিং হরমোন তৈরীতে সহযোগিতা করে। বয়সের চাপ কমায়।
💎 হাঁড় এবং কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে।
💎 পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করে।
💎 ক্লান্তি দূর করে ও দীর্ঘক্ষণ পরিশ্রম করার ক্ষমতা জোগায়।
💎 চর্বি ও শর্করা বিপাকীয়তায় কাজ করে।
💎 শক্তিশালী Nitric Oxide তৈরী করে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বজায় রাখে।
💎 শরীরে ব্যাপক Anti-Oxidant সরবরাহ করে।
💎 ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

সেবন বিধিঃ উন্নত ফর্মুলায় তৈরী ১ প্যকেট ARGI (+) 240 ml পানি বা অন্য কোন পানীয়র সাথে ভালভাবে মিশিয়ে দিনে একবার সেবন করুন।

পণ্যের মাত্রাঃ ৯ x ২.৫ x ৭ ইঞ্চি; ০.৪২ আউন্স
আইটেম ওজনঃ ০.৪২৩ আউন্স

বিঃদ্রঃ আমাদের প্রিপেইড কাস্টমার প্ল্যান এর আওতাভুক্ত সকল কাস্টমারদের ৫% ডিস্কাউন্ট ও ৩০ দিন এর প্রোডাক্ট রিটার্ন গ্যারান্টি।

*** আপনার প্রিপেইড কাস্টমার একাউন্ট থেকে সর্বচ্চ ২০,০০০/- টাকা পরিমান অর্ডার সম্পন্ন করলে, পরবর্তি যেকোন প্রডাক্ট অর্ডার এ ৩৫% ডিস্কাউন্ট ও আমাদের FBO Agent Member plan এ অংশগ্রহন করতে পারবেন।***

সুস্থতার জন্য জেনে রাখুন...

🗣️🗣️ # FOREVER ARGI+ 🗣️
পৃথিবীজুড়ে ৩০ কোটি লোক শ্বাসকষ্টে আক্রান্ত, যা ২০২৫ সাল নাগাদ ৪০ কোটিতে পৌছবে । বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ । যার মধ্যে ৪০লাখই শিশু । যে কোনো কারণে ফুসফুস রক্তচাপ বাড়লে এরূপ অসুস্থতার সৃষ্টি হয়ে থাকে। যারা প্রচুর ধূমপান করেন, ধুলোবালুময় অথবা বাতাসে অত্যধিক গ্যাস সম্পূর্ণ পরিবেশে কাজ করেন, যাদের প্রায়ই সর্দি কাশি, ঠাণ্ডা লেগে থাকে তাদের বেশি শ্বাসকষ্ট রোগের সৃষ্টি হয়।

শ্বাস-কষ্টে বেশি আক্রান্ত হলে ফুসফুসের একটি বড় অংশ নষ্ট হয়ে যায়, পিঠে মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে যায়, ফুসফুসের রক্ত জমাট বাঁধা, ঘুমের ভিতর শ্বাস বন্ধ হয়ে যায়। যারা দীর্ঘদিন থেকে হাঁপানি বা কাশিসহ শ্বাসকষ্ট কিংবা ফুসফুসের অসুস্থতাজনিত সমস্যায় ভুগছেন তারা রোগের কোনো এক পর্যায়ে এসে হৃদরোগে আক্রান্ত হতে পারেন।
গত ২০ বছরে হৃদরোগে মৃত্যুর হার বাংলাদেশি পুরুষের ক্ষেত্রে ৩২ গুণ এবং নারীদের ক্ষেত্রে ৪৭ গুণ বেড়েছে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ হৃদরোগে মারা যান,যা বিশ্বব্যাপী মৃত্যুর ৩১ শতাংশ। এই মৃত্যুর মধ্যে ৮৫ শতাংশ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণে হয়।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে হৃদরোগের কারণে মৃত্যুর ঝুঁকি বিপজ্জনক যা প্রায় ১৪.৩১ শতাংশ। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। রক্তে কোলেস্টেরলের মাত্রার আধিক্য হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ কারণ। ডায়াবেটিস থেকেও অনেক সময় হৃদরোগের সৃষ্টি হয়। অধিক ওজন হলে শরীরে রক্ত সরবরাহ করতে হৃদপিণ্ডের অধিক কাজ করতে হয়। যার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

মোটকথা দীর্ঘদিন ধরে একটু একটু করে ধমনীতে কোলেস্টেরল জমেই এ রোগের সূত্রপাত ঘটে। যারফলে হার্টঅ্যাটাক হয়, স্ট্রোক হয়। শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত মানুষের সুস্থ, সুখী ও দীর্ঘজীবন নিশ্চিত করতে ও এই সমস্ত রোগ হতে মুক্ত থাকতে আমেরিকান বিজ্ঞানী ডঃ ফরিদ মুরাদ দীর্ঘ ৮ বছর গবেষণা করে একটি পণ্য তৈরি করেছেন, যার নাম ফরএভার আরজি প্লাস। যেটির ফর্মুলা আবিস্কার করার কারণে ডঃ ফরিদ মুরাদ ১৯৯৮ সালে পেয়েছেন নোবেল পুরস্কার।

সারা বিশ্বে Forever ARGI+ এর ব্যাপক চাহিদা রয়েছে। আপনি চাইলে Google / Youtube / Amazon এ এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন।

এই প্রোডাক্ট এর গুনাগুন ও কাস্টমার রিভিউ দেখতে নিচে লিংক গুলো ঘুরে আসতে পারেন।

Benefits of ARGI+ : https://www.fitnw.com/argi-reviews-benefits-and-side.../
Amazon Best Seller: https://amzn.to/3hczJwV
Product Reviews: https://amzn.to/2YC51qC

সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে, কল করুনঃ 01856327762

ই-মেইলঃ support@hcurekits.com

09/09/2021

Healthy Living Forever ❤️
Enhancing Health, Transforming Lives

We Focus on Quality and Effectiveness.

Call Us: 01856327762

Join Our Membership Forum for amazing DISCOUNTS and GIFTS

Member Form : https://forms.gle/12KALWHYLiKsGmER7

FOREVER ARGI+ PROMOTES GOOD HEALTH AND BOOST IMMUNE SYSTEMCall For Order: ০১৮৫৬৩২৭৭৬২Chat: https://wa.me/message/477UZZ2...
08/09/2021

FOREVER ARGI+ PROMOTES GOOD HEALTH AND BOOST IMMUNE SYSTEM

Call For Order: ০১৮৫৬৩২৭৭৬২

Chat: https://wa.me/message/477UZZ2FU2X6J1

✌✌ 🍓ফরএভার আরজি প্লাস (Argi Plus) : বিভিন্ন জাতীয় বেরীফল - ব্লাকবেরি, ব্লুবেরি, এল্ডার বেরি, রাস্পবেরি, ডালিম, বিভিন্ন ধরনের আঙ্গুর, ডালিম ও চেরি ফল দিয়ে তৈরি, এবং এর সাথে আছে L-Arginine এর সমস্ত শক্তি। L-Arginine হচ্ছে একটি অ্যামিনো এসিড যেটি এতটাই শক্তিশালী যে বিজ্ঞানীরা এটাকে " অলৌকিক অনূ(Miracle Molecule) হিসেবে আখ্যায়িত করেছেন।

এর বিশেষ গুনের কারনে আমাদের শরীর L-Arginine কে Nitric Oxide এ রুপান্তর করে রক্তনালি কে প্রশস্ত ও খুলে দেওয়ার মাধ্যমে বাধাগ্রস্ত রক্ত চলাচল সুগম করে। এতে আছে আছেঃ- ভিটামিন সি, ভিটামিন ডি ৩, ভিটামিন বি-৬, বি-১২, ভিটামিন কে ২, ফলিক এসিড।

এক নজরে প্রধান উপকারীতাঃ
💎 কোলেস্টেরল কমায়।
💎 স্বাভাবিকভাবে হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
💎 মাত্রানুযায়ী রক্ত সঞ্চালন করে।
💎 সুস্থ ও স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে।
💎 রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
💎 পেশী শক্তিশালী ও ক্রমবৃদ্ধি করে।
💎 অ্যান্টি-এইজিং হরমোন তৈরীতে সহযোগিতা করে। বয়সের চাপ কমায়।
💎 হাঁড় এবং কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে।
💎 পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করে।
💎 ক্লান্তি দূর করে ও দীর্ঘক্ষণ পরিশ্রম করার ক্ষমতা জোগায়।
💎 চর্বি ও শর্করা বিপাকীয়তায় কাজ করে।
💎 শক্তিশালী Nitric Oxide তৈরী করে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বজায় রাখে।
💎 শরীরে ব্যাপক Anti-Oxidant সরবরাহ করে।
💎 ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

সেবন বিধিঃ উন্নত ফর্মুলায় তৈরী ১ প্যকেট ARGI (+) 240 ml পানি বা অন্য কোন পানীয়র সাথে ভালভাবে মিশিয়ে দিনে একবার সেবন করুন।

পণ্যের মাত্রাঃ ৯ x ২.৫ x ৭ ইঞ্চি; ০.৪২ আউন্স
আইটেম ওজনঃ ০.৪২৩ আউন্স

বিঃদ্রঃ আমাদের মেম্বারশিপ প্ল্যান এর আওতাভুক্ত সকল কাস্টমারদের ফ্রী হোম ডেলিভারি সার্ভিস ও ৩০ দিন এর প্রোডাক্ট রিটার্ন গ্যারান্টি।
*** আপনার মেম্বারশিপ একাউন্ট থেকে সর্বচ্চ ২০,০০০/- টাকা পরিমান অর্ডার সম্পন্ন করলে, পরবর্তি যেকোন প্রডাক্ট অর্ডার এ ৩৫% ডিস্কাউন্ট ও আমাদের FBO Agent Member plan এ অংশগ্রহন করতে পারবেন।***

সুস্থতার জন্য জেনে রাখুন...

🗣️🗣️ # FOREVER ARGI+ 🗣️

পৃথিবীজুড়ে ৩০ কোটি লোক শ্বাসকষ্টে আক্রান্ত, যা ২০২৫ সাল নাগাদ ৪০ কোটিতে পৌছবে । বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ । যার মধ্যে ৪০লাখই শিশু । যে কোনো কারণে ফুসফুস রক্তচাপ বাড়লে এরূপ অসুস্থতার সৃষ্টি হয়ে থাকে। যারা প্রচুর ধূমপান করেন, ধুলোবালুময় অথবা বাতাসে অত্যধিক গ্যাস সম্পূর্ণ পরিবেশে কাজ করেন, যাদের প্রায়ই সর্দি কাশি, ঠাণ্ডা লেগে থাকে তাদের বেশি শ্বাসকষ্ট রোগের সৃষ্টি হয়।

শ্বাস-কষ্টে বেশি আক্রান্ত হলে ফুসফুসের একটি বড় অংশ নষ্ট হয়ে যায়, পিঠে মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে যায়, ফুসফুসের রক্ত জমাট বাঁধা, ঘুমের ভিতর শ্বাস বন্ধ হয়ে যায়। যারা দীর্ঘদিন থেকে হাঁপানি বা কাশিসহ শ্বাসকষ্ট কিংবা ফুসফুসের অসুস্থতাজনিত সমস্যায় ভুগছেন তারা রোগের কোনো এক পর্যায়ে এসে হৃদরোগে আক্রান্ত হতে পারেন।

গত ২০ বছরে হৃদরোগে মৃত্যুর হার বাংলাদেশি পুরুষের ক্ষেত্রে ৩২ গুণ এবং নারীদের ক্ষেত্রে ৪৭ গুণ বেড়েছে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ হৃদরোগে মারা যান,যা বিশ্বব্যাপী মৃত্যুর ৩১ শতাংশ। এই মৃত্যুর মধ্যে ৮৫ শতাংশ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণে হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে হৃদরোগের কারণে মৃত্যুর ঝুঁকি বিপজ্জনক যা প্রায় ১৪.৩১ শতাংশ। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। রক্তে কোলেস্টেরলের মাত্রার আধিক্য হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ কারণ।

ডায়াবেটিস থেকেও অনেক সময় হৃদরোগের সৃষ্টি হয়। অধিক ওজন হলে শরীরে রক্ত সরবরাহ করতে হৃদপিণ্ডের অধিক কাজ করতে হয়। যার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

মোটকথা দীর্ঘদিন ধরে একটু একটু করে ধমনীতে কোলেস্টেরল জমেই এ রোগের সূত্রপাত ঘটে। যারফলে হার্টঅ্যাটাক হয়, স্ট্রোক হয়। শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত মানুষের সুস্থ, সুখী ও দীর্ঘজীবন নিশ্চিত করতে ও এই সমস্ত রোগ হতে মুক্ত থাকতে আমেরিকান বিজ্ঞানী ডঃ ফরিদ মুরাদ দীর্ঘ ৮ বছর গবেষণা করে একটি পণ্য তৈরি করেছেন, যার নাম ফরএভার আরজি প্লাস। যেটির ফর্মুলা আবিস্কার করার কারণে ডঃ ফরিদ মুরাদ ১৯৯৮ সালে পেয়েছেন নোবেল পুরস্কার।

সারা বিশ্বে Forever ARGI+ এর ব্যাপক চাহিদা রয়েছে। আপনি চাইলে Google / Youtube / Amazon এ এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন।

এই প্রোডাক্ট এর গুনাগুন ও কাস্টমার রিভিউ দেখতে নিচে লিংক গুলো ঘুরে আসতে পারেন।

Benefits of ARGI+ : https://www.fitnw.com/argi-reviews-benefits-and-side-effects/

Amazon Best Seller: https://amzn.to/3hczJwV

Product Reviews: https://amzn.to/2YC51qC

সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে, কল করুনঃ 01856327762
ই-মেইলঃ support@hcurekits.com

07/09/2021

Welcome To
Health Cure Kits
We Sell Health, Personal care, Surgical, and Beauty Products.

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when HCureKits posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HCureKits:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram