15/10/2025
প্রশ্নঃ কত গুলা সেশন লাগতে পারে একজন রোগির সুস্থতা পেতে?
উত্তরঃ কতগুলা সেশন লাগতে পারে একজন রোগীর সুস্থতা পেতে তা যদি কোন মানুষ বলতে পারে তাহলে সে তো কোন সাধারন মানুষ না। একজন মানুষ কিভাবে জানবে আপনি কবে আর কিভাবে সুস্থ হবেন? আদৌ আল্লাহ তার দ্বারা আপনার সুস্থতা রেখেছেন কিনা সেটা সে কিভাবে জানবো? আপনার সুস্থতা তো আল্লাহ তাআলার হাতে।
وَ اِذَا مَرِضۡتُ فَهُوَ یَشۡفِیۡنِ
অর্থঃ যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন।
সুতরাং আল্লাহ ছাড়া শিফা দান কারী কেউ নাই। তিনি আল্লাহ যখন চাইবেন তখনই আপনি সুস্থ হবেন। কয়টা সেশনে আল্লাহ আপনার সুস্থতা রেখেছেন তিনিই যানেন আমি যানি না। আল্লাহ চাইলে আপনি ১ম সেশনেই সুস্থ হয়ে যেতে পারেন, আল্লাহ চাইলে আপনি সেল্ফ রুকইয়াহতেই সুস্থ হয়ে যেতে পারেন। আল্লাহ চাইলে আপনি সারা জীবন অসুস্থ থাকতে পারেন।
প্রশ্ন: যেহেতু আল্লাহ চাইলেই সুস্থ হবো তাহলে চিকিৎসা নেয়ার প্রয়োজন কি?
উত্তর: রাসুল (সা:) বলেন, আল্লাহ তা’আলা রোগ নাযিল করেছেন এবং প্রতিষেধকও। আর প্রত্যেক রোগের ঔষধও নির্ধারিত করেছেন। সুতরাং তোমরা ঔষধ ব্যবহার করো, কিন্তু হারাম বস্তু দ্বারা ঔষধ সেবন করবে না।
একদল বেদুইন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসুল আল্লাহ (সা:) আমরা যদি চিকিৎসা না করি তবে কি আমাদের গুনাহ হবে? তিনি বলেনঃ আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা করো। কেননা মহান আল্লাহ বার্ধক্য ছাড়া এমন কোন রোগ সৃষ্টি করেননি যার সাথে প্রতিষেধকেরও ব্যবস্থা করেছেন।
সুতরাং আল্লাহ'র কাছে সাহায্য চেয়ে চিকিৎসা চালিয়ে যান আল্লাহ যখন চাইবেন আর যখন আপনার রোগ অনুযায়ী ঔষধ আপনার উপর এসে পরবে তখন আল্লাহ'র ইচ্ছায় অবশ্যই আপনি সুস্থ হবেন।