JOYE HOMEO

JOYE HOMEO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JOYE HOMEO, Medical and health, Gopalgonj, Bedgram, Dhaka.

09/05/2022

শিশুর নাক হতে রক্ত স্রাবের কারনঃশিশু ভূমিষ্ঠ হবার কয়েকদিন পরে নাক হতে রক্তস্রাব হতে পারে,তেমনি বয়ষ্ক শিশুদেরও নাক হতে রক্তস্রাব হতে পারে৷ মস্তিকে অথবা নাসিকায় আঘাতে,শারীরিক দুর্বলতা,ক্ষণ রক্ত বা রক্তসল্প শিশুদের রক্তের পরিবর্তিতাবস্থা ইত্যাদি কারনে রক্তস্রাব হতে পারে৷
ঔষধঃ
আর্নিকা মন্ট 6: মাথায় ও নাকে আঘাতজনিত রক্তস্রাবে ৷
বেলেডোনা 3×,6: উজ্জল লালবর্ণ রক্ত৷ মস্তিষ্কে রক্তসঞ্চয়, আরক্ত মুখমন্ডল৷
ইপিকাক 6,30: বমি ভাব এবং বমি সহ নাক হতে উজ্জ্বল লালবর্ণের রক্তস্রাব৷
ফিকাস রিলিজিওসা 6×ঃ নাক হতে রক্তস্রাব৷ইপিকাকের মত বমিভাব এবং বমি বর্তমান থাকিতে পারে৷ইপিকাকে উপকার না হলে এটা পরবর্তি ঔষধ৷
মিলিফোলিয়ামঃ এই রোগের উৎকৃষ্ট ঔষধ৷ প্রচুর পরিমানে উজ্জ্বল রক্তস্রাব ৷
ক্রোকাসঃ মলিনবর্ণের রক্ত সূত্রবৎ নির্গত হইলে৷
চায়না 6: অত্যন্ত দুর্বল শিশুদের রক্তস্রাবে ৷

22/03/2022

কষ্টিকাম ( অতি সহজে চেনার উপায় )
১. হাঁচিতে-কাশিতে প্রস্রাব ঝরে
২. মলত্যাগের বেগ আসিলেই মল বাহির হইয়া পড়ে
৩. সব সময় চিন্তা- রোগ ভালো হবে না,
সে আর বাঁচবে না
৪. ছেলেমেয়েরা যথাসময়ে হাঁটতে পারে না কথা বলিতে পারে না
৫. শীতকাতর, ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডায় বৃদ্ধি
৬. শিরা বা মাংসপেশি এমনভাবে টানিয়া ধরে যে যেন আর সোজা করিতে পারা যায় না
৭. অন্ধকার ঘরে থাকিতে ভয় পায়
৮. অঙ্গ পতঙ্গের নর্তন স্পন্দন বা কম্পন
৯. একটি জিনিস ধরতে গিয়ে আরেকটি জিনিস ধরিয়া ফেলে, এক স্থানে পা দিতে গিয়ে আরেক স্থানে পা দিয়ে ফেলে
১০. বাতের ব্যথা উত্তাপে উপশম
১১. রাতে শয্যা গ্রহণ করিয়া কিছুতেই স্থির হয়ে শুয়ে থাকতে পারেনা ক্রমাগত ছটফট করতে থাকে মাথা এপাশ-ওপাশ করিতে থাকে
১২. রোগের কথা ভাবলেই রোগ বৃদ্ধি পায়
১৩. অত্যন্ত পর দুঃখ কাতর, অন্যের কষ্ট দেখিয়া নিজের চোখে জল চলে আসে
১৪. অচেনা লোক দেখলেই ভয় পায়
১৫. সামান্য শব্দে চমকে ওঠে
১৬. মিষ্টি দ্রব্য অরুচি, লবণ ও ঝাল খেতে ভালবাসে
১৭. বিশেষ করে ঘুমের মধ্যে শরীর ঝাকি দিয়ে উঠে

হোমিওপ্যাথি মেডিসিন Eupion  ইউপিয়ন  ---------- জানতে যদি ইউপিয়ন ,  বন্ধ্যা হতনা -প্রিয়জন ।  মূল কাজ স্ত্রী লিঙ্গের বীর্য...
14/03/2022

হোমিওপ্যাথি মেডিসিন
Eupion
ইউপিয়ন
----------
জানতে যদি ইউপিয়ন ,
বন্ধ্যা হতনা -প্রিয়জন ।
মূল কাজ স্ত্রী লিঙ্গের বীর্যবাহি নলে ,
যে নালিকে ফ্যালোপিয়ান টিউব বলে ,
যে কোন কারনে ব্লক বা প্রদাহ হলে ,
এই ঔষুধে সেই ব্লক খোলে ।
যদি হয় এই নালী সহ আশে পাশের প্রদাহ ,
রোগীনী যৌান মিলনে হারায় আগ্রহ ।
শুরূ হয় তল পেটে খুব বেশী ব্যাথা ,
শুয়ে থাকে -উঠলেই ঘোরে মাথা ।
সময়ের আগেই প্রচুর রক্তস্রাবের প্রবনতা ,
যৌনী ফোলা সহ দেখা দেয় জরায়ুর বক্রতা ।
ঋতুস্রাবের আগে পরে বুকে পিঠে বেদনা ,
পিত্ত বর্নের সাদা স্রাব সহ তলপেটের যন্ত্রনা ।

👶👶শিশুদের বয়স অনুযায়ী দুগ্ধ খাওয়ানোর পরিমান:-দিন রাতে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 2-7 দিনের বাচ্চাদের 7 বার দুগ্ধ খাওয়াইতে হব...
07/11/2021

👶👶শিশুদের বয়স অনুযায়ী দুগ্ধ খাওয়ানোর পরিমান:-দিন রাতে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 2-7 দিনের বাচ্চাদের 7 বার দুগ্ধ খাওয়াইতে হবে এবং খাটি দুগ্ধের পরিমান 56 মিঃলি হবে৷
সেই ভাবে 7—10 দিনের বাচ্চাদের 6 বার এবং দুগ্ধের পরিমান 85 মিঃলি হতে 115 মিঃলি(প্রতিবার)৷
1—2 মাসের শিশু 6 বার,প্রতিবার দুগ্ধের পরিমান 85-115 মিঃলি৷
3 মাসের শিশু 6 বার,দুগ্ধের পরিমান 115-140 মিঃলি৷
4-5 মাসের শিশু 6 বার,দুগ্ধের পরিমান 140-170 মিঃলি৷
6-7 মাসের শিশু 5-6 বার এবং প্রতিবার 170-200 মিঃলি৷
8-9 মাসের শিশু 5 বার এবং প্রতিবার 200-225 মিঃলি ৷

9 মাস বয়স হলে শিশুকে আস্তে আস্তে স্তন ছাড়াইতে হবে৷ এই সময়ে গরুর দুধ এবং দাঁত উঠিলে বার্লি বা পালোসহ দুধ তিন ঘন্টা পর পর দেওয়া যাবে ৷ রাত 10 টার পর শিশুকে খাওয়ানো নিষেধ ৷ কিন্তু শিশু আরো বয়স হলে অর্থাৎ 1 বছরের পরে তাকে দিনের শেষ খাবার সন্ধ্যার পরেই দেওয়া উচিৎ এবং সে যাতে সমস্ত রাতে নিরুদ্বেগে নিদ্রা যেতে পারে সে দিকে লক্ষ রাখতে হবে ৷

নাকের পলি পাস এ এসিড দিয়ে অপারেশন করে ছিল ভুয়া ডাঃ তার খেসারত মুখের তালু ছিদ্র হয়ে গেছে। এ-সব অপচিকিৎসা বর্জন করুন।
21/09/2021

নাকের পলি পাস এ এসিড দিয়ে অপারেশন করে ছিল ভুয়া ডাঃ তার খেসারত মুখের তালু ছিদ্র হয়ে গেছে। এ-সব অপচিকিৎসা বর্জন করুন।

লিভার নষ্ট হবার ১০টি কারণ--১) রাতে খুব দেরীতে ঘুমাতেযাওয়া ও সকালে দেরী করে ঘুম থেকে ওঠা ।🕐🕗২) সকালে মূত্রত্যাগ ও পর্যাপ...
17/09/2021

লিভার নষ্ট হবার ১০টি কারণ--
১) রাতে খুব দেরীতে ঘুমাতে
যাওয়া ও সকালে দেরী করে ঘুম থেকে ওঠা ।🕐🕗
২) সকালে মূত্রত্যাগ ও পর্যাপ্ত পানি পান না করা ।🌞
৩) অতিরিক্ত খাবার খাওয়া ।⛄⛄
৪) সকালে নাস্তা না করা ।
৫) মাত্রাতিরিক্ত এ্যালোপ্যাথি ঔষধ সেবন। 💊💊
৬) প্রিজারভেটিভ, ফুড কালার ও খাবার মিষ্টি করতে কৃত্রিম সুইটেনার ব্যবহার করা খাবার বেশি খাওয়া ।
৭) রান্নায় অস্বাস্থ্যকর তেল ব্যবহার করা ।
৮) ভাঁজা-পোড়া জাতীয় খাবার খাওয়া ও ভাঁজার সময় অতিরিক্ত তেল ব্যবহার করা ।
৯) মাত্রাতিরিক্ত যে কোন কিছুই ক্ষতিকর । খুব
বেশি পরিমাণে কাঁচা খাদ্য খাওয়ার অভ্যাসও লিভারের ওপর চাপ সৃষ্টি করে ।
১০) অ্যালকোহল বা মদ/বিয়ার, ধুমপান, জদ্দা সেবন করা ।

*জানুন হার্ট এটাক কি ও কেন হয়*হার্ট  এটাক কিহৃৎপিন্ড সম্পূর্ণ শরীরে রক্ত সরবরাহের কাজ করে থাকে। প্রতি মিনিটে প্রায় ৭২ বা...
15/09/2021

*জানুন হার্ট এটাক কি ও কেন হয়

*হার্ট এটাক কি
হৃৎপিন্ড সম্পূর্ণ শরীরে রক্ত সরবরাহের কাজ করে থাকে। প্রতি মিনিটে প্রায় ৭২ বার স্পন্দনের মাধ্যমে হৃৎপিন্ড সারাদেহে পাম্পের মত রক্ত সরবরাহ করে। করোনারি আর্টারি নামে হৃৎপিন্ডের গায়ে দুটি ছোট ধমনী আছে। এই করোনারি আর্টারিতে কোলস্টেরল জমে ধমনীর রক্ত প্রবাহে বাধা সৃষ্টির ফলে অক্সিজেনের সরবরাহ কমে যায়; আর তখনি হার্ট এটাক হয়। ডাক্তারি ভাষায় এর নাম মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হার্ট এটাকে বুকে প্রচন্ড ব্যাথার অনুভূতি হয় এবং এই ব্যাথা মোটামুটিভাবে ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। অনেক ক্ষেত্রে রোগী হাসপাতালে পৌছার পূর্বেই মৃত্যুবরন করেন। আবার অনেক সময় রোগী বুকে ব্যাথা অনুভব করেন এবং কিছু সময় পরে সেটা সেরে যায়।

*হার্ট এটাকের কারন
• তেল-চর্বিযুক্ত খাদ্য গ্রহন।
• রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়া।
• তামাক(বিড়ি,সিগারেট,গুল,জর্দা) খাওয়া।
• খাদ্যে এন্টি অক্সিডেন্টের অভাব।
• উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং মদ খাওয়া।
• শারীরিক পরিশ্রমের অভাব ও ওজন বৃদ্ধি।
• মানসিক চাপের মধ্যে থাকা। (এগুলোর মধ্যে মনসিক চাপ এমন একটি ক্ষতিকর প্রক্রিয়া যা একাই হৃদরোগ সৃষ্টি করতে পারে।)

*হার্ট এটাক কাদের হতে পারে
সাধারনত মধ্যবয়সে কিংবা বৃদ্ধ বয়সে এ রোগটি বেশি হতে পারে। সাধারনত মেয়েদের তুলনায় ছেলেদের অনেক বেশি হয়। বংশে কারও হার্ট এটাক হয়ে থাকলে হার্ট এটাকের ঝুকি অনেক বেশি থাকে।

*হার্ট এটাক কখন হয়
হার্ট এটাক যেকোন সময়ই হতে পারে। এর কোন নির্দিষ্ট সময় নেই। যেমন- রাতে ঘুমের মধ্যে, বিশ্রামের সময়, ভারী শারীরিক পরিশ্রমের সময় আবার মানসিক দুশ্চিন্তা থেকেও হতে পারে ইত্যাদি।

*হার্ট এটাকের লক্ষণ সমূহ
• নিঃশ্বাস বন্ধ হয়ে আসা অথবা শ্বাসকষ্ট হতে পারে।
• বমি বমি ভাব অথবা বমি হতে পারে।
• বুকে মারাত্মক তীব্র ব্যথা হতে পারে।
• বুকে চাপ অনুভুত হওয়া, যন্ত্রণা হওয়া কিংবা ভারী ভারী লাগা।
• বিষম খাওয়া।
• শরীরে প্রচুর পরিমানে ঘাম হতে পারে।
• খাবার হজমে সমস্যা হবে এবং পেটের উপরের অংশে জ্বালাপোড়া করতে পারে।
• চোখে ঝাপসা দেখা, অন্ধকার দেখা ইত্যাদি সমস্যা হতে পারে।
• হার্ট এটাকে আক্রান্ত হলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে।

*হার্ট এটাক হলে করনীয়
• আক্রান্ত ব্যক্তিকে এক মুহুর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।
• কোনভাবেই রোগী পায়ে হেঁটে কিংবা নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যাবেন না।
• হার্ট এটাক হয়েছে নিশ্চিত হলে, রক্ত জমাট বাঁধা বন্ধ করতে রোগীকে তাৎক্ষণিক এসপিরিন বা ওয়ারফেরিন জাতীয় ওষুধ খাওয়ানো যেতে পারে।
• রোগীর জিহবার নিচে একটি নাইট্রেট ট্যাবলেট দিতে হবে।
• রোগীকে মানসিকভাবে আশ্বস্ত করতে হবে।

*হার্ট এটাক প্রতিরোধে করনীয়
• ধুমপান, মদ্যপান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।
• নিয়মিত ব্লাড প্রেসার পরিমাপের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে হবে।
• মানসিক অবসাদ বা দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে।
• নিয়মিতভাবে ডায়াবেটিস পরীক্ষা এবং নিয়ন্ত্রন করতে হবে।
• কলেস্টেরল নিয়ন্ত্রন করতে হবে।
• চর্বি জাতীয় খাবার খাওয়া কমাতে হবে।
• শাকসবজি – ফলমুল বেশি খাওয়া।
• দেহের অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলা।
• প্রতিদিন শারীরিক ব্যায়াম করা বা কমপক্ষে ৩০ মিনিট হাঁটা।

*হার্ট এটাকের পরীক্ষা ও চিকিৎসা
• ECG, এনজিওগ্রাম, সিটি এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট বা রিং লাগানো। ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি হল পা থেকে একটি শিরা কেটে নিয়ে সেটি দিয়ে ধমনীর সমস্যাযুক্ত অংশে স্বাভাবিক রক্ত প্রবাহের একটি বাইপাস রাস্তা তৈরি করে দেয়া।
একা থাকা অবস্থায় হার্ট এটাক হলে করনীয়
সাধারণত ব্যথা শুরু হবার পরে অজ্ঞান হয়ে যাবার আগ পর্যন্ত তাদের হাতে ১০ সেকেণ্ড সময় থাকে। এমতাবস্থায় বুকে ব্যথার শিকার ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারেন বারংবার জোরে জোরে উচ্চস্বরে কাশি দিয়ে। ‘শ্বাস – কাশি, শ্বাস – কাশি...’ এই প্রক্রিয়া প্রতি দুই সেকেণ্ডে একবার করে করতে থাকুন, যতক্ষণ না কেউ আপনার সাহায্যে এগিয়ে না আসে।

পরামর্শ
নিয়মিত রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা এবং নিয়ন্ত্রন করা, প্রতিদিন ব্যায়াম করা, ধূমপান কিংবা মদ্যপানের মত বাজে অভ্যাস পরিত্যাগ করা, বাড়তি লবণ না খাওয়া, তেল বা চর্বি জাতীয় খাবার কম খাওয়া, মিষ্টি কম খাওয়া, শাক সবজি ও ফলমূল বেশি করে খাওয়া এবং মানসিক দুশ্চিন্তা নিয়ন্ত্রণের মাধ্যমে হার্ট এটাকের ঝুঁকি থেকে অনেকটা নিরাপদে থাকা যায়।

শিক্ষানীয় পোস্ট। আজকে একটা সুন্দর পোস্ট পেলাম ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি কারণ পোস্ট অনেক প্রয়োজনীয় এটা কালেক্ট করা...
07/09/2021

শিক্ষানীয় পোস্ট।

আজকে একটা সুন্দর পোস্ট পেলাম ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি কারণ পোস্ট অনেক প্রয়োজনীয় এটা কালেক্ট করা এক জায়গায় আমি পড়লাম পড়ে আমার মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করা উচিত যদি আপনাদের কোন না কোন উপকারে আসে।

"ইচ্ছে মাফিক নাপা খেয়ে কিডনি কে হত্যা কর‌বেন না"

চেম্বারে রোগী এসেছে ,

ডাক্তারঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রোগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪, হিমোগ্লোবিন ৮.৪ 💔

ডাক্তারঃ কবে থেকে সমস্যা??
রোগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।

ডাক্তারঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রোগীঃ না স্যার,বমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।

ডাক্তারঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা, পেরাসিট্যামল, ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রোগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।

ডাক্তারঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্সট্রা খেতে??
রোগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।

ডাক্তারঃ আমি আমার এইটুকু বয়সে যতো রোগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রোগী এবং এই সকল কিডনি রোগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।🙄💔

রোগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।🥺

06/09/2021

পিরিয়ড চলাকালীন সময়ে নিম্নে চারটি কাজ অবশ্যই বর্জন করুন।
🔹পিরিয়ড চলাকালীন ঠান্ডা পানি, কোমল পানীয় এবং নারিকেল খাবেন না।
🔹এই সময় মাথায় শ্যাম্পু ব্যবহার করবেন না। কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে। এই সময় শ্যাম্পু ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী মাথা ব্যথার কারণ হতে পারে।
🔹এই সময় শসা খাবেন না। কারণ শসার মধ্যে থাকা রস পিরিয়ডের রক্তকে জরায়ু প্রাচীরে আটকে দিতে পারে। যার ফলে আপনার সন্তান কনসেপ্টের অক্ষমতার সম্ভাবনা রয়েছে।
🔹এছাড়াও লক্ষ রাখবেন, পিরিয়ডের সময় যেন শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত পেটে। পিরিয়ডের সময়টায় জরায়ু খুব নাজুক থাকে ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার, জরায়ুতে ঘাঁ কিংবা সন্তান কনসেপ্টের অক্ষমতার ঝুঁকি থাকে।

23/07/2021

করোনা মোকাবেলায় ভারতের বিভিন্ন প্রদেশে হোমিওপ্যাথি ব্যবহারে সুফল পাচ্ছে, বাংলাদেশের কর্তৃপক্ষ সেটা দেখেও না বুঝেও না।

বাংলাদেশে ২৫/৩০ হাজার রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছে। সরকার চাইলে সবাইকে কাজে লাগিয়ে সমন্বিত চিকিৎসা চালু করতে পারে। আক্রান্তের হার হ্রাস পাবে, রাষ্ট্রীয় চিকিৎসা ব্যয় কমবে, আক্রান্তরা ও দ্রুত আরোগ্য লাভ করবে।

🎙 ভীড়ের মধ্যে পরীক্ষার জন্য গেলে ভীড় থেকেও আপনি নতুন করে আক্রান্ত হতে পারেন📢

শুধুমাত্র পরীক্ষা কিন্তু রোগের সমাধান নয়। রোগের সমাধানের জন্য চাই চিকিৎসা।

🎙 ভারতের গুজরাট, কেরালা ও পুনেতে করোনা মোকাবেলায় সরকারীভাবে হোমিওপ্যাথি চিকিৎসা প্রদানের ফলাফল সন্তোষজনক হওয়ায় জনমনে ব্যাপক সাড়া জাগিয়েছে।

🎇🎇আর নয় করোনার ভয়, করোনাকে করতে হবে জয়!

সর্বোচ্চ দু'তিনশ টাকা খরচ করে করোনার যাবতীয় লক্ষণে হোমিওপ্যাথি চিকিৎসাই করতে পারে যাবতীয় সমাধান।

🎇 আক্রান্ত মনে হলে বা একই রকম লক্ষণ দেখা দিলে এদিক সেদিক ছুটোছুটি না করে নিকটস্থ রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন। বাড়িতে বসেই অল্প থাকতে সুস্থ হওয়ার চেষ্টা করুন। হাসপাতালে চিকিৎসা বঞ্চিতদের অভিযোগের শেষ নেই। তারচেয়ে বাড়ির পরিচর্যাই উত্তম।

যারা হোমিওপ্যাথি বুঝেন না তারা কোন মন্তব্য করবেন না। সঠিক হোমিওপ্যাথি জানতে কমপক্ষে ৫ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন।

সামাজিক দুরত্ব বজায় রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

ইতিমধ্যে সরকারীভাবে ৪০০ কোটি টাকা বাজেট দেওয়ার পরে ও বেসরকারী হাসপাতালে পরীক্ষার নামে ব্যবসার অনুমোদন দেয়া হয়েছে।
বেসরকারি-হাসপাতালে-করোনা-পরীক্ষা

জনসচেতনতা বৃদ্ধিতে পোস্টটি বেশী বেশী শেয়ার করুন। পেইজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, সবার সুস্থতা কামনা করছি, ধন্যবাদ।

"অভিনন্দন "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ডাঃ দিলীপ কুমার রায় স্যার কে পুনরায় ৫ম মেয়াদের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথ...
21/07/2021

"অভিনন্দন "

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ডাঃ দিলীপ কুমার রায় স্যার কে পুনরায় ৫ম মেয়াদের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হওয়া....
অনলাইন হোমিওপ্যাথিক ট্রেনিং সেন্টার এর
সকল ট্রেনার ও উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে... অভিনন্দন ও শুভকামনা রহিল।

Address

Gopalgonj, Bedgram
Dhaka
111

Telephone

+8801676257037

Website

Alerts

Be the first to know and let us send you an email when JOYE HOMEO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram