Dr.A N M Wahiduzzaman

Dr.A N M Wahiduzzaman nothing but servant of ALLAH

22/11/2025

আসুন হাসতে হাসতে শিখি,এই বাচ্চাটাকে জিজ্ঞেস করা মাত্রই সে অভিনয় করে কান চুলকে দেখাচ্ছে তার সমস্যা টা কি,যদিও এখন তার কিন্ত কান চুলকাচ্ছিলো না।😁এটার নাম অটোমাইকোসিস।মানে কানে ফাংগাস ইনফেকশন।প্রাথমিক পর্যায়ে অলিভ অয়েল ব্যাবহার করে দেখতে পারেন।উন্নতি না হলে চিকিৎসকের সরনাপন্ন হোন।
মাথার খুশকির সাথেও এর সম্পর্ক থাকতে পারে।

ডায়রিয়া হলে যেসব ঔষধ খাওয়া যাবে না:১.  ১২ বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া বন্ধ করার ঔষধ খাওয়া যাবে না। ২.  ১৬ বছরের কম বয়স...
17/01/2024

ডায়রিয়া হলে যেসব ঔষধ খাওয়া যাবে না:

১. ১২ বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া বন্ধ করার ঔষধ খাওয়া যাবে না।

২. ১৬ বছরের কম বয়সী শিশুদের অ্যাসপিরিন আছে এমন ঔষধ দিবেন না। খেয়াল করে দেখবেন ঔষধের নামের নিচে ছোট করে ASPIRIN শব্দটি লেখা আছে কি না।

৩. চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অ্যান্টিবায়োটিক বা দ্রুত পাতলা পায়খানা বন্ধ করার ঔষধ খাওয়াবেন না।

 # শিশুদের সর্দি–কাশি হলে অন্য যেসব লক্ষণ খেয়াল রাখতে হবে:-✅২ মাসের কম বয়সী শিশুর জ্বর যদি ১০০ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইটে...
16/01/2024

# শিশুদের সর্দি–কাশি হলে অন্য যেসব লক্ষণ খেয়াল রাখতে হবে:-

✅২ মাসের কম বয়সী শিশুর জ্বর যদি ১০০ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়।

✅২ মাসের বেশি বয়সী শিশুর জ্বর যদি ১০২ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়।

✅শ্বাসপ্রশ্বাসে কষ্ট হলে, দ্রুত শ্বাস নিলে, শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা দেবে গেলে।

✅বাচ্চা খেতে না পারলে অথবা নেতিয়ে পড়লে, পানিশূন্যতা দেখা দিলে।

✅ঠোঁট নীল হয়ে গেলে।

✅অতিরিক্ত মাথাব্যথা বা কানে ব্যথা থাকলে।

✅অতিরিক্ত অস্থিরতা অথবা ঘুম ভাব থাকলে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুর কাশির সঠিক কারণ, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টনসিলাইটিস, অ্যাজমা অথবা শ্বাসতন্ত্রের অন্য কোনো সংক্রমণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

31/07/2022

Like and follow Wahid Nill for getting my all updates including medical needs.
Now a days im running only that page due to some unavoidable circumstances.
Thank in advance 💖

12/07/2022

wishing your healthy life after completing Eid ul adha.
প্রাপ্তবয়স্করা অবশ্যই গরুর মাংস এবং মিস্টি খাবার এর ব্যাপারে সতর্ক থাকবেন।
ধন্যবাদ।

18/06/2022

পেইজ শুরু করার পর অন্তত কয়েক হাজার পরিবারকে ফ্রি চিকিৎসা দিয়েছি।যদি আপনারা আমাকে দিচ্ছেন ভেবে সিলেটের কোন সাহায্য কমিটিকে ১০০ টাকা করেও দেন,তাতেও সিলেটে বন্যার্তদের জন্য অনেক।জানিনা কেউ খোজ নিয়ে দেবেন কিনা।কিন্ত নিবেদন রইল।
(বন্যাকবলিত এলাকার যতগুলা দুস্থ পরিবারের অসুস্থ শিশু ফেইস করব,সবাইকে সাধ্যানুযায়ী অর্থ, খাবার,ঔষধ,চিকিৎসা দিয়ে পাশে থাকব ইন শা আল্লাহ।)
ডাঃওয়াহিদ নীল।

30/05/2022

আল্লাহর রহমতে বেঁচে আছি.....!✌️

বেঁচে থাকাটাই আশ্চর্য!
সকালে ঘুম থেকে উঠে কোলগেট পেস্ট নিলাম-তার মধ্যে ক্যান্সারের উপাদান!

তারপর নাস্তায় পরোটা খাইলাম- তার মধ্যে অ্যামোনিয়ার তৈরি সল্টু মিশানো!

তারপর কলা খাইলাম - কার্বাইড দিয়ে পাকানো!

তারপর কফি নিলাম - এতে তেঁতুলের বিচির গুড়া মিশানো!

তারপর বাজারে গেলাম টাটকা শাক সবজি কিনলাম-
কপার সালফেট ছিটায়ে সতেজ করা, হাইব্রিড সার দিয়ে ফলানো!

মসলা আর হলুদের গুড়া নিলাম - লেড এবং ক্রোমাইট ক্যামিকেল মিশানো!

গরমের দিন বাসায় এসে তরমুজ খাইলাম - পটাশিয়াম পারম্যাংগানেট দিয়ে লাল করা!

আম এবং লিচু বাচ্চাকে দিলাম খেতে - কার্বাইড দিয়ে পাকানো এবং ফরমালিন দিয়ে সংরক্ষিত!

দুপুরে ভাত খাবো - ইউরিয়া দিয়ে সাদা করা!

মুরগী নিলাম প্লেটে- ক্রমাগত এন্টিবায়োটিক দিয়ে বড় করা!

সয়াবিন তেলে রান্না সব - ভিতরে অর্ধেক পাম অয়েল মেশানো!

খাওয়ার পর মিষ্টি জিলাপি নিলাম - পোড়া মবিল দিয়ে মচমচে করা!

রোজা থাকলে সন্ধ্যায় রুহ আফযা নিলাম - ক্যামিকেল আর রং ছাড়া কোন পুষ্টি উপাদান পাওয়া যায়নি পরীক্ষায়!

খেজুর খাইলাম - বছরের পর বছর স্টোরেজে ফরমালিন দিয়ে রেখেছিলো!

সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো খাইলাম- মুড়ি ইউরিয়া দিয়ে ফুলানো আর সাদা করা এবং সরিষার তেলে ঝাঁঝালো ক্যামিকাল মিশানো!

রাতে আবার একই বিষ ডবল খাইলাম!

ঘুমানোর আগেও বাদ যাবেনা। গরম দুধ আর হরলিক্স খাইলাম- গাভীর পিটুইটারি গ্রন্থিতে ইঞ্জেকশন দেওয়ার পর অতিরিক্ত দুধ দোওয়ানো হয়, এরপর ইউরিয়া মেরে সাদা করা হয়।আর হরলিক্সে পরীক্ষা করে ক্যামিকাল ছাড়া কোন পুষ্টি উপাদান পাওয়া যায়নি!

এত ভেজাল খেয়ে দু একটা ঔষধ না খেলে তো শরীর টিকবেনা। ৭০ ভাগ ঔষধ কোম্পানি দেশে মান সম্মত ঔষধ তৈরি করেনা।

এইসব খাওয়ার পর ভাবতেছি, কেমনে বেঁচে আছি!..মানুষের ঈমান তো নাই নাই, দুর্নীতির ভিতরেও এরা দুর্নীতি করে। আসলে আমরা কেউই বেঁচে নাই।

তবুও সব যায়গায় ধোকা দিয়ে এবং খেয়ে সবশেষে হাসপাতালে ডাক্তারের কাছে এসেই যেন সবাই আসল অপরাধী কে খুজে পায়।

27/05/2022

:
ঘুমের মধ্যে শিশুকে খাওয়ানো যাবে কি ?

একটা গ্রুপে একজন মা পোস্ট করেছেন, রাত জেগে ৪ মাসের বাচ্চাকে খাওয়াতে পারছেন না, ঘুম ভাঙে না তার বা বাচ্চার!

একজন মাকে বিভ্রান্ত করা কত সহজ তাই না ? রাতে জেগে কেন বাচ্চা দুধ খায় না তার জন্য টেনশন করছিলেন তিনি। আর একেকজন কি সব পরামর্শ দিলেন তাকে !!!!!

★ ২ ঘন্টা পর পর ঘুম থেকে উঠে বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করতে।

★ এলার্ম দিয়ে রাখতে সারারাত।

★ নিজে উঠে বার বার পানি খাবে আর বাচ্চাকে খাওয়াবেন।

★ একজন তো বলি হারি তাকে খোঁটাও দিয়ে বসলেন, মায়ের নিজেরই আসলে ঘুম ভাঙ্গে না।

সিরিয়াসলি !!!!! এই মা কি মানুষ না? তার ঘুম খাওয়া বিশ্রামের দরকার নাই? যারা পরামর্শ দিলেন তাদের বাচ্চা কাচ্চা নাই? তাদের কি পালতে হয় নাই নাকি অন্য কেউ পেলে দিয়েছে ? একটা মাকে এমন অমানবিক পরামর্শ কেমন করে দেয় ?

শিশুর টানা ঘুমঃ

নবজাতক ছাড়া যে কোনো শিশুই ২৪ ঘন্টায় ৮-১০ ঘন্টা ঘুমাবে এবং এই ৮-১০ ঘন্টায় সে টানাও ঘুমাতে পারে, ঘুমের মধ্যে খেতে নাই চাইতে পারে, এমনকি পেশাবও নাও করতে পারে। সবই ওর জন্য নরমাল বা স্বাভাবিক ধরে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বাচ্চার খাওয়া, পেশাব, ওজন ও এক্টিভিটি বা হাসিখুশি সবই ঠিকমত থাকে। নবজাতককে শুধুমাত্র ৩-৫ ঘন্টার বেশী একটানা ঘুমাতে দেয়া ঠিক না, পুষ্টি নিশ্চিত হয় না।

আর মাকে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে বাচ্চার পাশাপাশি এবং বেশি বেশি করে খেতে হবে যেন বাচ্চা ভালো বুকের দুধ পায়।

বরং বাচ্চাকে সারারাত ঘুম ভাঙিয়ে খাওয়ালে টানা ঘুমে যে হরমোনগুলো বের হয় শরীরে, বাচ্চার শারিরীক বৃদ্ধি ও বিকাশের জন্য সেগুলো আর বের হতে পারে না। ফলে বাচ্চার বৃদ্ধি ব্যাহত হয়।

আরেকটা খারাপ দিক হলো, ঘুমের মধ্যে খাওয়ানোর অভ্যাস করলে পরবর্তীতে বাচ্চার দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয় ও মুুখে দুর্গন্ধ হয়।

রাতে ঘুমিয়ে খাবার কেন ও কখন খাবে বাচ্চা ?

১. নবজাতক বাবু যাদের টানা ৩ ঘন্টার বেশি না খেয়ে থাকা উচিত নয়

২. যেসব বাবু সন্ধ্যায় ঘুমিয়ে পরে তাদেরকে মাঝরাতের আগে অন্তত ২ টা ফিড দেওয়া দরকার যাতে মা ও বাচ্চা ২জনেরই বার বার ঘুম না ভাঙে খিদার জন্য। এটাকে ড্রিম ফিড বলে। নবজাতক থেকে ১০ মাস বয়সীদের এমনটা দেয়া হয়।

কাজেই, মাকে অযথা পেরেশান করবেন না ভুল তথ্য দিয়ে। অযথা উপদেশ দিবেন না যদি সে সম্পর্কে আপনার সঠিক তথ্য না জানা থাকে। আপনার নিজের অভিজ্ঞতা অন্য বাচ্চার বেলায় কাজে নাও লাগতে পারে।

23/05/2022

যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতার মতো জঘন্য পাপ বেড়ে যায়, তখন আল্লাহ তাদের মহামারির মাধ্যমে শাস্তি দেন। মহানবী (সা.) ইরশাদ করেন, ‘যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারি আকারে রোগের প্রাদুর্ভাব হয়। তা ছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা আগের লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৪০১৯)

আল্লাহ সবাইকে নতুন মহামারী monkey pox এর প্রাদুর্ভাব থেকে রক্ষা করুন।আমীন।

22/05/2022

সম্ভব হলে সকল ধরনের ঔষধ থেকে নিজেকে দূরে রাখুন।একটু কিছু হলেই ঔষধ খাবেন না।অবশ্যই যথাযথ খাদ্যাভ্যাস এবং জীবনযাপন করতে পারলে এটা অসম্ভব নয়।

16/05/2022

আমার শৈশব থেকে আজ পর্যন্ত সবচেয়ে কাছের বন্ধুর মায়ের ব্রেইন ক্যান্সার ধরা পড়েছে।মাউন্ট এলিজাবেথ সহ বিশ্বের সব বড় বড় হাসপাতালে যোগাযোগ করা হয়েছে।এর নির্মূল অসম্ভব বলে জানিয়েছে সবাই।
আমি এই খালার হাতের কত রান্না খেয়েছি।সব আনন্দের স্মৃতিগুলো চোখে ছবির মত ভেসে আসছে।সৃষ্টিকর্তার সিদ্ধান্তের কাছে কতটা তুচ্ছ আমরা।কি কাজে আসে এই ডাক্তারী জ্বর ঠান্ডা কাশি আর টুকটাক রোগ সারানো ছাড়া(তাও পরোক্ষ) মাঝে মাঝে বুঝে আসেনা।
আল্লাহ আমাদের মাফ করুন।আমীন।

Address

Dhaka Shishu (children) Hospital Sher-e-Bangla Nagar
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr.A N M Wahiduzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.A N M Wahiduzzaman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram