United Medical College Hospital

United Medical College Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United Medical College Hospital, United City, Madani Avenue, Satarkul, Dhaka.

24/10/2025

ব্রেস্ট ক্যানসারের চিকিৎসা নির্ভর করে ক্যানসারের ধাপ ও রোগীর শারীরিক অবস্থার ওপর। প্রাথমিক পর্যায়ে অনকো-প্লাস্টিক ব্রেস্ট সার্জারির মাধ্যমে ব্রেস্ট সংরক্ষণ করা সম্ভব, আর জটিল পর্যায়ে প্রয়োজন হতে পারে মাসটেকটমি বা সম্পূর্ণ ব্রেস্ট অপসারণের। আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে এখন অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ ব্রেস্ট রিকনস্ট্রাকশন করা যায়, যা শরীরের স্বাভাবিক গঠন অক্ষুণ্ণ রাখে। মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিশেষজ্ঞ ডাঃ জামান উম্মে হুমায়রা রোগীর অবস্থা অনুযায়ী নির্ধারণ করেন সর্বোত্তম চিকিৎসা পরিকল্পনা। পরামর্শের জন্য যোগাযোগ করুন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে, কল করুন 01917010666 নম্বরে।

24/10/2025

সম্প্রতি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কার্ডিয়াক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাঃ রাফিউর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা নেন মোঃ নাজিরুল ইসলাম। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগলেও, সঠিক চিকিৎসা পরিকল্পনা, দক্ষ সার্জারি টিমের অভিজ্ঞতা এবং নিবিড় পরিচর্যায় তিনি ফিরে পেয়েছেন সুস্থ জীবন। এমনকি গুরুতর রোগীরাও এখানে পান যত্ন ও নিশ্চিন্ত সেবা। চলুন শুনে নেই মোঃ নাজিরুল ইসলামের মুখেই তার সুস্থ হয়ে ওঠার গল্প। যেকোনো তথ্যের জন্য কল করুন 01917010666 নম্বরে।

22/10/2025

ব্রেস্ট ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা শুরু করাই রোগমুক্তির প্রথম ধাপ। কারণ, সময়মতো সঠিক চিকিৎসা নিলে ব্রেস্ট ক্যানসার সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ অনন্যা সরকার রোগীর অবস্থা অনুযায়ী নির্ধারণ করেন সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি, যার মধ্যে থাকতে পারে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন বা হরমোন থেরাপি। ব্রেস্ট ক্যানসার শনাক্তের পর দ্রুত পরামর্শ নিতে যোগাযোগ করুন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে, কল করুন 01917010666 নম্বরে।

ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে এসেছে বিশেষ প্য...
21/10/2025

ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে এসেছে বিশেষ প্যাকেজ "ব্রেস্ট ওয়েলনেস প্রিমিয়াম"। এই প্যাকেজে থাকছে ডাক্তার কনসালটেশন, ব্রেস্টের আল্ট্রাসাউন্ড ও ম্যামোগ্রাফি উইথ টোমোসিন্থেসিস, পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেলফ স্ক্রিনিং প্রশিক্ষণ, যা আপনাকে এবং আপনার আশেপাশের নারীদের ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতন হতে ও প্রয়োজনে দ্রুত চিকিৎসা নিতে সহায়তা করবে। সাশ্রয়ী মূল্যে প্যাকেজটি গ্রহণ করতে পারবেন ৩০ নভেম্বর পর্যন্ত, মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে, প্যাকেজ সংক্রান্ত তথ্যের জন্য কল করুন 01917010666 নম্বরে।

21/10/2025

ব্রেস্ট ক্যানসার থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যানসার শনাক্ত করা। নিয়মিত শেলফ স্ক্রিনিং-এর মাধ্যমে ব্রেস্টে দানাদানা ভাব অথবা গোঁটা, আকারের পরিবর্তন বা নিপল থেকে রক্তপাত দেখামাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্রেস্ট ক্যানসারের স্ক্রিনিং থেকে চিকিৎসায়, মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের অভিজ্ঞ জেনারেল, ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জন ডাঃ তাসনুভা মাহজাবীন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন 01917010666 নম্বরে।

ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে সকল নারীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে এসেছে একটি বি...
19/10/2025

ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে সকল নারীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে এসেছে একটি বিশেষ প্যাকেজ "ব্রেস্ট ওয়েলনেস প্লাস"। ডাক্তার কনসালটেশন থেকে শুরু করে ব্রেস্টের আল্ট্রাসাউন্ডসহ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেলফ স্ক্রিনিং প্রশিক্ষণ, যা আপনাকে এবং আপনার আশেপাশের নারীদের ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতন ও প্রয়োজনে চিকিৎসা গ্রহণে প্রস্তুত হতে সাহায্য করবে। সাশ্রয়ী মূল্যে প্যাকেজটি গ্রহণ করতে পারবেন ৩০ নভেম্বর পর্যন্ত মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে, প্যাকেজ সংক্রান্ত তথ্যের জন্য কল করুন ০১৯১৭০১০৬৬৬ নম্বরে।

18/10/2025

হৃদরোগের ক্ষেত্রে প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তই পারে জীবন বাঁচাতে। সময়মতো পরীক্ষা ও সচেতনতা দীর্ঘমেয়াদী জটিলতা প্রতিরোধে সহায়ক। আপনার হৃদয়ের যত্নে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারে আছেন অভিজ্ঞ বিশেষজ্ঞ ও আধুনিক চিকিৎসা সেবা। মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 01917010666 নম্বরে।

কেবল দাঁতের ব্যথায়ই নয়, যেকোনো সময় যেকোনো প্রয়োজনে লাগতে পারে ডেন্টাল সেবার, তবে ব্যস্ত দিনের ভিড়ে সময় মিলিয়ে নেওয়াই যেন...
17/10/2025

কেবল দাঁতের ব্যথায়ই নয়, যেকোনো সময় যেকোনো প্রয়োজনে লাগতে পারে ডেন্টাল সেবার, তবে ব্যস্ত দিনের ভিড়ে সময় মিলিয়ে নেওয়াই যেন অনেক কঠিন! তাই মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে পাবেন দাঁতের যেকোনো সেবা, এখন থেকে সন্ধ্যায়ও। অভিজ্ঞ ডেন্টাল বিশেষজ্ঞ দ্বারা রুটিন চেকআপ থেকে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, যেকোনো প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্ট নিন 01917010666 নম্বরে।

ব্রেস্ট ক্যানসার সচেতনতার মাসে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপিটাল নিয়ে এসেছে বিশেষ কনসালটেশনের সুযোগ। আগামী ১৮ থেকে ২৩ অক্টো...
17/10/2025

ব্রেস্ট ক্যানসার সচেতনতার মাসে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপিটাল নিয়ে এসেছে বিশেষ কনসালটেশনের সুযোগ। আগামী ১৮ থেকে ২৩ অক্টোবর, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্রেস্ট ক্যানসার চিকিৎসায় অভিজ্ঞ ও প্রসিদ্ধ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে নিন পরামর্শ ও প্রয়োজনীয় সেবা।

বিশেষ কনসালটেশনের জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে: https://tinyurl.com/umch-breastcancer

স্ক্রিনিং থেকে চিকিৎসার জন্য আসুন মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপিটালে অথবা কল করুন 01917010666 নম্বরে।

ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের বিশেষ কনসালটেশন 📅 তারিখ: ১৮–২৩ অক্টোবর ২০....

16/10/2025

হৃদরোগের চিকিৎসায় শুধু আধুনিক যন্ত্রপাতিই যথেষ্ট নয়, দরকার চিকিৎসকের সহমর্মিতা ও আন্তরিকতা। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারে ডাঃ মোঃ নাজমুল ইসলাম তার অভিজ্ঞতা ও মানবিক যত্নে রোগীদের পাশে আছেন প্রতিটি ধাপে, নিশ্চিত করছেন নিরাপদ আরোগ্য। মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন 01917010666 নম্বরে।

প্রতি বছর হাজারো নারী লড়ছেন ব্রেস্ট ক্যানসারের বিরুদ্ধে, আর আমরা চাই সেই লড়াই হোক জয়ের। তাই মাদানী এভিনিউতে অবস্থিত ইউনা...
15/10/2025

প্রতি বছর হাজারো নারী লড়ছেন ব্রেস্ট ক্যানসারের বিরুদ্ধে, আর আমরা চাই সেই লড়াই হোক জয়ের। তাই মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপিটালে আপনার সেবায় রয়েছে অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞদের দল, যারা নিশ্চিত করেন আপনার সঠিক যত্ন ও চিকিৎসা। কারণ সময়মতো চিকিৎসাই পারে জীবন বাঁচাতে। স্ক্রিনিং থেকে চিকিৎসা, যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01917010666 নম্বরে।

সুস্থতা আসে সুন্দর জীবনযাপনের মাধ্যমে, যার প্রথম ধাপই হাত পরিষ্কার রাখা। দিনের বিভিন্ন সময়ে আমরা হাত দিয়েই নানা কাজ করি,...
15/10/2025

সুস্থতা আসে সুন্দর জীবনযাপনের মাধ্যমে, যার প্রথম ধাপই হাত পরিষ্কার রাখা। দিনের বিভিন্ন সময়ে আমরা হাত দিয়েই নানা কাজ করি, যেখান থেকে সহজেই সংক্রমিত হতে পারে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস এ সহ চর্মরোগের মতো অসুখ। বিশ্ব হাত ধোয়া দিবসে আসুন প্রতিজ্ঞা করি, নিজের ও প্রিয়জনদের সুস্থতার জন্য প্রতিদিন নিয়ম মেনে হাত ধোবো। আর অসুস্থতার মুহূর্তে আপনার পাশে আছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, ২৪ ঘণ্টা সেবা নিয়ে আপনার পাশে, বিস্তারিত তথ্যের জন্য কল করুন 01917010666 নম্বরে।

Address

United City, Madani Avenue, Satarkul
Dhaka
1212

Telephone

+8801917010666

Website

Alerts

Be the first to know and let us send you an email when United Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram