15/10/2025
জেনে নিন,,,,,
রাকিব, বয়স ৩৫। চাকরি করে, সংসার সামলায়, ব্যস্ত জীবন।
কিছুদিন ধরে লক্ষ্য করছে — প্রস্রাবের সঙ্গে ফেনা উঠছে।
প্রথমে ভাবল, “হয়তো জোরে গেছে, তাই ফেনা উঠেছে।”
দিন কেটে গেল… ফেনা রয়ে গেল।
স্ত্রী বলল, “একবার ডাক্তারের কাছে যাও।”
সে হাসল —“এত ছোট জিনিসে ডাক্তার লাগবে?”
আর সেই হাসিটাই একদিন মিলিয়ে গেল যখন পরীক্ষায় ধরা পড়ল,
তার কিডনির ফিল্টার (glomerulus) লিক করছে প্রোটিন।
রোগের নাম Proteinuria
অর্থাৎ প্রস্রাবে প্রোটিন বেরিয়ে যাওয়া।
কেন হয় প্রস্রাবে ফেনা?
যখন কিডনি দুর্বল হয়ে পড়ে,
রক্তের প্রোটিন ঠিকভাবে আটকে রাখতে পারে না,
ফলে প্রোটিন প্রস্রাবের সঙ্গে বের হয়ে ফেনা তৈরি করে।
অতিরিক্ত প্রোটিন = কিডনির ক্ষতি, দীর্ঘমেয়াদে এর মানে = Chronic Kidney Disease (CKD)
সম্ভাব্য কারণ:
• অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
• উচ্চ রক্তচাপ
• নেফ্রাইটিস বা কিডনির প্রদাহ
• অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার বা সাপ্লিমেন্ট
• কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
কি করবেন?
1Urine R/E ও Urine Protein test দিন।
2 Serum Creatinine, eGFR করে কিডনির কার্যক্ষমতা দেখুন।
3 রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।
4 লবণ ও প্রোটিন কম খান, পানি ঠিকভাবে পান করুন।
5 নেফ্রোলজিস্টের পরামর্শ নিন — দেরি নয়, দ্রুত।
অনেক সময় রোগীরা বলেন
“অনেক ডাক্তার তো বলে এটা কোনো সমস্যা না!”
সত্য হলো সব ফেনা মানেই রোগ নয়,
কিন্তু স্থায়ীভাবে ফেনা দেখা গেলে সেটি প্রোটিন লসের ইঙ্গিত হতে পারে।
American Journal of Kidney Diseases (AJKD, 2021):
“Persistent foamy urine can be an early indicator of proteinuria and chronic kidney disease, even before serum creatinine levels rise.”
National Kidney Foundation (NKF):
“Occasional foam in urine is common and may result from speed or dehydration,
but persistent foaminess warrants evaluation for protein loss.”
Mayo Clinic Health Information:
“If urine remains foamy over time, especially with swelling or fatigue,
it may indicate kidney damage and needs medical testing.”
ছোট উপসর্গ কখনোই ছোট নয়।
প্রস্রাবে ফেনা মানেই দেহের ভেতরে একটি সতর্ক ঘণ্টা বেজে উঠেছে।
শুনে নিন, অবহেলা নয় আজই পদক্ষেপ নিন।
Dr-Abdur Rahman