24/08/2025
পিএলআইডি (PLID) বা সায়াটিকা তে এন্ডোসকপিক ডিস্কেকটমি দারুন কার্যকর চিকিৎসা পদ্ধতি। এর অনেকগুলি সুবিধা
১. ছোট্ট একটি ছিদ্রকরে ডিস্কের বাড়তি অংশ নিয়ে আসা হয়।
২. পুরো অজ্ঞান করতে হয় না।
৩. ক্যামেরার সাহায্যে নার্ভ এবং অন্যান্য অলশ দেখে করা হয় ফলে ইনজুরির ঝুঁকি কম বা নেই বললেই চলে।
৪. কেটে করার চেয়ে এখানে ইনফেকশনের ঝুঁকি অনেক কম।
৫. কাটাছেঁড়া না হবার কারনে ব্যথা কম হয় বা হয়না বললেই চলে।
৬. হাসপাতালে ৪ ঘন্টা থেকে রোগী বাসায় চলে যেতে পারে।
এন্ডোস্কোপিক ডিস্কেকটমি প্রসিডিউরের অসাধারণ সাফল্যের কথা। দুই বছর তিনি ব্যথায় ভুগেছেন পরবর্তীতে এন্ডোসকপির মাধ্যমে তার বাড়তি ডিস্কের অংশ পরিস্কার করে দেওয়া হয়। এই আধুনিক পদ্ধতি কীভাবে তার জীবনকে ব্যথামুক্ত করেছে এবং তাকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে, তা তিনি নিজেই জানাচ্ছেন।
পিএলআইডির চিকিৎসায় বেচিরভাগ ক্ষেত্রেই
কোন অপারেশনের প্রয়োজন হয় না। ওষুধ, ব্যয়াম বা মিনিম্যালি ইনভেসিভ ইন্টারভেনশন যেমন ওজোন নিউক্লিওলাইসিস, এপিডুরাল স্টেরয়েড, ডিস্কএফএক্স, বাইঅকুপ্লাস্টি প্রভৃতির মাধ্যমেই ৯০_৯৫% রোগীর চিকিৎসা সম্ভব। বাকী স্বল্প সংখ্যক রোগীর সার্জারী বা এন্ডোসকপির দরকার হতে পারে।
ডাঃ চন্দ্র শেখর কর্মকার
সহকারী অধ্যাপক,
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
এমবিবিএস, এফসিপিএস (এ্যানেসঃ)
ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন(EDPM)
WFSA পেইন মেডিসিন ফেলো (হায়দ্রাবাদ, ইন্ডিয়া)
অ্যাডভান্সড ট্রেনিং ইন পেইন এন্ড মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড (KIMS, ইন্ডিয়া)
ট্রেইনড ইন স্পাইন এন্ডোস্কোপি (Miraj, MH, ইন্ডিয়া)
ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিষ্ট
📍 চেম্বার ০১:
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ধানমন্ডি ঢাকা
শনি, সোম, বুধবার সন্ধ্যা ৬.৩০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত
রুম নং : ৭৫২
📍 চেম্বার ০২:
রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, ওয়্যারলেস গেট, মগবাজার, (আড়ং এর পাশে) ঢাকা।
শনিবার দুপুর ৪.০০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত
মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ টা থেকে রাত ৯.৩০ টা পর্যন্ত
📞 অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়ালের জন্য : ০১৬৭২৩০৯৬০৮
#কোমরেরব্যথা #এন্ডোস্কোপিকডিস্কেকটমি #আধুনিকচিকিৎসা #ব্যথামুক্তজীবন #স্পাইনসার্জারি #স্বাস্থ্যকথা