Happy Family Healthcare Service

Happy Family Healthcare Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Happy Family Healthcare Service, House/202 , Ahammed Nager, Mirpur/1, Dhaka.

হ্যাপি ফ্যামিলি হেলথকেয়ার আপনার পরিবারের সেবার অংশীদার। আপনার নিজ বাসায় বা হাসপাতালে থাকাকালীন রুগীর জন্য ( ডাক্তার, নার্স, কেয়ারগিভার, ফিজিওথেরাপি, ইনজেকশন ড্রেসিং সেবা । এক্সরে ইসিজি ও স্যাম্পল কালেকশন ও মেডিকেল সরঞ্জাম ভাড়া ও বিক্রি করে থাকি।

কেয়ার গিভার সার্ভিস রুগীর যত্নে নিজ বাসায়।অভিজ্ঞ ও প্রশিক্ষিত কেয়ারগিভার দিয়ে আমরা দিচ্ছি নিরাপদ ও যত্নশীল সেবা।২৪ ঘ...
05/09/2025

কেয়ার গিভার সার্ভিস রুগীর যত্নে নিজ বাসায়।

অভিজ্ঞ ও প্রশিক্ষিত কেয়ারগিভার দিয়ে আমরা দিচ্ছি নিরাপদ ও যত্নশীল সেবা।
২৪ ঘণ্টা রোগীর পাশে থেকে খাবার খাওয়ানো, ওষুধ মেনে দেওয়া, ড্রেসিং-ইনজেকশন সাপোর্টসহ সব ধরনের সহযোগিতা।
আমাদের কেয়ারগিভাররা ভেরিফাইড ও দায়িত্বশীল—আপনার পরিবারের সদস্যের মতো যত্ন নেবেন।”
সেবা নিতে কল করুন: 01784-475314

01/09/2025
06/06/2025
🏡 “বাসায় প্রিয়জনের নিরাপদ নার্সিং ও কেয়ারগিভিং সেবা”🏡 বাসায় অসুস্থ বা বৃদ্ধ বাবা-মায়ের জন্য নির্ভরযোগ্য সেবা''Happy Fa...
27/05/2025

🏡 “বাসায় প্রিয়জনের নিরাপদ নার্সিং ও কেয়ারগিভিং সেবা”

🏡 বাসায় অসুস্থ বা বৃদ্ধ বাবা-মায়ের জন্য নির্ভরযোগ্য সেবা
''Happy Family Healthcare Service'' এখন আপনার পাশে সর্বক্ষণ 🌿

📞 সেবা নিতে কল করুনঃ 01784-475314
📱 অথবা WhatsApp করুন এখনই!

✅ আমরা যা নিশ্চয়তা দিচ্ছি –

✔ অভিজ্ঞ ও প্রফেশনাল নার্স/কেয়ারগিভার
✔ স্বল্প ও দীর্ঘমেয়াদী সেবা গ্রহণের সুবিধা
✔ ৬, ৮, ১০, ১২ ও ২৪ ঘণ্টার সেবা
✔ তিন স্তর ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার
✔ নিরাপদ ও চিন্তামুক্ত সেবা
✔ চাহিদা অনুযায়ী সেবা প্রদানের নিশ্চয়তা
✔ স্বাস্থ্যবিধি মেনে মানসম্মত সেবা প্রদান
✔ ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট
✔ দ্রুততম সময়ে সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

🏥 আমাদের অন্যান্য সেবা সমূহঃ

🔹 রেজিস্টার্ড নার্স
🔹 অভিজ্ঞ কেয়ারগিভার
🔹 ফ্যামিলি ডাক্তার হোম ভিজিট
🔹 দক্ষ পেশেন্ট কেয়ার এটেনডেন্ট
🔹 ডিগ্রী প্রাপ্ত ফিজিওথেরাপিস্ট
🔹 মেডিকেল ইকুইপমেন্ট ভাড়া ও বিক্রয়

🌐 আমাদের সম্পর্কে বিস্তারিত জানুন:
👉 Happyfamilycarebd.com
📞 01784-475314 / 01717543380

✨ ''Happy Family Healthcare Service'' – পরিবারের সুস্থতা, আমাদের অঙ্গীকার।

বাসায় অসুস্থ্য কিংবা বৃদ্ধ বাবা-মায়ের জন্য নার্সিং/কেয়ারগিভিং/এটেনডেন্ট সেবা নিন ''Happy Family Healthcare Service'' থেক...
23/05/2025

বাসায় অসুস্থ্য কিংবা বৃদ্ধ বাবা-মায়ের জন্য নার্সিং/কেয়ারগিভিং/এটেনডেন্ট সেবা নিন ''Happy Family Healthcare Service'' থেকে
সেবা পেতে এখনি ফোন করুনঃ
01784-475314 অথবা WhatsApp
✅ ''Happy Family Healthcare Service'' আপনাকে নিশ্চিত করছে-
✔অভিজ্ঞ ও প্রফেশনাল নার্স/কেয়ারগিভার
✔স্বল্প ও দীর্ঘমেয়াদী সেবা নেওয়ার সুবিধা
✔৬,৮,১০,১২,২৪ ঘন্টা সেবা নেয়ার সুবিধা
✔তিন স্তর ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার
✔নিরাপদ ও চিন্তামুক্ত সার্ভিস প্রদান
✔চাহিদা অনুযায়ী সেবা প্রদানের নিশ্চয়তা
✔স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান
✔সঠিক ও মানসম্মত সেবার নিশ্চয়তা
✔২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট
✔দ্রুত তম সময়ে সেবা প্রদানের নিশ্চয়তা
''Happy Family Healthcare Service'' আর ও যে সকল সেবা প্রদান করে ।
✅রেজিস্টার্ড নার্স
✅অভিজ্ঞ কেয়ারগিভার
✅ফ্যামিলি ডাক্তার হোম ভিজিট
✅দক্ষ পেশেন্ট কেয়ার এটেনডেন্ট
✅ডিগ্রী প্রাপ্ত ফিজিওথেরাপিস্ট
✅মেডিকেল ইকুইপমেন্ট ভাড়া এবং বিক্রয়
"Happy Family Healthcare Service" সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিসিট করুন
http://Happyfamilycarebd.com/ অথবা ফোন করুন +88 01784-475314 / 01717543380

পৃথিবীর সকল মা,বাবার নিজ বাসায় সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
11/05/2025

পৃথিবীর সকল মা,বাবার নিজ বাসায় সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

🏡 “বাসায় প্রিয়জনের নিরাপদ নার্সিং ও কেয়ারগিভিং সেবা”বাসায় কেয়ারগিভার (caregiver) নেওয়া গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এ...
08/05/2025

🏡 “বাসায় প্রিয়জনের নিরাপদ নার্সিং ও কেয়ারগিভিং সেবা”

বাসায় কেয়ারগিভার (caregiver) নেওয়া গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি সিদ্ধান্ত। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি যা এই সিদ্ধান্তকে সহজ ও নিরাপদ করতে সাহায্য করতে পারে:

১. প্রয়োজন মূল্যায়ন করুন

কেয়ারগিভারের কাজ কী হবে? (যেমন: চিকিৎসা সহায়তা, খাওয়ানো, হাঁটাচলা করানো, ওষুধ দেওয়া, মানসিক সঙ্গ দেয়া ইত্যাদি)

কেয়ার রিসিপিয়েন্টের শারীরিক ও মানসিক অবস্থা বুঝে নিন।

২. ভালো প্রতিষ্ঠান বা বিশ্বস্ত সোর্স থেকে কেয়ারগিভার নিন

যেসব প্রতিষ্ঠান লাইসেন্সপ্রাপ্ত এবং রিভিউ ভালো, তাদের থেকে কেয়ারগিভার নেওয়া নিরাপদ।

পরিচিতদের রেফারেন্সে কেয়ারগিভার নিলে ভরসা করা সহজ হয়।

৩. ব্যাকগ্রাউন্ড চেক করুন

জাতীয় পরিচয়পত্র, ঠিকানা, আগের কর্মস্থলের তথ্য যাচাই করুন।

প্রয়োজনে স্থানীয় থানায় তথ্য জমা দিন (কিছু জায়গায় এটা বাধ্যতামূলকও হতে পারে)।

৪. চুক্তি ও শর্তাবলী ঠিক করুন

কাজের সময়, বেতন, ছুটির দিন, দায়িত্ব, জরুরি অবস্থা কীভাবে সামলাবে—এইসব বিষয়ে লিখিত চুক্তি করা ভালো।

৫. প্রথম কিছু দিন পর্যবেক্ষণ করুন

শুরুতে পরিবারের একজন সদস্য নিয়মিত তদারকি করুন।

ব্যবহার, আন্তরিকতা, দায়িত্ব পালনের ধরণ পর্যবেক্ষণ করুন।

৬. মানসিক দিক বিবেচনা করুন

কেয়ারগিভার যেন ধৈর্যশীল, সহানুভূতিশীল এবং প্রয়োজন অনুযায়ী কথাবার্তা বলতে পারেন।

পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা জরুরি।

৭. জরুরি পরিকল্পনা তৈরি রাখুন

কেয়ার রিসিপিয়েন্টের মেডিকেল ইনফরমেশন ও ইমার্জেন্সি কন্টাক্ট লিস্ট প্রস্তুত রাখুন।

আপনি কি সিনিয়র সিটিজেনের জন্য কেয়ারগিভার খুঁজছেন?
যোগাযোগঃ +880 01784-475314

কারখানা বা নির্মাণস্থলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এতে শ্রমিক আহত হন বা প্রাণ হারান। তাই প্রতিটি কর্মস্থলে প্রাথমিক চিকিৎসার...
01/05/2025

কারখানা বা নির্মাণস্থলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এতে শ্রমিক আহত হন বা প্রাণ হারান। তাই প্রতিটি কর্মস্থলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী

Address

House/202 , Ahammed Nager, Mirpur/1
Dhaka
12

Alerts

Be the first to know and let us send you an email when Happy Family Healthcare Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Happy Family Healthcare Service:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram