MediUp

MediUp Mediup is the largest online medicine shop of Bangladesh. We supply all kinds of medicine, supplement, health equipment all over the country.

✅আমরা আপনাকে এলার্জি জনিত সকল সমস্যার  ১০০% সঠিক সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ। কিছু উপায় মেনে চললে এবং আমাদের   "এলার্জি...
11/02/2025

✅আমরা আপনাকে এলার্জি জনিত সকল সমস্যার ১০০% সঠিক সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ। কিছু উপায় মেনে চললে এবং আমাদের "এলার্জি বিনাস " ঔষধটা নিয়মিত এক মাস সেবন করলে ইনশাআল্লাহ এলার্জিকে দূর করতে পারবেন সারা জীবনের জন্য।

✅উপকারীতা:
🔴বার বার হাঁচি ওঠা। (১০০%সমাধান)
🔴 মুখে লালছে র‍্যাশ পরা (১০০%সমাধান)
🔴 কপালসহ সমস্থ মুখে ব্রন ওঠা ও পুজ হওয়া বা আশের মত হওয়া।
🔴চোখ চুলকানো
🔴মাথার চুলের ভেতরের গোটা,
🔴শরিরের ভি়ভিন্ন অঙ্গে বিশেষ করে বুকে পিঠে ব্রন ওঠা ও চুলকানী
🔴শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত গোটা।
হওয়া এবং পুঁজ জমে থাকা।
🔴হাঁপানি, শ্বাসকষ্ট, নাক দিয়ে পানি ঝরা,
গলার ভেতর কফ জমে থাকা
🔴র‍্যাশ বা চাকা হয়ে ফুলে ওঠা

✅আমাদের প্রোডাক্ট টি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এজন্য এটা খুব সহজেই রক্তের সাথে মিশে রক্তের ভেতরে থাকা এলার্জির ক্ষতিকর কণিকাগুলোকে ধ্বংস করে এবং ভেতর থেকে স্থায়ীভাবে সমাধান করবে ইনশাআল্লাহ।

🌿অগ্রীম ১ টাকা পেমেন্ট ছাড়াই অর্ডার করতে নিচের Send Message বাটনে ক্লিক করুন।
১০০% প্রিমিয়াম কোয়ালিটি, আগে পন্য দেখে পন্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন।

- আরো বিস্তারিত জানতে কল করুনঃ 01777-013801
অথবা অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুণ।

#এলার্জি #এলার্জি_বিনাশ

🌿 উপকৃত না হলে অবশ্যই টাকা রিটার্ন পাবেন।✅এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করুন♻এলার্জির জন্য প্রতিনিয়ত পার্শ্ব প্রত...
21/01/2025

🌿 উপকৃত না হলে অবশ্যই টাকা রিটার্ন পাবেন।

✅এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করুন
♻এলার্জির জন্য প্রতিনিয়ত পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত মেডিসিন না খেয়ে সম্পূর্ণ প্রাকৃতিক সমাধান গ্রহণ করুন।
♻প্রাকৃতিক ভাবে এলার্জি চুল্কানি থেকে স্থায়ীভাবে মুক্তি নিন !!!

♻এলার্জি বিনাশ এর উপকারিতা-
✅ চু’ল’কা’নি এ’লা’র্জি দূর করে।
✅ রক্ত এ’লা’র্জি দূর করে।
✅ দা’উ’দ ও এক্সিমা জনিত সমস্যা দূর করে
✅ কোল্ড এ’লা’র্জি দূর করে।
✅ হাঁ’চি- কা’শি জনিত সকল এ’লা’র্জি দূর করে।
✅ সকল প্রকারের এ’লা’র্জি দূর করে।

♻️আমাদের এই ভেষজ এলার্জি নির্মূল স্পেশাল হওয়ার কারণঃ
✅ অভিজ্ঞতা সম্পন্ন হেকিমের দ্বারা তৈরি।
✅প্রতিটা উপাদান এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির।
✅শক্তিশালি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি।
✅সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত।
✅কোন সাইড ইফেক্ট নেই।

♻️আমাদের উপর পূর্ণ আস্থা রাখুন, নিরাশ হবেন না। ১০০% ফলাফল পাবেন।
🚚 সারাদেশেই আমরা ক্যাশঅন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই নিশ্চিন্ত মনে ঘরে বসেই অর্ডার করুন আর ঘরে বসেই পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।
বিস্তারিত জানতে- ০১৭৭৭ ০১ ৩৮ ০১ নাম্বারে কল করুন।

** বিনা ভিজিট ফি তে আমাদের আয়ুর্বেদিক ডক্টরের সাথে আপনার যে কোনো সমস্যা নিয়ে পরামর্শ করুন।

27/12/2024

ইন্ডিয়ার সকল প্রকার ঔষধের জন্য ইনবক্সে যোগাযোগ করতে পারেন।আপনার প্রয়োজনীয় ঔষধ আমরাই এনে দেবো।
বাংলাদেশের সকল স্থানে কুরিয়ারের মাধ্যমে পৌছে দেয়া হবে।

আজকাল ঘরে ঘরে ডায়াবেটিস! ডায়াবেটিস হলো অনেক রোগের মা।ভয়ংকর এই "মা" থেকে নিজে ও পরিবার কে বাচাতে খাদ্যাভ্যাস ও জীবনাচরণে ...
16/07/2024

আজকাল ঘরে ঘরে ডায়াবেটিস!
ডায়াবেটিস হলো অনেক রোগের মা।
ভয়ংকর এই "মা" থেকে নিজে ও পরিবার কে বাচাতে খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তন আনুন।
যারা এই ভয়ংকর "মা" - এর বদ নজরে পরেই গিয়েছেন তারা সাথে রাখুন চমত্কার এই সাপ্লিমেন্ট " LIVEON GLUCO CONTROL "।
এটা এই মায়ের বদ নজরে ঢাল হিসেবে কাজ করবে।
বিস্তারিত নিচে দিলাম।
দয়া করে মনোযোগ সহকারে পড়বেন।
LIVEON GLUCO CONTROL গ্রহন করুন,
ইনসুলিন মুক্ত জীবন গড়ুন।
---------------------
এটি একটি আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরী সম্পুরক খাদ্য ।
যার প্রধান কাজ শরীরে ইনসুলিন তৈরীতে ভূমিকা পালনকারী অঙ্গ কে সক্রিয় করা।
ফলাফল, শরীরে ইনসুলিন তৈরী হওয়া এবং শরীর ডায়াবেটিস মুক্ত করা।
বিভিন্ন জন ডায়াবেটিস নিয়ন্ত্রনে বিভিন্ন প্রচলিত পদ্ধতি গ্রহন করে থাকেন। তথা ইনসুলিন, ট্যাবলেট, ক্যাপসুল ইত্যাদি।
ডায়াবেটিস হয়ে গেছে এমন কেউ যদি এই খাদ্য টি নিয়মিত ধৈর্য্য ধরে গ্রহন করে যেতে পারেন, আপনার শরীরে ইনসুলিন তৈরী হবে স্বাভাবিক হারে এবং এক সময় এটিও সেবন করতে হবে খুব সামান্য পরিমানে। যেখানে বর্তমান প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে ঔষুধ সেবন বা গ্রহনের মাত্রা ক্রমাম্বয়ে বাড়তে থাকে এবং এক সময় সব শেষ হয়ে যায়।
গ্লুকো কন্ট্রোল গ্ররহণের ফলে একসময় ডায়াবেটিসের জন্য আপনার কোন ঔষুধ গ্রহনের প্রয়োজন হবে না।
প্রথম দিকে এর পাশাপাশি আপনার নিয়মিত ঔষুধ গুলোও চলবে।
যখন আপনার সুগার লেবেল নিয়ন্ত্রন পর্যায়ে অর্থাৎ ৬ বা ৭ বা ৮ হবে এবং তা নিয়মিত হবে, তখন আপনার ঔষুধ, তথা ট্যাবলেট বা ক্যাপসুল সেবনের হার কিছুটা কমাতে হবে, আর ইনসুলিন হলে তা কিছু পরিমান কমাতে হবে
যেমন ২০ থাকলে ১৮ করতে হবে।
৭ থেকে ১০ দিন যাওয়ার পর যদি ফলাফল একই থাকে, তাহলে আবারও কিছুটা কমাতে হবে ঔষুধের পরিমান।
এভাবে ক্রমাম্বয়ে কমাতে কমাতে এক সময় সেই প্রচলিত ঔষুধগুলোও বাদ হয়ে যাবে।
আর এভাবে ক্রমাম্বয়ে প্রচলিত ঔষুধ ত্যাগের পর, পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে এই আমাদের চলতি প্রডাক্ট এর পরিমানও।
যেমন, দিনে ২ বার (সকালে ১ চামচ, রাতে এক চামচ, খালি পেটে), পরে ২ দিন পর পর, ৩ দিন পর পর এভাবে নিয়ন্ত্রনে চলে আসবে, অর্থাৎ, এই সাপ্লিমেন্ট একসময় ত্যাগ করতে পারবেন।
তবে আামরা পরামর্শ দিব, সপ্তাহে অন্ততঃ এক বেলা করে সেবন করবেন।
ডোজঃ
সুগার লেবেল ২০ বা তার বেশী হলে, দেড় চামচ করে ২ বেলা, আহারের ৩০ মিনিট পূর্বে সেবন করতে হবে।
সুগার লেবেল ১৫ থেকে ২০ এর মধ্যে থাকলে, ১ চামচ করে ৩ বেলা, আহারের ৩০ মিনিট পূর্বে সেবন করতে হবে।
সুগার লেবেল ১০ থেকে ১৫ থাকলে, ১ চামচ করে ২ বেলা, আহারের ৩০ মিনিট পূর্বে সেবন করতে হবে।
সুগার লেভেল ১০ এর নিচে থাকলে ১ চামচ করে ১ বেলা।

📢বিঃ দ্রঃ
এই সাপ্লিমেন্ট গ্রহণের পাশাপাশি (অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী )
সাময়িক কিছু ঔষুধের / সম্পুরক খাদ্যের প্রয়োজন হতেও পারে।

প্রাপ্তিস্থান -
মেডিআপ
যোগাযোগ-
📞01777 013801
(WhatsApp

A healthy mind does not have a deceased body.
18/04/2024

A healthy mind does not have a deceased body.

Happy World Health Day from MEDIUP!Today, as we celebrate global well-being, let's prioritize health and healing. At Med...
07/04/2024

Happy World Health Day from MEDIUP!

Today, as we celebrate global well-being, let's prioritize health and healing. At MediUp, we're committed to providing you with quality medications and wellness products to support your journey to wellness.

On this special day, let's renew our commitment to self-care and holistic living. Let's prioritize mental, physical, and emotional wellness, and remember that true health is a balance of mind, body, and spirit.

Join us in embracing the path to better health. Here's to thriving in health and happiness together!

Warm regards,
MEDIUP family

Low Back Pain (কোমড় ব্যাথা) ব্যাক পেইন অথবা কোমড় ব্যাথা খুব কমন এক ধরনের ব্যথা। মানুষ সারা জীবনে  একবার না‌ একবারএ ধরন...
28/11/2023

Low Back Pain (কোমড় ব্যাথা)

ব্যাক পেইন অথবা কোমড় ব্যাথা খুব কমন এক ধরনের ব্যথা। মানুষ সারা জীবনে একবার না‌ একবারএ ধরনের সমস্যায় ভুগে থাকেন। মহিলাদের মাঝে এই সমস্যা সচরাচর খুব বেশি দেখা যায়। এজন্য রোগীরা প্রায়শই অনেক ধরনের চিকিৎসা করিয়ে অনেক ধরনের ব্যথার ওষুধ খেয়ে থাকেন কিন্তু বেশিরভাগ সময়ই আশানুরূপ ফল পেয়ে থাকেন না। ওষুধ বন্ধ করলেই আবার ব্যথা দেখা দেয়। যার কারণে কয়দিন পর পরই এরকম সমস্যা দেখা দেয়। এ ব্যথা যদি তিন মাসের বেশি থাকে তখন আমরা একে ক্রনিক লো ব্যাক পেইন বলি। যথাসময়ে ব্যাক পেইন এর চিকিৎসা না করলে বা ঠিকভাবে ব্যাথা কন্ট্রোল না করলে এটা ক্রনিক ব্যাক পেইন এ পরিণত হয়। তখন এই চিকিৎসা পদ্ধতি আরও জটিল থেকে জটিলতর পরিণত হয়। তাই ব্যাথা শুরু হওয়ার সাথে সাথেই অবজ্ঞা নয়। সাথে সাথেই আমরা যদি সঠিক চিকিৎসা করাতে পারি তাহলে এটা দীর্ঘমেয়াদি ভোগান্তি থেকে রক্ষা পেতে পারবো।

কি কি কারণে ব্যাক পেইন হয়ে থাকে?
** ভারী কাজ করলে
** PLID অথবা ডিস্ক প্রলাপ্স অথবা ডিস্ক হার্নিয়া
** ডিস্ক ক্ষয়জনিত অথবা ডিজেনারেশন
** নার্ভ কম্প্রেশন
** মেরুদন্ডের হাড় ভেঙে গেলে অথবা ব্যথা পেলে
** অনেক উঁচু থেকে পড়ে গেলে
** ট্রমা
** রোড ট্রাফিক অ্যাকসিডেন্টের কারণে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হলে
** অষ্টিও আর্থাইটিস অথবা হাড় ক্ষয় জনিত কারণ
** হাড়ে ইনফেকশন (অস্টিওমাইলাইটিস) অথবা টিউমার
** মেরুদন্ডের ক্যানেল সরু হয়ে যাওয়া যাকে স্পাইনাল স্টেনোসিস বলা হয়
** মাংসপেশিতে স্ট্রেইন অথবা ইনজুরি
** ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ঘাটতি
** ইউরিনারি ইনফেকশন
** তলপেটে ইনফেকশন
** কিডনি অথবা মূত্রনালীতে পাথর
** ওভারির সমস্যাজনিত কারণে
** লম্বা সময় গাড়ি অথবা মোটরসাইকেল ড্রাইভ করলে
** ওভার ওয়েট অথবা অতিরিক্ত ওজন জনিত কারণে
** প্রেগনেন্সি জনিত কারণে
** বাতজ্বর জনিত কারণে
** ক্যান্সারে জনিত কারণে

ব্যাক পেইন এর লক্ষণ সমূহ:
** পিঠে অথবা কোমরে মাঝখানে ব্যথা করে। কখনো কখনো এই ব্যথা ডানে অথবা বামে ছড়িয়ে যায়।
** হাটাহাটি করতে গেলে ব্যথা বেড়ে যায়
** অনেক সময় ব্যথা আশেপাশে ছড়িয়ে যায়
** অনেক সময় পায়ের রগ অথবা মাংসপেশিতে টান লাগে
** কখনো কখনো পা ঝিনঝিন করে
** অনেক সময় দুই পায়ের দুর্বলতা লাগে
** পায়ের বোধ শক্তি কমে যাওয়া
** পায়ের মাংসপেশি শক্ত হয়ে যায় অথবা কখনো কখনো শুকিয়ে যায়

Investigation:
** ডাক্তারের এক্সামিনেশন হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা।
** Lumbo-scaral spine (LS Spine) এক্সরে করা
** CT Scan
** MRI
** Bone scan
** সাথে আরো কিছু রক্ত পরীক্ষা যেগুলোর মাধ্যমে ইনফেকশন নির্ণয় করা যেতে পারে। যেমন;
CBC, ESR, C-reacting protein, RA Test,

ব্যাক পেইন এর চিকিৎসা সমূহ:

** চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত, সময় ধরে ব্যথার ওষুধ খাওয়া। ব্যথার ওষুধ যত কম খাওয়া যায় তত ভালো। সুতরাং চিকিৎসক যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই খাবেন। অবশ্যই ঘড়ি ধরে টাইম মতো রেগুলার খেতে হবে। কোন অনিয়ম করে ব্যাথার ওষুধ খাওয়া যাবে না।

** অল্প ব্যথার জন্য প্যারাসিটামল-জাতীয় ব্যথার ওষুধ গুলো খাওয়া যেতে পারে। ক্লোফেনাক জাতীয় NSAID ওষুধ গুলো যত কম খাওয়া যায় ততই ভালো। বেশি ব্যথার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপীওয়েড (Opioid) গ্রুপের ড্রাগ গুলো খাওয়া যেতে পারে।

** চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু কিছু মাসল রিলাক্সেন্ট ওষুধ খাওয়া যেতে পারে। প্রয়োজনে ডাক্তার আরো কিছু অন্য ধরনের ওষুধ এতে যুক্ত করতে পারেন যেগুলো ব্যথার তীব্রতা গুলোকে কমিয়ে নিয়ে আসে।

** ক্লোফেনাক জেল জাতীয় কিছু ওষুধ পাওয়া যায়, সেগুলো দিয়ে ব্যথার স্থানে মেসেজ বা মালিশ করা যেতে পারে। কিছু কিছু Clofenac gel এর সাথে মেন্থল যুক্ত থাকে, সেইগুলা আরো ভালো।

** মাঝে মাঝে গরম সেক দেয়া যেতে পারে। একে আমরা হট ওয়াটার কম্প্রেশন বলি। অনেক সময় বরফ দিয়ে কম্প্রেশন দিলেও ব্যথা কমে আসে।

** কোমড় ব্যথার কারণে যদি ঘুমের সমস্যা হয়ে থাকে তবে সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ খাওয়া যেতে পারে। মাঝে মাঝে কাউকে এন্টিডিপ্রেশন ওষুধও দেওয়া হয়ে থাকে।

** প্রয়োজনে সাইকোথেরাপি অথবা কাউন্সেলিং এর প্রয়োজন হতে পারে। আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যথা যদি chronic back pain হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে ১০০ ভাগ ব্যথার নিরাময় সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু ব্যথা নিয়ে সারা জীবন পার করে দেয়া লাগতে পারে। এটা আপনাকে মন থেকে মেনে নিতে হবে।

** ব্যথার তীব্রতা কমে আসলে দুই সপ্তাহ পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম অথবা ফিজিওথেরাপি শুরু করতে হবে। শুরুতেই একেবারে কঠিন ব্যায়াম করা যাবে না। আস্তে আস্তে ব্যায়ামের মাত্রাটা বাড়াবেন। এতে করে আস্তে আস্তে ব্যথার ওষুধ খাওয়ার মাত্রা কমে আসবে। প্রতিদিন ৪০ মিনিট করে হলেও হাঁটাহাঁটি করা ভালো। সাঁতার হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম।

** ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা। বিশেষ করে প্রেগনেন্সি পরবর্তীতে অবশ্যই মহিলা দের ক্যালসিয়াম দুই থেকে তিন মাস খেতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে।

** ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা। সূর্যের আলো হলো ভিটামিন ডি এর সবচেয়ে বড় সোর্স। এছাড়া সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। এছাড়া ওষুধের মাধ্যমেও ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা যায়।

** কিছু কিছু ভিটামিন নার্ভ জনিত কারণে ব্যথার ( নিউরোপ্যাথি) তীব্রতা কমাতে খুবই সহযোগিতা করে। এরমধ্যে হল ভিটামিন B1 , B6 এবং B12 কম্বিনেশন।

** কোন ধরনের ইনফেকশন নির্ণয় হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে হবে। প্রস্রাবে ইনফেকশন ধরা পড়লে অবশ্যই বেশি বেশি পানি খেতে হবে এবং প্রস্রাব আটকে রাখা যাবে না। প্রস্রাবের চাপ দেখা দিলেই সাথে সাথে ওয়াসরুমে যেতে হবে। প্রয়োজনে রাতের বেলা ঘুমানোর আগে দুইবার ওয়াশরুমে যেতে পারেন।

** কিছু কিছু কোমড় ব্যথার জন্য অপারেশন লাগতে পারে। সে ক্ষেত্রে অপারেশন করার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে; যেমন কিডনিতে পাথর, মেরুদন্ডের হাড্ডি ভেঙ্গে যাওয়া অথবা পিএলআইডি ইত্যাদি।

ব্যাক পেইনের আধুনিক চিকিৎসা সমূহ: (Interventional Pain Management)

ব্যাক পেইনের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি হলো ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট যা এখন দেশে বিদ্যমান। হয়তো খুব বেশি প্রচার হয়নি দেখে আমরা অনেকেই এই পদ্ধতি গুলি সম্বন্ধে অবগত নয়। কিন্তু এর মাধ্যমে খুব সহজেই আমরা ব্যথা মুক্ত জীবন যাপন করতে পারি। এবং এই পদ্ধতিগুলোর আউটকাম খুব ভালো। যার ফলে রোগীদের ওষুধ নির্ভরতা অনেকাংশে কমানো গেছে। সেইসাথে ব্যথার ওষুধ জনিত কিডনি, লিভার সহ অন্যান্য অঙ্গ পতঙ্গ ড্যামেজ হওয়া থেকে রোগীদেরকে রক্ষা করা গেছে। দেশে এখন অনেক চিকিৎসক এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি প্র্যাকটিস করে থাকেন। কোন রোগীর ক্ষেত্রে কোন চিকিৎসা পদ্ধতি প্রযোজ্য হবে তা ইনভেস্টিগেশন গুলো দেখে যাচাই বাছাই পূর্বক নির্ধারণ করা হয়ে থাকে। আসুন জেনে নেই কিছু কিছু অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি।

১. ইপিডুরাল স্টেরয়েড - Epidural Steroid:
** এর মাধ্যমে মেরুদন্ডের অথবা নার্ভ কম্প্রেশন জনিত সমস্যা খুব সহজেই সমাধান করা যায়।

** যারা ক্রনিক লো ব্যাক পেইন এ ভুগতেছেন তারা এই পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করাতে পারেন।

** এখানে একটা ইনজেকশনের মাধ্যমে মেরুদন্ডের হাড়ের কাছাকাছি স্টেরয়েড নামক একটা ওষুধ ইনজেকশন দেয়া হয়ে থাকে।

২. Ozon Neucleolysis :
** এর মাধ্যমে পিএলআইডি অথবা ডিস্ক প্রলাপ্স অথবা হার্নিয়েশন জনিত কারনে লো ব্যাক পেইনের সমস্যার খুব সহজেই সমাধান করা যায়।

** এটাকে অপারেশনের বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করা যায়।

** শুধু মাত্র একটা ইঞ্জেকশন এর মাধ্যমে আপনার কোমরের মেরুদন্ডের ডিস্ক এর মধ্যে ওজোন নামক একটি গ্যাস দেয়া হয়ে থাকে।

** একটি ইঞ্জেকশন এর মাধ্যমে কোমড় ব্যাথার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যার ফলশ্রুতিতে পরবর্তীতে ব্যথার ওষুধ আর খাওয়া নাও লাগতে পারে।

** এই পদ্ধতির আউটকাম খুবই ভালো। স্বল্প সময়ে, স্বল্প ওষুধে, স্বল্প খরচে বেশি আউটকাম।

৩. Facet Joint injection:
** ফেসেট joint এ ইনজেকশন দেয়ার মাধ্যমে অনেক ধরনের মাজা ব্যথার সমস্যা সমাধান করা যায়।

৪. Nerve root block:
>> নার্ভ রুট ব্লক এর মাধ্যমে ব্যথার তীব্রতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়।

৫. Spinal cord stimulation:
>> এই থেরাপির মাধ্যমেও কোমর ব্যাথা কমানো সম্ভব

৬. TENS থেরাপি:
** এই থেরাপির মাধ্যমে নার্ভকে স্টিমুলেট করে কোমর ব্যথার তীব্রতা এবং অনেক কারণ নির্মূল করা সম্ভব।

উপদেশ:

** ভারী কাজ করা থেকে বিরত রাখতে হবে। কোমর ভাঁজ করে কোন কাজ না করাই ভালো।

** মাটিতে সরাসরি বসা থেকে বিরত থাকুন। প্রয়োজনে টুল অথবা চেয়ার ব্যবহার করুন।

** হাই কমোড ব্যবহার করতে হবে। লো-প্যান অথবা লো কমোড ব্যবহার না করাই ভালো।

** মাটিতে বসে কাপড় কাচা থেকে বিরত থাকুন।

** বেশি ভার বহন করা থেকে বিরত থাকুন।

** ধূমপান পরিহার করতে হবে।

** গাড়ি অথবা বাইক লম্বা সময় চালানো থেকে বিরত থাকতে হবে।

** বিছানা থেকে উঠার সময় ডান অথবা বাম কাত হয়ে তারপরে উঠুন এবং সরাসরি চিত হয়ে বিছানায় থেকে ওঠা থেকে বিরত থাকুন।

** অতিরিক্ত শারীরিক ওজন কমান

** ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।

** বেশি শক্ত অথবা বেশি নরম বিছানা ব্যবহার থেকে বিরত থাকুন। ফোমের বিছানা ব্যবহার না করাই ভালো। লক্ষ রাখতে হবে বিছানা যেন সমতল হয়, বিছানা যেন উঁচু-নিচু না হয়।

আসুন নিয়মগুলো মেনে চলি
ব্যথা মুক্ত জীবন গড়ি

Dr. Khalid Nur Md Mahbub
MBBS, DA, FCPS

ব্যাথামুক্ত জীবনের একমাত্র অবলম্বন...🤗❤️MagneSSa JOINT RESCUE❤️***উপশম : পুনর্গঠন : পুন:স্থাপন ***✅প্রধান উপকারিতা✅০১. ম...
20/09/2023

ব্যাথামুক্ত জীবনের একমাত্র অবলম্বন...🤗
❤️MagneSSa JOINT RESCUE❤️

***উপশম : পুনর্গঠন : পুন:স্থাপন ***

✅প্রধান উপকারিতা✅

০১. ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ - অস্থিসন্ধির ব্যথা দূর করতে সাহায্য করে।

০২. অস্থিসন্ধির প্রদাহ কমাতে সাহায্য করে।

০৩. টেন্ডনের প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে।

০৪. ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ - শরীরের তাপমাত্রা ঠিক রেখে রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সহায়তা করে।

০৫. হাড়ের ঘনত্ব পূন:স্থাপনের দ্বারা ক্ষয়ে যাওয়া হাড় পূনর্গঠনে সাহায্য করে।

০৬. ক্ষতিগ্রস্ত তরুনাস্থিকে রক্ষা করতে ও মেরামত করতে সাহায্য করে।

০৭. অস্থিসন্ধিতে লুব্রিকেটিং ও কুশনিং তরলগুলিকে উন্নত করে...

০৮. তরুনাস্থির স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে।

০৯. ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ - হাড়ে চিড় ধরার ঝুঁকি কমাতে সাহায্য করে।

১০. ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ - অস্টিওপোরোসিস ও আর্থ্রাইটিস এর ঝুঁকি কমাতে সাহায্য করে।

১১. ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ -
ব্যথা ও জ্বালা যন্ত্রনা থেকে মুক্ত করতে সাহায্য করে।

১২. রোগ প্রতিরোধী কার্যধারাকে জোরদার করে- এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে।

👉বিশ্বমানের এই পন্যটি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন 01777-013801
01819-442933
এই নাম্বারে...

🚚 সমগ্র বাংলাদেশে ক্যাশঅন হোম ডেলিভারি দেয়া হয়!

12/09/2023







Apple sider vinegar / heart care tonic
উপকারিতা ঃ
√√ কোলেস্টেরল কমাতে দারুণ কাজ করে,হার্টের ব্লক হওয়ার জন্য দায়ী এই কোলেস্টেরল, নিয়মিত সেবনে হার্ট এট্যাকের প্রবনতা কমবে ইনশাআল্লাহ।
√√ ডায়াবেটিস কমাতে ভালো কাজ করে।
√√ ওজন কমাতে সহায়তা করে।
√√ প্রেসার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে
এই ছাড়া নানান ধরনের ঔষধিগুন রয়েছে। সুস্থ মানুষ সেবন করলে আরো সুস্থ থাকবে।
√√ খাওয়ার নিয়মঃ প্রতিদিন সকালে খালি পেটে হালকা কুসুম গরম পানির এক চিপি লিকুইড মিশিয়ে খাবেন এবং রাতে খাওয়ার আগে।
♥ আমাদের যখন হার্টে ব্লক হয় তখন ডাক্তার আপনাকে সাময়িক সুস্থ রাখার জন্য যে কাজ টা করে তা হলো বাইপাস সার্জারি করে, এর পর হয়তো আরেকটা সার্জারি ও করে
কিন্তু মূলত যে কারণে ব্লক হয় তা হলো কোলেস্টেরল সেটা অপসারণর কিন্তু হয় নাই, চর্বি কিন্তু রয়ে গেল,
তাহলে যেটা বেশি দরকার সেটা হলো কোলেস্টেরল/ চর্বি রক্ত নালিতে যেন চর্বি জমতে না পারে
সেই কাজ টা করতে পারা টাই উওম এই জন্য ম্যাগনেসার আপেল সিডার ভিনেগার বা হার্ট কেয়ার টনিক অনেক উপকারী।
এটা কোনো ঔষধ নয়। এটা একটা রিমেডি মাত্র।
প্রোডাক্টটি অর্ডার করতে যোগাযোগ করুন।
হেল্পলাইন -
০১৭৭৭ ০১ ৩৮ ০১

রোগীকে নিজের শরীরের দায়িত্ব নিজেকেই নিতে হবে। রোগ মুক্তির ক্ষমতা আমাদের মনো-দৈহিক  সিস্টেমের মধ্যেই রয়েছে। রোগী কে অধৈর্...
12/09/2023

রোগীকে নিজের শরীরের দায়িত্ব নিজেকেই নিতে হবে। রোগ মুক্তির ক্ষমতা আমাদের মনো-দৈহিক সিস্টেমের মধ্যেই রয়েছে। রোগী কে অধৈর্য হলে চলবেই না। চিকিৎসক ও ঔষধ শুধুই সহায়ক শক্তি।
কেবলমাত্র মহান সৃষ্টিকর্তাই রোগ থেকে মুক্তি দিতে পারেন।

Address

Azad Tower, Shonir Akhra Bus Stand. Jatrabari
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when MediUp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram