16/07/2024
আজকাল ঘরে ঘরে ডায়াবেটিস!
ডায়াবেটিস হলো অনেক রোগের মা।
ভয়ংকর এই "মা" থেকে নিজে ও পরিবার কে বাচাতে খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তন আনুন।
যারা এই ভয়ংকর "মা" - এর বদ নজরে পরেই গিয়েছেন তারা সাথে রাখুন চমত্কার এই সাপ্লিমেন্ট " LIVEON GLUCO CONTROL "।
এটা এই মায়ের বদ নজরে ঢাল হিসেবে কাজ করবে।
বিস্তারিত নিচে দিলাম।
দয়া করে মনোযোগ সহকারে পড়বেন।
LIVEON GLUCO CONTROL গ্রহন করুন,
ইনসুলিন মুক্ত জীবন গড়ুন।
---------------------
এটি একটি আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরী সম্পুরক খাদ্য ।
যার প্রধান কাজ শরীরে ইনসুলিন তৈরীতে ভূমিকা পালনকারী অঙ্গ কে সক্রিয় করা।
ফলাফল, শরীরে ইনসুলিন তৈরী হওয়া এবং শরীর ডায়াবেটিস মুক্ত করা।
বিভিন্ন জন ডায়াবেটিস নিয়ন্ত্রনে বিভিন্ন প্রচলিত পদ্ধতি গ্রহন করে থাকেন। তথা ইনসুলিন, ট্যাবলেট, ক্যাপসুল ইত্যাদি।
ডায়াবেটিস হয়ে গেছে এমন কেউ যদি এই খাদ্য টি নিয়মিত ধৈর্য্য ধরে গ্রহন করে যেতে পারেন, আপনার শরীরে ইনসুলিন তৈরী হবে স্বাভাবিক হারে এবং এক সময় এটিও সেবন করতে হবে খুব সামান্য পরিমানে। যেখানে বর্তমান প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে ঔষুধ সেবন বা গ্রহনের মাত্রা ক্রমাম্বয়ে বাড়তে থাকে এবং এক সময় সব শেষ হয়ে যায়।
গ্লুকো কন্ট্রোল গ্ররহণের ফলে একসময় ডায়াবেটিসের জন্য আপনার কোন ঔষুধ গ্রহনের প্রয়োজন হবে না।
প্রথম দিকে এর পাশাপাশি আপনার নিয়মিত ঔষুধ গুলোও চলবে।
যখন আপনার সুগার লেবেল নিয়ন্ত্রন পর্যায়ে অর্থাৎ ৬ বা ৭ বা ৮ হবে এবং তা নিয়মিত হবে, তখন আপনার ঔষুধ, তথা ট্যাবলেট বা ক্যাপসুল সেবনের হার কিছুটা কমাতে হবে, আর ইনসুলিন হলে তা কিছু পরিমান কমাতে হবে
যেমন ২০ থাকলে ১৮ করতে হবে।
৭ থেকে ১০ দিন যাওয়ার পর যদি ফলাফল একই থাকে, তাহলে আবারও কিছুটা কমাতে হবে ঔষুধের পরিমান।
এভাবে ক্রমাম্বয়ে কমাতে কমাতে এক সময় সেই প্রচলিত ঔষুধগুলোও বাদ হয়ে যাবে।
আর এভাবে ক্রমাম্বয়ে প্রচলিত ঔষুধ ত্যাগের পর, পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে এই আমাদের চলতি প্রডাক্ট এর পরিমানও।
যেমন, দিনে ২ বার (সকালে ১ চামচ, রাতে এক চামচ, খালি পেটে), পরে ২ দিন পর পর, ৩ দিন পর পর এভাবে নিয়ন্ত্রনে চলে আসবে, অর্থাৎ, এই সাপ্লিমেন্ট একসময় ত্যাগ করতে পারবেন।
তবে আামরা পরামর্শ দিব, সপ্তাহে অন্ততঃ এক বেলা করে সেবন করবেন।
ডোজঃ
সুগার লেবেল ২০ বা তার বেশী হলে, দেড় চামচ করে ২ বেলা, আহারের ৩০ মিনিট পূর্বে সেবন করতে হবে।
সুগার লেবেল ১৫ থেকে ২০ এর মধ্যে থাকলে, ১ চামচ করে ৩ বেলা, আহারের ৩০ মিনিট পূর্বে সেবন করতে হবে।
সুগার লেবেল ১০ থেকে ১৫ থাকলে, ১ চামচ করে ২ বেলা, আহারের ৩০ মিনিট পূর্বে সেবন করতে হবে।
সুগার লেভেল ১০ এর নিচে থাকলে ১ চামচ করে ১ বেলা।
📢বিঃ দ্রঃ
এই সাপ্লিমেন্ট গ্রহণের পাশাপাশি (অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী )
সাময়িক কিছু ঔষুধের / সম্পুরক খাদ্যের প্রয়োজন হতেও পারে।
প্রাপ্তিস্থান -
মেডিআপ
যোগাযোগ-
📞01777 013801
(WhatsApp