22/08/2025
Ultrasonography in Pregnancy
গর্ভাবস্তায় আলট্রাসনোগ্রাফির ভূমিকা
গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফির ভূমিকা অত্যধিক। অনেকে প্রেগন্যন্সি বাসায় ইউরিন কিট দিয়ে কনফার্ম করার পরে শেষের দিকে অর্থাৎ নয় মাসের সময় নরমাল ডেলিভারির জন্য চিকিৎসকের পরামর্শ নিতে যান। এতে অনেকাংশে হয়তোবা কোন সমস্যা ছাড়াই নরমাল ডেলিভারি হয়। কিন্তু কোন কোন ক্ষেত্রে জটিলতা হতে পারে। প্রথম দিক থেকেই যদি চিকিৎসকের সঠিক পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থা নিশ্চিত করা যায় তাহলে যে যে জটিলতা গুলোর সম্মুখীন হতে হয় তা অনেকাংশেই এড়িয়ে যাওয়া সম্ভব।
অনেকেই মনে করেন যে একজন চিকিৎসক অহেতুক আল্ট্রাসনোগ্রাফি দিয়ে থাকেন, আসলে তা কিন্তু নয়। সমগ্র গর্ভাবস্থার ৯ মাসের মধ্যে প্রতি ৩ মাস অন্তর একটি করে আলট্রাসাউন্ড করা জরুরি।
১ম ৩ মাসের ক্ষেত্রে- অর্থাৎ কেউ যদি কিট দিয়ে অথবা ল্যাবে ইউরিন টেস্ট এর মাধ্যমে প্রেগন্যান্সি পজিটিভ পান তাহলে তিনি একটি আলট্রা করবেন। কারন-
১/ আসলেই প্রেগন্যান্ট কিনা শিওর হওয়ার জন্য
২/ ভ্রুন ভায়াবেল বা জীবিত কিনা
৩/ ভ্রুন এর অবস্থান জরায়ুর সঠিক জায়গায় কিনা
৪/ একাধিক গর্ভাবস্থা আছে কিনা।
Test- USG of Lower Abdomen to see the Pregnancy
চলবে......
ডা. আব্দুর রহমান সজীব
প্রভাষক- নাঙ্গলকোট হাজী বাদশা আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল