12/06/2025
https://www.facebook.com/share/p/195RDzTKWq/
প্রতিদিন রাতে যখন আপনি ঘুমিয়ে পড়েন, তখন আপনার অজান্তেই শুরু হয় ক্ষুদ্র এক জীবের উৎসব। আপনি যদিও টের পান না, তবে আপনার ত্বকের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা শত শত আট পায়ের মাইট (ডেমোডেক্স মাইট) বাইরে এসে ঘোরাফেরা করে, পরস্পরের সঙ্গে দেখা করে, এমনকি প্রজননও করে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রায় সব প্রাপ্তবয়স্ক মানুষের শরীরেই এই ডেমোডেক্স মাইট বিদ্যমান। ০.১৫ থেকে ০.৪ মিলিমিটার দৈর্ঘ্যের এই অতি ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণীরা প্রধানত চুলের ফলিকলের চারপাশে বসবাস করে এবং সেখানকার তেল বা সেবাম খেয়ে বেঁচে থাকে।
‘ঘুমের সময় এরা বাইরে বেরিয়ে আসে, মুখমণ্ডল জুড়ে ঘোরে, একে অপরের সঙ্গে মিশে—যেন এক পারিবারিক মেলবন্ধন। সকাল হলেই আবার ফিরে যায় ত্বকের ভেতরে,’ বলেন ইউনিভার্সিটি অব রিডিং ইংল্যান্ডের ইনভার্টিব্রেট বায়োলজির অ্যাসোসিয়েট প্রফেসর আলেহান্দ্রা পেরোত্তি।
Babu