Organic Health Care A1

Organic Health Care A1 Your well-being is our success, We sell 100% safe and efficient products. Which is a lot more benefic

08/05/2023

আর নয় মে-ডি-সিন, ও-জন বাড়ান ন্যাচারাল ফর্মুলায় বন্ধুদের তাক লাগিয়ে দিন মিল্ক-শেক এর মাধ্যমে। "ও'জন" নিয়ে চিন্তা আর না। হাজার হাজার মানুষ চিন্তামুক্ত হচ্ছে আপনিও হবেন।
পা'র্শ্ব প্র'তি'ক্রি'য়া ছা'ড়া মিল্ক-শে'ক খে'য়ে স্থা'য়ি'ভাবে সা'স্থ্য'বান হোন🌼🌼

🌸 এটি না'রী ও পু'রু'ষ উ'ভ'য়ের
জন্যই সমা'ন কা'র্য'করী।

✅এটি আপনার:-
🌼ক্যা'ল'সি'য়া'ম এ'র অ'ভা'ব পূ'র'ণ ক'রে।
💨 হ'জ'ম শ'ক্তি বৃ'দ্ধি ক'রে ।
💨 শ'রী'রে'র দু'র্ব'ল'তা দূ'র ক'রে।
💨 ব'ডি শে'ল উ'ন্ন'ত
💨 মা'শে'ল তৈ'রি ক'রে।
💨 রু'চি'শী'ল এবং পু'স্টি'কা'র'ক

✅বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন__
☎️01834397955

01/05/2023

অ"ফা'র -৩০%
ও'জ"ন বা'ড়া'ন, প্রা"কৃ"তিক উপা'য়ে স্থা"য়ী"-ভাবে।
আমা-দের কাছে পাচ্ছেন """ অরজি"নিয়াল মি"ল্ক শে ক প্রো"ডা"ক্ট।
বিস্তারিত জানতে Sent Message অপশনে ক্লিক করুন, অথবা সরাসরি কল করুন ☎️01617817407

01/05/2023

মিল্ক শেক সকল স্বাস্থ্যের মূল❤️🥰

01/05/2023

নিজে কে স্মার্ট করুন

01/05/2023

অর্জিনাল পণ্য ❤️🥰

01/05/2023

ওনজ বাডান

01/05/2023

❤️💪

ষ্টিস্নাতে বাদাম-বুট ভাজা চিবোনোর ইচ্ছের প্রয়াস! আবার, দুধের সেমাইয়ে ভেসে উঠা লোভনীয় চিনাবাদামটা আগেই খেয়ে নেওয়া! এই বাদ...
01/05/2023

ষ্টিস্নাতে বাদাম-বুট ভাজা চিবোনোর ইচ্ছের প্রয়াস! আবার, দুধের সেমাইয়ে ভেসে উঠা লোভনীয় চিনাবাদামটা আগেই খেয়ে নেওয়া! এই বাদাম তো আমাদের সকলেরই চেনা! বাদাম যদিও আমাদের অনেকেরই প্রিয়, তবে এই স্ন্যাক্সটি যে আমাদের সুস্বাস্থ্যের জন্য জাদুকরী উপকার রাখছে তা নিয়ে কয়জনই বা জ্ঞান রাখি!

প্রতিদিনের খাবার তালিকায় বাদাম কি থাকছে? যদি না থাকে, তবে আজই বাদামের পুষ্টিগুণ সমুহ জেনে আপনার সুস্বাস্থ্যের জন্য খাবার তালিকায় বেছে নিন মুখরোচক বাদাম। আজকে থাকছে বাদামের উপকারিতা সম্পর্কিত তথ্য।

বাদামের প্রকারভেদ ও চেনা পরিচিতি।

সাধারনত, আমাদের দেশে যেসব বাদাম খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায় যেসব বাদামের চেনা পরিচিত জেনে নেওয়া যাক!
০১. চিনাবাদাম।

০২.আখরোট।

০৩. পেস্তাবাদাম।

০৪. আমন্ড।

০৫. কাজুবাদাম এবং অন্যান্য!

বাদামের পুষ্টিগুণ সমুহ :

প্রায় সকল বাদামেই রয়েছে ভিটামিন, প্রোটিন,অ্যান্টি-অক্সিডেন্ট, খনিজ প্রভৃতি! নিচের টেবিলটির দিকে লক্ষ্য করলেই আপনি প্রতিটি বাদামের পুষ্টিগুণ সম্পর্কে তথ্য পাবেন। ⇓

নাম

প্রোটিন

মোট চর্বি

সম্পৃক্ত চর্বি

পলিউনস্যাচুরেটেড ফ্যাট

মনস্যাচুরেটেড ফ্যাট

কার্বোহাইড্রেট

কাজুবাদাম

২১.২৬

৫০.৬৪

৩.৮৮১

১২.২১৪

৩২.১৫৫

২৮.১

আখরোট

১৫.২৬

৬৫.২১

৬.১২৬

৪৭.১৭৪

৮.৯৩৩

১৯.৫৬

চিনাবাদাম

২৩.৬৮

৪৯.৬৬

৬.৮৯৩

১৫.৬৯৪

২৪.৬৪

২৬.৬৬

পেস্তাবাদাম

২০.৬১

৪৪.৪৪

৫.৪৪

১৩.৪৫৫

২৩.৩১৯

৩৪.৯৫

বাদাম খাওয়া হৃদরোগ ও ডায়াবেটিস সহ অনেক দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকির কারণগুলি হ্রাস করতে সাহায্য করে থাকে।

প্রতিদিন খাদ্য তালিকায় বাদাম রাখার প্রয়োজনীয়তা!

বাদাম হলো বিকল্প নাস্তা। যদিও বাদামে চর্বির পরিমাণ বেশি থাকে তবে এগুলো স্বাস্থ্যকর এবং প্রোটিন ও ফাইবারের ভালো উৎস। অনেক গবেষণায় দেখা গেছে যে বাদাম বিভিন্ন স্বাস্থ্য সুবিধা প্রদান করে। বিশেষ করে হৃদরোগের ঝুঁকির কারণগুলি হ্রাস করার ক্ষেত্রে। ৩৩ টি গবেষণার একটি মেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে বাদামের উচ্চ ডায়েটগুলি ওজন বা ওজন হ্রাসকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না। তাহলে চলুন জেনে নিই বাদাম খাওয়ার স্বাস্থ্য পক্ষের উপকারিতা গুলি কি কি।

০১. ক্লান্তি দূর করে বাদাম!

প্রতিদিন দৈহিক ও মানসিক পরিশ্রমে আপনার চারিপাশেই যেন ক্লান্তির

ছোলায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, সোডিয়াম এবং সেলেনিয়াম। সেই সঙ্গে রয়েছে আরও বেশ কিছু উপকারি উপাদান, যা মস্তিষ্ক থেকে হ...
01/05/2023

ছোলায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, সোডিয়াম এবং সেলেনিয়াম। সেই সঙ্গে রয়েছে আরও বেশ কিছু উপকারি উপাদান, যা মস্তিষ্ক থেকে হার্ট, কিডনি থেকে লাং, শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। চিকিৎসকেরা প্রতিদিন, সারারাত ভিজিয়ে রাখা এক মুঠো ছোলা মধুর সঙ্গে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এমটা যদি করতে পারেন, তাহলে একাধিক রোগ আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। সেই সঙ্গে মিলবে আরও অনেক উপকারিতা।

হার্টের কর্মক্ষমতা বাড়ায়
ছোলায় উপস্থিত ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি৬ এবং পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, তেমনি অন্য়দিকে ব্লাড প্রেসারকেও নিয়ন্ত্রণে রাখে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে। সেই সঙ্গে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও হ্রাস পায়।

ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়
ব্রণ, পিম্পল, ডার্মাটাইটিস সহ একাধিক ত্বকের রোগ সারাতে ছোলার কোনও বিকল্প হয় না বললেই চলে। এক্ষেত্রে প্রতিদিন ছোলা খেলে যেমন উপকার পাওয়া যায়, তেমনি ছোলা গুঁড়ো করে বানানো বেসন, দুধের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে দারুন উপকার মেলে। বেসন এবং দুধ বা দই মিলিয়ে বানানো পেস্ট স্কাল্পে লাগালে চুল পড়াও অনেক কমে যায়। তাই যাদের খুব চুল উঠছে, তারা এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিতেই পারেন।

হজম ক্ষমতার উন্নতি ঘটে
অল্প কিছু খেলেই কি বদ-হজন হয়ে যায়? তাহলে তো ছোলাকে রোজের সঙ্গী বানানো উচিত। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শুধু হজম ক্ষমতার উন্নতি ঘটায় না, সেই সঙ্গে ডায়ারিয়া এবং কনস্টিপেশনের মতো রোগের প্রকোপও কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই উপাদানটি শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বার করে দিয়ে ক্যান্সার রোগকে দূরে রাখতে সাহায্য করে।

ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখে
বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন ছোলা খাওয়ার অভ্য়াস করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়তে শুরু করে। আর এই খনিজটির পরিমাণ যত বাড়ে, তত সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে। ফলে ধীরে ধীরে ব্লাড প্রসোর নিয়ন্ত্রণে চলে আসে।

Address

Gazipur
Dhaka
4000

Alerts

Be the first to know and let us send you an email when Organic Health Care A1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram