Safe Cure

Safe Cure We Give Medical And Travel Tourism Support.

Safe-Cure is a comprehensive end-to-end Medicare and Tourism service for the people of Bangladesh, enabling them to access the world-class Medical Facilities of India, Turkey, Malaysia, Thailand. The registered users of Safe-Cure would be entitled to privileged services like Appointments Scheduling, Visa Processing, Ticketing, Medicare center booking, Hotel Booking, traveling, hospitality and other support for the Patients and Travellers.

Safe Cure ( Kidney) আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ন একটি অঙ্গের নাম কিডনি যা নীরবে আমাদের জন্যে কাজ করে যাচ্ছে। শরীরে...
16/11/2020

Safe Cure ( Kidney)

আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ন একটি অঙ্গের নাম কিডনি যা নীরবে আমাদের জন্যে কাজ করে যাচ্ছে। শরীরের রক্ত থেকে বর্জ্য পদার্থ মূত্র আকারে বের করে দেওয়ার কাজ করে কিডনী। তাই কিডনী ক্ষতিগ্রস্থ হলে বা নষ্ট হয়ে গেলে রক্তের দুষিত পদার্থ রক্তে জমা হয়ে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। কোন কারনে যদি এটি অসুস্থ হয়ে পড়ে তবে তা আমাদের জন্যে নানাবিধ শাররীক সমস্যা ডেকে আনে। সাধারণত কিডনিতন্ত্রে যে সকল রোগ হয়ে থাকে তা হলোঃ

-প্রদাহ

- ইনফেকশন

-কিডনিতন্ত্রে পাথর হওয়া

-কিডনিতন্ত্রে টিউমার

-কিডনি বিকল হয়ে যাওয়া

- আরো নানাবিধ

রোগের সম্ভাব্য লক্ষন সমূহঃ

১। কোমর ব্যাথা

২। কাপুনি দিয়ে জ্বর আসা

৩। পস্রাবের পরিমাণ কমে যাওয়া

৪। পশ্রাবের সাথে রক্ত যাওয়া

৫। শরীরে অতিরিক্ত পানি জমে ফুলে যাওয়া

৬। পশ্রাবের রাস্তায় জ্বালাপোড়া করা

৭। খাবারে অরুচি

৮। বমি বমি ভাব

৯। অতিরিক্ত রক্তচাপ

১০। ঘন ঘন পশ্রাব হওয়া

🔯 কিডনি রোগ নির্নয়ঃ

সাধারণত নিন্মোক্ত পরীক্ষাগুলোর মাধ্যমে রোগ নির্নয় করে কিডনি রোগে নির্নয় করা হয়-

(ক) URINE R/M/E পশ্রাবে কোন ইনফেকশন/ পশ্রাবের সাথে রক্ত/ অতিরিক্ত প্রটিন যাওয়া নির্নয় করা

(খ) S. CREATININE

(গ) X RAY KUB

(ঘ) USG of KUB with PVR

🔯 কিডনি রোগের চিকিৎসা :

চিকিৎসা বিজ্ঞানের দুটি বিভাগের মাধ্যমে কিডনি রোগের চিকিৎসা হয়ে থাকে। একটি হলো নেফ্রোলজি এবং অপরটি ইউরোলজি। সাধারণত কিডনির যে সকল রোগ ঔষধ দ্বারা চিকিৎসা করা হয় তা নেফ্রোলজি বিভাগে করা হয়। যেমন-ইনফেকশন, প্রদাহ, কিডনি বিকল এগুলোর চিকিৎসা নেফ্রোলজি বিভাগে হয়ে থাকে।
পক্ষান্তরে কিডনিতন্ত্রে পাথর, টিউমার, জন্মগত ত্রুটি, অন্যকোন কারনে কিডনিতন্ত্রে মূত্রে বাঁধা প্রাপ্ত হলে বা ফুলে গেলে তার চিকিৎসার জন্যে ইউরোলজি বিভাগ।
কিডনি রোগের প্রতিকারের উপায়ঃ

১। প্রচুর পানি পান করা

২। প্রচুর হাটাহাটি করা

৩। দীর্ঘ সময় পশ্রাব আটকে না রাখা

৪। ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ না খাওয়া

৫। ডায়াবেটিকস ও উচ্চ চাপ নিয়ন্ত্রনে রাখা

🔯 ভুল ধারণাঃ ডায়ালাইসিস একবার শুরু করলে তা স্থায়ীভাবে করতে হবে।

🔯 সঠিক ধারণাঃ ডায়ালাইসিস হচ্ছে রক্ত পরিশোধনের একটি আধুনিকতম প্রক্রিয়া। কিডনি অতিমাত্রায় বিকল হলে এটি করতে হয়। যখন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নেয়া হয় তখন রোগীর চিকিৎসার জন্য কিডনি সংস্থাপন ছাড়া অন্য কোনো উপায় আর হাতে থাকে না। এ অবস্থায় রোগীকে বাঁচানোর জন্য ডায়ালাইসিস করা হয়। কাজেই ডায়ালাইসিস করা শুরু করলে পরবর্তীতে সেটি করা ছাড়া আর কোনো উপায় নেই। আর তখন ডায়ালাইসিস না করা মানে অকালে মৃত্যুর প্রহর গোনা। কাজেই এখানে ডায়ালাইসিস শুরু করার মধ্যে কোনো ভুল নেই। তবে হঠাৎ কিডনি বিকল হলে তখন যদি কারো ডায়ালাইসিস লাগে সেটি হবে সাময়িক। কিডনি সঠিকভাবে কাজ শুরু করার পর আর তা করার দরকার পড়ে না।

🔯 ভুল ধারণা:

কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলেই কিডনি নিয়ে আর কোনো দায়িত্ব নেই।

🔯 সঠিক ধারণা :

অনেকেরই ধারণা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পর রোগীর সুস্থ জীবনযাপনে আর কোনো বাধা নেই। আসলে এ ধারণা একদম সঠিক নয়। কারণ কিডনি সংস্থাপনের পর কিডনিটি যাতে শরীরের সঙ্গে খাপ খাওয়াতে পারে অর্থাৎ কিডনিটি যাতে শরীর থেকে বিয়োজিত হয়ে না যায় সেজন্য রোগীকে সারাজীবন বিশেষ কিছু ওষুধ গ্রহণ করতে হয়। এই ওষুধ গ্রহণ করা অনেকেরই সামর্থ্যের বাইরে থাকে। এছাড়া রোগীর যাতে সহসা কোনো ইনফেকশন না হয় সেজন্য রোগ জীবাণু থেকে দূরে থাকতে হবে। এগুলো না বুঝলে সংযোজিত কিডনিকে শরীর ত্যাগ করতে পারে।

🔯 ভুল ধারণাঃ

কিডনি পাথরের সঙ্গে কিছু খাবারের সম্পর্ক রয়েছে।

🔯 সঠিক ধারণাঃ সব সময়ে এটি হয় না। যাদের কিডনিতে পাথর হওযার প্রবণতা রয়েছে তাদের বেলায় এটি কিছুটা প্রযোজ্য। তবে সুস্থ স্বাভাবিক লোকের বেলায় নয়। এ বিষয়ে আমেরিকার একজন কিডনি বিশেষজ্ঞের অভিমত হলো, যারা অতিরিক্ত আমিষ গ্রহণ করেন তাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা বেশি থাকে। কারণ বাড়তি আমিষের কারণে শরীর থেকে বাড়তি ক্যালসিয়াম বেরিয়ে যায়। ফলে প্রস্রাবে অতিরিক্ত ক্যালসিয়ামের উপস্থিতি ঘটে। যা কিডনি পাথর তৈরিতে সহায়ক। আবার অনেকের ধারণা যেহেতু বেশিরভাগ কিডনি পাথরই ক্যালসিয়ামের তৈরি তাই ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার কম খেলে কিডনিতে পাথর হবে না। সাম্প্রতিক গবেষণায় এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কম ক্যালসিয়াম শরীরে অন্যান্য বিপর্যয় ডেকে আনে। তাই স্বাভাবিক মাত্রার ক্যালসিয়াম খেতে হবে। কম ক্যালসিয়াম খাওয়ার চেয়ে স্বাভাবিক মাত্রার ক্যালসিয়াম গ্রহণই ভালো। তবে যাদের ইতিমধ্যে কিডনিতে পাথর আছে তারা কম ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন। কিন্তু সুস্থ ব্যক্তির ক্ষেত্রে কম ক্যালসিয়াম গ্রহণ কখনোই কিডনিতে পাথর হওয়ার প্রবণতা কমায় না।

🔯 ভুল ধারণাঃ

কিডনি ট্রান্সপ্লান্ট মানে কিডনি প্রতিস্থাপন।

🔯 সঠিক ধারণাঃ অনেকেরই ধরণা কিডনি ট্রান্সপ্লান্ট মানে আক্রান্ত কিডনিকে ফেলে দিয়ে সেখানে নতুন একটি কিডনি জুড়ে দেয়া বা প্রতিস্থাপন করা। আসলে বিষয়টি তা নয়। কিডনি বিকল হওয়া রোগীকে যখন কিডনি সংস্থাপনের সময় বিকল কিডনিকে আগের স্থানেই রেখে দেয়া হয়। বিকল কিডনি দুটির সঙ্গে নতুন সুস্থ একটি কিডনিকে জুড়ে দেয়ার বিষয়টিই হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি সংস্থাপন। বিকল কিডনিকে ফেলে দেয়ার ঘটনা খুবই বিরল।

🔯 ভুল ধারণাঃ কিডনিতে পাথর হওয়ার বিষয়টি বিরল ঘটনা।

🔯 সঠিক ধারণাঃ কিডনিতে পাথর কোনো বিরল ঘটনা নয়। এটি কিডনির সবচেয়ে সচরাচর ঘটনা। আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ এন্ড কিডনি ডিজিজেসের সমীক্ষায় বলা হয়েছে, প্রায় ১০ ভাগ আমেরিকান তাদের জীবনের কোনো না কোনো সময়ে কিডনিতে পাথর হওয়ার ঘটনা ঘটেছে, যাদের বয়স ২০-৪০ বছরের মধ্যে।

🔯 ভুল ধারণাঃ বেশি পানি পান করলে কিডনি রোগী ভালো থাকে।

🔯 সঠিক ধারণাঃ কিডনির জন্য কখনোই অতিরিক্ত পানি ভালো নয়। পর্যাপ্ত পানি গ্রহণই হচ্ছে সঠিক কাজ। শুধুমাত্র কিডনিতে খুবই ছোট কোন পাথর থাকলে তখন সেটিকে পানি প্রবাহের তোড়ে বের করে আনার জন্য একটু বাড়তি পানিপান করতে বলা হয়। কিন্তু কিডনি রোগ হলে বরং পানি পানে বিধিনিষেধ আরোপ করা হয়। কিডনি রোগে আক্রান্ত হলে তখন কিডনি বিশেষজ্ঞের পরামর্শক্রমে পানি পান করাই শ্রেয়

🔯 ভুল ধারণাঃ কিডনি বিকল মানে একটি বা দুটি কিডনি বিকল।

🔯 সঠিক ধারণাঃ কিডনি রোগে একটি কিডনি আক্রান্ত হওয়ার ঘটনা খুবই কম। বিশেষ করে কিডনি বিকল বলতে দুটি কিডনিই বিকল বোঝায়। কারণ যখন একটি কিডনি বিকল হয় তখন শরীরের তেমন কোনো উপসর্গ দেখা দেয় না। কিংবা পরীক্ষা-নিরীক্ষাতেও কোনো তারতম্য ধরা পড়ে না। শরীরে যখন কিডনি রোগের উপসর্গ ধরা পড়ে তখন দুটি কিডনিই আক্রান্ত হয়েছে বলে বুঝতে হবে। বিশেষ করে কিডনি বিকলের ক্ষেত্রে এটি আরও বেশি সত্য।

🔯 ভুল ধারণাঃ বিয়ার খাওয়া কিডনির জন্য ভালো।

🔯 সঠিক ধারণাঃ বিয়ার খেলে প্রস্রাবের পরিমাণ বাড়ে কিন্তু তাতে বিকল কিডনির কার্যকারিতা ফিরিয়ে আনতে এই পদ্ধতি কোনো কাজে আসবে না। আর বিয়ার খেয়ে প্রস্রাব বাড়ানোর মাধ্যমে কিডনির কার্যকারিতাকে বাড়ানো সম্ভব নয়।

🔯 ভুল ধারণাঃকিডনি দান করা নিরাপদ নয়।

🔯 সঠিক ধারণাঃ ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে আক্রান্ত নয় এমন ব্যক্তি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে তার জন্য কিডনি দান কোনো ঝুঁকির বিষয় নয়।

🔯 ভুল ধারণাঃকিডনি রোগ বংশগত।

🔯 সঠিক ধারণাঃ পলিসিসটিক কিডনি ডিজিজের মতো অল্প কিছু কিডনি রোগ রয়েছে যা বংশগত কারণে হয়ে থাকে বলে জানা যায়। অধিকাংশ কিডনি রোগই বংশগত নয়।

Safe Cure হার্টের রিং কিভাবে পরানো হয় ?🔯 হার্টে ব্লক হওয়া মানে মূলত হার্টের রক্তনালীগুলোর মধ্যে চর্বি জমে গিয়ে রক্ত প্রব...
14/11/2020

Safe Cure

হার্টের রিং কিভাবে পরানো হয় ?

🔯 হার্টে ব্লক হওয়া মানে মূলত হার্টের রক্তনালীগুলোর
মধ্যে চর্বি জমে গিয়ে রক্ত প্রবাহকে বাধাগ্রস্থ হওয়াকে বুঝায় l রিং পরানো মানে ঐ ব্লক হওয়া নালিকার মধ্যে দিয়ে রক্ত প্রবাহের একটা রাস্তা করে দেওয়া।

🔯 হার্ট অ্যাটাক হওয়ার কারণ কী?

হৃদযন্ত্র রক্ত সরবরাহ করে করোনারি ধমনির মাধ্যমে। করোনারি ধমনিতে চর্বি জমে গেলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। করোনারি ধমনির আংশিক ব্লক হলে বুকে ব্যথা অনুভূত হয়। আবার পুরো ব্লক হলে হৃদযন্ত্রের পেশিগুলোর মৃত্যু হয়। এ ব্লকের সময়কাল যদি ২০ থেকে ৩০ মিনিট হয়, তা হলে হার্ট অ্যাটাক হয়ে থাকে।

🔯 এনজিওগ্রামঃ এক্স-রে’র মাধ্যমে শরীরের মধ্যে ধমনীর অভ্যন্তরীণ বিভিন্ন অংশ কে দেখা কে করোনারি এনজিওগ্রাম বলা হয়, এ ক্ষেত্রে ধমনীর মধ্যে একধরণের রঞ্জক পদার্থ প্রবেশ করানো হয়। শরীরের বিভিন্ন জায়গায় এনজিওগ্রাম করা হয়, যেমন
🔯 হার্টে করনারি এনজিওগ্রাম

🔯 মস্তিষ্কের ক্ষেত্রে সেরিব্রাল এনজিওগ্রাম

🔯পায়ে পিএজি বা পেরিফেরাল এনজিওগ্রাম

🔯কিডনিতে রেনাল এনজিওগ্রাম
🔯 করনারি এনজিওগ্রামঃ করনারি আর্টারির মধ্যে কতগুলো ব্লক আছে বা ব্লকগুলোর অবস্থান কোথায় বা কত পার্সেন্ট ব্লক আছে।এজন্য পায়ের মোটা ধমনি বা হাতের ধমনিতে ক্যাথেটার (সরু প্লাস্টিক টিউব) ঢোকানো হয় চামড়ার নিচে দিয়ে।

🔯 এনজিওপ্লাস্টিঃ এ পদ্ধতিতে রক্তনালির মধ্যের চর্বি জমে সরু হয়ে যাওয়া পথ প্রশস্ত বা ঢিলা করে দেয়া হয়। যে পথে এনজিওগ্রাম করা হয়েছিল সেই একই পথে ক্যাথেটারের সঙ্গে বেলুন প্রবেশ করানো হয়। তারপর ওই বেলুন ফুলিয়ে করনারি ধমনির সরু অংশকে প্রশস্ত করা হয়। এতে করে ধমনির ভেতরের রক্তের প্রবাহ স্বাভাবিক হয়। ধমনির এ প্রশস্ততা ধরে রাখতে স্টেন বা রিং বসানো হয়। ব্লক ৭০ শতাংশের বেশি তাহলে সেখানে এনজিওপ্লাস্টি বা বেলুনিংয়ের মাধ্যমে স্টেন বা রিং প্রতিস্থাপন করা হয়।

🔯 স্টেনটিং বা রিং পরানোঃ এনজিওপ্লাস্টির পর ওই জায়গার প্রশস্ততা ধরে রাখতে ওই স্থানে রিং বসানোকে স্টেনটিং বলে। স্টেনটিং বা রিং পরানোর পরও ওই জায়গায় আবারও চর্বি জমতে পারে। তাই পরবর্তী সময়ে রক্তের চর্বি কমার ওষুধ, রক্ত জমাট না বাঁধার ওষুধ ডাক্তারের পরামর্শ মতো খেয়ে যেতে হয়।

🔯 দুই ধরনের স্টেন বা রিং লাগানো হয়ে থাকে...

🔯 ড্রাগ এলুটিং স্টেন

🔯মেটাল স্টেন।

Safe Cure 🔯 ব্লাড ক্যান্সারের লক্ষণ ও প্রতিরোধের উপায়ঃএকটা সময় ছিল যখন ব্লাড ক্যান্সার হলে মানুষকে বাঁচানো যেতনা। এখন অব...
13/11/2020

Safe Cure

🔯 ব্লাড ক্যান্সারের লক্ষণ ও প্রতিরোধের উপায়ঃ

একটা সময় ছিল যখন ব্লাড ক্যান্সার হলে মানুষকে বাঁচানো যেতনা। এখন অবশ্য ব্লাড ক্যান্সারের অনেক আধুনিক চিকিৎসা বের হয়েছে। তবে এই চিকিৎসায় ব্লাড ক্যান্সার ভাল হয়েছে এমন তথ্যও পাওয়া যাচ্ছে। তবে সঠিক চিকিৎসা করিয়ে রোগীকে অনেকদিন সুস্থ রাখা সম্ভব। কিন্তু এই ধরণের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই জেনে নিন ব্লাড ক্যান্সারের লক্ষণ ও প্রতিরোধের কয়েকটি উপায়-


🔯 ব্লাড ক্যান্সারের প্রকারভেদঃ-

ক) শ্বেতকণিকা থেকে সৃষ্ট ব্লাড ক্যান্সারকে লিউকেমিয়া ব্লাড ক্যন্সার বলে। এই ধরণের ব্লাড ক্যান্সার তিন ধরণের হয়ে থাকে।

১। একিউট মাইলোবস্নাস্টিক লিউকেমিয়া

২। একিউট লিমফোবস্নাস্টিক লিউকেমিয়া

৩। ক্রনিক লিমফোসাইটিক লিউকেমিয়া

খ) লসিকা গ্রন্থি থেকে সৃষ্ট এক ধরনের ব্লাড ক্যান্সারকে লিমফোমা বলে।এই ধরণের ব্লাড ক্যান্সার ২ ধরণের হয়ে থাকে।

১। হজকিন ও নন হজকিন লিমফোমা।

২। লিমফোবস্নাস্টিক লিমফোমা ইত্যাদি।

গ) মাইলোমা ও প্লাজমা সেল লিউকেমিয়া প্লাজমা সেল থেকে সৃষ্ট বস্নাড ক্যান্সার।


🔯 ব্লাড ক্যান্সারের লক্ষণসমূহঃ-

রক্ত কণিকাগুলো সঠিক মাত্রায় উৎপন্ন না হলে রক্তশূন্যতা, রক্তক্ষরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে রোগীর মৃত্যু ঘনিয়ে আসে।

🔯 রক্তশূন্যতাজনিত লক্ষণঃ-

১) শরীরে ইনফেকশনের প্রবণতা বৃদ্ধি পায়। ফলে লাগাতার জ্বর থাকতে পারে।

২) রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দেয়, যেমন নাক, দাঁতের মাড়ি, চোখ ও ত্বকে রক্তক্ষরণ এবং মাসিকের সময় বেশি রক্ত যাওয়া প্রভৃতি হতে পারে।

৩) যেমন-অবসাদ ও দুর্বলতা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় ইত্যাদি।

৪) গলায়, বগলে বা অন্যত্র লিম্ফনোড বড় হওয়া।

৫) শরীর বা হাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা।

৬) লিভার ও স্পিলিন বড় হয়ে যাওয়া।

🔯 প্রতিরোধের উপায়ঃ


১) যেসব রোগীকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি একসঙ্গে দেয়া হয় তাদের মধ্যে বস্নাড ক্যান্সারের প্রবণতা প্রায় ২০ গুণ বেড়ে যায়।

২) এক্স-রে বিভাগে ও নিউক্লিয়ার বিভাগের কাজ করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।

৩) রাসায়নিক দ্রব্যাদির সংস্পর্শ পরিহার করতে হবে।

৪) ধূমপান ও তামাক জর্দা পরিহার করতে হবে।

৫) সকল ধরণের তেজস্ক্রিয়তা পরিহার করতে হবে।

🔯 ব্লাড ক্যান্সারের ঝুঁকি :

বাংলাদেশে প্রতিবছর প্রতি লাখে ৪ থেকে ৫ জন বস্ন্যাড ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। সে হিসাব অনুযায়ী ১৫ কোটি মানুষের মধ্যে প্রতিবছর ৬-৭ হাজার লোক আক্রান্ত হচ্ছেন।

🔯 ব্লাড ক্যান্সার নির্ণয়ঃ-

১। বোনাম্যারো ও ট্রিফাইন বায়োপসি পরীক্ষা: কোমরের হাড় থেকে অস্থিমজ্জা সংগ্রহ করে পরীক্ষা।

২। লিমফোনোড এফএনএসি ও বায়োপসি পরীক্ষা: লসিকা গ্রন্থি থেকে টিস্যু নিয়ে পরীক্ষা

🔯 চিকিৎসাঃ

১। কেমোথেরাপি

২। বোনম্যারো ট্রান্সপ্লানটেশন (মেরুমজ্জা প্রতিস্থাপন)

৩। টার্গেট থেরাপি।

৪। ইমিউনো বা বায়োলজিক্যাল থেরাপি।

ক্যান্সার হলে কিংবা ক্যান্সারের কোন লক্ষণ দেখা দিলে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।এই রোগ শরীরে যত জমিয়ে রাখবেন রোগ পরবর্তীতে আরও বারতে থাকবে।

Apollo, Chennai :মেডিকেল ভিসা প্রসেসিং আপনার সুবিধামত সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা টিকিট কাটা ( বাস, বিমান) হোটেল ...
10/11/2020

Apollo, Chennai :

মেডিকেল ভিসা প্রসেসিং

আপনার সুবিধামত সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা

টিকিট কাটা ( বাস, বিমান)

হোটেল বুকিং করা আপনার পচ্ছন্দমত

এম্বুলেন্স সেবা জরূরী প্রয়োজনে ব্যাবস্থা করা

আমাদের প্রতিনিধিরা হাসপাতালে থাকবে আপনাদের সহযোগিতার জন্য

সরাসরি কথা বলতে কল করূন +88 01944007432
Mail - safecure2020@gmail.com


Ventricular Septal Defect (VSD)VSD হৃদয়ের দুটি নিম্ন চেম্বারগুলিকে আলাদা করে দেয়ালে একটি গর্ত।স্বাভাবিক বিকাশে, চেম্বা...
10/11/2020

Ventricular Septal Defect (VSD)
VSD হৃদয়ের দুটি নিম্ন চেম্বারগুলিকে আলাদা করে দেয়ালে একটি গর্ত।

স্বাভাবিক বিকাশে, চেম্বারের মধ্যবর্তী প্রাচীরটি ভ্রূণের জন্মের আগে বন্ধ হয়ে যায়, যাতে জন্মের মাধ্যমে অক্সিজেন-সমৃদ্ধ রক্ত অক্সিজেন-গরিব রক্তের সাথে মেশানো থেকে বিরত থাকে। গর্ত বন্ধ না হলে, এটি হৃদয়ে উচ্চ চাপ বা শরীরের অক্সিজেন হ্রাস হতে পারে।

VSD সঙ্গে শিশুদের পিতামাতা এর কারণ কী?
অধিকাংশ বাচ্চাদের মধ্যে, কারণ জানা যায় না। এটি হ'ল হৃদরোগের একটি সাধারণ প্রকার। কিছু শিশু VSD বরাবর অন্য হৃদয় ত্রুটি হতে পারে।

এটা কিভাবে হৃদয় প্রভাবিত করে?
সাধারণত, হৃদয়ের বাম দিকটি শুধুমাত্র শরীরের রক্তকে পাম্প করে এবং হৃদয়ের ডান দিক কেবল ফুসফুসে রক্ত পাম্প করে। ভিএসডি দিয়ে শিশুর মধ্যে, রক্তটি বাম পাম্পিং চেম্বার (বাম ভেন্ট্রিকেল) থেকে ডান পাম্পিং চেম্বারে (ডান বায়ুচক্র) এবং ফুসফুসের ধমনীতে যেতে পারে। ভিএসডি যদি বড় হয় তবে ফুসফুসের ধমনীতে অতিরিক্ত রক্ত ফুটে উঠে হৃদয় ও ফুসফুসে কঠিন কাজ করে এবং ফুসফুসে সংকীর্ণ হতে পারে।

কিভাবে ভিএসডি আমার সন্তানের প্রভাবিত করে?
উদ্বোধন যদি ছোট হয় তবে এটি লক্ষণগুলি সৃষ্টি করবে না কারণ হৃদয় এবং ফুসফুসে কঠিন কাজ করতে হয় না। শুধুমাত্র অস্বাভাবিক খোঁজা একটি জোরে murmur (একটি স্টেথোস্কোপ সঙ্গে শোনা শোনা)।

উদ্বোধন বড় হলে, শিশু স্বাভাবিকের চেয়ে দ্রুত এবং কঠিন শ্বাস নিতে পারে। শিশুদের স্বাভাবিক হারে খাওয়ানো এবং বেড়ে উঠতে সমস্যা হতে পারে। জন্মের কয়েক সপ্তাহ পরে লক্ষণগুলি ঘটতে পারে না। ফুসফুসের রক্তবাহী জাহাজগুলিতে উচ্চ চাপ হতে পারে কারণ স্বাভাবিকের চেয়ে বেশি রক্ত সেখানে পাম্প করা হচ্ছে। সময়ের সাথে সাথে এই ফুসফুসের রক্তবাহী জাহাজের স্থায়ী ক্ষতি হতে পারে।

ভিএসডি সম্পর্কে কী করা যায়?
উদ্বোধন ছোট হলে, এটি হৃদয় এবং ফুসফুস কঠিন কাজ করবে না। সার্জারি এবং অন্যান্য চিকিত্সা প্রয়োজন হতে পারে না। ছোট VSDs প্রায়ই তাদের নিজস্ব বন্ধ। কোনও ঔষধ বা অন্যান্য চিকিত্সা নেই যা VSDকে ছোট করে বা প্রাকৃতিকভাবে এটির চেয়ে দ্রুততর করে তুলতে পারে।
Closure by patch(প্যাচ দ্বারা বন্ধ )
যদি কোন শিশুটি খুব অসুস্থ থাকে, বা অস্বাভাবিক অবস্থানে একাধিক ভিএসডি বা ভিএসডি থাকে তবে ফুসফুসের উপসর্গ এবং উচ্চ চাপের জন্য সাময়িক ক্রিয়াকলাপের প্রয়োজন হতে পারে। এই পদ্ধতি (ফুসফুসের ধমনী ব্যান্ডিং) ফুসফুসে রক্ত প্রবাহ কমাতে ফুসফুসের ধমনীকে সংকীর্ণ করে। যখন শিশুটি বড় হয়, ব্যান্ডটি অপসারণের জন্য ও অপারেশনটি ওপেন হার্ট সার্জারি দিয়ে VSD ঠিক করা হয়। যদি ওপেন হ'ল ওপেন হার্ট সার্জারিটি বন্ধ করতে এবং গুরুতর সমস্যাগুলি প্রতিরোধ করতে প্রয়োজন হয়। ভিএসডি সহ শিশুরা প্রথম কয়েক মাসে গুরুতর উপসর্গ এবং প্রাথমিক মেরামত করতে পারে, প্রায়শই প্রয়োজনীয়। মেরামতের অন্যান্য শিশুদের মধ্যে বিলম্বিত হতে পারে। ওষুধের লক্ষণগুলি হ'ল সাময়িকভাবে উপসর্গের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে তারা ভিএসডি নিরাময় করে না বা ফুসফুস ধমনীদের স্থায়ী ক্ষতি প্রতিরোধ করে না। ওপেন হার্ট সার্জারি দ্বারা একটি বড় VSD বন্ধ করা সাধারণত জটিলতাগুলি রোধে অল্প কয়েকটি উপসর্গের রোগী এমনকি শিশু বা শৈশবেও হয়। সাধারণত ফ্যাব্রিক বা পেরিকার্ডিয়ামের একটি প্যাচ (হার্টের বাইরের স্বাভাবিক আস্তরণের) এটি সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য ভিএসডি-তে সিঁচিত হয়। পরে এই প্যাচটি স্বাভাবিক হৃদয় আস্তরণের টিস্যু দ্বারা আবৃত এবং হৃদয়ের স্থায়ী অংশ হয়ে ওঠে। কিছু ত্রুটি একটি প্যাচ ছাড়া বন্ধ sewn করা যেতে পারে। ক্যাথ ল্যাবের কিছু VSD বন্ধ করা সম্ভব।
আমার সন্তান কি কাজ করতে পারেন?
যদি ভিএসডি ছোট হয়, অথবা সার্জারি দিয়ে ভিএসডি বন্ধ হয়ে যায় তবে আপনার সন্তানের শারীরিক কার্যকলাপ সম্পর্কিত বিশেষ সতর্কতা প্রয়োজন হবে না এবং বাড়তি ঝুঁকি ছাড়াই স্বাভাবিক ক্রিয়াকলাপগুলিতে অংশগ্রহণ করতে পারে।

আমার সন্তানের ভবিষ্যতে কি প্রয়োজন হবে?
ভিএসডি-এর অবস্থানের উপর নির্ভর করে, আপনার সন্তানের পেডিয়াট্রিক কার্ডিওলোজিস্ট অস্বাভাবিক সমস্যায় পড়তে আপনার সন্তানকে পর্যায়ক্রমে পরীক্ষা করবেন, যেমন অর্টিক ভালভের লিক। কদাচিৎ, ছোট VSDs সহ বড় বাচ্চাদের অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে যদি তারা এই হার্ট ভালভের লিক বিকাশ করে। অস্ত্রোপচারের পর একটি ভিএসডি বন্ধ করার জন্য, একটি পেডিয়াট্রিক কার্ডিওলোজিস্ট নিয়মিত আপনার সন্তানের পরীক্ষা করবে। কার্ডিওলজিস্ট হৃদয় সাধারণত কাজ করছে তা নিশ্চিত করবে। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ভাল এবং সাধারণত কোন ওষুধ বা অতিরিক্ত সার্জারি প্রয়োজন হয়।
Endocarditis প্রতিরোধ সম্পর্কে কি?
আপনার সন্তানের এন্ডোককার্ডাইটিসের ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করুন। আপনার সন্তানের কার্ডিওলজিস্ট সুপারিশ করতে পারেন যে আপনার সন্তানের ভিএসডি মেরামতের পরে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট দাঁতের পদ্ধতির আগে এন্টিবায়োটিক পান। আরও তথ্যের জন্য এন্ডোকার্ডাইটিস বিভাগ দেখুন।
ভিএসডি সঙ্গে প্রাপ্তবয়স্কদের এটা কি?
একটি বেল্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) ডান এবং বাম ভেন্ট্রিকেলের মধ্যে সেপ্টুমের একটি ত্রুটি। সেপ্টাম একটি দেয়াল যা হৃদয়ের বাম এবং ডান দিকগুলিকে আলাদা করে। সেপ্টেল ত্রুটিগুলি কখনও কখনও হৃদয় একটি "গর্ত" বলা হয়। এটি নবজাতকের সবচেয়ে সাধারণ জন্মগত হৃদরোগ; বয়স্ক বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি কম সাধারণ কারণ কিছু ভিএসডি তাদের নিজস্ব বন্ধ।
এর কারণ কী?
অধিকাংশ মানুষের মধ্যে, কারণ জানা যায় না তবে জেনেটিক কারণগুলি ভূমিকা পালন করতে পারে। এটি হ'ল হৃদরোগের একটি সাধারণ প্রকার। কিছু লোক ভিএসডি পাশাপাশি অন্যান্য হৃদস্পন্দন থাকতে পারে।
এটা কিভাবে হৃদয় প্রভাবিত করে?
সাধারণত, হৃদয়ের বাম দিকটি শুধুমাত্র শরীরের রক্তকে পাম্প করে এবং হৃদয়ের ডান দিক কেবল ফুসফুসে রক্ত পাম্প করে। যখন ভেন্ট্রিকেলগুলির মধ্যে একটি বড় খোলার বিদ্যমান থাকে, তখন ডায়াবেটিসের বাম পাশে প্রচুর পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ (লাল) রক্ত জমে যায়। এই রক্ত ফুসফুসে ফিরে পাম্প করা হয়, যদিও এটি ইতিমধ্যে অক্সিজেন সঙ্গে রিফ্রেশ করা হয়েছে। দুর্ভাগ্যবশত, এই হৃদয় আরো রক্ত পাম্প কারণ। হৃদয়, বিশেষ করে বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকেল, যোগ করা কাজের থেকে বড় হতে শুরু করবে। ফুসফুসের রক্তবাহী জাহাজে উচ্চ রক্তচাপ হতে পারে কারণ রক্ত বেশি থাকে। সময়ের সাথে সাথে, এই ফুসফুসের উচ্চ রক্তচাপ রক্তচাপের দেয়াল স্থায়ীভাবে ক্ষতি করতে পারে। যখন সংক্রামক ক্ষত ক্ষুদ্র হয়, তখন রক্তটি বাম থেকে ডানদিকে ত্রুটিটিকে অতিক্রম করে না

কিভাবে VSD আমাকে প্রভাবিত করে?
শৈশবকালে একটি বড় খোলার ফলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে এবং এর ফলে, এই শিশুদের অধিকাংশই অস্ত্রোপচার বন্ধ করতে অস্ত্রোপচার করেছিল। অতএব, প্রাপ্তবয়স্কদের মধ্যে বড় VSD অস্বাভাবিক, কিন্তু যখন তারা উপস্থিত থাকে, তখন শ্বাস প্রশ্বাস হতে পারে।

বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের ছোট ভিএসডি থাকে যা সাধারণত লক্ষণগুলি সৃষ্টি করে না কারণ হৃদয় এবং ফুসফুসে কঠিন কাজ করতে হয় না। শারীরিক পরীক্ষায়, ছোট VSD একটি জোরে murmur উত্পাদন। এমনকি ছোট ছোট ভিএসডি মাঝে মাঝে এন্ডোকার্ডাইটিস নামক সংক্রমণের উৎস হতে পারে।
আমার ভিএসডি খুব ছোট বা বন্ধ হয়ে গেলে কি হবে?
অনেক শিশু যাদের ভিএসডি ছিল তাদের সার্জারি বা অন্যান্য চিকিত্সা দরকার ছিল না, এবং তাদের বেশিরভাগ ত্রুটিই তাদের নিজস্ব বন্ধ ছিল। প্রাপ্তবয়স্কদের বলা হয়েছিল যে তাদের "নিজের হৃদয়তে একটি গর্ত ছিল" যা তার নিজের বন্ধ হয়ে যায়, সাধারণত তাদের কোন অভিযোগ নেই এবং স্বাভাবিক EKG থাকে না। যদি একটি ইকোকার্ডিওোগ্রাম সঞ্চালিত হয়, তবে এটি VSD যেখানে অবস্থিত সেটিতে একটি ভেন্ট্রিকুলার সেপ্টাল এননিউরিয়াম নামে একটি আউটপুচিং দেখাতে পারে। যদি কোনও ভিএসডি বন্ধ হওয়ার পরে অনুনাদী সনাক্তকরণ হিসাবে স্বীকৃত না হয় তবে এটি অপ্রয়োজনীয় উদ্বেগ এবং পরীক্ষার দিকে পরিচালিত করতে পারে।

আমার ভিএসডি খুব ছোট বা বন্ধ হয়ে গেলে কি হবে?
অনেক শিশু যাদের ভিএসডি ছিল তাদের সার্জারি বা অন্যান্য চিকিত্সা দরকার ছিল না, এবং তাদের বেশিরভাগ ত্রুটিই তাদের নিজস্ব বন্ধ ছিল। প্রাপ্তবয়স্কদের বলা হয়েছিল যে তাদের "নিজের হৃদয়তে একটি গর্ত ছিল" যা তার নিজের বন্ধ হয়ে যায়, সাধারণত তাদের কোন অভিযোগ নেই এবং স্বাভাবিক EKG থাকে না। যদি একটি ইকোকার্ডিওোগ্রাম সঞ্চালিত হয়, তবে এটি VSD যেখানে অবস্থিত সেটিতে একটি ভেন্ট্রিকুলার সেপ্টাল এননিউরিয়াম নামে একটি আউটপুচিং দেখাতে পারে। যদি কোনও ভিএসডি বন্ধ হওয়ার পরে অনুনাদী সনাক্তকরণ হিসাবে স্বীকৃত না হয় তবে এটি অপ্রয়োজনীয় উদ্বেগ এবং পরীক্ষার দিকে পরিচালিত করতে পারে।

যদি আমার ভিএসডি শৈশবে বন্ধ হয়ে যায়, তাহলে আমি কী আশা করতে পারি?
হার্ট সার্জারি সঞ্চালিত হয়।

ভিএসডি ক্লোজারটি সাধারণত এটি বন্ধ করার জন্য VSD এর উপর ফ্যাব্রিক বা পেরিকারার্ডিয়াম (হৃদয়ের বাইরের স্বাভাবিক আস্তরণের) সেলাই করে সঞ্চালিত হয়। স্বাভাবিক হৃদয় আস্তরণের টিস্যু অবশেষে এই প্যাচটি ঢেকে দেয় এবং এটি হৃদয়ের স্থায়ী অংশ হয়ে ওঠে। কিছু ত্রুটি একটি প্যাচ ছাড়া বন্ধ sewn করা যেতে পারে। একটি বিশেষ ডিভাইস ব্যবহার করে ক্যাথেরয়েজাইজেশন পরীক্ষাগারে কিছু ধরণের ভিএসডি বন্ধ করা এখন সম্ভব যা গর্তটি "প্লাগ" করতে পারে এবং কিছু অল্প বয়স্ক প্রাপ্তবয়স্ক এই প্রক্রিয়াটি করতে পারে।

পুনর্নির্মিত ভিএসডি এবং স্বাভাবিক ফুসফুসে ধমনী চাপের রোগীদের স্বাভাবিক জীবনযাপন হয়। দীর্ঘস্থায়ী সমস্যাগুলি অস্বাভাবিক, কিন্তু হৃদরোগের ডান পাশে হৃদরোগের (অর্টিক বা ট্রিকাস্পিড) বা অতিরিক্ত পেশীগুলির সাথে অল্প সংখ্যক রোগীর সমস্যা হতে পারে। যে কেউ যে একটি ভিএসডি জন্য অস্ত্রোপচার ছিল একটি কার্ডিওলোজিস্ট সঙ্গে নিয়মিত চেক আপ প্রয়োজন জন্মগত হৃদয় ত্রুটি সঙ্গে প্রাপ্তবয়স্কদের সঙ্গে অভিজ্ঞতা হয়। ঔষধ খুব কমই প্রয়োজন হয়। একটি বড় unrepaired ভিএসডি রোগীর মধ্যে, ফুসফুসের উচ্চ রক্তচাপ ঘটতে পারে।

কি ত্রুটি এখনও উপস্থিত থাকলে? এটা কি প্রাপ্তবয়স্কদের মধ্যে মেরামত করা উচিত?
সাধারণত ছোট ভিএসডিগুলির জন্য ক্লোজারের পরামর্শ দেওয়া হয় যদি এন্ডোকোকারাইটিসের একটি অনুচ্ছেদ হয় যা VSD এর কারণে হৃদরোগের সংক্রমণ হয়, অথবা যদি VSD অবস্থানটি হার্ট ভালভের কার্যকে প্রভাবিত করে। ভিএসডি যদি বড় হয় তবে ফুসফুসের চাপ একটি প্রাপ্তবয়স্ক রোগীর মধ্যে বন্ধ করা যায় কিনা তা নির্ধারণ করে। কম ফুসফুস চাপ যাদের যারা অস্ত্রোপচার থেকে উপকৃত হবে; উচ্চ চাপ সঙ্গে যারা হতে পারে বা নাও হতে পারে।
আপনি থাকতে পারে সমস্যা
খোলা থাকা ছোট ভিএসডি রোগীদের অন্ত্রের সংক্রমণ নামক হৃদরোগের ঝুঁকি কম থাকে। অর্টিক ভালভ ফুটো বিকাশ হতে পারে এবং নিরীক্ষণ করা উচিত।

যাঁদের ভিএসডি জীবনের প্রথম দিকে মেরামত করা হয়েছে তাদের কোনও দীর্ঘমেয়াদী সমস্যা থাকতে পারে না। যদি প্যাচটিতে কোন লিক ছাড়া সম্পূর্ণভাবে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটি বন্ধ হয়ে যায়, তবে বিলম্বিত সংক্রমণের ঝুঁকি, এন্ডোককার্ডাইটিস কম। কদাচিৎ, অস্বাভাবিক হৃদয় rhythms ঘটতে পারে। কিছু মানুষের মধ্যে, হার্ট পেশী একটি VSD মেরামত নিম্নলিখিত চুক্তি করতে কম হতে পারে। হৃদরোগ ব্যর্থ হলে হার্ট পেশী দুর্বলতা, তরল সংশ্লেষণ নিয়ন্ত্রণের জন্য ডায়রেক্টিকস, এজেন্টগুলি হৃদস্পন্দনকে আরও ভালভাবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধগুলি প্রায়ই দেওয়া হয়।

একটি ভিএসডি এবং ফুসফুস হাইপারটেনশন সঙ্গে অস্বাভাবিক রোগীদের, চিকিৎসা থেরাপি প্রয়োজন হতে পারে।

Atrial septal defect: Closure in the heart catheterization lab (অ্যাট্রিয়েল septal ত্রুটি: হৃদয় catheterization ল্যাব ...
10/11/2020

Atrial septal defect: Closure in the heart catheterization lab (অ্যাট্রিয়েল septal ত্রুটি: হৃদয় catheterization ল্যাব বন্ধ)



একটি আঠাল septal ত্রুটি হৃদয়ের দুটি চেম্বার মধ্যে ঝিল্লি একটি খোলার হয়। আঠাল septal ত্রুটি সংশোধন করার জন্য হৃদয় catheterization সম্পর্কে জানুন।

গুরুত্বপূর্ণ দিক

একটি আঠাল septal ত্রুটি হৃদয়ের দুই উপরের চেম্বারের মধ্যে একটি গর্ত হয়। গর্ত বন্ধ করার জন্য, ডাক্তার ক্যাথেরাইজেশনের মাধ্যমে আপনার সন্তানের হৃদয়ে একটি বিশেষ যন্ত্র স্থাপন করবে।
যদি গর্তটি ডিভাইসের সাথে বন্ধ হয়ে যাওয়া বা ভুল অবস্থানে বন্ধ হয়ে যায় তবে গর্তটি অস্ত্রোপচারের সাথে বন্ধ হয়ে যাবে।
আপনার সন্তানের পদ্ধতি থেকে জটিলতা আছে একটি ছোট ঝুঁকি আছে। আপনার সন্তানের ডাক্তার পদ্ধতির আগে ঝুঁকি ব্যাখ্যা করবে।
আপনার সন্তানের একটি স্নায়বিক প্রয়োজন হবে।

What is an atrial septal defect? (একটি আঠাল septal ত্রুটি কি?)

একটি অ্যাট্রিয়েল সেপ্টাল ডিফেক্ট (এএসডি) হ'ল হৃদয়ের দুটি উপরের চেম্বারগুলিকে পৃথক করে দেয়ালে একটি খোলার বা গর্ত। এই প্রাচীর আঠালো septum বলা হয়। গর্তটি অক্সিজেন সমৃদ্ধ রক্তকে হৃদয়ের বাম পাশ থেকে ডান পাশে ফুটো করে তোলে। এটি হৃদয়ের ডান দিকের জন্য অতিরিক্ত কাজ করে, কারণ প্রয়োজনের চেয়ে বেশি রক্ত ফুসফুসের ডান বায়ুচক্রের মাধ্যমে প্রবাহিত হয়।
যদি এএসডি যথেষ্ট ছোট হয়, এটি একটি বিশেষ ডিভাইসের সাথে বন্ধ করা যেতে পারে। পদ্ধতি হৃদরোগ catheterization ল্যাবের মধ্যে সম্পন্ন করা হয়।

What is heart catheterization?( হৃদয় catheterization কি?)
হৃদরোগের ক্যাথেরাইজেশনের সময়, ডাক্তারটি আপনার সন্তানের ঘাড় বা গ্লিনে শিরা বা ধমনীতে একটি ক্যাথিটার নামক দীর্ঘ, পাতলা টিউব রাখেন। গ্রীন লেগের উপরের অংশে অবস্থিত এলাকা। তারপর, ক্যাথাইটারটি আপনার সন্তানের হৃদয়ে শিরা বা ধমনীর মাধ্যমে থ্রেড করা হয়।

পদ্ধতিটি পরিচালনাকারী ডাক্তার কার্ডিওলজিস্ট, যার অর্থ হৃদয় এবং রক্তবাহী জাহাজে কাজকারী ডাক্তার। এটি আপনার সন্তানের নিয়মিত কার্ডিওলোজিস্ট হতে পারে না।

What does the closure device look like and how does it stay in place?

(বন্ধ ডিভাইস কি চেহারা এবং কিভাবে এটি জায়গায় থাকা না?)

বন্ধ ডিভাইসটি ধাতু এবং জাল উপাদান তৈরি করা হয়। এটি উভয় প্রান্তে বিভিন্ন আকারের ডিস্ক (চেনাশোনা) সহ একটি ছোট টিউব বলে মনে হচ্ছে। এটি স্থাপন করার আগে, ডিভাইসগুলি ক্যাথারটারে মাপসই করা হবে তাই ডিস্কগুলি পাঁজ করা হয়। যখন এটি সঠিক স্থানে থাকে, ডিভাইসটি ক্যাথারটার থেকে সরানো হয় তখন একটি ডিস্ক খোলা হয়। টিউব অংশ গর্ত প্লাগ এবং অন্যান্য ডিস্ক গর্ত বিপরীত দিকে খোলে।

There are small risks of complications from the procedure

পদ্ধতি থেকে জটিলতা ছোট ঝুঁকি আছে
সাধারণত, হার্ট ক্যাথেরাইজেশন একটি মোটামুটি কম ঝুঁকিপূর্ণ পদ্ধতি, তবে এটি ঝুঁকি মুক্ত নয়। পদ্ধতির জন্য আপনার সম্মতি দেওয়ার আগে ডাক্তার আপনাকে আরো বিস্তারিতভাবে হার্ট ক্যাথেরাইজেশনের ঝুঁকিগুলি ব্যাখ্যা করবে। এএসডি ক্লোজারের সাথে সর্বাধিক সাধারণ ঝুঁকি নিম্নরূপ
The catheter may break through a blood vessel
ক্যাথাইটার রক্তবাহী জাহাজ ভেঙে ফেলতে পারে

একটি খুব ছোট ঝুঁকি আছে যে ক্যাথাইটার রক্তবাহী জাহাজ বা হৃদয় প্রাচীর মাধ্যমে বিরতি পারে। এই ঝুঁকি কমাতে আমরা ক্যাথারার সর্বদা কোথায় থাকি তা দেখতে ফ্লুরোসকপি নামে একটি এক্স-রে ব্যবহার করি।

Your child may develop fluid around the heart
আপনার সন্তান হৃদয়ের চারপাশে তরল বিকাশ হতে পারে
পদ্ধতির পরে আপনার সন্তান হৃদয়ের চারপাশে তরল বিকাশ করবে এমন একটি খুব ছোট ঝুঁকি রয়েছে। প্রক্রিয়াটির পর সকালে আপনার সন্তানের ইকোকার্ডিওোগ্রাম থাকবে যাতে আমরা এই সমস্যাটি পরীক্ষা করতে পারি।

Complications may occur with the closure device
জটিলতা বন্ধ ডিভাইস সঙ্গে ঘটতে পারে
ডিভাইসটি যখন অবস্থান করা হচ্ছে, তখন এটি একটি ঝুঁকি রয়েছে যে এটি ভুল জায়গায় স্থাপন করা যেতে পারে, গর্ত থেকে সরানো বা পতিত হতে পারে। ডাক্তাররা ইকোকার্ডিওগ্রামে এটি দেখতে পারেন। যদি এটি ঘটে, কার্ডিওলজিস্ট ডিভাইসটিকে স্থানান্তরিত করার চেষ্টা করবে বা শিশুটি ক্যাথেরিয়েশন ল্যাবে থাকলে তা গ্রহণ করবে। যদি এটি সম্ভব না হয়, ডিভাইসটি বের করে গর্ত বন্ধ করার জন্য অস্ত্রোপচার করা হবে।

ডিভাইসটি কিছুক্ষণের জন্য স্থানান্তরিত হয়ে গেলে, ডিভাইসটি ক্ষয় হয়ে ওঠে এবং হৃদয়কে ক্ষতিগ্রস্ত করে এমন একটি ক্ষুদ্র ঝুঁকি থাকে।
Procedure (কার্যপ্রণালী)
What happens during the closure procedure (কি বন্ধ করার পদ্ধতির সময় ঘটবে )
আপনার সন্তানের একটি সাধারণ নান্দনিক অধীনে যখন প্রক্রিয়া সঞ্চালিত হয়। এই পদ্ধতির সময় আপনার সন্তানের ঘুম হবে মানে।

প্রতিটি ASD হার্ট catheterization সঙ্গে বন্ধ করা যাবে না। অতএব, প্রথমে ক্যাশেটারাইজেশন ল্যাবের একটি ডিভাইসের সাথে এটি বন্ধ করা যেতে পারে তা নিশ্চিত করতে ASD পরিমাপ করতে হবে।

যখন আপনার সন্তান ঘুমিয়ে থাকে, তখন আমরা ট্রান্সসোফেজাল ইকোকার্ডিওোগ্রাম নামে একটি পরীক্ষা করি। ইকোকার্ডিওোগ্রাম একটি হৃদয় আল্ট্রাসাউন্ড মানে। Transesophageal মানে আমরা আপনার সন্তানের esophagus মধ্যে স্থাপন করা হয় একটি ছোট প্রোবের সঙ্গে আল্ট্রাসাউন্ড, পেট মুখ সংযুক্ত করে যে টিউব। এই পরীক্ষা গর্ত আকার পরিমাপ এবং বন্ধ ডিভাইস স্থাপন করা হবে।

পরীক্ষাটি দেখায় যে গর্তটি ডিভাইসের সাথে বন্ধ হওয়ার জন্য খুব বড়, আমরা আপনার সন্তানের ঘুম থেকে উঠি এবং পুনরুদ্ধারের ঘরে পাঠাব। আপনার সন্তানের হৃদরোগ বিশেষজ্ঞ আপনার এবং আপনার সন্তানের সাথে পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করবেন।
গর্ত যথেষ্ট ছোট এবং সঠিক অবস্থানে, আমরা catheterization সঙ্গে যেতে হবে।
ক্যাথেরয়েটারাইজেশনের সময়, ডাক্তারটি গর্তে রক্তবাহী জাহাজের মাধ্যমে টিপের উপর একটি ক্ষুদ্র ক্ষয়প্রাপ্ত বেলুন দিয়ে একটি ক্যাথার্টার রাখে। বেলুন আবার গর্ত আকার পরিমাপ inflated হয়। যদি গর্তটি ডিভাইসের সাথে বন্ধ করা যায়, তবে ডাক্তারটি ক্যাথারটারের ভিতরে বন্ধ ডিভাইস রাখে এবং ডিভাইসকে গর্তে রাখে।

ডিভাইসটি একবার স্থানান্তরিত হলে, ডাক্তার ক্যাথিটারটি বের করে এবং আপনার বাচ্চার পায়ের উপর কাটা দিয়ে ব্যান্ডেজটি ঢেকে রাখে।
The procedure will take one to two hours
প্রক্রিয়া এক থেকে দুই ঘন্টা সময় লাগবে

পদ্ধতি সাধারণত এক থেকে দুই ঘন্টা লাগে, কিন্তু এটি আর সময় নিতে পারে। পদ্ধতির পর, আপনার সন্তানের অ্যানেসথেটিস থেকে জেগে উঠতে পুনরুদ্ধারের কক্ষে যেতে হবে।
After the procedure (প্রক্রিয়া পরে )

কার্ডিওলজিস্ট আপনার সন্তানের বাড়িতে যেতে পারেন যখন আপনাকে জানাতে হবে। পদ্ধতিটি অন্তত চার থেকে ছয় ঘন্টা পরে আপনার সন্তান হাসপাতালে থাকবেন। বেশিরভাগ শিশু পদ্ধতিতে একই দিনে বাড়িতে যেতে পারেন। যদি আপনার সন্তান রাতারাতি বাড়িতে যায়, তবে আপনাকে সকালে তাদের ফিরিয়ে আনতে হবে ইকোকার্ডিওোগ্রাম। এই পরীক্ষা হৃদয় চারপাশে কোন তরল আছে তা নিশ্চিত করা হয়।

আপনার সন্তানের রাতারাতি থাকার প্রয়োজন হলে, তারা inpatient ইউনিট স্থানান্তর করা হবে। আপনার সন্তানের পরের দিন সকালে echocardiogram থাকবে।

আপনার সন্তান বাড়ির পরে কী করবেন তার তথ্যের জন্য অনুগ্রহ করে হার্ট ক্যাথেরাইজেশন দেখুন: পদ্ধতির পরে আপনার সন্তানের যত্ন নেওয়া।

Safe Cure 🔯 লিভার সিরোসিসলিভার সিরোসিস একটি মারাত্মক ও অনিরাময়যোগ্য রোগ। এতে যকৃত্‍ বা লিভারের কোষকলা এমনভাবে ধ্বংস হয়ে ...
01/11/2020

Safe Cure

🔯 লিভার সিরোসিস

লিভার সিরোসিস একটি মারাত্মক ও অনিরাময়যোগ্য রোগ। এতে যকৃত্‍ বা লিভারের কোষকলা এমনভাবে ধ্বংস হয়ে যায় যে তা সম্পূর্ণ বিকৃত ও অকার্যকর হয়ে পড়ে। ফলে যকৃতের যেসব স্বাভাবিক কাজ আছে, যেমন বিপাক ক্রিয়া, পুষ্টি উপাদান সঞ্চয়, ওষুধ ও নানা রাসায়নিকের শোষণ, রক্ত জমাট বাঁধার উপকরণ তৈরি ইত্যাদি কাজ ব্যাহত হয়। দেখা দেয় নানাবিধ সমস্যা। ধীরে ধীরে এই রোগ মৃত্যুর মুখে ঠেলে দেয় মানুষকে। অথচ আগে থেকে এ রোগের কিছুই টেরই পাওয়া যায় না । অধিকাংশ ক্ষেত্রে এটি এমন চরম অবস্থায় ধরা পড়ে যে পূর্ণ নিরাময় তখন অসম্ভব হয়ে পড়ে।
কোন কারণে লিভারের কোষগুলো মারা গেলে সেখানে ফাইব্রোসিস ও নডিউল তৈরী হয় এবং লিভারের স্বাভাবিক আণুবীক্ষনিক গঠন নষ্ট হয়ে যায়। ফলে লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহৃত হয়। লিভারের ভিতরে রক্তপ্রবাহ ব্যাহত হয়। রক্তের বিভিন্ন রাসায়নিক দূষিত পদার্থ যা লিভার পরিস্কার করে থাকে তা শরীরে জমা হয়ে তখন বিভিন্ন উপসর্গ তৈরি করে। কারণ যাই হোক না কেন এইভাবে সিরোসিস পর্যায়ে উপণীত হয়। পুরো লিভার জুড়ে যদি ফাইব্রোসিস এবং নডিউল তৈরী হয় তখন এটাকে লিভার সিরোসিস বলা হয়।

❐ বিভিন্ন কারণে লিভার সিরোসিস হয়ে থাকে।
হেপাটাইটিস বি ও সি ভাইরাস ও মদ্যপানই অন্যতম কারণ। এছাড়া আরো কিছু কারন রয়েছে। যেমন-

❐ বংশগত জটিলতার জন্য লিভারে মাত্রাতিরিক্ত
আয়রন ও কপার জমে যাওয়ার জন্যেও সিরোসিস হতে পারে।

❐ পিত্তনালী র্দীঘ সময় ধরে বন্ধ হয়ে যাওয়া।

❐ লিভারের ধমনী বন্ধ হয়ে যাওয়া।

❐ শরীরে ইম্যুন সিস্টেমের জন্য এবং কোন কোন ওষুধ, যেমন- মিথোট্রিক্সেট (Methotrexate) দীর্ঘ সময় ব্যবহার করলে সিরোসিস হতে পারে।

❐ ৫-১০% ক্ষেত্রে লিভার সিরোসিসের কোন কারনই খুজে পাওয়া যায় না, এগুলোকে ক্রিপ্টোজেনিক সিরোসিস বলা হয়।

❐ প্রাথমিক লক্ষণ ধরা পড়তে দেরি হয় তবে সাধারনত রক্তস্বল্পতা, রক্ত জমাট বাঁধার অস্বাভাবিকতা, যকৃতে বেশি পরিমাণে জৈব রসায়ন, বেশি বিলুরুবিন, কম সিরাম অ্যালবুমিন ইত্যাদি সমস্যা ধরা পড়তে পারে।

❐ সিরোসিস সম্পর্কে নিশ্চিত হতে পেটের আল্ট্রাসনোগ্রাম ও যকৃতের বায়োপসি করতে হয়। সাধারণত খাদ্যে অরুচি, ওজন হ্রাস, বমি ভাব বা বমি, বমি বা মলের সঙ্গে রক্তপাত, শরীরে জল আসা ইত্যাদি হলো মূল উপসর্গ। পরে যকৃতের অকার্যকারিতার সঙ্গে কিডনির অকার্যকারিতা, রক্তবমি, রক্তে আমিষ ও লবণের অসামঞ্জস্য ইত্যাদি জটিলতা দেখা দেয়।

❐ বেশির ভাগ লিভার সিরোসিস জটিলতাসহ ধরা পড়ে। কারণ তার আগে হয়তো টেরই পাওয়া যায় না। তবে সাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কারণে আজকাল উল্ল্যেখযোগ্য রোগী এ ধরণের জটিলতার আগেই বিভিন্ন লক্ষণ প্রকাশের সাথে সাথেই ডাক্তারের শরনাপন্ন হয়ে থাকেন। সিরোসিসের লক্ষণসমূহের মধ্যে রয়েছে-
১. ক্লান্তি-ভাব,
২. ওজন কমে যাওয়া,
৩. ক্ষুধামন্দা,
৪. পেট ফেঁপে যাওয়া,
৫. পেটে ব্যথা,
৬. জন্ডিস,
৭. পা ও পেট ফুলে যাওয়া,
৮. নাক, মাড়ি কিংবা খাদ্যনালী ও ত্বকের উপরিভাগে রক্তক্ষরণ হওয়া এবং
৯. পুরুষত্বহীনতা ইত্যাদি।

❐ লিভার সিরোসিস চিকিত্‍সার মূল বিষয় হচ্ছে প্রতিরোধ। যেসব কারণে লিভার সিরোসিস হয়ে থাকে, বিশেষ করে হেপাটাইটিস বি-এর যেহেতু প্রতিশেধক আছে। তাই আমাদের উচিত প্রত্যেকেরই এই প্রতিশেধক নেওয়া। পাশাপাশি কিছু সচেতনতা জরুরি। দূষিত কোনো সূঁচ বা যন্ত্রপাতি ব্যবহার না করা, কোনো দূষিত রক্ত পরিসঞ্চালন না করা পাশাপাশি সেলুনে সেভ করাসহ যেকোনো কাটাকাটি বা সেলাইয়ের সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। রোগীদের কাছ থেকে সরাসরি এই ভাইরাস সংক্রমিত হয় না।
লিভার সিরোসিস একটি জটিল সমস্যা। তবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে লিভার সিরোসিস থেকে অনেকটা দূরে থাকা যায়।
১.হেপাটাইটিস বি'র টীকা নিন।
২.অনিরাপদ যৌনতা, একই সুঁই বা সিরিঞ্জ বহুজনের ব্যবহার পরিহার করুন।
৩.নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও ডিজপজেবল সুঁই ব্যবহার করুন।
৪.ব্লেড, রেজার, ব্রাশ, ক্ষুর বহুজনে ব্যবহার বন্ধ করুন।
৫.ওজন নিয়ন্ত্রণ করুন শাকসবজি ও ফলমূল বেশি করে খান।
৬. চর্বিযুক্ত খাবার কম খান।
৭.মদ্যপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য পরিহার করুন।
৮.বিশুদ্ধ পানি ও খাবার গ্রহণ করুন।
৯.ডায়াবেটিস ও হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safe Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram