23/07/2025
ফ্রি ফায়ার ভবিষ্যতের নতুন প্রজন্মের জন্য একটি ভয়ংকর অভিশাপ এর নাম
সত্য ঘটনা অবলম্বনে :০১:
১৪ বছর বয়স, একটি মাদ্রাসার ছাত্র, সেখানে থাকে ও পড়াশোনা করে। সর্বদা বাড়ি যাওয়ার সুযোগ খোঁজে, বাড়িতে ফিরে সে, পড়াশোনা তো পরের কথা খাওয়া দাওয়া ঠিক মতো করে না, তাহলে করে টা কি..?
মোবাইল📱📲, , , যতক্ষণ, শান্ত ততক্ষণ। আমাদের ছোট সময় যে বাটন ফোন ছিল তাতে তার হবে না, লাগবে Android ফোন। খেলে গেম। কি খেল বাবা..?
#ফ্রি_ফায়ার । এমন খেলা খাওয়া দাওয়া না করলেও সমস্যা নাই।
বাবা-মা যখন মোবাইল দিতে চায় নি, কাকা-কাকির Android phone, iPhone নিয়ে খেলে। শুধু কি তাই ..? রাগ করে মা বলে ডাকে না বা ডাকতে চায় না।। কিন্তু কেন, গর্ভধারিণী মা, যে না থাকলে পৃথিবীর আলো দেখতো না, সে কি দোষ করলো..?
মোবাইল দিতে চায় নি, এটাই মায়ের অপরাধ। মা চায় নি ছেলেটির ভবিষ্যত খারাপ হোক। মা ছেলের ভালো চেয়েছে এটাই অপরাধ।। আবেগী বাচ্চা ছেলে এই বয়সে মা বলে না ডাকার সাহস পায় কিভাবে..?
আসলে এটাই হলো নেশা,, ওর হয়েছে খেলার নেশা। নেশায় আসক্ত মানুষ ঐ নেশার জিনিস না পেলে, পৃথিবীর সমস্ত কিছু অর্থহীন।
বাবা-মা ছেলে-মেয়ের ব্যাপারে সতর্ক হোন,, ফ্রি ফায়ার, পাবজি, মাদক, ইয়াবা যাবতীয় নেশা তে জরিত হচ্ছে কি না আপনার সন্তান খেয়াল রাখুন।।
(৩ বছর আগের ঘটনা)
Dr. Mujahid