New Digital Hearing Care Center

New Digital Hearing Care Center Hearing Aid Sales And Servicing Center

নিউ ডিজিটাল হিয়ারিং কেয়ার সেন্টার এর পক্ষ থেকে জানাই বিশ্ব শ্রবণ দিবসের শুভেচ্ছা। আজ ৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস আপনার কানে...
03/03/2022

নিউ ডিজিটাল হিয়ারিং কেয়ার সেন্টার এর পক্ষ থেকে জানাই বিশ্ব শ্রবণ দিবসের শুভেচ্ছা।
আজ ৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস আপনার কানের যত্ন নিন। এবারের থিম হচ্ছে "যত্নের সঙ্গে শুনুন, জীবনভর শুনুন"!
বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে কানে শুনার মেশিনে ছাড় চলছে।
যোগাযোগ:নিউ ডিজিটাল হিয়ারিং কেয়ার সেন্ট ০১৬০১৭৫৯৫৩৬

Call-01601759536
19/12/2021

Call-01601759536

07/12/2021

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কানে কম শোনা রুগীদের জন্য সকল প্রকার Hearing Aid বা কানে শোনার মেশিন এ থাকছে বিশেষ মূল্যছাড় ! বিস্তারিত জানতে কল করুন- 01601759536(What's app Available)। অফার চলবে ১৬ ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত।

আপনি যদি ৫০% এর বেশি কানে কম শুনেন। তাহলে খুব তাড়াতাড়ী হিয়ারিং এইড ব্যবহার করুন।এখানে ডিজিটাল মেশিনের সাহায্যে কানে কম শ...
19/11/2021

আপনি যদি ৫০% এর বেশি কানে কম শুনেন। তাহলে খুব তাড়াতাড়ী হিয়ারিং এইড ব্যবহার করুন।

এখানে ডিজিটাল মেশিনের সাহায্যে কানে কম শোনা রুগীদের পরীক্ষা করা হয়। এবং মেশিন দেওয়া হয়।

বয়স হলে অনেকের দৃষ্টিশক্তির সঙ্গে শ্রবণশক্তিও দুর্বল হয়ে পড়ে ৷ কম বয়সেও এমনটা ঘটতে পারে ৷ আধুনিক প্রযুক্তির কল্যাণে হিয়...
18/08/2021

বয়স হলে অনেকের দৃষ্টিশক্তির সঙ্গে শ্রবণশক্তিও দুর্বল হয়ে পড়ে ৷ কম বয়সেও এমনটা ঘটতে পারে ৷ আধুনিক প্রযুক্তির কল্যাণে হিয়ারিং এইড আরও ক্ষুদ্র ও শক্তিশালী হয়ে পড়ায় সেটি সহজে চোখে পড়ে না৷ ফলে বিনা সংকোচে তা ব্যবহার করা যায় ।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ।   পবিত্র ঈদুল ফ...
13/05/2021

আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক ।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা লিখেছেন...লকডাউন উঠে যাবে হয়ত কয়েকদিন পরই । কেন উঠবে সেটাও পরিষ্কার । হাজার হাজার মা...
10/04/2021

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা লিখেছেন...

লকডাউন উঠে যাবে হয়ত কয়েকদিন পরই । কেন উঠবে সেটাও পরিষ্কার । হাজার হাজার মানুষ না খেয়ে মরবে। লকডাউন রাখা হয়েছিল ভাইরাসটা যেন ধীরে ছড়ায়, ততদিনে যেন ভ্যাক্সিন আবিষ্কার হয়ে যায় । কিন্তু দুঃখের কথা হলো, পুরো পৃথিবীর ৭০০ কোটির সবার হাতে হাতে এই ভ্যাক্সিন পৌঁছাতে, কম করে হলেও ৩-৪ বছর লাগবে। তাই এমন অনন্তকাল লকডাউন রাখা সম্ভব না, সে যত উন্নত রাষ্ট্রই হোক না কেন । চীন, ইতালিতেও উঠিয়ে নেওয়া হচ্ছে লকডাউন ।

তবে আমরা কি এভাবেই মরব ?
সহজ ভাষায় বলতে গেলে, হ্যাঁ এবং এটা একদমই প্রাকৃতিক ব্যাপার । প্রতিটা যুগে যুগে এমন Evolution হয়েছে । এক যুগে 'ডাইনোসর' ছিল, কিন্তু প্রকৃতিতে টিকে থাকতে পারেনি বলে তারা আজ নেই । অথচ সেই জুরাসিক যুগের 'তেলাপোকা' এখনো টিকে আছে । কারণ সে নিজেকে Evolve করে, নিজেকে চেঞ্জ করে প্রকৃতিতে টিকে থাকতে পেরেছে । ম্যামথও ছিল তখন, হয়ত 'ম্যামথ' তার রূপ চেঞ্জ করেই বর্তমানের হাতি হয়েছে। এগুলাই Evolution.

তো এগুলো বলার মানে কী ? এগুলো জেনে কী করব ?
আমাদেরও প্রকৃতির উপাদানের সাথে Evolve হতে হবে । লড়াই করে টিকে থাকতে হবে । আমাদের নিজেদেরও চেঞ্জ হতে হবে । কিছু নিয়ম মেনে চললেই এই টিকে থাকা সম্ভব ।

১) অভ্যাসঃ-
বাজে অভ্যাসগুলা ত্যাগ করতে হবে । কথায় কথায় মুখে আঙুল দেয়া, কলমের মুখ কামড়ানো, আঙুল জিহ্বায় লাগিয়ে কাগজ উল্টানো, থুতু দিয়ে টাকা গোনা ইত্যাদি যুগ যুগ ধরে চলে আসা বাজে অভ্যাস ত্যাগ করতে হবে । সাথে মাস্ক পড়তে হবে এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে । ২০০৩ এ জাপানে সার্স ভাইরাসের মহামারির পর তাদের মধ্যে এই অভ্যাসগুলো গড়ে উঠেছিল, যা আজ খুব ভাল কাজ করছে ইমিউনিটি বৃদ্ধি করতে । ধূমপান যথাসম্ভব পরিহার করা ।

২) এনভায়রনমেন্টঃ
আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন পরিবেশে আছি । নয়ত এই ঘনবসতিপূর্ণ দেশ কবেই শেষ হয়ে যেত। আর্দ্রতা এবং তাপমাত্রা খুব ভালো কাজ করছে । আর্দ্রতা বেশি থাকা মানে বাতাসে ধুলাবালি কম উড়বে । শীতে আর্দ্রতা কম থাকে, চারিদিক শুষ্ক থাকে বলে বেশি ধুলা ওড়ে । এজন্য শীতপ্রধান দেশে এই ভাইরাস হানা দিচ্ছে বেশি । তাই ঠান্ডা/এসি এভোয়েড করতে হবে, এসি রুমের আর্দ্রতা কমিয়ে দেয়।

৩) ইমিউনিটিঃ
এটাই মোস্ট ইম্পোর্টেন্ট । এই পুরো পোস্ট লিখার পেছনে এই পয়েন্টটাই দায়ী । হার্ড ইমিউনিটির বিকল্প নাই । আমাদের ইমিউনিটি বুস্ট করতেই হবে । সেটা কীভাবে ?

ফিজিক্যালি এন্ড মেন্টালি ।

ফিজিক্যালিঃ
* নিয়ম মাফিক ঘুমাতে হবে, রাত জাগা খুব খারাপ শরীর ও ইমিউন সিস্টেমের জন্য । প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘন্টা ঘুমাতে হবে ।

* প্রতিদিন ব্যায়াম করতে হবে, প্রায় ১৫-৩০ মিনিট । মাসল এক্টিভিটি বাড়াতে হবে ।

* প্রায়ই রোদে ঘুরতে হবে ছাদে । রোদ দরকার, ভিটামিন ডি লাগবেই লাগবে ।

খাবারঃ
• ভাতে কোন ঘোড়ার আন্ডার পুষ্টিও নাই, উল্টা অতিরিক্ত ভাত খেলে আপনি মোটা হবেন । ভাত কম খেয়ে তরকারি এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে ।

• প্রচুর পানি খেতে হবে (এটা খুব বাজে অভ্যাস আমরা পানি খেতে চাই না )।

• এন্টি অক্সিডেন্ট-যুক্তখাবার খেতে হবে । শাক সবজি খেতে হবে । প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে বাজারে যান, নয়ত ইমিউনিটির অভাবে এমনিও মরতে হবে।

• ভিটামিন সি বা টকযুক্ত ফল, কমলা, লেবু খেতে হবে । এছাড়াও সিজনাল ফল খেতে হবে । প্রতিদিন সকালে লেবু সিদ্ধ গরম পানি খান ।

• ফাস্ট ফুড টোটালি অফ, চিনি কিংবা লবণ খাওয়াও কমাতে হবে ।

• আমাদের দেশের মশলাগুলো দারুণ কাজের । লং, লবঙ্গ, জিরা, হলুদ, দারুচিনি এইগুলো মারাত্মকভাবে ইমিউনিটি বুস্ট করে । দুধে হলুদ মিশিয়ে খাবেন, হলুদ অনেক কাজের । চায়ে মশলা মিশিয়ে খাবেন । গ্রিন টি (এন্টিঅক্সিডেন্ট) বেস্ট, গ্রিন টিতে এই মশলাগুলো খেলে অনেক ভালো।

• কালোজিরা কার্যকরী একটা জিনিস । প্রতিদিন সকাল বেলা উঠে এক চামচ মধুর সাথে কালোজিরা অনেক বেটার একটা কম্বিনেশন । এছাড়া কালোজিরা ভর্তা/ভাজি খাবারের সাথেও খেতে পারেন ।

মেন্টালি:
ইমিউন বুস্টের জন্য সঠিক হরমোনাল ব্যালেন্স ঠিক রাখা খুব জরুরি । তাই মনকে শান্ত রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে । ধর্মীয় প্রার্থনায় মন দিন, মন সুন্দর থাকবে।

সবাই ভাল থাকুক, সবাই সুস্থ থাকুক । সবাইকে নিয়েই বাঁচতে চাই । বাকিটুকু আল্লাহ ভরসা ।

----অধ্যাপক মীরজাদী সেব্রীনা ফ্লোরা

আমাদের সার্ভিস সমূহঃ ১। কানের পরীক্ষা  PTA,IMPEDANCE,SRT করা হয়।২। কানে শোনার মেশিন বিক্রয় করা হয়।৩। বিশ্ব বিখ্যাত Rexto...
17/02/2021

আমাদের সার্ভিস সমূহঃ
১। কানের পরীক্ষা PTA,IMPEDANCE,SRT করা হয়।
২। কানে শোনার মেশিন বিক্রয় করা হয়।
৩। বিশ্ব বিখ্যাত Rexton made by Singapur ,And Phonak Made by Switzerlandব্রান্ডের সকল প্রকার ডিজিটাল হিয়ারিং এইড (কানে শোনার যন্ত্র) বিক্রয় এবং কম্পিউটার এর সাহায্যে ফিটিং করা হয়।
৪। কানে পানি যাওয়া প্রতিরোধের জন্য ইয়ার প্লাগ পাওয়া যায়।
৫। সকল প্রকার কানে শোনার যন্ত্রের ব্যাটারি পাওয়া যায়।
৬। অভিজ্ঞ অডিও মেট্রিশিয়ান দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত হয়।
আমাদের অফিস এর ঠিকানাঃ
D.M.C.H 2 ar oporside
New Digital Hearing Care Center
79/1/ko,Chankharpul.Dhaka
01675953611

06/02/2021
বিভিন্ন অফারে চলসে কানের মেসিন বিক্রয়।এখনি ফোন করুন আমাদের কাছে।ধন্যবাদ
18/01/2021

বিভিন্ন অফারে চলসে কানের মেসিন বিক্রয়।
এখনি ফোন করুন আমাদের কাছে।
ধন্যবাদ

29/08/2020

Address

৭৯/১-খ, হোসনী দালাল রোড, চাঁনখারপুল, ঢাকা মেডিকেল ২ এর বিপরিতে।
Dhaka
1211

Telephone

+8801601759536

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Digital Hearing Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to New Digital Hearing Care Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram