জার্মানি হোমিও হল কুষ্টিয়া

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জার্মানি হোমিও হল কুষ্টিয়া

জার্মানি হোমিও হল কুষ্টিয়া জামান হোমিও হল। আমরা পুরুষদের যাবতীয় যৌন রোগের চিকিৎসা দিয়ে থাকি। ফোন 01717499374

05/03/2025

🛑🚨 #বায়োকেমিক #১২ টি ঔষধের সংক্ষিপ্ত পরিচয়:

#বায়োকেমিক ঔষধ গ্রহণ করলে দেহ রোগমুক্ত হয় । এই ঔষধগুলো সাধারণত পাউডার অথবা ট্যাবলেট রূপে পাওয়া যায় । শক্তির মাত্রা ৩এক্স,৬এক্স,১২এক্স ইত্যাদি ।

🚨ট্যবলেটগুলি সাধারণত ৩/৪টি করে দিনে ৩/৪ বার খেতে হয় । গরম পানিতে গুলে খেলে এর ক্রিয়া ভালভাবে হয় । সম্ভব না হলে চিবিয়েও খাওয়া যায় ।

🚨আবার এই ১২টি ঔষিই হোমিওপ্যাথি পদ্ধতিতে শক্তিকৃত করে হোমিওপ্যাথি মতে (সদৃশ্য বিধান) রোগীর দেহে প্রয়োগ করা হয় । সেক্ষেত্রে শক্তির মাত্রা: ৩/৬/৩০/২০০/১০০০/১০,০০০/১০০,০০০ এই রকম ।

🛑আমরা এই মহা মুল্যবান ১২টি ঔষধের ক্রিয়া আলোচনা করব ।

১/ #ক্যালকেরিয়া ফ্লোর:
🛑পরিচয় : ক্যালসিয়াম ফ্লোরাইড,ফ্লোরম্পার ।
🛑প্রয়োগ ক্ষেত্র – চোখের ছানি, কোমর ব্যথা, মচকা ব্যথা, স্তনে গুটি, দাঁত উঠতে দেরি হওয়া, দাঁতের ক্ষয় ও প্রদাহ, চামড়া ফাটা, সহজেই রক্তপাত, বংশগত সিফিলিস,এ্যাডিনয়েডস ।

🚨২/ #ক্যালকেরিয়া ফস:
🛑পরিচয় : ক্যালসিয়াম ফসফেট,ফসফেট অফ লাইম ।
🛑প্রয়োগ ক্ষেত্র – স্নায়ুর দুবলতা, মৃগী, অন্ত্রের প্রদাহ, পরিপোষণ বা মেটাবলিজমের ত্রুটি, দাঁত উঠতে দেরি হওয়া, ক্ষয়রোগ, পায়খানার সাথে অভুক্ত দ্রব্য, পেটে বায়ু । ডায়াবেটিস রোগীদের অস্তিভঙ্গ, মস্তিস্কের অবসাদ, ব্রাইটস ডিজিস, রসযুক্ত চমরোগ ।

🚨৩/ #ক্যালকেরিয়া সালফ:
🛑পরিচয় : ক্যালসিয়াম সালফেট,জিপসাম, প্লাস্টার অফ প্যারিস ।
🛑প্রয়োগ ক্ষেত্র – ফোঁড়া, কাবাঙ্কল, পুঁজযুক্ত ব্রণ, পোড়া ঘাঁ, চুলকানি, ফিস্টুলা, গ্রন্থিস্ফীতি, স্নায়বিক দুবলতা, জনন ইন্দ্রিয়ের দুবলতা, পরিবতশীল মানসিকতা, পায়ের তালুতে জ্বালা-পড়া এবং চুলকানি, অ্যালোপ্যাথিক ঔষধ খাওয়ার পর শারীরিক দুবলতা ।

🚨৪/ #ফেরাম ফস:
🛑পরিচয় : ফেরোসো ফেরিক ফসফেট, ফসফেট অফ আয়রণ ।
🛑প্রয়োগ ক্ষেত্র – অ্যানিমিয়া, রক্তপাতের ফলে রক্তাল্পতা, নাড়ীর গতি দ্রুত, মাথার যন্ত্রণা, জিভের প্রদাহ, জিভ লেপাকৃত অথবা রক্তাভ, অক্ষুধা, দেহের ওজন এবং শক্তি কমে যাওয়া, শিশুদের মানসিক ও দৈহিক বল হ্রাস, শীণতা, ক্ষুধামান্দ্য ।

🚨৫/ #ক্যালি মিউর:
🛑পরিচয় : পটাসিয়াম ক্লোরাইড ।
🛑প্রয়োগ ক্ষেত্র – হাটের দুবলতা, বুক ধড়ফড় করা, হৃদপিণ্ড বৃদ্ধি পাওয়া, পেরিকাডাইটিস, থ্রম্বসিস, গ্রন্থ বৃদ্ধি, ফুসফুস প্রদাহ, নিউমোনিয়া, পিত্ত নিঃসরণ কম হওয়ার ফলে অজীণ, অক্ষুধা, গলক্ষত, লিভারের দুবলতা ।

🚨৬/ #ক্যালি ফস
🛑পরিচয় : পটাসিয়াম ফসফেট ।
🛑প্রয়োগ ক্ষেত্র – মানসিক দুবলতা, মানসিক বিপযয়, মানসিক অবসাদ, মানসিক কারণে মাথার যন্ত্রণা, মস্তিস্কের দুবলতা ও অবসাদ, পেটে বায়ু এবং সে কারণে হৃদপিণ্ডের অপক্রিয়া, দুগন্ধযুক্ত পায়খানা, উঠে দাড়ালে মাথা ঘোরা, সেরিব্রাল অ্যানিমিয়া, জননাঙ্গের দুবলতা ।

🚨৭/ #ক্যালি সালফ:
🛑প্রয়োগ ক্ষেত্র – হাম,বসন্ত চমপীড়া, বুকে ঘড়ঘড় শব্দযুক্ত হাঁপানী, বিকালের জ্বর,চমের উপর ইহার ক্রিয়া অনেক বেশি,স্রাব আঠালো, সবুজবণের, দুগন্ধযুক্ত, ইহার অভাবে চম থেকে খুশকি উঠে ।

🚨৮/ #ম্যাগ ফস:
🛑পরিচয় : ম্যাগনেসিয়াম ফসফেট ।
🛑প্রয়োগ ক্ষেত্র – বিভিন্ন প্রকার ব্যথা ও যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, স্নায়ুশূল, স্প্যাজমেডিক পেইন, স্মৃতিশক্তিহীনতা, চিন্তাশক্তির দুবলতা, স্নায়বিক দুবলতা, দাঁড়ানো অবস্থায় এবং চলতে চলতে মলত্যাগের ইচ্ছা । এই ঔষধটি স্নায়ুকোষে পুষ্টি জোগায় ।

🚨৯/ #ন্যাট্রাম মিউর:
🛑পরিচয় : সোডিয়াম ক্লোরাইড ।
🛑প্রয়োগ ক্ষেত্র – নুন বেশি খাওয়ার প্রবণতা, কোষ্টকাঠিন্য, মাথা যন্ত্রণা (হাপানি সহ), সদি কাশির প্রবণতা, হাঁচি, নাক দিয়ে কাঁচা পানি পড়া, হিস্টিরিয়াম, সংজ্ঞালোপ, টাইফয়েড, জ্বরে প্রলাপ বকা, পেটে শূল বেদনা, লিভারের গোলযোগ, বোধ শক্তির অভাব, ক্রিমি, মস্তিস্কের দুবলতা ।

🚨১০/ #ন্যাট্রাম ফস:
🛑পরিচয় : সোডিয়াম ফসফেট ।
🛑প্রয়োগ ক্ষেত্র – অম্লরোগ, পাকস্থলী এবং অন্ত্রের গোলযোগ, শিশুদের অতিরিক্ত দুধ খাওয়ানোর ফলে ল্যাকটিক এসিড বৃদ্ধি পাওয়া, গনোরিয়া জিভে হালকা প্রলেপ, বুকের বাঁদিকে ব্যথা (নিপ্ল এর নীচে) ডান কাধে বাত জনিত ব্যথা, স্বপ্নদোষ ব্যতিত ধাতুক্ষয়, অপথ্যালমিয়া, কান থেকে রস পড়া ।

🚨১১/ #ন্যাট্রাম সালফ:
🛑পরিচয় : সোডিয়াম সালফেড, প্লবারস সল্ট ।
🛑প্রয়োগ ক্ষেত্র – গ্যাসট্রাইটিস, পেটে বায়ু, পেটে ব্যথা, লিভারের গোলমাল, নখের গোড়ায় প্রদাহ এবং পুজ, অবসাদ, তন্দ্রলুতা, আঁচিল - চোখের চার পাশে, মাথায়, মুখে, বুকে ও মলদ্বারে, নেফ্রাইটিস, মেরুদন্ডে ব্যথা, ঘাড়ে ব্যথা, সেক্রামে ব্যথা ।

🚨১২/ #সাইলিসিয়া:
🛑পরিচয় : সিলিকা, সিলিসিক অক্সাইড ।
🛑প্রয়োগ ক্ষেত্র – রিকেট, বাতরোগ, প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, মধ্য কানের প্রদাহ, দেহের কোথাও পুঁজ, গেঁটেবাত, কোষ্টকাঠিন্য, অম্ল, অজীণ, পুরানো কাশি ।
©©

 #যৌন_সমস্যা  #পুরুষত্বহীনতা  #ধাতু_দুর্বলতা  #ধ্বজভঙ্গ★যে সব কারনে উপরোক্ত সমস্যা গুলো হয়ঃ- #অতিরিক্ত স্ত্রী সহবাস। #হস...
01/10/2024

#যৌন_সমস্যা #পুরুষত্বহীনতা #ধাতু_দুর্বলতা #ধ্বজভঙ্গ
★যে সব কারনে উপরোক্ত সমস্যা গুলো হয়ঃ-
#অতিরিক্ত স্ত্রী সহবাস।
#হস্তমৈথুন।
#অতিরিক্ত স্বপ্নদোষ।
#মাদক সেবন।
★লক্ষনঃ-
#সহবাসে অল্প সময়ে বীর্যপাত।
#স্ত্রীর সাথে আলিঙ্গনে,স্পর্শে বা কাম চিন্তায় বীর্যপাত।
#মলত্যাগে বা মুত্রত্যাগে কোথ দিলে বীর্যপাত।
#বীর্যের ঘনত্ব কম।
#লিঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন।
#ডায়াবেটিসের কারনে অকেজো হয়ে পড়া।
#সহবাসের ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা নেই।

🗼যৌন চিকিৎসা🗼
🌡️নারী এবং পুরুষের সকল ধরনের সম্যসার সমাধান দেওয়া হয় 🌡️

🌡️নারীদের গোপন রোগের সমাধান।।
#অনেক চেষ্টার পরেও বাচ্চা হচ্ছে না ।
#অনিয়মিত মাসিক।
#ঘন ঘন স্বপ্ন দোষ।
#সাদস্রাব
#স্তন ঝুলে গেছে টাইট করতে চান।
#যৌনি টাইট করতে চান।
#প্রসাবে জালাপুড়া, ধাতু বের হয়।

#গোপন অঙ্গের কালো দাগ দুর করতে চান।

#সহবাসের সময় কোন ফিলিং হয় না।
#শরীরের লোম পরিষ্কার করতে চান।
#ইত্যাদি সব ধরনের চিকিৎসা দিয়ে থাকি নারীদের।🔹
#পুরুষের সকল ধরনের যৌন চিকিৎসা 🔸
#সহবাসে সময় কম, দুর্ত বীর্য বের হয়ে যা,
#ঘন ঘন স্বপ্ন দোষ
#হস্থমৈথুন থেকে বাচার উপায়।
#প্রসাবে জালাপুড়া, ধাতু বের হয়।
#প্রসারের পরে বীর্যের মত বের হয়।
#লিংগ মোটা এবং বড় করতে চান।
#মোটা হতে চান।
🔸ইত্যাদি সকল ধরনের চিকিৎসা দিয়ে থাকি।
♨️প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন আল্লাহর রহমতে সঠিক পরামর্শ এবং চিকিৎসা পাবেন

👉যৌন সমস্যার স্থায়ী চিকিৎসা নিন👈✅লিঙ্গ শিথিলতা,🈯️পুরুষাঙ্গ ছোট✅অতিরিক্ত হস্তমৈথুন🧰পুরুষত্বহীনতা,✅যৌন অক্ষমতা,🈯️শুক্রতার...
08/08/2024

👉যৌন সমস্যার স্থায়ী চিকিৎসা নিন👈
✅লিঙ্গ শিথিলতা,
🈯️পুরুষাঙ্গ ছোট
✅অতিরিক্ত হস্তমৈথুন
🧰পুরুষত্বহীনতা,
✅যৌন অক্ষমতা,
🈯️শুক্রতারল্য
✳️শীঘ্রপতন
🈴স্ত্রী মিলন বা সঙ্গমে অনিহা,
🈴ধ্বজভঙ্গ
✳️স্বপ্নদোষ,
🟪প্রসাবে ধাতুক্ষয়,
------------------------
🈯️পুরুষের যেকোনো যৌন সমস্যার আয়ুর্বেদিক ও হোমিও ঔষধ এর মাধ্যমে সুচিকিৎসা করা হয়।
✳️কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া
☎ 01717-499374 ইমু ও খোলা আছে
🚫 বিস্তারিত জানতে কল দিতে পারবেন
ডঃ মোঃ জামান খান। চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ।

07/05/2023

�ছোট ও দুর্বল গোপনাঙ্গ নিয়ে চিন্তিত!
�বিয়ে করতে ভয় পাচ্ছেন?
�সহবাসে স্ত্রী কে পূর্ণ তৃপ্তি দিতে পারছেন না!
�সেক্সের সময় খুব কম পাচ্ছেন!
�অতিরিক্ত হস্তমৈথুন করার কারনে গোপন অঙ্গ দাঁড়াচ্ছে না!
তাহলে আজই যোগাযোগ করুন অরজিনাল জার্মানি হোমিও ওষুধ তারা স্থায়ীভাবে যৌন রোগের চিকিৎসা নিয়ে গোপন অঙ্গ বড় মোটা ও শক্তিশালী করুন সেই সাথে সেক্সের টাইম 30 থেকে 40 মিনিট পর্যন্ত বৃদ্ধি করুন।
যৌন রোগের চিরস্থায়ী সমাধান
ডঃ মোঃ জামান খান (হোমিও মেডিসিন বিশেষজ্ঞ)
চর্ম ও যৌনরোগ � 01717-499374

11/02/2023

√√√নারীর যৌনতা সংক্রান্ত সমস্যা:

@@যৌনতার ব্যাপারে আলোচনা করতে গেলে যৌন সংক্রান্ত নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার সমস্যার বিষয়েও কিচ্ছু আলোচনার প্রয়োজন পড়ে। পুরুষের পাশাপাশি নারীরও বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যাগুলোর অধিকাংশই নারীর যৌন জীবনের উপর প্রভাব ফেলে। এটি বলা উচিত যে যৌনতার ব্যাপারে যে কোনো প্রকার সমস্যা হলো তা দীর্ঘস্থায়ী যৌন সমস্যার সৃষ্টি করতে পারে।
@@যৌনতার বিষয়ে নারীর প্রধান সমস্যা হলো যৌনমিলনের ব্যাপারে অনীহা। নারীর যৌনতার বিষয়ে এই অনাগ্রহের বিভিন্ন কারণ থাকতে পারে। নারীর শারীরিক কোনো দীর্ঘস্থায়ী সমস্যা থেকে থাকলে তা নারীকে যৌন বিমুখ করে তুলতে পারে। আবার মানসিক কোনো অসুবিধা নারীকে যৌনতার ব্যাপারে নিরুৎসাহ যোগায়। শৈশবকালীন মানসিক বা শারীরিক যৌন উৎপীড়ন অনেক ক্ষেত্রে নারীকে যৌন নানা সমস্যার সম্মুখীন করে তোলে। আবার প্রচুর পরিমানে স্বমেহন নারীর যৌনানুভূতিকে তিগ্রস্ত করতে পারে। পুরুষের ক্ষেত্রে ও অনেক সময় হস্তমৈথুনের মাত্রাতিরিক্ত প্রভাবে পুরুষের যৌন জড়তা দেখা দিতে পারে। যা কোনো কোনো সময় পুরুষত্বহীনতা পর্যন্ত গড়াতে পারে।

@@যৌন গবেষকরা গবেষনা করে দেখছেন যে, নারী যৌনতা বিষয়ক সমস্যাগুলো সৃষ্টি হয় মূলত যৌন অনিচ্ছা থেকেই। নারীর সমস্যার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো যৌনমিলনের সময়ে নারীর যৌনাঙ্গে ব্যথা। কোনো কোনো নারী এই ব্যথার তীব্রতার জন্য যৌনমিলনকে ভয়ের চোখে দেখে।

@@যৌনমিলনে এরকম ব্যাথার ডাক্তারী নাম হলো ডিসপ্যারুনিয়ার দুটো কারণ থাকতে পারে। একটি কারণ হলো শারীরিক এবং অপরটি হলো মানসিক।

√√√ডিসপ্যারুনিয়া:

@@@এটি নারীদের একটি যৌন সমস্যা। একে ব্যথাযুক্ত যৌনমিলন সমস্যাও বলা হয়। তবে ডিসপ্যারুনিয়া পুরুষেরও হতে পারে। নারীর ডিসপ্যারুনিয়ার কিছু উপসর্গ হলো:-
# #লিঙ্গ প্রবেশের সময় যৌনিতে ব্যথা।
# #তলপেটে ব্যথা।
# #ঘন ঘন লিঙ্গ সঞ্চালনের সময় নারী প্রচণ্ড ব্যথা পেতে পারে।
# #যৌনমিলনের ব্যাপারে ভীতির সৃষ্টি।

√√√কারণ:-

♪♪♪√গাইনোকলজিক্যাল এবং সাইকোলজিক্যাল কারণে ডিসপ্যারুনিয়া হতে পারে। যৌনির ভেতরে এবং বাইরে দুই প্রকার সমস্যা এ সময় দেখা দেয়। এছাড়াও শারীরিক বিভিন্ন কারণে যৌনমিলনের সময় নারীর যোনিতে ব্যথার সৃষ্টি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো-

√. পেলভিক ইনফেকশন।
√. পেলভিক ইনফামেটরি অসুখ।
√. ও ভারীর অস্বাভাবিক অবস্থা।
√. সারভিঙের ইনফেকশন অথবা প্রদাহ।
√.ভালভোভ্যাজিনাইটিস সমস্যা।
√. বার্থোলিন গ্ল্যান্ডের ইনফেকশন অথবা প্রদাহ।
√. যোনির ত্বকের প্রদাহ।
√. এন্ডোমেট্রোসিস জাতীয় সমস্য।
√.যোনির শুষ্কতা।
√.যোনিতে টিউমার হওয়া।
√. যোনিতে অন্য কোনো প্রকার ক্ষত।

♪♪♪♪আবার মানসিক নানা কারণে ও যৌনমিলনের সময় নারীর যোনিতে ব্যথার উদ্রেক হতে পারে। এই কারণগুলোর মধ্যে যৌন শীতলতা, যৌনতা সর্ম্পকে কুসংস্কার,ধর্মীয় কুসংস্কারের প্রভাব, যৌন অজানা বিষয় এবং শৈশবকালীন বা পরবর্তী সময়ে যৌন নিপীড়িত হলে নারীর যৌনমিলন কালীন ব্যথার সৃষ্টি বা ডিসপ্যারুনিয়া হতে পারে। যোনির বাইরে যে কারণে সমস্যা হয় তা হলোঃ-

@সতীচ্ছেদ ছিঁড়ে যাওয়া।
@এপিসিওটমিক ছিঁড়ে যাওয়া।
@.বার্থোলিন গ্ল্যান্ডের স্ফীতি।
@.কিটোরিসে ব্যথা।

♪♪♪এছাড়াও যোনির ভেতরে যে কারণে ব্যথার সৃষ্টি হয় সেগুলো হলো-

>.পর্যাপ্ত পিচ্ছিলতা না থাকা।
>.যোনির ইনফেকশন।
>.যোনিতে সেপ্র বা ফোমের ব্যবহার।
>.সেনাইল ভ্যাজিনিটিস।

√√√√অন্যান্য কারণ-

>.ইউটেরাইন লিগামেন্ট ছিড়ে যাওয়া।
>.পেলভিক ইনফেকশন।
>.যোনির স্ফীতি।
>.মূত্রথলির সমস্যা।
>.ধর্মীয় চাপ।
>.তিক্ত যৌন ইতিহাস।
৭.পিচ্ছিলতা কমে যাওয়া ইত্যাদি।

# # # #চিকিৎসাঃ-

√√√মনোদৈহিক বা শারীরিক যে কারণেই ডিসপ্যারুনিয়া হোক না কেন একে যদি নিরীণ করা যায় তবে এই সমস্যাকে ওষুধে সারিয়ে তোলা সম্ভব। অধিকাংশ ক্ষেত্রে এ বিষয়টি ঘটে তা হলো যোনির শুষ্কতা। যৌনমিলনের প্রথম দিকে যোনির এই সমস্যার জন্য অনেক নারী যোনিতে ব্যথা অনুভব করে। অনেক নারীর যোনি অধিক পরিমানে শুষ্ক থাকে। শারীরিক কোনো কারণে যদি ডিসপ্যারুনিয়া হয়ে থাকে তবে এর জন্য উপযুক্ত চিকিৎসা গ্রহন করুন।


# # ডাক্তার এপয়েন্টমেন্ট: +01717-499374 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)



বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

11/02/2023

অতিরিক্ত হস্তমৈথনের ফলে শক্তি হ্রাস সহ নানাবিধ শারীরিক সমস্যায় ভোগেন। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হল:

শাররীক ব্যথা এবং মাথা ঘোরা। যৌন ক্রিয়ায় সাথে জড়িত স্নায়তন্ত্র দুর্বল করে দেয় অথবা ঠিক মত কাজ না করার পরিস্থতি সৃষ্টি করে। শরীরের অন্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে। দৃষ্টি শক্তি দুর্বল করে দেয় এবং মাথা ব্যাথা সৃষ্টি করে। হৃদকম্পনে দ্রুততা আসে এবং অনেকে নার্ভাস ফিল করতে পারেন। ব্যক্তি কোনো কঠিন শারীরিক বা মানসিক কাজ এর অসমর্থ, তিনি সাধারণত নির্জনতায় থাকতে চেষ্টা করে এবং তার জ্ঞান বৈকল্য হয়। দ্রুত বীর্যস্থলনের প্রধান কারন অতিরিক্ত হস্তমৈথুন্য।

প্রায় প্রতি তিনজনের একজন পুরুষ যারা অতিরিক্ত হস্তমৈথুন্য করেন তারা নারী সঙ্গীর সাথে শারীরিক মিলনের সময় লিঙ্গ উত্থান বা ইরিটিক্যাল ডিসফাংশান সমস্যায় ভোগেন। তবে ইসলামে হস্তমৈথুন করা কবিরা গুনাহ। তাই আমাদের এই কাজ থেকে বিরত থাকা উত্তম।

অণ্ডকোষ পুং প্রজননতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ। তাছাড়া এটা ছেলেদের শরীরের সবচেয়ে সংবেদনশীল স্থান। অথচ এই সংবেদনশীল অঙ্গ দু’টি দেহগহ্বরের বাইরে অবস্থিত। কারণ দেহের ভেতর তাপমাত্রা খুব বেশি। অধিক তাপে শুক্রাণু নিষেকের উপযোগী থাকে না, নষ্ট হয়ে যায়। তাই অণ্ডকোষ দু’টি দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম বা অণ্ডথলি নামের একটি থলির ভেতর থাকে। এখানে তাপমাত্রা দেহের ভেতরের চেয়ে প্রায় ছয় ডিগ্রি কম। এই তাপমাত্রা শুক্রাণু উৎপাদনের জন্য উপযোগী। অণ্ডকোষ থেকে যেমন শুক্রাণু তৈরি হয়, তেমনি অণ্ডকোষ টেস্টোস্টেরন নামের পুরুষ হরমোনও তৈরি করে। বিভিন্ন কারণে অণ্ডকোষ ফুলে যেতে পারে এবং এতে ব্যথা হতে পারে।

আপনার ভেতর এই রকম সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিবেন। ভয় বা লজ্জা নয়। সুস্থ থাকুন সুন্দর জীবনযাপন করুন।

যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে জার্মান পয়েন্ট আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।

ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801717-499374 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)

বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

11/02/2023

পুরুষের শারীরিক দুর্বলতা কারণসমূহঃ

পরিণত বয়সের নারী-পুরুষ উভয়ের কাছে যে সমস্যা অনেক সময় প্রকট হয়ে ওঠে তা হলো শারীরিক দুর্বলতা। এর কারণে অনেক দম্পতি মানসিক অশান্তিতে ভোগেন। অনেক অবিবাহিত এমনকি যৌন ক্রিয়ায় অংশগ্রহণ করেননি এমন অনেকেও এ সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। আমাদের সমাজে অধিকাংশ মানুষেরই এ বিষয়ে সংকোচ থাকার কারণে প্রকৃত তথ্য থেকে অনেকে বঞ্চিত হন, তেমনি অনেক অপসংস্কার বা কুসংস্কার সমাজে বাসা বেঁধে আছে। যৌন দুর্বলতায় নারী বা পুরুষ উভয়েই আক্রান্ত হতে পারেন। তবে যৌনকাজে নারীর ভূমিকা অনেকখানি পরোক্ষ বিধায় পুরুষকেই এ সমস্যা নিয়ে বেশি উদ্বিগ্ন হতে দেখা যায়।


@@@@পুরুষের যৌনবিষয়ক শারীরবৃত্তীয় কাজ কী?

√√যৌন ইচ্ছা লিবিডো বা সেক্সুয়াল ডিজায়ার থাকা।

√√ লিঙ্গোত্থান বা ইরেকশন হওয়া যা পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে হয়।

√√ পুরুষাঙ্গ দিয়ে ধাতু নির্গমন ।

# #পুরুষাঙ্গের শিথিলতা। এর মধ্যে পুরুষের লিঙ্গ উত্থানে সমস্যা বা ইরেকটাইল ডিজফাংশন প্রকট সমস্যা হিসেবে চিহ্নিত। এ সমস্যা নানাবিধ কারণে হতে পারে। বড় কারণ হলো মনস্তাত্ত্বিক, এছাড়া কিছু হরমোনের অভাব অথবা মস্তিষ্কের রোগের কারণেও এমনটি হতে পারে।

# #পুরুষাঙ্গের ধমনি (রক্তনালি) সরু হয়ে যাওয়া কিংবা শিরার যথেষ্ট পরিমাণ রক্ত ধারণ করতে না পারাটাও সমস্যার জন্ম দেয়। দুর্বলতার আরও কিছু কারণ হচ্ছে-
# #বার্ধক্য : বয়স বাড়াটা লিঙ্গোত্থানের ব্যর্থতার কোনো সমস্যা নয় বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরবৃত্তীয় এবং মানসিক যেসব পরিবর্তন হয় তা অনেক সময় এতে প্রভাব ফেলে।

# # কিছু কিছু রোগের কারণে পুরুষের এমন সমস্যা হতে পারে। যেমন- ডায়াবেটিস, স্থূলতা, এন্ডোক্রাইন বা হরমোনে সমস্যা, প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হওয়া ইত্যাদি।

# #ধূমপান : ধূমপান প্রত্যক্ষভাবে লিঙ্গোত্থান ব্যর্থ হওয়ার বড় কারণ।

# #ওষুধ : কিছু কিছু ওষুধ আছে যা পুরুষের এ ক্ষমতা কমিয়ে দেয়, এর মধ্যে আছে মানসিক রোগের ওষুধ, কিছু স্টেরয়েড, উচ্চরক্তচাপ ও হৃদরোগের ওষুধ, নেশা উদ্রেককারী ওষুধ, অধিকমাত্রায় অ্যালকোহল সেবন ইত্যাদি।

# #মেরুদন্ডের অভ্যন্তরে যে মজ্জা থাকে (Spinal cord) তাতে আঘাত পেলে কিংবা তা রোগাক্রান্ত হলেও সমস্যা দেখা দেয়।

# #পুরুষাঙ্গের নিকটবর্তী স্থানে রেডিওথেরাপি দিলেও এমন সমস্যা হতে পারে।

# #ডিপ্রেশন, রাগ কিংবা বিভিন্ন মানসিক চাপ বা উত্তেজনার কারণেও লিঙ্গোত্থানে সমস্যা দেখা দেয়।

√√√চিকিৎসা ঃ

যৌনদুর্বলতার চিকিৎসা নির্ভর করে রোগের কারণের ওপর। পুরুষাঙ্গের উত্থানের সমস্যা যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে হয় তাহলে অবশ্যই ওই রোগের চিকিৎসা করাতে হবে।


√√√√ডাক্তার এপয়েন্টমেন্ট: +01717-499374 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)

বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

11/02/2023

√√√√যে সকল কারণে ১ জন পুরুষের শুক্রাণুর সংখ্যা কমতে পারে ?

@@পুরুষদের বন্ধ্যাত্বের জন্য দায়ী অন্যতম কারণ হচ্ছে শুক্রাণুর সংখ্যা ও মান কমে যাওয়া। গবেষণায় দেখা গেছে খুব সাধারণ কিছু অভ্যাস থেকে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। শুক্রাণু সংখ্যা কমে যাওয়ার বিভিন্ন কারণ আমাদের চারপাশে রয়েছে। দৈনন্দিন অভ্যাস এবং অস্বাস্থ্যকর খাবার শরীরে শুক্রাণুর সংখ্যা কমে প্রজনন ক্ষমতা নষ্ট করে দিতে পারে।

@@পুরুষদের কিছু অভ্যাস তাদের যৌন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা গুরুত্বপূর্ণ। শুক্রাণুর গুণমান না থাকায় অনেক দম্পতিরা সমস্যার সম্মুখীন হয়।

** কোমল পানীয় পানের অভ্যাসঃ-

@@ কার্বনেটেড ড্রিঙ্ক বা কোমল পানীয় এবং খুব ঠাণ্ডা পানীয় পছন্দ করেন তাহলে শুক্রাণুর গতিশীলতা প্রভাবিত হতে পারে। দিনে এক বোতল কার্বনেটেড পানীয় পান করলেও শুক্রাণুর গতিশীলতা কমিয়ে দিতে পারে। তেমনি অত্যধিক বিয়ার পান করলে শুক্রাণু দুর্বল হয়ে পড়তে পারে। কারন কার্বনেটেড পানীয়তে অতিরিক্ত চিনি থাকে, যা শরীরে ইনসুলিন তৈরীতে ব্যাহত করে এবং শুক্রাণু গতিশীলতা কমিয়ে দেয়।

*** পকেটে ফোন রাখাঃ-

@@ফোনটি হারিয়ে যাওয়ার ভয়ে হয়ত প্যান্টের সামনের পকেটে রাখা নিরাপদ মনে করছেন। কিন্তু এটিও শুক্রাণুর জন্য সম্ভাব্য ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে স্মার্ট ফোন থেকে যে বিকিরণ বের হয় তা পুরুষদের প্রজনন নষ্ট করতে শতকরা নয়ভাগ ভূমিকা রাখে।

** কোলের উপর ল্যাপটপ রাখা

@@ ল্যাপটপ কোলে রেখে ব্যবহার করতে হয়ত বেশি সুবিধাজনক লাগে। কিন্তু এই অভ্যাসের কারণে যে বাবা হয়ে একটি শিশু কোলে নেওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। হ্যাঁ ল্যাপটপের মৌলিক কিছু উপাদান শুক্রাণুও হত্যা করতে পারে। যন্ত্রটি ঠান্ডা থাকার প্রয়োজন, যা অবশ্যই শরীরের বাইরে রেখে। কারণ যখন ল্যাপটপটি কোলের উপর রাখা হয়, এর গরম শরীরের সংস্পর্শে আসে। ফলস্বরূপ শুক্রাণু মরে যেতে পারে।

** তীব্র গরম পানি ব্যবহারঃ-

@@সারাদিনের কাজ শেষে একটি দীর্ঘ উষ্ণ গোসল অবশ্যই কাম্য । তবে বাষ্পীয় গরম গোছল যেন তীব্র তাপমাত্রায় না হয় তাহলে শুক্রাণু ক্ষতি হতে পারে।

** কম ঘুমানোঃ-

@@কম ঘুমালে শরীরে সব ধরনেরই সমস্যা হতে পারে। মন ও শরীরের সঠিকমাত্রায় বিশ্রাম হলেই শুক্রানু হবে স্বাস্থ্যবান। কার্যকরী ও সক্রিয় শুক্রাণুর জন্য পরিপূর্ণ ঘুমের প্রয়োজন। সেক্ষেত্রে একজন পুরুষের ন্যূনতম সাত-আট ঘন্টা ঘুমাতে হবে।

** স্লিমফিট জিনসঃ-

@@ স্লিমফিট জিনস হয়ত পুরুষদের আকর্ষণীয় লাগে দেখতে কিন্তু জিনসও শুক্রাণুর সংখ্যার পরিমাণ হ্রাস করতে পারে। বেশি চাপা জিনস বা প্যান্ট শরীরের সঙ্গে লেগে থাকে, ফলে যে তাপ সৃষ্টি হয় তা শুক্রাণুর জন্য ভালো না।

@@শুধু এই অভ্যাস নয়, শুক্রাণুকে মেরে ফেলতে পারে এমন অন্যান্য খারাপ অভ্যাস যেমন ধূমপান, মানসিক চাপ, মদ্যপান, যৌন খেলনা ব্যবহার, এমনকি বেশি সানস্ক্রীন ব্যবহার। আর তাই সুন্দর স্বাস্থ্যকর জীবন পদ্ধতি বেছে নিন।

আপনার সুখী দাম্পত্য জীবনের কামনায় পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ্---
জার্মান হোমিও হেলথ কেয়ার

ডাক্তার এপয়েন্টমেন্ট: +01717499374 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেকা হয়।

বিশেষ দ্রষ্টব্যঃ
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে মেডিসিন ডেলিভারী দেওয়া হয়।

11/02/2023

ধাতু দুর্বলতা রোগের অন্যতম কারণ :

১. উত্তেজনার বশবর্তী হয়ে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটানো।
২.সমকামিতার মাধ্যমে দ্রুত বীর্যপাত ঘটানো
৩.সব সময় পেটের অসুখ লেগে থাকার কারণে ধাতু দুর্বলতা হয়।
৪.ভরাপেটে সহবাস করলে ধাতু দুর্বলতা হয়।
৫.অনেক সময় অধিক গরম ও বিলম্বে হজম হয় এমন খাদ্য খাওয়ার দ্বারা ধাতু দুর্বলতা হয়ে থাকে।
৬. অশ্লীল, পর্ন এবং যৌন উদ্দীপক ছবি দেখার দ্বারা বীর্যপাত হয়ে থাকে। আর এসব কারণেই বেশিরভাগ ধাতু দুর্বলতা রোগ সৃষ্টি হয়ে থাকে l যেটা স্বাভাবিক জীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলে।

যে কোনো যৌন সমস্যার সমাধানে পরামর্শ এর জন্য ফোন করতে পারেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ডাক্তার এপয়েন্টমেন্ট: 01717499374 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)

বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

11/02/2023

মস্তিঙ্কের দুর্বলতা:

আবার অনেকের মস্তিঙ্কের দুর্বলতার কারণেও যৌনশক্তি কমে যায়। যখন যৌনাঙ্গের শিরা দুর্বল হয়ে যায়, সব সময় রোগীর মাথায় ব্যাথা অনুভব করে কিংবা সহবাসের পর পরই অস্থিরতা অনুভব করে এবং চোখে অন্ধকার দেখে। সহবাসের পরই অধিক ক্লান্তি নেমে আসে। তাহলে বুঝতে হবে যে, তার মস্তিঙ্কের দুর্বলতা রয়েছে। যার কারণে তার যৌনশক্তি হ্রাস পেয়েছে।

আপনারা যারা হাতুড়ে ডাক্তার থেকে ওয়ান টাইম ওষুধ, ইনজেকশন সেবন করেন বা করেছেন তারা এখনো যদি সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন।

ডাক্তারের পরামর্শের জন্য কল করুন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

যোগাযোগের মোবাইল নাম্বার: 01717-499374 ( অনলাইনে রোগী দেখা হয়
এবং ওষুধ কুরিয়ার করে নেওয়ার সারা বাংলাদেশে সুব্যাবস্থা আছে )

বিশেষ দ্রষ্টব্যঃ আমরা কোনো ওয়ান টাইম ওষুধ মানে (এক ফাইল খাইলে যথেষ্ট ) এ রকম চিকিৎসা দিয়ে থাকি না। আমাদের এইখানে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি সঠিক এবং স্থায়ী যৌন সমস্যার সমাধান (Permanent Sexual Treatment) করতে পারবেন।

Address

Dhaka
7000

Alerts

Be the first to know and let us send you an email when জার্মানি হোমিও হল কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জার্মানি হোমিও হল কুষ্টিয়া:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram