Blood Connection

Blood Connection Blood Connection স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন

এমন দুঃখের দিন বাংলাদেশের ইতিহাসে আর না আসুক 💔💔
21/07/2025

এমন দুঃখের দিন বাংলাদেশের ইতিহাসে আর না আসুক 💔💔

নতুন বছর শুরু হোক ভালো কিছু দিয়ে।আপনার আমার জন্য শীতকাল আকর্ষণীয় হলেও কিছু মানুষের জন্য এই সময়টা ভয়াবহ কষ্ট নিয়ে আসে। বয়...
08/01/2025

নতুন বছর শুরু হোক ভালো কিছু দিয়ে।

আপনার আমার জন্য শীতকাল আকর্ষণীয় হলেও কিছু মানুষের জন্য এই সময়টা ভয়াবহ কষ্ট নিয়ে আসে। বয়স্ক ব্যক্তিদের ও শিশুদের জন্য এই সময়টা তো আরো বেশি কঠিন হয়ে পরে। আপনার জন্য যেটা সামান্য তা দিয়েই শীতকাল একটু ভালো ভাবে কাটাতে পারবে অনেকেই।
আমরা দেখতে পাচ্ছি, শীতের তীব্রতা বাড়ছে, সাথে শৈতপ্রবাহের কারণে প্রান্তিক অঞ্চলের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে।

তাই, ব্লাড কানেকশন উদ্যোগ নিয়েছে, আপনার প্রতি ২৫০ টাকা অনুদানের বিনিময়ে প্রান্তিক অঞ্চলের মানুষের হাতে পৌঁছে দিবে উষ্ণতার সম্বল।

আপনারা যেনে থাকবেন, ব্লাড কানেকশন পূর্বেও আপনাদের আস্থা ও সহযোগিতায় প্রজেক্ট উষ্ণতা সফল ভাবে সম্পন্ন করছে। এবার, ২০২৫ এর নতুন বছরেও পুনরায় আপনাদের সহযোগিতা আশা করছি।

প্রতি কম্বল এর জন্য ডোনেশন
১ টা = ২৫০ টাকা
২ টা = ৫০০ টাকা
৪ টা = ১০০০ টাকা
১০টা = ২৫০০ টাকা।

নগদ/বিকাশঃ +880193-6614588

সারজিস আলমের এর কোলে যে আছে তার নাম শোয়াইবা ৷ ওর বাবা ওদের সাথে থাকে না ৷ ওর কোনো ভাইবোন নেই ৷ শুধু শোয়াইবা আর ওর মা একস...
11/09/2024

সারজিস আলমের এর কোলে যে আছে তার নাম শোয়াইবা ৷ ওর বাবা ওদের সাথে থাকে না ৷ ওর কোনো ভাইবোন নেই ৷ শুধু শোয়াইবা আর ওর মা একসাথে থাকতো ৷ খু$ নি হ|সিন|র নির্দেশে কোনো এক ন$রপ$শুর গু' লি'তে শোয়াইবার মা শহি,দ হন ৷ এখন পৃথিবীতে শোয়াইবার মা, বাবা, ভাই, বোন বলতে কেউ নেই ৷ অথচ ওর বয়স মাত্র তিন মাস !

পৃথিবী সম্পর্কে কোনো কিছু বুঝে উঠার আগেই চিটাগাং রোডের নিষ্পাপ শোয়াইবা পৃথিবীর সবচেয়ে আপন সম্পর্কের মানুষগুলো থেকে অনেক অনেক দূরে... ... ...

কি দোষ ছিল ওই মায়ের ? কি দোষ ছিল শোয়াইবার ?
শোয়াইবার মায়ের মতো হাজারের অধিক মানুষকে খু':ন করা এই খু:'নি'দের বিচার কবে আমরা নিজের চোখে দেখব ?

‘গুলি লেগেছে আফসোস নাই, দেশ তো স্বাধীন হয়েছে’গত ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের খবর শুনে বন্ধুদের সঙ্গ...
09/09/2024

‘গুলি লেগেছে আফসোস নাই, দেশ তো স্বাধীন হয়েছে’

গত ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের খবর শুনে বন্ধুদের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জহিরুল ইসলাম রিয়াদ। এদিন দুপুর থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে আন্দোলনকারী জনতা, সাধারণ ছাত্রদের সঙ্গে আন্দোলনবিরোধী সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। সেদিন বিকেল আনুমানিক ৪টায় পায়ে গুলিবিদ্ধ হয় রিয়াদ।

গুরুতর আহত অবস্থায় রিয়াদকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থা বেগতিক দেখে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানে বেশ কিছুদিক চিকিৎসাধীন ছিল রিয়াদ।

পারিবারিক অসচ্ছলতার কারণে সিএনজিচালক পিতা বেলাল হোসেন ছেলে রিয়াদকে গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসদরের পশ্চিম ধনমুড়ী গ্রামের বাড়িতে নিয়ে যায়।

গত ৪ সেপ্টেম্বর রিয়াদকে দেখতে যান চৌদ্দগ্রামে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কমান্ডার মেজর মাহিম। এ সময় রিয়াদ সেনাবাহিনীকে ৫ আগস্টের গল্প জানান। রিয়াদ বলেন, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে আমাদের ছাত্রদের আন্দোলনের খবর শুনছি। আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্র-ছাত্রীদের নিহত ও আহত হওয়ার খবরে ঘরে থাকতে পারি না। গ্রামের বাড়িতে থাকায় ঢাকার আন্দোলনে শরিক হতে পারিনি। তাই ৫ আগস্ট চৌদ্দগ্রামে বিজয় উৎসবের খবর পেয়েই মা-বাবার নিষেধ উপেক্ষা করে বন্ধুদের সঙ্গে ঘর থেকে বেরিয়ে পড়ি।

এ সময় স্কুলছাত্র রিয়াদ আরও বলেন, চাকরির জন্য যখন আমাদের ছাত্র ভাইয়েরা আবেদন করে, তখন মুক্তিযোদ্ধা কোটা এবং ঘুষের জন্য তাদের চাকরি হয় না। একটি স্বাধীন দেশে আমার মতো সিএনজিচালকের ছেলের পক্ষে ঘুষ দিয়ে চাকরি করা সম্ভব না। তাই আন্দোলনে শরিক হই। আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি তো কী হয়েছে, এজন্য কোনো আফসোস নেই। দেশ তো স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। দুর্নীতিবাজরা দেশ থেকে পালিয়েছে।

রিয়াদের বাবা বেলাল হোসেন বলেন, ঢাকা পঙ্গু হাসপাতালে সরকারিভাবে চিকিৎসা হয়েছে। সে সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অনেকেই আমার ছেলেকে দেখতে আসেন। পারিবারিক অভাবের কারণে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না করেই ছেলেকে বাড়িতে নিয়ে আসি। বাড়িতেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের লোকজন আমার ছেলের খোঁজখবর নিয়েছে।

26/08/2024

দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সেচ্ছাসেবকরা।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া এলাকায় গতকাল আমাদের একটি টীম পানি ও শুকনো খাবার সামগ্রী ভাইবোনদের নিকট পৌঁছে দেন।

Blood Connection
Blood Connection

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া এলাকায় গতকাল আমাদের একটি টীম পানি ও শুকনো খাবার সামগ্রী ভাইবোনদের নিকট পৌঁছে দেন।Blood C...
26/08/2024

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া এলাকায় গতকাল আমাদের একটি টীম পানি ও শুকনো খাবার সামগ্রী ভাইবোনদের নিকট পৌঁছে দেন।

Blood Connection
Blood Connection

ফেনীর ফুলগাজীতে গতকাল ও আজ আমাদের আরেকটা টীম কাজ করছেন।Blood Connection Blood Connection
26/08/2024

ফেনীর ফুলগাজীতে গতকাল ও আজ আমাদের আরেকটা টীম কাজ করছেন।

Blood Connection
Blood Connection

যে যা পারছে দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের গতকালের টিম কুমিল্লায় পৌছে বিতরণ শুরু করে দিয়েছে। আজকের ট্রাকে যদি আপনার ...
24/08/2024

যে যা পারছে দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের গতকালের টিম কুমিল্লায় পৌছে বিতরণ শুরু করে দিয়েছে।

আজকের ট্রাকে যদি আপনার দেয়া উপহার পাঠাতে চান দয়া করে ৬:০০টার মধ্যে #জমজম অথবা #সাঙ্গাম এর গণত্রান সংগ্রহ পয়েন্টে দিয়ে যাবেন।

এছাড়াও অর্থ সহায়তা প্রদানে-

নগদ/বিকাশঃ +880193-6614588
ব্যাংক একাউন্ট-
Islami Bank Bangladesh Limited
Kamrul Hasan
A/C- 2050 207 02 02421814
Uttara Branch

হ্যালো উত্তরাবাসী। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রগণ্য ভূমিকা রাখায় উত্তরার মানুষদের একতা সম্পর্কে পুরো দেশ অবগত।...
22/08/2024

হ্যালো উত্তরাবাসী। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রগণ্য ভূমিকা রাখায় উত্তরার মানুষদের একতা সম্পর্কে পুরো দেশ অবগত। দেশের এই বন্যাকালীন মহা দূর্যোগের সময়ে উত্তরার পক্ষ থেকে আমরা বৃহৎ আকারে ❝গণত্রাণ সংগ্রহ❞ কার্যক্রম শুরু করেছি।

ইতিমধ্যে আমাদের রেসকিউ টিম ০৩টি স্পিডবোট নিয়ে ফেনীতে পৌছে গিয়েছে। তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে ত্রাণ পৌছানোর কার্যক্রম চলমান থাকবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একঝাক মেধাবী তরুণ এবং উত্তরার স্থানীয়দের সমন্বয়ে পরিচালিত হবে এ কার্যক্রম।

উত্তরার গুরুত্বপূর্ণ ০৫ টি পয়েন্টে আমরা ত্রাণ ও নগদ অর্থ গ্রহণ কার্যক্রম পরিচালনা করবো৷
★ বিএনএস পয়েন্ট।
★ নর্থ টাওয়ার পয়েন্ট।
★ সাঙ্গাম বা শহীদ মুগ্ধ চত্বর পয়েন্ট।
★ রাজউক কলেজ পয়েন্ট৷
★জমজম পয়েন্ট।

বন্যার্তদের জন্য আমরা যা গ্রহণ করবো-
চিড়া, বিস্কুট, গুড়, খেজুর, খাবার স্যালাইন, কাপড়, প্রাথমিক ওষুধ, ছাতা, সাধারণ রেইনকোট, পাওয়ার ব্যাংক ইত্যাদি৷

এছাড়াও নগদ অর্থ গ্রহণ করা হবে প্রতি পয়েন্টে থাকা স্বচ্ছ বক্সে।

মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক একাউন্টে অর্থ পাঠানোর জন্য নীম্নের নাম্বারগুলো ব্যবহার করুন-

নগদ/বিকাশঃ +880193-6614588

ব্যাংক একাউন্ট-
Islami Bank Bangladesh Limited
Kamrul Hasan
A/C- 2050 207 02 02421814
Uttara Branch

প্রতিদিনের গণত্রান সংগ্রহ সম্পর্কে আপডেট পেতে ভিজিট করুন-
Blood Connection এবং
Uttara Dhaka 🏘️ উত্তরা ঢাকা

বিঃদ্রঃ উত্তরার স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উত্তরার নানা শ্রেণী পেশার বাসিন্দাদের সমন্বিত উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ তীব্র দাবদাহে পুড়ছে দেশ। খেটে খাওয়া মানুষ বিশেষ করে রিক্সাচালক, দিনমজুর-কৃষকদের দুর্ভোগ...
30/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। খেটে খাওয়া মানুষ বিশেষ করে রিক্সাচালক, দিনমজুর-কৃষকদের দুর্ভোগ চরমে। পেটের দায়ে প্রায় দিনই ৪০-৪৩ ড্রিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে যাওয়া এইসব শ্রমিকদের সামান্যতম আরামের জন্য ব্লাড কানেকশন ফাউন্ডেশন উদ্যোগে একটি করে Umbrella Hat /আমব্রেলা হ্যাট বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

১টি Umbrella Hat /আমব্রেলা হ্যাটের আনুমানিক পাইকারী মূল্য ১০০/- (একশত টাকা)

১ম পর্বে ঢাকার (উত্তরা ও তুরাগ এলাকা) রিক্সাচালকদের মধ্যে বিতরন করা হবে।

আগ্রহী হলে আপনিও এই তহবিলে সহযোগীতা করতে পারেন। আপনার স্বজনদেরও উদ্বুদ্ধ করতে পারেন।

আর্থিক সাহায্য পাঠাতে :
বিকাশ । নগদ । রকেট
019 3661 4588

ব্যাংক অ্যাকাউন্ট:
20502070202421814
Kamrul Hasan
IBBL, Uttara Branch

কার্যক্রম বাস্তবায়ন শেষে সংশ্লিষ্ট মাধ্যমগুলোতে আয়-ব্যয়ের হিসাব ও দাতাদের তালিকা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

যোগাযোগ : 01703891006

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Connection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Blood Connection:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram