30/05/2023
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা,
আপনারা যারা নার্সিং এডমিশন পরিক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চান্স পেয়েছেন এবং প্রাইভেট নার্সিং কলেজ বা ইন্সটিটিউটে ভর্তির সুযোগ পেয়েছেন সকল কে নার্সিং চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনারা যারা প্রাইভেট নার্সিং কলেজ অথবা ইনস্টিটিউটে ভর্তি হবেন বা নিজেদের ছেলে, মেয়ে, ভাই বোনদের ভর্তি করবেন সকলের উদ্দেশ্য কিছু সর্তকতামুলক নির্দেশনা নিয়ে হাজির হয়েছে।
নার্সিং শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা বানিজ্যিক খেলায় মেতে ওঠেছে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নামে বে-নামে অলিতে-গলিতে নার্সিং প্রতিষ্ঠান নামক ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করে নার্সিং পেশাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। এসব অসাধু ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষার্থীদের ভাই,বোনদের সর্তকতা অবলম্বন করা উচিত। আপনি প্রাইভেট নার্সিং কলেজ বা ইন্সটিটিউটে ভর্তি হতে চাইলে শুরুতেই যেটা জেনে নিবেন:-
১। নার্সিং ইন্সটিটিউট বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কিনা এবং নার্সিং কলেজ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিনা?
২। নার্সিং কলেজ বা ইন্সটিটিউটের নিজস্ব হাসপাতাল আছে কিনা?
৩। যেসকল প্রতিষ্ঠানের নিজস্ব হসপিটাল নেই তাদের ক্লিনিক্যাল প্র্যাক্টিসের জন্য নিজস্ব গাড়ি আছে কিনা?
৪। প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস আছে কিনা?
৫। প্রতিষ্ঠানের মানসম্মত লাইব্রেরী এবং কম্পিউটার ও মেডিকেল ল্যাব আছে কিনা?
৫। প্রতিষ্ঠানের কোর্স ও শিক্ষার্থী অনুপাতে মানসম্মত শিক্ষক আছে কিনা?
৬। ক্লিনিক্যাল প্র্যাক্টিসের জন্য নিয়োজিত শিক্ষক আছে কিনা?
৭। সর্বসাকুল্যে কোর্স ফী কত টাকা (পরিক্ষার ফী,,রেজিস্ট্রেশন ফী,,যাতায়াত ফী) এর অন্তর্ভুক্ত কিনা?
৮। পরিক্ষা এবং রেজিস্ট্রেশন ফী এর ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফী এর থেকে অতিরিক্ত নেওয়া হয় কিনা?
৯। প্রতিষ্ঠানের হোস্টেল এবং খাবার ব্যবস্থা আছে কিনা
১০। হোস্টেল এবং খাবারের মান অনুসারে ফী কত?
১১। প্রতিষ্ঠানের হোস্টেলে থাকা বাধ্যতামূলক কিনা?
সোসাল মিডিয়ায় বিভিন্ন কলেজের রিপ্রেজেনটেটিভ দ্বারা প্ররোচিত না হয়ে উপরিউক্ত প্রশ্নের গুলো যাচাইপূর্বক নিজে গিয়ে ভর্তি হবেন।
ভর্তি হওয়ার সাথে সাথেই নিজের অরজিনিয়াল সার্টিফিকেট,,মার্কশিট, টেস্টোমনিয়াল জমা দিবেন না।