Nurses Art & Tech

Nurses Art & Tech Lets developed nurses technology

31/01/2024

জার্মানিতে স্বাস্থ্য খাতে অবিলম্বে প্রয়োজন অন্তত ৩৬ হাজার দক্ষ কর্মী৷ এই খাতে কাজ করতে চান বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা৷ নার্স হিসাবে কাজ করার জন্য যা যা লাগবে, তা রইলো এই ভিডিওতে৷

কার্টেসি: DW বাংলা

28/01/2024

অনেক সাহস দেখালেও হিজাব কেটে ফেলার দুঃসাহস আগে কেউ দেখায়নি! একদিকে চায় মাফ অন্যদিকে দেয় ধমকি? কুমিল্লা নার্সিং কলেজের এই দাপটের উৎস কি?

(কালেক্টেড)

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বোর্ড ও বোর্ডের পরিচালিত হাসপাতালসমূহের বিভিন্ন ক্যাটাগরির নার্স নিয়োগ ব...
12/07/2023

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বোর্ড ও বোর্ডের পরিচালিত হাসপাতালসমূহের বিভিন্ন ক্যাটাগরির নার্স নিয়োগ বিজ্ঞপ্তি।

19/06/2023

ঔষধ কোম্পানি থেকে ডাক্তারদের দেওয়া উপঢৌকন নামক খয়রাত এখন নীলক্ষেত এলাকায় অনেক কম মূল্যে বিক্রি হয়।
দেখুন কত ছোট ছোট জিনিসের জন্য সাধারণের পকেট কেটে এসব দূর্নীতিবাজ নিজেদের আখের গোছাচ্ছে।

#ঔষধ

18/06/2023

'একটা ডাক্তার কী পরিমাণ কসাই হলে এমনটা করতে পারে'


17/06/2023

চিকিৎসা সেবা ব্যবস্থার প্রতিটি সেক্টরই কিছু খয়রাতি ডাক্তার নামক কসাইয়ের নিকট বন্ধি। যেখানে ভোগান্তির শিকার সংশ্লিষ্ট প্রতিটি মানুষ।
ধিক্কার এসব এলিট শ্রেণীর কসাইদের যারা সাধারণ মানুষের রক্ত চুষে খায়।
সম্পূর্ণ ভিডিও দেখুন অনেক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে।

15/06/2023

ঢাকা মেডিকেলে *মেরোপেনোম* ইঞ্জেকশন নার্সদের সাথে যেসকল রোগীর সম্পর্ক ভালো তারা পাবে‼️
একজন ট্রেইনি ডাক্তার মিডিয়ার সামনে নিজেদের দাবি আদায় করতে এসে নার্সদের নিয়ে মিথ্যাচার এবং মানহানিকর বক্তব্য দিয়ে গেলো।
আমাদের নার্সিং সমাজের পক্ষ থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কাউকে এই মিথ্যা ও মানহানিকর বক্তব্যের বিষয়ে কোন প্রতিবাদ করতে দেখলাম না।
ট্রেইনি ডাক্তারের এই কথার তীর্ব প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

13/06/2023

Most Commonly used medicines.





.

(ভিডিও শেয়ার করে টাইমলাইনে রেখে দিন)

পারস্পরিক বদলী আদেশসংযুক্তি আদেশ (নার্সিং ইনস্ট্রাক্টর)বদলী আদেশসংযুক্তি আদেশ
13/06/2023

পারস্পরিক বদলী আদেশ
সংযুক্তি আদেশ (নার্সিং ইনস্ট্রাক্টর)
বদলী আদেশ
সংযুক্তি আদেশ

১-তথ্য অধিকার আইন-সুশাসন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা।২- জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুশাসন ব্যবস্থাপনা ...
31/05/2023

১-তথ্য অধিকার আইন-সুশাসন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা।
২- জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুশাসন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা।

30/05/2023

প্রিয় শিক্ষার্থীবৃন্দরা,
আপনারা যারা নার্সিং এডমিশন পরিক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চান্স পেয়েছেন এবং প্রাইভেট নার্সিং কলেজ বা ইন্সটিটিউটে ভর্তির সুযোগ পেয়েছেন সকল কে নার্সিং চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনারা যারা প্রাইভেট নার্সিং কলেজ অথবা ইনস্টিটিউটে ভর্তি হবেন বা নিজেদের ছেলে, মেয়ে, ভাই বোনদের ভর্তি করবেন সকলের উদ্দেশ্য কিছু সর্তকতামুলক নির্দেশনা নিয়ে হাজির হয়েছে।
নার্সিং শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা বানিজ্যিক খেলায় মেতে ওঠেছে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নামে বে-নামে অলিতে-গলিতে নার্সিং প্রতিষ্ঠান নামক ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করে নার্সিং পেশাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। এসব অসাধু ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষার্থীদের ভাই,বোনদের সর্তকতা অবলম্বন করা উচিত। আপনি প্রাইভেট নার্সিং কলেজ বা ইন্সটিটিউটে ভর্তি হতে চাইলে শুরুতেই যেটা জেনে নিবেন:-
১। নার্সিং ইন্সটিটিউট বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কিনা এবং নার্সিং কলেজ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিনা?
২। নার্সিং কলেজ বা ইন্সটিটিউটের নিজস্ব হাসপাতাল আছে কিনা?
৩। যেসকল প্রতিষ্ঠানের নিজস্ব হসপিটাল নেই তাদের ক্লিনিক্যাল প্র‍্যাক্টিসের জন্য নিজস্ব গাড়ি আছে কিনা?
৪। প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস আছে কিনা?
৫। প্রতিষ্ঠানের মানসম্মত লাইব্রেরী এবং কম্পিউটার ও মেডিকেল ল্যাব আছে কিনা?
৫। প্রতিষ্ঠানের কোর্স ও শিক্ষার্থী অনুপাতে মানসম্মত শিক্ষক আছে কিনা?
৬। ক্লিনিক্যাল প্র‍্যাক্টিসের জন্য নিয়োজিত শিক্ষক আছে কিনা?
৭। সর্বসাকুল্যে কোর্স ফী কত টাকা (পরিক্ষার ফী,,রেজিস্ট্রেশন ফী,,যাতায়াত ফী) এর অন্তর্ভুক্ত কিনা?
৮। পরিক্ষা এবং রেজিস্ট্রেশন ফী এর ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফী এর থেকে অতিরিক্ত নেওয়া হয় কিনা?
৯। প্রতিষ্ঠানের হোস্টেল এবং খাবার ব্যবস্থা আছে কিনা
১০। হোস্টেল এবং খাবারের মান অনুসারে ফী কত?
১১। প্রতিষ্ঠানের হোস্টেলে থাকা বাধ্যতামূলক কিনা?
সোসাল মিডিয়ায় বিভিন্ন কলেজের রিপ্রেজেনটেটিভ দ্বারা প্ররোচিত না হয়ে উপরিউক্ত প্রশ্নের গুলো যাচাইপূর্বক নিজে গিয়ে ভর্তি হবেন।
ভর্তি হওয়ার সাথে সাথেই নিজের অরজিনিয়াল সার্টিফিকেট,,মার্কশিট, টেস্টোমনিয়াল জমা দিবেন না।

২০১৮ সালের যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সগণের পুলিশ ভেরিফিকেশন হয়েছে মর্মে তালিকা প্রকাশ করা হল।(বিঃদ্রঃ তালিকার প্রথম এবং...
17/05/2023

২০১৮ সালের যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সগণের পুলিশ ভেরিফিকেশন হয়েছে মর্মে তালিকা প্রকাশ করা হল।

(বিঃদ্রঃ তালিকার প্রথম এবং বাকি অংশ কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে দেওয়া হয়েছে)

Address

Dhaka
1215

Telephone

+8801917346678

Website

http://dgnm.gov.bd/

Alerts

Be the first to know and let us send you an email when Nurses Art & Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nurses Art & Tech:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram