27/04/2022
Do not always win..
একজন ডাক্তার (সার্জন) হতে গেলে জানতে হয় কখন সার্জারি করা লাগবে কিন্তু একজন ভাল সার্জন হতে গেলে জানতে হবে কখন সার্জারি করা যাবেনা।
ধরেন আপনি যুক্তিতে সেরা, আপনি আপনার ক্লাসমেটদের সাথে সব বিষয়ে তর্ক করে জিতে বাড়ি ফিরেন (তারা কেউ আপনাকে ভুল করতে দেখলেও আটকাবেনা, ভাল কাজে সাথে রাখবেনা), ধরেন আপনি আপনার বাচ্চাদের পছন্দের বাইরে তাদেরকে জোর করে কিছু করিয়ে জিতে যান (বাচ্চারা ধীরে ধীরে দূরে থাকা শুরু করবে কারণ তারা হেরে যাওয়ার থেকে চুপ থাকাকে প্রাধান্য দিবে), ধরেন আপনি আপনার পার্টনারের সাথে ছোটখাট বিষয়ে তর্ক করে জিতেই ছাড়েন (পার্টনার হেরে যাবে এই ভেবে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা ছেড়ে দেবে)।
কত্তগুলো যুদ্ধে আপনি জিতে গেলেন, আপনি একাই একশ আর বাকিরে শুন্য। সময়ের সাথে শুন্যগুলো হারাই যাবে তখন আপনি ঠনঠনা ১ হয়ে পড়ে থাকবেন। এরপর ১ হয়ে ০ সাথে আবার ফাইট করবেন, আর জানেন তো ১×০=০ :)
Learn to lose, life will make you win...