11/03/2025
Infra patellar Bursitis,mild to moderate osteoarthritic change পরিপূর্ণ সুস্থ হলো।মি: এস আজম, বয়স ৬০ বছর, দীর্ঘদিন যাবত বাম হাটুর নিচে একটা ফোলা নিয়ে ভুগছেন।বিভিন্ন চিকিৎসকের পরামর্শ এটাই যে* সার্জারী *সোজাকথা অপারেশন করে কেটে ফেলতে হবে। তিনি ভয় পান-বিধায় হোমিওপ্যাথির কথা চিন্তা করেন,আমার কাছে আসেন।এখন তিনি পরিপূর্ণ সুস্থ। ---তাহলে Bursitis কি? --Bursae হলো একপ্রকার তরলে পরিপূর্ণ থলি যা Joint র পাশে থেকে joint গুলোকে মসৃণ ভাবে নড়াচড়ায় সাহায্য করে, ঘর্ষণ রোধ করে,হার ক্ষয় হতে দেয় না।যে কোন কারনেই হোক, এই Bursae র প্রদাহ হলেই একে Bursitis বলি।---কি কষ্ট হয়?--- Bursae থলিটি ফুলে টিউমারের মত হয়ে যায়,,joint মধ্যে কটমট শব্দ হয়,,জয়েন্টে ব্যাথা হয়,,হাটুতে হলে হাটু ভাজ করা কষ্টকর হয়,,ফুসফুসের আবরণীতে হলে নিশ্বাসে কষ্ট হয়,বুকে প্রচন্ড ব্যাথা হয়,,হার ক্ষয় হতে থাকে,, এক কথায় জয়েন্টের যেকোনো সমস্যা সৃষ্টি করে।---- চিকিৎসায় অপারেশন করতেই হবে এমনটা কিন্তু নয়,,,,তার উদাহরণ ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি।। আপনাদের সেবায় **** রাহুল হোমিও **** ডি আইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা ঢাকা।