Dr Rahul

Dr Rahul Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Rahul, Doctor, DIT project, merul badda, Dhaka.

28/05/2025

Ovarian cyst + Infertility ( ডিম্বাশয়ে সিস্ট/ টিউমার সেই সাথে বন্ধ্যাত্ব).. ভদ্রমহিলা বয়স ২০ বছর।আসেন উপরিউক্ত সমস্যা নিয়ে, অনেক দিন ধরে অনেক প্যাথিতেই চেষ্টা করছে, সমাধান হচ্ছে না।আমার কাছে আসলে সকল সমস্যা শুনে ঔষধ দেয়ার চেষ্টা করি।হোমিওপ্যাথির ক্লাসিক ট্রিটমেন্টে যে যাদু আছে তা দিন দিন প্রমাণ পাচ্ছি, আর মহাত্বা হ্যানিম্যানের প্রতি শ্রদ্ধায় হৃদয় ভরে উঠছে। এখন আর ওভারিতে কোন সিস্ট নেই ফলে বেবি কন্সিভ হয়ে গেছে। ***তথ্য জানুন সেবা নিন ***

* Great aim  * Do hard work   and                        * I will persevere....... Key of success.             APJ Abul ...
24/05/2025

* Great aim * Do hard work and * I will persevere....... Key of success. APJ Abul kalam azad.

26/03/2025

সফল হলাম ***বন্ধ্যাত্ব -Infertility *** কেসে। বেগম সাবিতুন, স্বামী শিহাব উদ্দিন,, এসেছেন নারায়ণগঞ্জ থেকে। দুই বছর যাবত চেষ্টা করছে সন্তানের জন্য, বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে কিন্তু কোন সুফল পায়নি,তাই তার ভাজিতা রতন আমার কাছে পাঠায়।এক ডোজ ঔষধেই সুফল আশে,এতোটাও আশা করিনি।। মুলত সাধারণ মানুষ কে তথ্য দিয়ে সাহায্য করার জন্যই আমার এ প্রয়াস।কারন তথ্য না জানলে সেবা নিবেন কিভাবে? তাই তথ্য জানুন- সেবা নিন । ধন্যবাদ।

25/03/2025

----------নেশার জগৎ---------- থেকে বেরিয়ে আসতে চেয়েছিলো এর আগেও কয়েকবার,কিন্তু পারেনি - কারন-- চোখ মুখ শরীর ফুলে যায়।। ট্রিটমেন্ট নেয়ার পর এখন পর্যন্ত - আর চোখ মুখ শরীর ফুলে যায়নি,,,নেশা জাতীয় দ্রব্য আর খেতেও মন চায়না।কারন হোমিওপ্যাথিক ঔষধ মনের উপরই বেশি কাজ করে। তাই আমরা তার মনের অভিরুচিই নষ্ট করে দিয়েছি।দেখাবো পরবর্তী অবস্থা। ''''''''''তথ্য জানুন সেবা নিন '''''''

Infra patellar Bursitis,mild to moderate osteoarthritic change    পরিপূর্ণ সুস্থ হলো।মি: এস আজম, বয়স ৬০ বছর, দীর্ঘদিন যা...
11/03/2025

Infra patellar Bursitis,mild to moderate osteoarthritic change পরিপূর্ণ সুস্থ হলো।মি: এস আজম, বয়স ৬০ বছর, দীর্ঘদিন যাবত বাম হাটুর নিচে একটা ফোলা নিয়ে ভুগছেন।বিভিন্ন চিকিৎসকের পরামর্শ এটাই যে* সার্জারী *সোজাকথা অপারেশন করে কেটে ফেলতে হবে। তিনি ভয় পান-বিধায় হোমিওপ্যাথির কথা চিন্তা করেন,আমার কাছে আসেন।এখন তিনি পরিপূর্ণ সুস্থ। ---তাহলে Bursitis কি? --Bursae হলো একপ্রকার তরলে পরিপূর্ণ থলি যা Joint র পাশে থেকে joint গুলোকে মসৃণ ভাবে নড়াচড়ায় সাহায্য করে, ঘর্ষণ রোধ করে,হার ক্ষয় হতে দেয় না।যে কোন কারনেই হোক, এই Bursae র প্রদাহ হলেই একে Bursitis বলি।---কি কষ্ট হয়?--- Bursae থলিটি ফুলে টিউমারের মত হয়ে যায়,,joint মধ্যে কটমট শব্দ হয়,,জয়েন্টে ব্যাথা হয়,,হাটুতে হলে হাটু ভাজ করা কষ্টকর হয়,,ফুসফুসের আবরণীতে হলে নিশ্বাসে কষ্ট হয়,বুকে প্রচন্ড ব্যাথা হয়,,হার ক্ষয় হতে থাকে,, এক কথায় জয়েন্টের যেকোনো সমস্যা সৃষ্টি করে।---- চিকিৎসায় অপারেশন করতেই হবে এমনটা কিন্তু নয়,,,,তার উদাহরণ ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি।। আপনাদের সেবায় **** রাহুল হোমিও **** ডি আইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা ঢাকা।

দিনে ২০-২৫ বার পায়খানা করে --এখন পরিপূর্ণ সুস্থ। এ সমস্যা টা জন্মের পর হতে কয়েক মাসের মধ্যে হয়।ফেনা, সবুজ রঙের মল,প্রচুর...
31/01/2025

দিনে ২০-২৫ বার পায়খানা করে --এখন পরিপূর্ণ সুস্থ। এ সমস্যা টা জন্মের পর হতে কয়েক মাসের মধ্যে হয়।ফেনা, সবুজ রঙের মল,প্রচুর পানি সাথে দেখা যায়, খেলেই সাথে সাথে পায়খানা করে ফেলে, বিচি বিচি থাকে। ইমামুদ্দিন- ৩৫ দিন বয়স হতে ভুগছে,বিভিন্ন চিকিৎসা করেও ভাল হচ্ছিল না,তাই বরিশাল হতে আশে ঢাকায় -আমার কাছে।এখন ইমামুদ্দিন পরিপূর্ণ সুস্থ। এ সমস্যায় আপনার বাচ্চা ভুগে থাকলে শুধু খেয়াল রাখবেন -ওজন কমছে কিনা,আমাশয়ে বা মলে রক্ত যাচ্ছে কিনা,পায়খানা সাদা রংয়ের হচ্ছে কিনা।হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন।

27/01/2025

হাতের কব্জিতে টিউমার ( Ganglion cyst) পরিপূর্ণ সুস্থ।।

08/01/2025
08/09/2024

আবারও সফলতা পেলাম 'সেকেন্ডারি ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব)' কেসে। রোগী ফোন করে জানালো।ধন্যবাদ বন্ধু হাকিম,কথা রাখার চেষ্টা করেছি মাত্র।

17/10/2023

তথ্য না জানলে সেবা নিবেন কিভাবে?? আপনাদেরকে তাই তথ্য সেবা দেয়ার চেষ্টা করছি আর সাথে ফলাফলও দেখাচ্ছি। মি: অসীম বাবু ৩৫ বছর বয়স, মানিকগন্জ বাড়ি। ভুগছিলেন বাম দিকের মাথা ব্যাথায়,,,এখন তিনি সম্পুর্ন সুস্থ। তাই বিচলিত না হয়ে আমাদের কাছে আসতে পারেন, যতদিনেরই পুরাতন মাথা ব্যাথা হোক,ভালো হবেন আশা করছি।

13/10/2023

তোহা ৮ বছর বয়স, এখন আর বিছানায় প্রস্রাব করে না।পরিপূর্ণ সুস্থ সে।তোহার ছোট বোন সোহা, ওরতো আরো জটিল সমস্যা ছিলো।প্রস্রাবের ইনফেকশন লেগেই থাকতো,ঘন্টায় ১০-১৫ বারও প্রস্রাব করতো,সোহাও এখন সুস্থ হয়ে গেছে। পরবর্তী কোন ভিডিওতে ফলোআপ দেখাবো।

Address

DIT Project, Merul Badda
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Rahul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category