29/04/2024
আলহামদুলিল্লাহ।
আশা করি আরো অনেক মানুষের কাছাকাছি যেতে পারবো আমরা❤️
Thank you.
এখন থেকে ১০০ টাকায় চিকিৎসা নিতে পারবেন। https://www.facebook.com/share/p/gBsUUicV4wEhYtzy/?mibextid=oFDknk
অনলাইনে চিকিৎসা সেবাঃ
**** সময়ঃ
প্রতিদিন
দুপুর ২ টা - সন্ধ্যা ৭ টা।
**** চিকিৎসা সেবা ফিঃ
কন্সাল্টেশন ফিঃ ৪০০/-
নিয়মাবলীঃ
**** টাকা পাঠানোর পূর্বে কল দিয়ে নিবেন।
কল দেয়ার ও টাকা পাঠানোর সময়
প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা।
**** টাকা বিকাশ/নগদ/উপায় - এ সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ -এ যোগাযোগ করুন।
আপনার স্বাস্থ্য সমস্যার ছবি সহ বিস্তারিত লিখে
দিবেন।
পূর্বে ডাক্তার দেখিয়ে থাকলে প্রেসক্রিপশন ও টেস্ট করিয়ে থাকলে সেগুলোর ছবি পাঠাবেন।
**** হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও উপায় নম্বর ০১৮১২-৮৭৩০১০।
টাকা পাঠানোর পূর্বে কল দিয়ে নিবেন।
**** আপনাকে একটি নির্ধারিত সময় জানিয়ে দেয়া হবে।উক্ত সময় ফ্রী থাকবেন অডিও বা ভিডিও কলে
কথা বলার জন্য।
**** বার বার কল দিয়ে বিরক্ত করা যাবে না।
আপনার জন্য নির্ধারিত সময়ে আপনার সাথে যোগাযোগ করা হবে।অন্যথায় টাকা ফেরত দিয়ে সিরিয়াল বাদ দেয়া হবে।
★★ যাদের হোয়াটসঅ্যাপ নেই, তারা চাইলে ফেসবুক পেইজ এ এপয়ন্টমেন্ট বুকিং করে সেবা নিতে পারবেন।
ফেসবুক পেইজ লিংক :
https://www.facebook.com/profile.php?id=100091850480274&mibextid=ZbWKwL
বিঃদ্রঃ
১. চিকিৎসকের হাতে মানুষের হায়াত বাড়ানোর কোন ক্ষমতা সৃষ্টিকর্তা দেয় নাই। চিকিৎসক তার অর্জন করা জ্ঞান ব্যবহার করে আপনাকে সুস্থ্য করার পথ দেখাতে পারে মাত্র।
২. লম্বা সময় ধরে শরীরে থাকা রোগ যেমন শ্বাসকষ্ট, এলার্জি, চর্ম ও যৌন সমস্যার চিকিৎসায় সময় লাগে।এসব সমস্যার জন্য বার বার ফলোআপ লাগে।তাই ধৈর্য ধরে চিকিৎসা সেবা নিন।
৩. রোগীর অবস্থা সিরিয়াস মনে হলে ডাক্তারের সিরিয়ালের জন্য অপেক্ষা না করে সরাসরি হাসপাতালে নিয়ে যাবেন।
ডাঃ মোঃ মোশাররফ হোসেন
এমবিবিএস, পিজিটি (মেডিসিন)
এমএস (শিশু সার্জারী), সিসিডি (বারডেম)
সিএমই (চর্মরোগ) -ইইউ
মেডিসিন, ডায়াবেটিস,নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি হাসপাতাল) , ঢাকা।