KMH Healthcare

KMH Healthcare আমাদের উদ্দেশ্য সল্প খরচে উন্নত সেবা ও সঠিক চিকিৎসা দেওয়া।

02/01/2026

এখন ঘরে বসেই পাচ্ছেন নিরাপদ ও আধুনিক সুন্নাতে খৎনা হোম সার্ভিস।
খৎনা করাচ্ছেন
কাউছার
এল এম এফ, চট্টগ্রাম (আল আয়রিন ফাউন্ডেশন)
আর এম পি, ঢাকা
ফার্মাসিস্ট, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল
সার্জারিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (সীতাকুণ্ড মেডিকেল)
সুন্নাতে খৎনা বিষয়ে দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
আমাদের মাধ্যমে খৎনা করালে পাচ্ছেন বিশেষ সুবিধা
✅ অজ্ঞান করার প্রয়োজন নেই
✅ রক্তপাত হয় না
✅ সেলাই বা ব্যান্ডেজ লাগে না
✅ ইনফেকশনের ঝুঁকি অত্যন্ত কম
✅ শিশু স্বাভাবিকভাবে প্যান্ট পরে চলাফেরা করতে পারে
পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় আধুনিক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে।
যেখানে শিশুর কষ্ট কম এবং অভিভাবকের নিশ্চিন্তি বেশি।
📞 আজই যোগাযোগ করুন
01814398040
সুন্নাতে খৎনা হোম সার্ভিস
আপনার ঘরেই নিরাপদ ও বিশ্বস্ত চিকিৎসার

01/01/2026

এক নজরে: জলশিড়ি ক্যান্টনমেন্ট স্কুল & কলেজ ও বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা।

01/01/2026

কান থেকে তেলাপোকার অংশ রিমুভ।

কয়লার স্তুপে গিয়ে তুমি যদি কয়লা কে স্পর্শও না করো, তারপরও তোমার কাপড়ে কয়লার দাগ লেগে যাবে। ঠিক তেমনি তুমি যদি পারফি...
31/12/2025

কয়লার স্তুপে গিয়ে তুমি যদি কয়লা কে স্পর্শও না করো, তারপরও তোমার কাপড়ে কয়লার দাগ লেগে যাবে।

ঠিক তেমনি তুমি যদি পারফিউমের দোকানে যাও, সেখানে যদি তুমি পারফিউম নাও লাগাও, তোমার কাপড় থেকে সুগন্ধ আসবে।

এর মানে একটাই তোমার সঙ্গ যেরকম হবে, তুমিও সেরকম হয়ে যাবে।

আর সঙ্গ বলতে এটা বুঝায় না যে, তুমি কাদের সাথে চলাফেরা করো বা বন্ধুত্ব কর।

সঙ্গ বলতে এটাও বুঝায়, তুমি সোশ্যাল মিডিয়াতে কি দেখো।
কি শোনো।
কি চিন্তা কর।

এই সবকিছুই সঙ্গ এর অংশ।

30/12/2025

এ বয়সে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে, অসহায় এমন অনেক মা!😢

এক গ্রামে এক দরবেশ ক্ষুধার্ত এবং পিপাসার্থ অবস্থায় পৌঁছালো। সেই গ্রামে পৌঁছাতেই এক মহিলার সাথে দরবেশের দেখা হল। মহিলাটি...
29/12/2025

এক গ্রামে এক দরবেশ ক্ষুধার্ত এবং পিপাসার্থ অবস্থায় পৌঁছালো। সেই গ্রামে পৌঁছাতেই এক মহিলার সাথে দরবেশের দেখা হল। মহিলাটি দরবেশকে ক্ষুধার্ত অবস্থায় দেখে তার ঘরে খাবার খাওয়ার জন্য অনুরোধ করলো। দরবেশ মহিলাটির ঘরে খাবার শেষ করে একটি গাছের নিচে গিয়ে বিশ্রাম করছিল।

তখন গ্রামের কিছু লোক সেই দরবেশ এর কাছে গিয়ে বলল, হুজুর আপনি সেই মহিলাটির ঘরে খাবার খেতে কেন গেলেন?
আপনি হয়তো জানেন না, সে মহিলাটি খুবই চরিত্রহীন। দরবেশ তখন এক ব্যক্তিকে তার কাছে ডেকে সেই ব্যক্তির একটি হাত জোরে চেপে ধরলেন।
তারপর তাকে আরেকটি হাত দিয়ে তালি বাজাতে বললেন।

লোকটি বলল, এটা কি করে সম্ভব?
আরেকটি হাত ছাড়া আমি তালি কি করে বাজাবো?

তখন দরবেশ বললেন, এক হাত দিয়ে যেমন তালি বাজানো যায় না। ঠিক তেমনি কোন মহিলাও একা চরিত্রহীন হতে পারে না।
তোমাদের ভাষ্যমতে যদি সেই মহিলা চরিত্রহীন হয়, তাহলে এটা পরিষ্কার যে, এই গ্রামের পুরুষরাও চরিত্রহীন।
দরবেশের কথা শুনে সবাই চুপচাপ সেখান থেকে চলে গেল।

এই গল্প থেকে এটা বোঝা যায় যে, যেই অপরাধের জন্য আমরা কোন নারীকে দোষারোপ করি, ঠিক একই অপরাধের জন্য আমরা কোন পুরুষকে দোষারোপ করা তো দূরে কথা, সেটা কিছু মনেই করি না।

আর সেই কারণেই সমাজে বিশৃঙ্খলা কখনোই শেষ হয় না।
নারী পুরুষ সকলেই যদি যার যার নিজের চরিত্রের প্রতি যত্নশীল হত, তাহলে সমাজ কতই না সুন্দর হতো।

খারাপকে খারাপ, পাপকে পাপ বলার সৎ সাহস থাকতে হবে।
তা সেটা নারীর ক্ষেত্রেই হোক বা পুরুষের ক্ষেত্রেই হোক।

একজনকে প্রশ্রয় দিয়ে অন্যজনের ঘাড়ে দোষ চাপালে শান্তি বা সমাধান কোনটাই মিলবে না।

28/12/2025

তালহা ডায়াগনস্টিক সেন্টার, সকল ধরনের টেস্ট এবং ডাঃ সিরিয়াল এর জন্য যোগাযোগ করতে পারেন। 01814398040 #

28/12/2025

কুরাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়,মেলা।

27/12/2025

1️⃣ পেট ফুলে যায় কেন?
2️⃣ গ্যাসে অতিষ্ঠ?
3️⃣ IBS থামে না?
4️⃣ রাতে গ্যাসে ঘুম ভাঙে?
5️⃣ ঔষধেও কাজ নেই?

26/12/2025
26/12/2025

পেটের ভয়াবহ গ্যাস—স্থায়ী সমাধান কি সম্ভব? 🤔
অনেকেই গ্যাসকে ছোট সমস্যা ভাবেন,
কিন্তু বাস্তবে এটি অন্ত্র ও হজম ব্যবস্থার ভারসাম্য নষ্ট হওয়ার গুরুত্বপূর্ণ সংকেত ⚠️
🔍 দীর্ঘদিন গ্যাস হওয়ার সাধারণ কারণ
❌ অনিয়মিত ও ভুল খাদ্যাভ্যাস
❌ দুর্বল হজমশক্তি ও এনজাইমের ঘাটতি
❌ কোষ্ঠকাঠিন্য, IBS, গ্যাস্ট্রিক
❌ মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপন
🌿 হলিস্টিক মেডিসিন কীভাবে কাজ করে?
✔ হজমশক্তি ও এনজাইম ব্যালান্স ঠিক করে
✔ অন্ত্রের ভালো–খারাপ ব্যাকটেরিয়া স্বাভাবিক করে
✔ গ্যাস, পেট ফাঁপা ও ঢেঁকুর কমায়
✔ কোষ্ঠকাঠিন্য দূর করে
✔ স্ট্রেস কমিয়ে গাট–ব্রেন সংযোগ ঠিক করে
🌟 বিশেষ উপকার পাবে যারা—
✔ বহু বছর ধরে গ্যাসে ভুগছেন
✔ ওষুধ খেয়েও স্থায়ী সমাধান পাননি
✔ IBS, গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য আছে
✔ অকারণে পেট ফুলে থাকে
❗ মনে রাখবেন—
গ্যাস কোনো ছোট সমস্যা নয়,
এটি শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত।
📞 দীর্ঘদিনের গ্যাস ও হজম সমস্যার প্রাকৃতিক সমাধানে
প্রতিদিন আপনার ২০ মিনিট সময় যথেষ্ট
yoga, Pranayam, meditation, diet, natural technique এর মাধ্যমে
🇧🇩 যদি পদ্ধতি গুলো জানতে ১৫ হাজার কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হতো না দেশে

👉 Call / WhatsApp: 01814-398040

26/12/2025

Cap cut

Address

কুড়াতলী মসজিদ রোড, ভাটারা ১২২৯
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when KMH Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram