Prof. Dr. Happy Haque

Prof. Dr. Happy Haque Professor Dr. Happy Haque, Cancer Specialist (Clinical Oncologist)

26/08/2025

😮জানেন কি?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে—সুপারি সরাসরি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

অনেকে ভাবেন পান খাওয়ার নেশা পানের জন্য, কিন্তু আসল দোষী হলো সুপারি আর জর্দা।
দুর্ভাগ্যজনকভাবে, দুটোই ক্যান্সার সৃষ্টিকারী!

গবেষণা বলছে—
*সুপারি একাই মুখ ও খাদ্যনালির ক্যান্সার ঘটাতে পারে।
*একইসঙ্গে বাড়ায় হৃদরোগ, স্থূলতা আর মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি।
⚠️ নেশা নয়, সুস্থ জীবনকেই বেছে নিন।

Eid Mubarak to everyone!May our sacrifices be accepted, our prayers answered, and our days ahead filled with happiness, ...
07/06/2025

Eid Mubarak to everyone!
May our sacrifices be accepted, our prayers answered, and our days ahead filled with happiness, prosperity, and togetherness!

ক্যানসারের ঝুঁকি: জেনে নিন চারটি প্রধান কারণক্যানসার হঠাৎ করে হয় না — এর পেছনে থাকে বিভিন্ন ধরণের ঝুঁকিপূর্ণ কারণ। এসব ...
26/05/2025

ক্যানসারের ঝুঁকি: জেনে নিন চারটি প্রধান কারণ

ক্যানসার হঠাৎ করে হয় না — এর পেছনে থাকে বিভিন্ন ধরণের ঝুঁকিপূর্ণ কারণ। এসব কারণকে মূলত চারটি বিভাগে ভাগ করা যায়: জেনেটিক, পরিবেশগত, জীবনধারাজনিত এবং সংক্রামক।

১. জেনেটিক (বংশগত) কারণ:
কোনো কোনো মানুষের শরীরে জন্ম থেকেই কিছু জিনের পরিবর্তন (mutation) থাকে, যা ক্যানসারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। যেমন, BRCA1 ও BRCA2 জিনে পরিবর্তন থাকলে স্তন ও ডিম্বাশয়ের ক্যানসারের সম্ভাবনা বেশি থাকে।

২. পরিবেশগত কারণ:
এসবেস্টস, রাসায়নিক পদার্থ, বায়ু দূষণ বা বিকিরণ (radiation)-এর মতো বিষাক্ত পরিবেশগত উপাদান দীর্ঘদিন ধরে শরীরের কোষের ক্ষতি করে ক্যানসারের কারণ হতে পারে।

৩. জীবনধারাজনিত কারণ:
ধূমপান এখনো ক্যানসারের অন্যতম প্রধান কারণ। এর পাশাপাশি অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ, মোটা হওয়া, অলস জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস — সবকিছুই ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
সুখবর হচ্ছে: এই কারণগুলো অনেকটাই প্রতিরোধযোগ্য।

৪. সংক্রামক কারণ:
কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া সরাসরি ক্যানসারের সঙ্গে জড়িত। যেমন:
– HPV ভাইরাস → সার্ভিকাল ক্যানসার
– হেপাটাইটিস B ও C → লিভার ক্যানসার
– H. pylori ব্যাকটেরিয়া → পাকস্থলীর ক্যানসার

শেষ কথা:
ঝুঁকির কারণগুলো জানলে আমরা আগে থেকেই সচেতন হতে পারি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারি। সঠিক জীবনযাপনই ক্যানসার প্রতিরোধের প্রথম ধাপ।

ক্যানসার এখন ঘরে ঘরে—সচেতন না হলে বিপদ বাড়বে!আজকাল ক্যানসার সারা দুনিয়ায় মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। বয়স বাড়া আর আ...
26/05/2025

ক্যানসার এখন ঘরে ঘরে—সচেতন না হলে বিপদ বাড়বে!

আজকাল ক্যানসার সারা দুনিয়ায় মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। বয়স বাড়া আর আমাদের লাইফস্টাইল চেঞ্জ হবার কারণে ক্যানসারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে।
• প্রতি বছর প্রায় ২ কোটি নতুন ক্যানসার রোগী আর ১ কোটি মানুষ মারা যায়।
• সবচেয়ে বেশি দেখা যায়: ফুসফুস, স্তন, কোলন, প্রোস্টেট আর লিভার ক্যানসার।
• উন্নত দেশে বেশি হয় ব্রেস্ট আর প্রোস্টেট ক্যানসার। কিন্তু আমাদের মতো দেশে সার্ভিকাল আর লিভার ক্যানসার বেশি দেখা যায়।
• বাংলাদেশে মুখের, ব্রেস্ট আর সার্ভিকাল ক্যানসার খুবই বাড়ছে—আর সমস্যা হলো, অনেকেই দেরিতে ডাক্তারের শরণাপন্ন হন অবহেলার কারনে।

সমাধান?
আগে থেকে সচেতন হওয়া, নিয়মিত চেকআপ, আর যেকোনো অস্বাভাবিকতা হলে দ্রুত ডাক্তার দেখানো।

জীবনটা মূল্যবান—দয়া করে অবহেলা করবেন না।

জরায়ুমুখের ক্যান্সার: সচেতনতাই প্রতিরোধের প্রধান হাতিয়ারজরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) নারীদের জন্য একটি ভয়াবহ স...
15/05/2025

জরায়ুমুখের ক্যান্সার: সচেতনতাই প্রতিরোধের প্রধান হাতিয়ার

জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) নারীদের জন্য একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। বাংলাদেশেও প্রতি বছর অনেক নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই প্রাণ হারাচ্ছেন। তবে সঠিক সময়ে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এই ক্যান্সার সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব।

জরায়ুমুখের ক্যান্সার কী?
জরায়ুর নিচের সরু অংশকে জরায়ুমুখ (Cervix) বলা হয়। এই অংশের কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে ক্যান্সার সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য।

কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়:
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) – এই ভাইরাসের কিছু স্ট্রেইন (প্রধানত HPV-16 ও HPV-18) জরায়ুমুখের ক্যান্সারের জন্য দায়ী।

অসুরক্ষিত যৌন সম্পর্ক – একাধিক পার্টনার বা অপ্রতিরক্ষিত মিলন HPV সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

ধূমপান – সিগারেটের ক্ষতিকর রাসায়নিক জরায়ুমুখের কোষের ক্ষতি করে।

দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন – হরমোনের প্রভাবেও ঝুঁকি বাড়তে পারে।

দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা – HIV/AIDS বা অন্য কোনো কারণে ইমিউনিটি কম থাকলে ঝুঁকি বেশি।

লক্ষণসমূহ:
প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ নাও থাকতে পারে। তবে নিচের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন:

অনিয়মিত বা অস্বাভাবিক যোনিপথে রক্তপাত (মাসিক ছাড়া অন্য সময়ে)

যৌনমিলনের পর রক্ত পড়া

দুর্গন্ধযুক্ত যোনি স্রাব

তলপেটে বা পিঠে ব্যথা

প্রতিরোধ ও চিকিৎসা:
HPV টিকা নিন – ৯ থেকে ৪৫ বছর বয়সী নারীদের HPV ভ্যাকসিন (যেমন: Gardasil, Cervarix) নেওয়া উচিত। এই টিকা ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস থেকে রক্ষা করে।

নিয়মিত স্ক্রিনিং (প্যাপ স্মিয়ার টেস্ট) – ৩০ বছর বয়সের পর প্রতি ৩-৫ বছর পর পর এই টেস্ট করালে প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত করা যায়।

সুরক্ষিত যৌন জীবন – কনডম ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।

ধূমপান ত্যাগ – ধূমপান জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

সচেতনতা বৃদ্ধি – পরিবার ও সমাজে এই রোগ সম্পর্কে আলোচনা করুন।

শেষ কথা:
জরায়ুমুখের ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ। টিকা, স্ক্রিনিং ও সচেতনতার মাধ্যমে আমরা নারীদের এই ভয়াবহ রোগ থেকে রক্ষা করতে পারি। আজই সচেতন হোন, সুস্থ থাকুন এবং অন্যকেও সচেতন করুন।

স্বাস্থ্য সচেতনতায় – সুস্থ জীবন গড়ুন।

14/05/2025

Professor Dr. Happy Haque, Cancer Specialist (Clinical Oncologist)

14/05/2025

স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ক‍্যানসার দ্রুত শনাক্তকরণে জীবন বাঁচায়।

05/05/2025

বিজ্ঞানীদের ক্যানসার চিকিৎসায় এক নতুন আশার আলোর দাবি—
সম্প্রতি তৈরি হওয়া একটি নতুন ওষুধ, ইমিউনোথেরাপি, যা ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে বিষেশভাবে উল্লেখযোগ্য । ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চ’ (AACR)-এর গবেষকরা এ নতুন ওষুধটি তৈরি করেছেন, যার নাম ডস্টারলিমাব (Dostarlimab)। গবেষকদের দাবি, এই ওষুধ ক্যানসার নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রাথমিক পর্যায়ে খাদ্যনালি, মলদ্বার, কোলন ও মূত্রনালির ক্যানসারের চিকিৎসায় এই ওষুধটি ইতিবাচক ফলপ্রদ হয়েছে। চিকিৎসক আন্দ্রে সারসেক এবং ডঃ লুইস ডিয়াজ জানিয়েছেন, প্রাথমিকভাবে ১০৩ জন ক্যানসার রোগীর উপর এই ওষুধ প্রয়োগ করে আশানুরূপ ফল পাওয়া গেছে।

28/04/2025
আসসালামু আলাইকুমআপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!ঈদ মুবারক‎تَقَبَّلَ اللهُ ...
30/03/2025

আসসালামু আলাইকুম
আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
ঈদ মুবারক‎
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’‘আল্লাহ তাআলা আমাদের সকলের ভাল কাজগুলো কবুল করুন
আমিন

Address

Popular Consultation Centre (Bhaban-6), Room-402, House- 9, Road- 2, Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Prof. Dr. Happy Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Our Story

Dr. Happy has worked as a Cancer Specialist for the last 20 years here in Bangladesh. As she's residing in USA right now she wants to help people being a cancer specialist who are suffering from Cancer, or seeing symptoms and having doubts about they having cancer. We are building a better patient experience enabled by technology.

She plans on guiding you through tests that are needed to perform, medicine prescription and operation if needed.

Educational and Trainings Overview

MBBS, M-phill (Clinical Oncology)