26/08/2025
😮জানেন কি?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে—সুপারি সরাসরি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
অনেকে ভাবেন পান খাওয়ার নেশা পানের জন্য, কিন্তু আসল দোষী হলো সুপারি আর জর্দা।
দুর্ভাগ্যজনকভাবে, দুটোই ক্যান্সার সৃষ্টিকারী!
গবেষণা বলছে—
*সুপারি একাই মুখ ও খাদ্যনালির ক্যান্সার ঘটাতে পারে।
*একইসঙ্গে বাড়ায় হৃদরোগ, স্থূলতা আর মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি।
⚠️ নেশা নয়, সুস্থ জীবনকেই বেছে নিন।