Radha-Krishna Astrology

Radha-Krishna Astrology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Radha-Krishna Astrology, Dhaka.

The Navagraha Pooja has been a very effective which can enable a person for attainment of good health, education and knowledge, huge wealth, domestic peace and prosperity, and well-rounded success and renown in life.

15/06/2025
26/05/2024
অরিজিনাল ১০০ ভাগ খাঁটি গ্রহরত্ন কারোপ্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।। 01674-289523হস্তরেখা বিচার, জাতক গণনা, কুষ্ঠি -ঠিক...
23/07/2022

অরিজিনাল ১০০ ভাগ খাঁটি গ্রহরত্ন কারো
প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।।
01674-289523
হস্তরেখা বিচার, জাতক গণনা, কুষ্ঠি -ঠিকুজী প্রস্তুত, নবগ্রহ কবচ, নবগ্রহ পূজা সহ শাস্ত্রীয় বিভিন্ন কার্যাদি আধুনিক ও বিজ্ঞান ভিত্তিতে সম্পন্ন করা হয়।।

🙏🙏🙏♦️♦️রাশি রত্ন প্রবাল♦️♦️🙏🙏🙏জ্যোতিষ শাস্ত্রমতে,                                   রক্ত প্রবাল মঙ্গল গ্রহের রত্ন।  Red ...
23/02/2022

🙏🙏🙏♦️♦️রাশি রত্ন প্রবাল♦️♦️🙏🙏🙏

জ্যোতিষ শাস্ত্রমতে,
রক্ত প্রবাল মঙ্গল গ্রহের রত্ন।
Red Coral এর বাংলা হচ্ছে রক্ত প্রবাল অথবা মুঙ্গা পাথর। যা জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহের প্রতিনিধিত্ব করে থাকে। মঙ্গল গ্রহ শক্তি , জীবনী শক্তি , রক্ত চলাচল ও লক্ষ্য স্থিরে প্রভাব বিস্তার করে থাকে। জন্ম তারিখ অনুযায়ী যাদের মেষ রাশি , কর্কট রাশি ও বৃশ্চিক রাশি , তাদের জন্য প্রথম উপকারী পাথর হচ্ছে রক্ত প্রবাল পাথর।

রাশিরত্ন পাথর রক্ত প্রবাল রত্ন পাথরের গুনাগুন ও উপকারিতা নিম্নরূপ:

✤ রাশিচক্রে মঙ্গল গ্রহের অশুভত্ব দূরীকরণার্থে প্রবাল ব্যবহার করা হয়।
✤ স্বাস্থ্যরক্ষা, লিভারের রোগ, আমাশয় ইত্যাদি ব্যাপারে খুবই ফলদায়ক।
✤ মেয়েদের জরায়ুর রোগে শ্বেত প্রবাল খুবই উপকারী
✤ বহু রোগের উপশম হয় এই প্রবাল রত্বের দ্বারা।

Benefits Of Red Coral

✤ প্রথমত রক্ত প্রবাল পাথর শত্রুতার মাঝে জয় পেতে সাহায্য করে থাকে। যে কোন বাধা থেকে পরিত্রাণ , শত্রুকে পরাজিত করে জয় পেতে সাহায্য করে।

✤ যাদের বিয়েতে সমস্যা বা নানান বাঁধার সম্মুখীন হতে হচ্ছে তাদের জন্য রক্ত প্রবাল পাথর ব্যবহার উপকারী হতে পারে।
✤ সম্পদ লাভ বা সম্পদ বৃদ্ধিতে মঙ্গল গ্রহের প্রভাব থেকে থাকে বলে রক্ত প্রবাল পাথর এ সংক্রান্ত কাজে উপকারী।
✤ অলসতা দূর করে কাজে সঠিক ভাবে মননিবেশ করে কাজ কে সফল ভাবে শেষ করার জন্য রক্ত প্রবাল পাথর শক্তি যোগায়।

✤ আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে মানুষিক স্বাস্থ্য। এ পাথর দুশ্চিন্তা দূর করতে সাহা জ্য করে। শক্তি , উদ্যম আর মনে আশা জাগায়। সাহস বৃদ্ধির সাথে সাথে রক্ত প্রবাল দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। রত্ন পাথর রক্ত প্রবাল পাথর আত্ম বিশ্বাস বৃদ্ধি করে থাকে।
✤ রত্ন পাথর রক্ত প্রবাল পাথর রক্তকে পরিশুদ্ধ করে। ফলে হৃদপিণ্ড ভালো থাকে।

✤ মঙ্গল গ্রহের খারাপ প্রভাবের কারনে খিটমিটে মেজাজ , অতিরিক্ত রাগ , অধৈর্য , কাজে কর্মে অস্থিরতা হয়ে থাকে। তাই এ বিষয় গুলোতে ভালো ফল পাওয়া যায়।
✤ যাদের আর্থিক কাজে বাধা থাকে , আর্থিক লেনদেনে সমস্যা হয় , আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য থাকেনা তাদের জন্য রাশি রত্ন পাথর রক্ত প্রবাল পাথর ব্যবহার উপকারী।

✤ যে সকল মানুষ আর্মি , পুলিশ , ডাক্তার , অস্ত্র তৈরির ব্যবসায় , বিজ্ঞানী ও রিয়েল ষ্টেট এর ব্যবসায়ের সাথে জড়িত তাদের জন্য রত্ন পাথর রক্ত প্রবাল পাথর উপকারী হতে পারে।
✤ রত্ন পাথর রক্ত প্রবাল পাথর শয়তানি দৃষ্টি এবং কালো জাদু থেকে মুক্ত রাখে।
✤ যে সকল মানুষ ঋণের জালে আটকা পরেছে , বা যারা ঋণের বোঝা বহন করছে তাদের জন্য মঙ্গলের ভালো প্রভাবের জন্য রত্ন পাথর রক্ত প্রবাল পাথর ব্যবহার গুরুত্ব পূর্ণ।

✤ রক্ত প্রবাল পাথর পরিবারের সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। সন্তানের মঙ্গল অথবা সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধির জন্য রক্ত প্রবাল পাথর ব্যবহার করা উপকারী।
✤ প্রবাল যে কোন প্রকারের খারাপ প্রভাব থেকে রক্ষা করে , আজও আরবের পেনিন্সুলা নামক অঞ্চলের মায়েরা তাদের সন্তানের গলায় প্রবাল পাথর বেধে দেয় খারাপের থেকে রক্ষা পাবার জন্য।

✤ প্রবাল ব্যবহারে সম্প্রীতি , বন্ধুত্ব , সৌন্দর্য ও ঐক্য বৃদ্ধি পায়।
✤ প্রবাল পাথরের আংটি হিট স্ট্রোক থেকে বেঁচে থাকতে সাহায্য করে।
✤ প্রবাল দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।

গোমেদ পাথর:🟧রাহুগ্রহ রত্ন গোমেদ পাথর রাহুগ্রহের খারাপ প্রভাবের বিরুদ্ধে কাজ করে এবং যে কোন নেগেটিভ মানুষিক চিন্তা এবং খা...
22/02/2022

গোমেদ পাথর:🟧
রাহুগ্রহ রত্ন

গোমেদ পাথর রাহুগ্রহের খারাপ প্রভাবের বিরুদ্ধে কাজ করে এবং যে কোন নেগেটিভ মানুষিক চিন্তা এবং খারাপ শক্তি থেকে থেকে মুক্ত থাকতে সাহায্য করতে পারে।
গোমেদ পাথর ব্যবহারে রক্তপাত, দূর্ঘটনা, এক্সিডেন্টন, মামলা মুখদ্বমা,মানসিক অস্থিরতা, অশান্তি, ব্যবসায় লোকসান, বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা করে।

যে সকল মানুষের পায়ে পায়ে সমস্যা, একটার পর একটা সমস্যা লেগেই থাকে অথবা কোন কাজে হাত দিলেই সমস্যা এসে হাজির হয়, তাদের জন্য উপকারী রাশি রত্ন পাথর হচ্ছে গোমেদ পাথর।

গোমেদ পাথর ব্যবহারে মানুষের দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এবং মানুষিক সমস্যায় উপকার পাওয়া যেতে পারে।

গোমেদ পাথর ব্যবহারে মনোযোগ বৃদ্ধি পায়, লক্ষ্য অর্জনে পরিষ্কার দিকনির্দেশনা পাওয়া যায়, বিশেষ করে যে সকল শিক্ষার্থী বা চাকুরীজীবীরা গবেষণা
মূলক কাজের সাথে জড়িত তাদের জন্য গোমেদ পাথর ব্যবহার উপকারী হতে পারে।

গোমেদ পাথর ব্যবহারে যে কোন পেশায় উন্নতি এবং সামাজিক ও আর্থিক দিকে উপকার পাওয়া যেতে পারে।

এটা ব্যবহারে মৃগী রোগ, অ্যালার্জি, চোখের সংক্রামক, সাইনাস, পাইলস ও বুক ধরফরানো রোগে উপকার পাওয়া যেতে পারে।

কিছু কিছু সময় এটা ক্যান্সার, রক্ত রোগ, ফোঁড়া, কুষ্ঠ, অন্ত্রের সমস্যা, অবসাদ ও উচ্চ রক্ত চাপের সমস্যায় উপকার করতে পারে।

গোমেদ পাথর ধারনে এর ব্যবহারকারী ৫টি প্রধান উপকার পেতে পারেন, যেমনঃ ধ্যান করা, আর্থিক উন্নতি, ধর্মীয় বিশ্বাস বৃদ্ধি, যৌন শক্তি বৃদ্ধি এবং মানুষিক শান্তি।

পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি জন্য স্বামী স্ত্রী দুজনেই গোমেদ পাথর ব্যবহার করে দেখতে পারেন। গোমেদ পাথর ধারনে ভালোবাসা, মিল এবং শান্তি বৃদ্ধি পেতে পারে।

গোমেদ পাথর ব্যবহারে যে কোন কালো জাদু থেকে মুক্ত থাকা যেতে পারে, ফলে শত্রু থেকে আগিয়ে থাকা যায় এবং প্রতিযোগটায় সফলা পাওয়া যেতে পারে।

যে সকল মানুষ অনেকের মাঝে বক্তব্য দিয়ে থাকে তাদের মধ্যে শক্তির জোগাড় করতে পারে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radha-Krishna Astrology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram