Faysal Rafi & Associates

Faysal Rafi & Associates We are approaching mental health with empathetic, ethical, and evidence-based practice.

ইদানীং মনটা প্রায়ই খারাপ থাকে কিন্তু কারণ বুঝতে পারছেন না? বা অল্পতেই রেগে যাচ্ছেন? থেরাপি সাহায্য করতে পারে মনের ভেতরে ...
03/10/2025

ইদানীং মনটা প্রায়ই খারাপ থাকে কিন্তু কারণ বুঝতে পারছেন না? বা অল্পতেই রেগে যাচ্ছেন? থেরাপি সাহায্য করতে পারে মনের ভেতরে কি চলছে সেটি বুঝতে।

Mindwizz থেরাপিস্টদের সাথে সেশন বুক করুন: 01325-167451 বা ভিজিট করুন: mindwizz.org

শারদীয় দুর্গোৎসবের প্রীতিও শুভেচ্ছা🌼
01/10/2025

শারদীয় দুর্গোৎসবের প্রীতিও শুভেচ্ছা🌼

বাজেট সীমিত, কিন্তু মেন্টাল হেলথও প্রায়োরিটি?স্টুডেন্টদের জন্য Mindwizz   দিচ্ছে সীমিত বাজেটেই থেরাপি নেওয়ার সুযোগ!  সেশ...
30/09/2025

বাজেট সীমিত, কিন্তু মেন্টাল হেলথও প্রায়োরিটি?
স্টুডেন্টদের জন্য Mindwizz দিচ্ছে সীমিত বাজেটেই থেরাপি নেওয়ার সুযোগ!

সেশন বুক করুন : 01325-167451 অথবা ভিজিট করুন : mindwizz.org

29/09/2025

থেরাপি আমাদের চিন্তা,অনুভূতি এবং আচরণ এই তিনটি কীভাবে একে অপরের ওপর প্রভাব ফেলে তা বুঝতে সাহায্য করে ।মাইন্ডউইজের থেরাপি...
27/09/2025

থেরাপি আমাদের চিন্তা,অনুভূতি এবং আচরণ এই তিনটি কীভাবে একে অপরের ওপর প্রভাব ফেলে তা বুঝতে সাহায্য করে ।

মাইন্ডউইজের থেরাপিস্ট দের সাথে সেশন বুক করুন : 01325-167451 অথবা ভিজিট করুন : mindwizz.org

প্রবাসে মন ভালো আছে তো? আমরা জানি, নতুন দেশে জীবন গুছিয়ে নেওয়ার লড়াই কতটা কঠিন হতে পারে। এই একাকীত্ব বা অনিশ্চয়তার মা...
26/09/2025

প্রবাসে মন ভালো আছে তো? আমরা জানি, নতুন দেশে জীবন গুছিয়ে নেওয়ার লড়াই কতটা কঠিন হতে পারে। এই একাকীত্ব বা অনিশ্চয়তার মাঝে মনের যত্ন নেওয়া জরুরি।

Mindwizz এর অভিজ্ঞ সাইকোলজিস্টগণ আপনাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাহায্য করতে প্রস্তুত।

পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সেশন বুক করুন - 01325-167451 অথবা ভিজিট করুন : mindwizz.org

মানুষের পাশে দাঁড়াতে চান? 'দ্যা পার্পললাইন' আপনাকে স্বাগত জানাচ্ছে 💜জীবনের কঠিন সময়গুলোতে মানুষের পাশে থাকা এবং তাদের মন...
25/09/2025

মানুষের পাশে দাঁড়াতে চান? 'দ্যা পার্পললাইন' আপনাকে স্বাগত জানাচ্ছে 💜

জীবনের কঠিন সময়গুলোতে মানুষের পাশে থাকা এবং তাদের মনের অব্যক্ত কথাগুলো শোনার এক অসাধারণ সুযোগ নিয়ে এসেছে 'দ্যা পার্পললাইন'। আপনি যদি মানুষের কষ্ট বুঝতে পারেন এবং নিঃশর্তভাবে তাদের সহায়তা করতে চান, তবে আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার এই দারুণ সুযোগটি আপনার জন্য!

আমাদের সাথে কাজ করতে হলে আপনার যে গুণগুলো থাকা প্রয়োজন:

✅অন্যের কষ্টের সময়ে পাশে থাকার মানসিকতা ও মুক্ত মনের অধিকারী ।
✅বিনা বিচারে কারও মনের কথা গুলো শোনার আগ্রহ ।
✅গোপনীয়তা রক্ষা করা।

শর্তাবলী :
👉অফিসে এসে ট্রেনিং সেশনগুলোতে নিয়মিত উপস্থিত থাকতে হবে।
👉কমপক্ষে এক বছরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে
👉সপ্তাহে ১২ ঘন্টা সময় দিতে হবে।

সুবিধা 🌼
👉ফ্রি ট্রেনিং সেশন
👉সার্টিফিকেট
👉মেন্টাল হেলথ ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা

উল্লেখিত গুণাবলি গুলো যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি পেতে পারেন এই চমৎকার উদ্যোগে কাজ করার সুযোগ :

আবেদন করুন : https://forms.gle/B4waqq8fXMXC3p7f7
আবেদনের সময়সীমা : ১৫ই সেপ্টেম্বর - ৫ই অক্টোবর ।

আমাদের মনের কষ্ট, যন্ত্রণা, না পাওয়ার কথাগুলো কারও কাছে  বললে আসলে কি সেগুলো কমতে পারে? গবেষণা বলছে, হ্যাঁ।  বিস্তারিত জ...
24/09/2025

আমাদের মনের কষ্ট, যন্ত্রণা, না পাওয়ার কথাগুলো কারও কাছে বললে আসলে কি সেগুলো কমতে পারে? গবেষণা বলছে, হ্যাঁ। বিস্তারিত জানতে পড়তে পারেন 👇

মনের কষ্ট কারো সঙ্গে ভাগ করে নিলে সত্যিই তা কমে আসে। এ বিষয়ে দুজন নিউরোসায়েন্টিস্ট গবেষণা করেছেন এবং তারা এর পেছনের বৈজ্ঞানিক কারণ খুঁজে পেয়েছেন।

গবেষণায় দেখা গেছে, যখন আমরা আমাদের অনুভূতির নাম দেই—যেমন, "খারাপ লাগছে," "কষ্ট পাচ্ছি" বা "অস্থির লাগছে"—তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশটির কাজ করার প্রবণতা কমে যায়। এই অ্যামিগডালা হলো ব্রেইনের একটি অংশ যেটি কোন থ্রেটেনিং সিচুয়েশনে আমাদের 'লড়ো অথবা পালাও' (fight-or-flight) প্রতিক্রিয়া তৈরি করে।

মনের অনুভুতি গুলো কথায় রূপান্তর করে যখন কারও সাথে আমরা শেয়ার করি তখন মস্তিষ্কের যে অংশগুলো ভাষা এবং অর্থ নিয়ে কাজ করে (right ventrolateral prefrontal cortex), সেগুলো সক্রিয় হয়ে ওঠে। এর ফলে আমরা আবেগের বশে কোনো কাজ করা থেকে দূরে সরে আসি এবং আরও বেশি সচেতন হতে পারি। এভাবেই মনের কষ্ট প্রকাশ করলে আমরা মানসিকভাবে শান্ত ও হালকা অনুভব করি।
সুতরাং, কোনো কারণে মন খারাপ হলে তখন সব কষ্ট নিজের মধ্যে চেপে না রেখে দ্যা পার্পললাইন-এর সঙ্গে মনের কথাগুলো ভাগ করে নিতে পারেন।

কল করুন: ০৯৬৪৭-৬২৫-২১৭
সময়: প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ২টা।



Thank you for your incredibly kind words! We're so glad to know that you had a positive experience with our chief psycho...
22/09/2025

Thank you for your incredibly kind words! We're so glad to know that you had a positive experience with our chief psychologist, Faysal Ahmed Rafi. Your kind words truly mean a lot to the entire Mindwizz team.




মনের কষ্ট কারো সঙ্গে ভাগ করে নিলে সত্যিই তা কমে আসে। এ বিষয়ে দুজন নিউরোসায়েন্টিস্ট গবেষণা করেছেন এবং তারা এর পেছনের বৈ...
20/09/2025

মনের কষ্ট কারো সঙ্গে ভাগ করে নিলে সত্যিই তা কমে আসে। এ বিষয়ে দুজন নিউরোসায়েন্টিস্ট গবেষণা করেছেন এবং তারা এর পেছনের বৈজ্ঞানিক কারণ খুঁজে পেয়েছেন।

গবেষণায় দেখা গেছে, যখন আমরা আমাদের অনুভূতির নাম দেই—যেমন, "খারাপ লাগছে," "কষ্ট পাচ্ছি" বা "অস্থির লাগছে"—তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশটির কাজ করার প্রবণতা কমে যায়। এই অ্যামিগডালা হলো ব্রেইনের একটি অংশ যেটি কোন থ্রেটেনিং সিচুয়েশনে আমাদের 'লড়ো অথবা পালাও' (fight-or-flight) প্রতিক্রিয়া তৈরি করে।

মনের অনুভুতি গুলো কথায় রূপান্তর করে যখন কারও সাথে আমরা শেয়ার করি তখন মস্তিষ্কের যে অংশগুলো ভাষা এবং অর্থ নিয়ে কাজ করে (right ventrolateral prefrontal cortex), সেগুলো সক্রিয় হয়ে ওঠে। এর ফলে আমরা আবেগের বশে কোনো কাজ করা থেকে দূরে সরে আসি এবং আরও বেশি সচেতন হতে পারি। এভাবেই মনের কষ্ট প্রকাশ করলে আমরা মানসিকভাবে শান্ত ও হালকা অনুভব করি।
সুতরাং, কোনো কারণে মন খারাপ হলে তখন সব কষ্ট নিজের মধ্যে চেপে না রেখে The Purpleline এর সঙ্গে মনের কথাগুলো ভাগ করে নিতে পারেন।

কল করুন: ০৯৬৪৭-৬২৫-২১৭
সময়: প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ২টা।



Address

House 8/14, (Top Floor), Block C, Lalmatia, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Faysal Rafi & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Faysal Rafi & Associates:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category