04/12/2025
Paronychia 💕
👉করণীয় (Home Care)
• আক্রান্ত জায়গা গরম কুসুম পানি + লবণ এ 10–15 মিনিট, দিনে 2–3 বার ভিজান।
• নখ কামড়াবেন না, কিউটিকল কাটবেন না।
• জায়গাটা শুকনো রাখুন।
• ব্যথা থাকলে paracetamol নিতে পারেন (প্রেসক্রিপশন অনুযায়ী)
🚫 এড়িয়ে চলুন
• বারবার পানি বা ডিটারজেন্ট → গ্লাভস ব্যবহার করুন।
• নখের স্যালন → পরিষ্কার সরঞ্জাম ছাড়া করবেন না।
• নিজে থেকে পুঁজ কাটবেন/চাপ দেবেন না — এতে সংক্রমণ ছড়াতে পারে।
❤️ কখন ডাক্তারের কাছে যাবেন?
• 48–72 ঘণ্টায় উন্নতি না হলে
• পুঁজ/abscess তৈরি হলে
• ডায়াবেটিস রোগী হলে
• ব্যথা/সোয়েলিং দ্রুত বাড়লে